Bangladesh Affairs – প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | PDF : প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির এর জন্য যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
বাংলাদেশ বিষয়াবলী হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর:
[দ্রষ্টব্য: উত্তরদাতা প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বব কাটা যাবে]
১. কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়?
ক. সোহরাওয়ার্দী উদ্যান খ. মুজিবনগর গ. পল্টন ময়দান ঘ. প্রেস ক্লাব
২. বাংলাদেশের ১ম নারী স্পিকার কে?
ক. শিরিন শারমিন চৌধুরী খ. সেলিনা হায়াত আইভী
গ. সেলিনা রহমান ঘ. দিপু মনি
৩. পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
ক. বাংলাদেশ খ. সিঙ্গাপুর গ. আমেরিকা ঘ. কানাডা
৪. দেশের একমাত্র পুলিশ একাডেমী কোথায় অবস্থিত?
ক. ঢাকা খ. রাজশাহী গ. চট্টগ্রাম ঘ. সিলেট
৫. সুন্দরবন কোন নদীটির তীরে অবস্থিত?
ক. রুপসা খ. ডাকাতিয়া গ. চিতরা ঘ. শিবসা
৬. বাংলাদেশে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা কারা হয়েছে কিসের বিরুদ্ধে?
ক. সন্ত্রাস ও জঙ্গিবাদ খ. সন্ত্রাসবাদ গ. ধর্মীয় উগ্রবাদ ঘ. সাম্প্রদায়িক দাঙ্গাবাদ
৭. নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
ক. ৫.৫ কিমি খ. ৬.১৫ কিমি গ. ৬.২ কিমি ঘ. ৬.৫ কিমি
৮. বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত কোন জেলায় হয়?
ক. বরিশাল খ. সিলেট গ. চট্টগ্রাম ঘ. খুলনা
৯. ‘রামপাল পাওয়ার প্ল্যান্ট’ কোথায়?
ক. বাগেরহাট খ. খুলনা গ. যশোর ঘ. পাবনা
১০. বেনাপোল সীমান্ত কোন জেলায়?
ক. সিলেট খ. রাঙ্গামাটি গ. যশোর ঘ. পাবনা
১১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তাঁর পাঠ শুরু করেন?
ক. গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয় খ. শ্রীরামকান্দি প্রাথমিক বিদ্যালয়
গ. টুঙ্গিপাড়া পাথমিক বিদ্যালয় ঘ. গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
১২. বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ. বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে
গ. জাতীয় যাদুঘরে ঘ. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে
১৩. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত প্রবাসী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম খ. তাজউদ্দিন আহমদ
গ. মোঃ কামারুজ্জামান ঘ. ক্যাপ্টেন এম মনসুর আলী
১৪. বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে?
ক. যুক্তরাষ্ট্র খ. রাশিয়া গ. ফ্রান্স ঘ. যুক্তরাজ্য
১৫. বাংলাপিডিয়া প্রকাশ করে কে?
ক. তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় খ. বাংলা একাডেমী
গ. শিক্ষা মন্ত্রণালয় ঘ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
১৬. বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
ক. চট্টগ্রাম খ. হিলি গ. বেনাপোল ঘ. দর্শনা
১৭. জাতীয় সংসদে ‘কাস্টিং ভোট’ কী?
ক. স্পিকারের ভোট খ. প্রধানমন্ত্রীর ভোট গ. রাষ্ট্রপতির ভোট ঘ. চীফ হুইপের ভোট
১৮. নিচের কোন জেলা রেশম শুটি উৎপাদনের জন্য বিখ্যাত?
ক. ভোলা খ. নাটোর গ. রাজশাহী ঘ. সিলেট
১৯. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
ক. কুশিয়ারা খ. নাফ গ. সুরমা ঘ. হাড়িয়াভাঙ্গা
২০. বাংলাদেশে মোট সমুদ্র বন্দর কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
উত্তর পত্র:
০১ খ ০২ ক ০৩ ক ০৪ খ ০৫ ঘ ০৬ ক ০৭ খ ০৮ খ ০৯ ক ১০ গ
১১ ঘ ১২ ঘ ১৩ ঘ ১৪ খ ১৫ ঘ ১৬ গ ১৭ ক ১৮ গ ১৯ ঘ ২০ খ
২১. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক. ১০ খ. ১২ গ. ১৫ ঘ. ২০
২২. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গ. খুলনা বিশ্ববিদ্যালয় ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
২৩. ECNEC এর সভাপতি কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী গ. অর্থমন্ত্রী ঘ. স্পীকার
২৪. বাংলাদেশের প্রথম চা যাদুঘর কোথায় অবস্থিত?
ক. শ্রীমঙ্গল খ. সিলেট গ. সুনামগঞ্জ ঘ. হবিগঞ্জ
২৫ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
ক. ২৮টি খ. ৩০টি গ. ৩১টি ঘ. ৩২টি
২৬. বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কত তারিখ?
