Class 8 Digital-2024 || অষ্টম সেশন থেকে তথ্য যাচাই‘র সমাধান || ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি 2024।। ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ || Class 8 Digital Technology book Solution || প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ বই কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নের উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
অষ্টম সেশন
আমাদের তথ্য যাচাই অভিযান শেষ হয়েছে, ইতোমধ্যে যারা আমাদের কাছে তথ্য জানতে চেয়েছে তাদের কাছে নিশ্চয়ই যাচাইকৃত সিদ্ধান্ত পৌঁছে দিয়েছি। কিন্তু এখানেই আমাদের কাজ শেষ নয়।
কারণ তথ্য যাচাই এর প্রয়োজনীয়তা ৫ কার্যক্রম ১১ আমাদের সব সময় থাকে। শুধুমাত্র ডিজিটাল প্রযুক্তি নয়, অন্যান্য বিষয়ের কাজ করতে গেলেও আমাদের তথ্য অনুসন্ধান ও যাচাই এর প্রয়োজন হবে।
এই অভিজ্ঞতার মাধ্যমে কীভাবে তথ্য ভুলভাবে প্রচার হওয়ার আশঙ্কা থাকে তা আমরা অনুসন্ধান করতে পেরেছি। নিচের ঘরে আমরা কীভাবে তথ্য ভুলভাবে প্রচার হয় তার ১০টি প্রক্রিয়া লিখব। এটি আমরা নিজের ভাবনা এবং অভিজ্ঞতা → পাঠ্যবই, পৃষ্ঠা ২৪ থেকে লিখব । প্রয়োজনে পাশের বন্ধুর সাথে আলোচনা করে নেই।
প্রয়োজনীয় উপকরণ : খাতা, কলম, পাঠ্যবই।
কাজের ধারা :
- পাশের বন্ধুর সাথে আলোচনা করব।
- তথ্য ভুলভাবে প্রচার হওয়া সম্পর্কে জানার চেষ্টা করব।
- নিজের ভাবনা ও অভিজ্ঞতা থেকে তালিকাটি পূর্ণ করি ।
নমুনা উত্তর :
১. সংবাদে তারিখ পরিবর্তন করে দিয়ে ।
২. কারো ছবিতে অন্য কারো চেহারা বসিয়ে দিয়ে।
৩. ছবির শিরোনাম বা ক্যাপশন পরিবর্তন করে দিয়ে।
৪. ভিডিওতে ভয়েস ওভার করে কিছু ভুল তথ্য যোগ করে দিয়ে।
৫. একজন ব্যক্তির বক্তব্য বা মতামত পরিবর্তন করে দিয়ে।
৬. একজন ব্যক্তির বক্তব্যের মাঝে কিছু অংশ কেটে দিয়ে বক্তব্যের মূল ভাবনা পরিবর্তন করে দিয়ে
৭. ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে অন্য জায়গার ছবি দিয়ে ।
৮. ভুল তথ্য দিয়ে কোনো সংবাদপত্রের লোগো যোগ করে ।
৯. একজন ব্যক্তির ভিডিওর আংশিক অংশ কেটে নিয়ে তা প্রচার করে দিয়ে ।
১০. কারো ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে।
Class 8 Digital-2024 || অষ্টম সেশন থেকে তথ্য যাচাই‘র সমাধান
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
কার্যক্রম ১২ ভুল তথ্য প্রচার প্রক্রিয়ার নানা উপায়ের পুরো অভিজ্ঞতায় আমি কি নতুন জেনেছি যা আমার ভালো লেগেছে তা জানিয়ে আমার অভিভাবক বরাবর একটি চিঠি লিখব। চিঠিটি বাড়িতে গিয়েই লিখব। লিখা শেষ হলে আমার অভিভাবককে পড়ে শোনাব ৷
প্রয়োজনীয় উপকরণ : খাতা, কলম।
কাজের ধারা :
১. পূর্বের শ্রেণির কাজে ১০টি উপায় লেখা হয়ে গেলে আমার পাশের বন্ধুকে আমার বইটি পড়তে দিব এবং তার বইটি আমি নিয়ে সে কি লিখেছে পড়ব ।
২. এভাবে ভুল তথ্য প্রচারের অন্যান্য উপায়গুলো পর্যালোচনা করবো ।
৩. ভুল তথ্য প্রচারের যে উপায়গুলো আমাকে বেশি উদ্দীপ্ত করেছে সেগুলোকে চিহ্নিত করবো ।
৪. চিহ্নিত বিষয়গুলো সম্পর্কে আমার অভিব্যক্তি চিঠির আকারে প্রকাশ করবো ।
৫. লিখা শেষ হলে আমার অভিভাবককে পড়ে শুনাব ।
নমুনা চিঠি
প্রিয় মা-বাবা,
আশা করি তোমরা ভালো আছ।
আমি তোমাদের জানাতে চাই যে, আজকে আমাদের স্কুলে ভুল তথ্য প্রচার সম্পর্কে একটি ক্লাস হয়েছিল । এই ক্লাসে আমরা ভুল তথ্য প্রচার করার ১০টি উপায় শিখেছি। এই ক্লাসটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমি অনেক কিছু শিখেছি ।
এই ক্লাসে আমি যেসব নতুন জিনিস শিখেছি তার মধ্যে যেটি সবচেয়ে ভালো লেগেছে তা হলো ভুল তথ্য প্রচার করার বিভিন্ন উপায়। আমি আগে ভুল তথ্য প্রচার সম্পর্কে খুব বেশি জানতাম না।
