Class 8 science book 2024 || ফিরে দেখা পরিযায়ী পাখি সম্পর্কে প্রশ্ন উত্তর | Class 8-2024 . প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
ফিরে দেখা
প্রশ্ন:পরিযায়ী পাখিদের সম্পর্কে নতুন কী কী জানলে এই কাজ করতে গিয়ে?
উত্তর : পরিযায়ী পাখিদের সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পেরেছি এই কাজ করতে গিয়ে। পাখিদের পরিযান কীভাবে হয়, কীভাবে তারা শত শত মাইল পাড়ি দেয় তা জানতে পেরেছি।
পাখিদের পরিযায়নের কারণ, তাদের বংশবৃদ্ধি, খাদ্যাভাস, আরও অনেক কিছু জানতে পেরেছি এই অধ্যায় থেকে। কিভাবে কম্পাস ছাড়াই পরিযায়ী পাখিরা হাজার মাইল অতিক্রম করে, কিভাবেই বা তারা নির্ভুলভাবে দিক নির্ণয় করে চুম্বকের সাহায্যে এই প্রশ্নগুলোর উত্তর পেয়েছি এই কাজ থেকে ।
নতুন নতুন অনেক পরিযায়ী পাখির নাম শিখতে পেরেছি। পরিযায়ী পাখি সংক্রান্ত আইনগুলোও জানতে ও শিখতে পেরেছি । চমৎকার এই অধ্যায়টি থেকে পরিযায়ী পাখি সম্পর্কিত মজার মজার, আকর্ষণীয় ও বিষ্ময়কর তথ্য জানা সম্ভব হয়েছে ।
প্রশ্ন: এই কাজ করার পর পরিযায়ী পাখিদের নিয়ে তোমার নিজের চিন্তায় কি কোনো পরিবর্তন এসেছে?
উত্তর : এই অধ্যায়ের প্রতিটি সেশন পড়ার সময় আমি নতুন নতুন অনেক জিনিস শিখেছি, যা আমার চিন্তায় আমূল পরিবর্তন এনেছে। পরিযায়ী পাখিরা আমাদের প্রকৃতির অংশ।
পরিযায়ী পাখিরা না থাকলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকবে না। প্রাকৃতিক সৌন্দর্য ও বাস্তুতন্ত্রের কথা তো ভাবাই যায় না পরিযায়ী পাখিদের ছাড়া। আমাদের প্রকৃতির প্রাণ এরা।
এদের কলকাকলিতে মুখরিত থাকে আমাদের চারপাশ। নানান রকমের কীটপতঙ্গ খেয়েও এরা আমাদের উপকার করে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পালক সংগ্রহ বা মাংস ভক্ষণের জন্য প্রতিনিয়ত শিকার হচ্ছে অতিথি পাখি।
এগুলো খুবই জঘন্য এবং অনুচিত কাজ। আমাদের উচিত সোশাল মিডিয়া বা রেডিও, টেলিভিশন ব্যবহার করে জনসচেতনতা সৃষ্টি করা। অসাধু পাখি শিকারীদের শক্ত হাতে দমন করা এবং যথাযথ আইন প্রণয়ন করা। পরিযায়ী পাখিরা আমাদের প্রকৃতির প্রাণ, পরিবেশের সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ। এদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
Class 8 science book 2024 || ফিরে দেখা পরিযায়ী পাখি সম্পর্কে প্রশ্ন উত্তর
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
শিক্ষক সহায়িকা অনুসরণে অতিরিক্ত কাজ/অ্যাক্টিভিটি
প্রথম ও দ্বিতীয় সেশন
কাজ-১] পৃথিবীর কোন অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা এদেশে আসে। কোন সময় আসে তার তালিকা তৈরি কর।
প্রয়োজনীয় সামগ্রী : কাগজ, কলম, অনুসন্ধানী পাঠ, অনুশীলন বই, গ্লোব। কাজের উদ্দেশ্য : পরিযায়ী পাখিদের আসার সময় ও স্থান সম্পর্কে জানা। কাজের ধরন : দলীয় কাজ ।
কাজের ধারা :
- ছকে উল্লেখিত পরিযায়ী পাখিদের নামগুলো ভালো করে দেখি ।
- এদের মধ্যে কোন পরিযায়ী পাখি আমরা পূর্বে দেখেছি কিনা, তা দলীয়ভাবে আলোচনা করি
পরিযায়ী পাখিগুলো কোন দেশ থেকে আসে। কোন সময় আসে, জানার চেষ্টা করি।
- প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিই।
- পরিযায়ী পাখিদের তথ্যগুলো ছকে লিখে রাখি।
নমুনা উত্তর
পরিযায়ী পাখির নাম | কোন দেশ থেকে আসে | কোন সময় আসে |
সাদা খঞ্জন | সাইবেরিয়া/ইউরোপ | নভেম্বর মাসে |
খয়রা চখাচখি | মঙ্গোলিয়া | নভেম্বর মাসে |
কালো লেজ জৌরালি | সাইবেরিয়া/অস্ট্রেলিয়া | নভেম্বর-ডিসেম্বর |
কালো স্কিমার | মেক্সিকো/যুক্তরাষ্ট্র | অক্টোবর নভেম্বর |
লালবুক ক্লাইক্যাসার | ইউরোপ | শীতের শুরুতে |
বড় সরালী | কানাডা/ব্রাজিল/ কলম্বিয়া | ডিসেম্বর |
নীলশির | অস্ট্রেলিয়া/উত্তর আফ্রিকা | নভেম্বর-ডিসেম্বর |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।