Class 8 | ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা | মুহাম্মদ (সা.)-এর সর্বশেষ নবি হওয়া প্রসঙ্গে যুক্তি 2024 | Class 8 Islam Shikkha | সমাধান : অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
কাজ-১৮ ] শিক্ষার্থীরা হযরত মুহাম্মদ (সা.)-এর সর্বশেষ নবি হওয়া প্রসঙ্গে যুক্তি উপস্থাপন করবে।
কাজের ধরন : একক কাজ
কাজের উদ্দেশ্য : শিক্ষার্থীরা এ কাজের মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-এর সর্বশেষ নবি হওয়া প্রসঙ্গে যুক্তি উপস্থাপন করতে পারবে এবং খতমে নবুওয়াতে দৃঢ় বিশ্বাস স্থাপন করবে।
কাজের নির্দেশনা/ধারা :
- পাঠ্যবইয়ের খতমে নবুওয়াত অংশ অধ্যয়ন করবে।
- এ সংক্রান্ত কুরআন ও হাদিসের উদ্ধৃতি জেনে নিবে ।
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
নমুনা/সম্ভাব্য উত্তর : আল্লাহ তা’আলা ব্যতীত সকল কিছুরই শুরু এবং শেষ আছে। তাই নবুওয়াতেরও শুরু এবং শেষ আছে। এ প্রসঙ্গে হযরত মুহাম্মদ (সা.)-এর সর্বশেষ নবি হওয়া প্রসঙ্গে যুক্তি উপস্থাপন করা হলো এক্ষেত্রে এক নবির পর অন্য নবি আসার কতকগুলো যৌক্তিক কারণ থাকে। যেমন—
১. পূর্ববর্তী নবির শিক্ষা যদি কোনো বিশেষ সম্প্রদায় বা সময়ের জন্য নির্দিষ্ট হয়।
২. পূর্ববর্তী নবির শিক্ষায় যদি নতুন কিছু সংযোজন-বিয়োজন প্রয়োজন হয় ৷
৩. পূর্ববর্তী নবির শিক্ষা যদি বিলুপ্ত বা বিকৃত হয়ে যায়। মহানবি (সা.)-এর নবুওয়াতের ক্ষেত্রে উপরিউক্ত কারণগুলোর কোনোটিই প্রযোজ্য নয়। কেননা, মহানবি (সা.) কোনো বিশেষ সম্প্রদায় বা সময়ের জন্য আসেননি। বরং তিনি কিয়ামত পর্যন্ত সমগ্ৰ বিশ্বের সকল মানুষের নবি। এ সম্পর্কে আল্লাহ তা’আলা বলেন, “আমি তো আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি।” (সূরা সাবা, আয়াত : ২৮)
রাসুল (সা.)-এর মাধ্যমে দ্বীন (ইসলাম) পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ হয়েছে। এতে কোনোরূপ সংযোজন-বিয়োজনেরও প্রয়োজন নেই । আল্লাহ তা’আলা বলেন, “আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত করলাম।” (সূরা আল মায়িদা, আয়াত : ৩)
উপরিউক্ত আলোচনা থেকে এটি অকাট্যভাবে প্রমাণিত হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল। তারপরে আর কোনো নবি-রাসুল আসবে না এবং আসার কোনো প্রয়োজনও নেই। তারপরেও যদি কেউ নবুওয়াতের দাবি করে তবে সে মিথ্যাবাদী, ভণ্ড ও প্রতারক ।
কাজ-১৮ এর পারদর্শিতার মাত্রা নির্ণয় : নিচের ছকের প্রযোজ্য চিহ্নটিতে টিক (~) দিয়ে কাজটির পারদর্শিতার মাত্রা নির্ণয় করা যাবে।
পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
D | O | Δ | |
৯১.৮.১.২ যেকোনো দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি দূর করতে ইসলামের নির্দেশনা অনুসরণ করছে । | ইসলামের নির্দেশনা শনাক্ত করে জোড়ায়, বাড়ির কাজের মাধ্যমে নিজের দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি দূর করছে। | ইসলামের নির্দেশনাগুলো ব্যাখ্যা- বিশ্লেষণ করে একক কাজ, বাড়ির কাজের মাধ্যমে দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি দূর করছে। | ইসলামের নির্দেশনাগুলো দলগত কাজ, প্রতিফলন ডায়েরি লিখনের মাধ্যমে তুলনামূলক বিশ্লেষণ করেছে । |
Class 8 | ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা | মুহাম্মদ (সা.)-এর সর্বশেষ নবি হওয়া প্রসঙ্গে যুক্তি 2024