কিন্তু এই ক্লাসে আমি শিখেছি যে, ভুল তথ্য প্রচার করার অনেক উপায় আছে । যেমন, সত্য তথ্যকে বিকৃত করা, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার, অডিও বা ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া,
অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়া, রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্যে ব্যবহার করা, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে, অবিশ্বাস সৃষ্টি করতে ভুল অর্থ ব্যবহার করা ।
এই উপায়গুলো সম্পর্কে জানার পর আমার মনে হয়েছে যে, ভুল তথ্য প্রচার একটি খুবই গুরুতর সমস্যা। কারণ, ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা যায়, তাদের মধ্যে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। তাই ভুল তথ্য প্রচার থেকে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ ।
এই ক্লাসটি আমার জন্য অনেক শিক্ষণীয় ছিল। আমি এই ক্লাস থেকে অনেক কিছু শিখেছি, যা আমার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আমি তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে, তোমরা আমাকে এই ধরনের ক্লাসে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছ।
তোমাদের স্নেহধন্য,
আরিফ
শিক্ষক সহায়িকা অনুসরণে অতিরিক্ত কাজ/অ্যাক্টিভিটি
প্রথম সেশন ভুল তথ্যের রকমফের
আরও শিখে নিই
কার্যক্রম ০১] নিচে একটি পরিস্থিতি দেওয়া হলো। পরিস্থিতিতে যে প্রক্রিয়ায় ভুল তথ্য এসেছে তা আমরা প্রযুক্তি ব্যবহার করে তথ্যের যথার্থতা যাচাই করব । → পাঠ্যবই, পৃষ্ঠা ১ অনেক সময় সঠিক সংবাদও ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে।
যেমন- একটি গণমাধ্যমের অনলাইন সংস্করণে খবর প্রকাশিত হলো ‘ধলঘাট ইউনিয়নের করনখাইন গ্রামের স্কুল শিক্ষক শামীম আহমেদ বিশেষ পুরস্কার পেয়েছেন’।
এই সংবাদ দেখে দ্রুত কিছু লোক শামীম আহমেদের বাড়িতে জড়ো হলেন তাঁকে অভিনন্দন জানাতে। কিন্তু দেখা গেল এই গ্রামে শামীম আহমেদ নামে দুইজন শিক্ষক থাকেন।
একজন থাকেন ৩ নম্বর ওয়ার্ডে, আরেকজন ৪ নম্বর ওয়ার্ডের। লোকজন ভুলক্রমে ৩ নম্বর ওয়ার্ডের শিক্ষক শামীম আহমেদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়, আসলে পুরস্কার পেয়েছেন ৪ নম্বর ওয়ার্ডের শামীম আহমেদ।
গ্রামবাসী ৩ নম্বর ওয়ার্ডের শামীম আহমেদের বাড়িতে সংবর্ধনা জানাতে গেলে শামীম আহমেদ স্যার বুঝিয়ে বলার পর গ্রামবাসী আসল ঘটনা বুঝতে পারেন ।
এই সংবাদটি সত্য হলেও এক গ্রামে একই পেশার একই নামের দুজন শিক্ষক থাকার কারণে গ্রামবাসীর মনে এই বিভ্রান্তি তৈরি হয় ৷ এই ধরনের প্রচারিত সংবাদকে বলা হয় অপতথ্য বা ম্যালইনফরমেশান ।
প্রয়োজনীয় উপকরণ : খাতা, কলম ।
কাজের ধারা :
১. পরিস্থিতিটি ভালোভাবে পড়ি।
২. বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পরিস্থিতির সঠিক তথ্য যাচাইয়ের চেষ্টা করি ।
উত্তর :
আমরা যেভাবে তথ্য যাচাই করতে পারতাম এই ঘরে আমার ধারনাগুলো লিখি-
প্রথমে আমি সংবাদ প্রতিবেদনের উৎস যাচাই করব। সংবাদ প্রতিবেদনটি কোন সংবাদমাধ্যম থেকে তৈরি করা হয়েছে তা খুঁজে বের করব। আমি সেই সংবাদমাধ্যমের সাইট বা সামাজিক মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখতে পারি।
আমি সংবাদ প্রতিবেদনের সাথে যুক্ত অন্যান্য তথ্য যাচাই করব। ওয়েবসাইটে শামীম আহমেদ সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন ঠিকানা বা তার ছবি অনুসন্ধান করে তথ্য বিভ্রান্তি এড়ানোর চেষ্টা করবো ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।