ক. ২০ মে খ. ২১ জুন গ. ২১ জুলাই ঘ. ১৯ জুন
২৭. ‘মহাস্থানগড়’ কোন নদীর তীরে অবস্থিত?
ক. ধরলা খ. আত্রাই গ. তিস্তা ঘ. করতোয়া
২৮. বাংলাদেশে কোন তারিখ থেকে অর্থবছর শুরু হয়?
ক. ১লা বৈশাখ খ. ১ লা জানুয়ারি
গ. ১লা জুলাই ঘ. ৩০শে জুন
২৯. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়?
ক. ১৯ জুলাই খ. ২১ জুলাই গ. ২১ নভেম্বর ঘ. ১ আগস্ট
৩০. বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস পালিত হয়:
ক. ২৬ মার্চ খ. ৭ মার্চ গ. ১ ডিসেম্বর ঘ. ১৬ ডিসেম্বর
৩১. বাংলাদেশ কোন অলিম্পিক গেমস-এ প্রথম অংশগ্রহণ করে?
ক. লস এঞ্জেলস খ. আটলান্টা গ. মস্কো ঘ. মেক্সিকো সিটি
৩২. দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম:
ক. বিমান বাহিনী ঘাঁটি বাশার খ. বিমান বাহিনী ঘাঁটি মতিউর
গ. বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ঘ. বিমান বাহিনী ঘাঁটি জহুরুল
৩৩. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে?
ক. ২৩ খ. ২২ গ. ২৫ ঘ. ২৪
৩৪. সেনাবাহিনীর কতজন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরউত্তম’ পদক প্রাপ্ত হয়েছেন?
ক. ৫২ জন খ. ৫০ জন গ. ৪৯ জন ঘ. ৫১ জন
৩৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?
ক. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. ক্যাপ্টেন মনসুর আলী
গ. জেনারেল ওসমানী ঘ. সৈয়দ নজরুল ইসলাম
৩৬. কোন সন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে?
ক. ১৯৮৮ খ. ১৯৯১ গ. ১৯৯৫ ঘ. ২০০১
৩৭. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ১ম আফ্রিকান দেশ কোনটি?
ক. সুদান খ. সেনেগাল গ. মিশর ঘ. ঘানা
৩৮. “কারাগারের রোজনামচা” গ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ সামসুল হক খ. সেলিনা হোসেন
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ. সৈয়দ আনোয়ার হোসেন
৩৯. ঢাকাকে সর্বপ্রথম রাজধানী ঘোষণা করা হয় কোন সালে?
ক. ১৭৬০ খ. ১৬১০ গ. ১৯০৫ ঘ. ১৬৭৮
৪০. কোন জেলার প্রাচীন নাম “চন্দ্রদ্বীপ”?
ক. বরিশাল খ. পটুয়াখালি গ. ঝালকাঠি ঘ. বরগুনা
৪১. সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
ক. মনু খ. ব্রহ্মপুত্র গ. করতোয়া ঘ. সুরমা
৪২. মহাস্থানগড় মৌর্য আমলে কী নামে পরিচিত ছিল?
ক. পানাম নগর খ. পুন্ড্রনগর গ. পান্ডুয়া ঘ. ভাসু বিহার
৪৩. কোন দেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে?
ক. নেপাল খ. ভারত গ. কানাডা ঘ. বাংলাদেশ
৪৪. বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য গ. জাপান ঘ. চীন
৪৫. খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
ক. পার্বত্য চট্টগ্রাম খ. ময়মনসিংহ গ. নেত্রকোনা ঘ. সিলেট
৪৬. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
ক. দক্ষিন-পূর্ব এশিয়া খ. দক্ষিণ এশিয়া গ. মধ্য এশিয়া ঘ. দক্ষিণ-দক্ষিণ পূর্ব এশিয়া
৪৭. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
ক. ১৯৯৮ খ. ১৯৯৯ গ. ২০০০ ঘ. ২০০১
৪৮. শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
ক. শৃংখলা উন্নতিকল্পে খ. দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায়
গ. দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে ঘ. সু-নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে
৪৯. বাংলাদেশের প্রথম ঊচত কোথায় গড়ে উঠেছে?
ক. নারায়ণগঞ্জ খ. খুলনা গ. চট্টগ্রাম ঘ. সাভার
৫০. বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
ক. কৈলাসটিলা খ. ফেঞ্চুগঞ্জ গ. হরিপুর ঘ. বাখরাবাদ
উত্তর পত্র:
২১ খ ২২ ঘ ২৩ খ ২৪ ক ২৫ খ ২৬ খ ২৭ ঘ ২৮ গ ২৯ গ ৩০ গ
৩১ ক ৩২ গ ৩৩ ঘ ৩৪ গ ৩৫ ক ৩৬ ক ৩৭ খ ৩৮ ক ৩৯ খ ৪০ ক
৪১ গ ৪২ খ ৪৩ ঘ ৪৪ ক ৪৫ ঘ ৪৬ খ ৪৭ গ ৪৮ গ ৪৯ গ ৫০ গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।