Class 8 Digital-2024 || ষষ্ঠ ও সপ্তম সেশন সবাই মিলে তথ্য যাচাই‘রর সমাধান || ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি 2024।। ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ || Class 8 Digital Technology book Solution || প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ বই কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নের উত্তর নিয়ে।
যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
ষষ্ঠ ও সপ্তম সেশন সবাই মিলে তথ্য যাচাই
কার্যক্রম ১০ তথ্য যাচাইয়ের জন্য পূর্বে প্রস্তুতকৃত গুগল ফর্মটির রেসপন্সগুলো গুগল শিটে ওপেন করি। এই শিটে সর্বডানে আরেকটি কলামে প্রাপ্ত তথ্যটি কি ‘সঠিক তথ্য’, অনিচ্ছাকৃত ভুল তথ্য (মিসইনফরমেশান), ভুল তথ্য (ডিসইনফরমেশান) নাকি অপতথ্য (ম্যালইনফরমেশান) তা উল্লেখ করব।
ডান পাশের অন্য আরেকটি কলামে আমরা কেন এটিকে ‘মিসইনফরমেশান’ নাকি ‘ডিসইনফরমেশান’ বা ‘ম্যালইনফরমেশান’ মনে করছি তার ব্যাখ্যা লিখব ।
প্রয়োজনীয় উপকরণ: খাতা, কলম, ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার ।
কাজের ধারা :
১. পাঠ্য বইয়ের প্রথম সেশনের অংশটুকু পুনরায় পড়ব।
২. এবার আমাদের গুগল ফর্মটি ওপেন করব।
৩. Response লেখাটির উপর ক্লিক করব।
৪. View in Sheet এ ক্লিক করব।
৫. গুগল শিটে প্রাপ্ত রেসপন্সগুলোর ডান পাশে দুটি নতুন কলাম (তথ্যের ধরন, বিশ্লেষণ) যুক্ত করব।
৬. এবার তথ্যগুলো ভালোভাবে পর্যালোচনা করে এটি কোন ধরনের তথ্য তা নির্বাচন করব।
৭. আমরা কেন তথ্যটিকে নির্দিষ্ট ধরনের বলে চিহ্নিত করেছি তার ব্যাখ্যা পাশের কলামে দিব।
Class 8 Digital-2024 || ষষ্ঠ ও সপ্তম সেশন সবাই মিলে তথ্য যাচাই‘রর সমাধান
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
নমুনা উত্তর
আপনার
তথ্যের ধরন নির্বাচন করুন |
তথ্যটির উৎস
নির্বাচন করুন |
আপনার তথ্যটি বিবৃতি প্রদান | আপনার তথ্যটির সাথে সম্পর্কিত কোন ছবি, অডিও তথ্যের ধরন বা ভিডিও থাকলে
প্রদান করুন। |
তথ্যের
ধরন |
বিশ্লেষণ |
টেক্সট | অনলাইন
নিউজ পোর্টাল |
শিশু থেকে শুরু করে
যেকোনো বয়সের মানুষের ঠান্ডা, সর্দি-কাশির ক্ষেত্রে তুলসী পাতা মহৌষধ। বাচ্চার সর্দি-কাশি থাকলে আধা চা- চামচ মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে কাশি কমে যাবে। |
সঠিক | তথ্যটি একটি যৌক্তিক উৎস থেকে নেওয়া হয়েছে। তাছাড়া তুলসী পাতার গুনাগুন সম্পর্কে যা বর্ণনা করা হয়েছে তা সঠিক। | |
ছবি | সামাজিক যোগাযোগ মাধ্যম | নির্ধারিত সময় হচ্ছে না এইচএসসি পরীক্ষা। | [ফেসবুক এ শেয়ারকৃত পোস্টের ছবি] | ম্যালইনফরমেশন | সাইবার ৭১ পেজ থেকে ২০২০ সালে প্রকাশিত পোস্টটি বর্তমান সময়ে কেউ শেয়ার করার কারণে সঠিক তথ্যটি একটি ভুল অর্থ জ্ঞাপন করছে। |
ভিডিও | অন্যান্য | গতকালের বাংলাদেশ বনাম
ভারতের ক্রিকেট ম্যাচে তামিম ইকবালের ক্যাচ আউটটি আসলে ৬ হয়েছিল |
[ইউটিউব ভিডিও লিংক] | ডিসহনফরমেশন | কেউ ইচ্ছাকৃতভাবে ভিডিওটির প্রথম অংশটিকে ঠিক রেখে শেষ অংশে অন্য কোনো ম্যাচের ক্লিপ যুক্ত করে ভুল তথ্য প্রচার করছে। |
টেক্সট | কোনো ব্যক্তির নিকট থেকে | লিওনেল মেসির মোট
সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬০ নিকট থেকে কোটি টাকা । |
[ওয়েব পোস্টের লিংক] | মিসইনফরমেশন | কোন ব্যক্তির মোট সম্পদের পরিমাণ একটি গোপনীয় তথ্য যার সঠিক পরিমাণ কোনো ওয়েবসাইটে থাকা সম্ভব নয়। যদিও ব্যক্তির দেওয়া তথ্য ওয়েব পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ | তবুও উক্ত ব্যক্তিটি অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রচার করছে। |
কাজ-১০ এর পারদর্শিতার মাত্রা নির্ণয় : নিচের ছকের প্রযোজ্য চিহ্নটিতে টিক (~) দিয়ে কাজটির পারদর্শিতার মাত্রা নির্ণয় করা যাবে ।
পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
D | O | Δ | |
৬.৮.১.৩ প্রযুক্তি ব্যবহার করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে পারছে | সজনশীল চিন্তাকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এক ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরি করছে | সৃজনশীল চিন্তাকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কমপক্ষে দুই ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরি করছে | সৃজনশীল চিন্তাকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সহজলভ্য বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরি করছে |
৬.৮.১.৪ প্রযুক্তি ব্যবহার করে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতে পারছে | প্রযুক্তি ব্যবহার করে একটি উৎসের যথার্থতা বিবেচনা করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে
পারছে |
প্রযুক্তি ব্যবহার করে একই ধরনের একাধিক উৎসের যথার্থতা বিবেচনা করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে পারছে | প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের একাধিক উৎসের যথার্থতা বিবেচনা করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে পারছে |
৬.৮.১.৫ প্রযুক্তি ব্যবহার | একটি উৎস থেকে সংগ্রহকৃত করে বস্তুনিষ্ঠ তথ্য ব্যবহার করতে পারছে | প্রযুক্তি ব্যবহার করে একটি উৎস থেকে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করছে | একাধিক উৎস থেকে সংগ্রহকৃত তথ্য সারসংক্ষেপ করে ব্যবহার করতে পারছে | একাধিক উৎস থেকে সংগ্রহকৃত তথ্য সারসংক্ষেপ করে বিশ্লেষণসহ ব্যবহার করতে পারছে |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।