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হন। নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপলোড করা হচ্ছে।
কাজ-১৯ ] নবি-রাসুল-এর পরিচয় সম্পর্কে যে নতুন ধারণা ও অভিজ্ঞতা অর্জন করেছ, তা বর্ণনা কর ।
কাজের ধরন : একক কাজ ।
কাজের উদ্দেশ্য : শিক্ষার্থীরা এ কাজের মাধ্যমে নবি-রাসুল সম্পর্কে ধারণা লাভ করবে ও বর্ণনা করতে পারবে।
কাজের নির্দেশনা/ধারা :
- পাঠ্যবই থেকে সংশ্লিষ্ট অংশটুকু পড়ে নিবে ।
- প্রথম সেশনে অতিথি মহোদয়ের সাথে আলোচনা থেকে যা জেনেছো, তা মনে করার চেষ্টা কর।
- এবার কাঙ্ক্ষিত অংশটুকু সহজ-সরল ভাষায় সাজিয়ে লেখ ।
নমুনা সমাধান : নবি-রাসুলগণ আল্লাহর মনোনীত বান্দা ছিলেন। তারা ছিলেন মাসুম বা নিষ্পাপ। তারা ছিলেন মহান চরিত্রের অধিকারী। সকল প্রকার পাপ-পঙ্কিলতা থেকে আল্লাহ তাদের রক্ষা করতেন।
তারা মানুষকে আল্লাহর বাণী পৌঁছে দিতেন। যাতে করে মানুষ হেদায়েতপ্রাপ্ত হয়ে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে কল্যাণ লাভ করতে পারেন। আল্লাহ তা’আলা ১ লাখ ২৪ হাজার নবি প্রেরণ করেছেন। তার মধ্যে আল-কুরআনে মাত্র ২৫ জনের নাম বর্ণনা করা হয়েছে। আল্লাহ তা’আলা রাসুল পাঠিয়েছেন ৩১৩ মতান্তরে ৩১৫ জন ।
নবি ও রাসুলের মধ্যে পার্থক্য রয়েছে। যিনি নবি তিনি রাসুল নাও হতে পারেন । কিন্তু যিনি রাসুল তিনি অবশ্যই নবিও ছিলেন। আল্লাহ তা’আলা সকল নবি-রাসুলের নাম, পরিচয় আমাদের প্রিয় নবি (সা.)-এর কাছে বর্ণনা করেননি।
হযরত মুহাম্মদ (সা.) হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল। কিয়ামতের দিন তিনিই প্রথম আল্লাইর কাছে সুপারিশ করার সুযোগ পাবেন । তিনি হলেন সকল আদম সন্তানের নেতা। তার সুপারিশই সর্বপ্রথম কবুল করা হবে।
এ সেশনের মাধ্যমে নবি-রাসুলদের আরও বিস্তৃত পরিচয় জানার ব্যাপারে আমি আগ্রহী হয়েছি। বিশেষ করে হযরত মূসা (আ.), ঈসা (আ.), ইবরাহীম (আ.) ইয়াকুব (আ.), প্রমুখ নবিদের জীবনী জানতে আগ্রহী হয়েছি।
আমি আরও জেনেছি, হযরত মুহাম্মদ (সা.)-এর সবচেয়ে বড়ো মুজিযা হলো কুরআন। আল-কুরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে এবং বিদ্যমান থাকবে। আল্লাহ তা’আলা সকল নবি-রাসুলকেই মু’জিযা বা অলৌকিকতা প্রমাণের ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে কয়েকজন নবির কিছু মু’জিযা জানতে পেরেছি। সকল নবির শ্রেষ্ঠ নবি হলেন হযরত মুহাম্মদ (সা.)।
কাজ-১৯ এর পারদর্শিতার মাত্রা নির্ণয় : নিচের ছকের প্রযোজ্য চিহ্নটিতে টিক (~) দিয়ে কাজটির পারদর্শিতার মাত্রা নির্ণয় করা যাবে।
পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
D | O | Δ | |
৯১.৮.১.২ যেকোনো দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি দূর করতে ইসলামের নির্দেশনা অনুসরণ করছে । | ইসলামের নির্দেশনা শনাক্ত করে জোড়ায়, বাড়ির কাজের মাধ্যমে নিজের দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি দূর করছে। | ইসলামের নির্দেশনাগুলো ব্যাখ্যা- বিশ্লেষণ করে একক কাজ, বাড়ির কাজের মাধ্যমে দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি দূর করছে। | ইসলামের নির্দেশনাগুলো দলগত কাজ, প্রতিফলন ডায়েরি লিখনের মাধ্যমে তুলনামূলক বিশ্লেষণ করেছে । |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।