ssc business studies assignment MCQ PDF অধ্যায় পঞ্চম > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: ব্যবসায় উদ্যোগ এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ssc business studies assignment MCQ PDF: অধ্যায়ঃ প্রথম
ssc business studies assignment MCQ PDF: অধ্যায়ঃ দ্বিতীয়
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
ssc business studies assignment: MCQ PDF অধ্যায় পঞ্চম
ssc business studies assignment MCQ PDF অধ্যায় পঞ্চম
অধ্যায়ঃ পঞ্চম
১। বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের জন্যে প্রয়োজন কোনটি?
(ক) আইনগত বিধি-বিধান
(খ) বিমা (গ) ফ্রানসাইজ চুক্তি
(ঘ) শিল্পনীতি
২। পৌর এলাকায় ব্যবসায়ের ক্ষেত্রে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়?
(ক) ইউনিয়ন পরিষদ (খ) পৌর কর্তৃপক্ষ
(গ) উপজেলা প্রশাসন (ঘ) জেলা প্রশাসন
৩। যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনটি গ্রহণ করতে হয়?
(ক) নিবন্ধন (খ) কপিরাইট
(গ) পেটেন্ট (ঘ) ট্রেডমার্ক
৪। অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে চাইলে কার কাছে আবেদন করতে হবে?
(ক) পৌর কর্তৃপক্ষ (খ) জেলা প্রশাসন
(গ) স্থানীয় নিবন্ধক (ঘ) বিসিক প্রধান
৫। কোম্পানি আইন অনুসারে বাংলাদেশে কোন ব্যবসায়ের জন্যে বিনন্ধন বাধ্যতামূলক?
(ক) একমালিকানা (খ) অংশীদারি
(গ) যৌথমূলধনী (ঘ) খুচরা ব্যবসায়
৬। কোম্পানি নিবন্ধনের জন্যে কার নিকট আবেদন করতে হয়?
(ক) সরকার (খ) নিবন্ধক
(গ) পরিচালক (ঘ) শেয়ারহোল্ডার
৭। কোম্পানি নিবন্ধনের জন্যে দলিলাদি ও প্রমাণপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন কে?
(ক) পরিচালক (খ) নিবন্ধক
(গ) প্রবর্তক (ঘ) অর্থমন্ত্রী
৮। খ্যাতনামা কোনো কোম্পানির ব্যবহার নাম এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে কী বলে?
(ক) পেটেন্ট (খ) ফ্রানসাইজিং
(গ) ট্রেডমার্ক (ঘ) কপিরাইট
৯। বর্তমানে কোন পদ্ধতিতে ব্যবসায় স্থাপন ও পরিচালনা জনপ্রিয় হয়ে ওঠেছে?
(ক) ফ্রানসাইজিং (খ) লাইসেন্সিং
(গ) একমালিকানা (ঘ) অংশীদারি
১০। ফ্রানসাইজিং-এর বৈশিষ্ট্য হলো-
র. ফ্রানসাইজিং ও ফ্রানসাইজের মধ্যে চুক্তি
রর.ব্যান্ডেড পণ্য বা সেবা
ররর.ফ্রানসাইজার কর্তৃক পণ্যের স্বীকৃত মান যাচাই
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১১। ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কী?
(ক) উৎপাদন (খ) বাজারজাতকরণ
(গ) মুনাফা অর্জন (ঘ) চুক্তি
১২। ফ্রানসাইজিং চুক্তিতে কয়টি বিষয় অন্তর্ভুক্ত থাকে?
(ক) পাঁচটি (খ) সাতটি
(গ) নয়টি (ঘ) এগারোটি
১৩। ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
(ক) ব্যান্ডেড পণ্য (খ) পণ্যের স্বীকৃত মান
(গ) অর্থ উপার্জন (ঘ) পুঁজি সরবরাহ
১৪। কোন ব্যবস্থা নতুন নতুন ব্যবসায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করে?
(ক) পেটেন্ট (খ) ট্রেডমার্ক
(গ) কপিরাইট (ঘ) ফ্রানসাইজিং
১৫। মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজকে কী বলে?
(ক) সৃজনশীলতা (খ) আবিষ্কার
(গ) উদ্ভাবন (ঘ) মেধাসম্পদ
১৬। সারা বিশ্ব কত তারিখে মেধাসম্পদ দিবস হিসেবে পালন করে?
(ক) ২৪ এপ্রিল (খ) ২৬ এপ্রিল
(গ) ২৪ মে (ঘ) ২৬ মে
ssc business studies assignment MCQ PDF অধ্যায় পঞ্চম
- আরো পড়ুন:- MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
- আরো পড়ুন:-অধ্যায় তৃতীয়: ssc business studies assignment MCQ PDF
- আরো পড়ুন:- ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ প্রথম
- আরো পড়ুন:- হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- আরো পড়ুন:-হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- আরো পড়ুন:- MCQ অধ্যায়ঃ চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF
- আরো পড়ুন:-MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF
- আরো পড়ুন:-হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
১৭। কীসের মাধ্যমে আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্যে একচেটিয়া মালিকানা প্রদান করা হয়?
(ক) পেটেন্ট (খ) কপিরাইট
(গ) লাইসেন্স (ঘ) ট্রেডমার্ক
১৮। অসাধু ব্যবসায়ী পণ্য নকল করে যাতে বাজারে না ছাড়তে পারে সেজন্য উদ্ভাবনকারী কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করে?
(ক) ট্রেডমার্ক (খ) কপিরাইট
(গ) পেটেন্ট (ঘ) ফ্রানসাইজি
১৯। বাংলাদেশে কোন সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু রয়েছে?
(ক) ১৯০১ (খ) ১৯১১
(গ) ২০০১ (ঘ) ২০১১
২০। কোনো পণ্যকে অন্যের অনুরূপ হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলে?
(ক) ট্রেডমার্ক (খ) সার্ভিস মার্ক
(গ) পেটেন্ট (ঘ) কপিরাইট
২১। সেবার ক্ষেত্রে অন্যের অনুরূপ সেবা থেকে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলে?
(ক) ট্রেডমার্ক (খ) কপিরাইট
(গ) সার্ভিস মার্ক (ঘ) পেটেন্ট
২২। অন্যের নামে বরাদ্দকৃত প্রতীক কোনো ব্যক্তি ব্যবহার করতে চাইলে কার অনুমতি প্রয়োজন?
(ক) রেজিস্টারের (খ) প্রশাসনের
(গ) রেজিস্ট্রার্ড মালিকের (ঘ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
২৩। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্যে?
(ক) পাঁচ বছর (খ) সাত বছর
(গ) নয় বছর (ঘ) এগারো বছর
২৪। বর্তমানে বাংলাদেশে চালু ট্রেডমার্ক আইনটি কত সালের?
(ক) ১৯৪০ (খ) ১৯৯৯
(গ) ২০০৯ (ঘ) ২০১১
২৫। কোনো লেখক ও প্রকাশকের মধ্যে বই মুদ্রণ ও বাজারজাতকরণের জন্যে নির্দিষ্ট সময়ের চুক্তি হলে তাকে কী বলে?
(ক) কপিরাইট চুক্তি (খ) পেটেন্ট চুক্তি
(গ) ট্রেডমার্ক চুক্তি (ঘ) ফ্রানসাইজিং চুক্তি
২৬। বর্তমানে কম্পিউটার সফটওয়্যার কোনটি দ্বারা সংরক্ষিত হয়?
(ক) পেটেন্ট (খ) ট্রেডমার্ক
(গ) লাইসেন্স (ঘ) কপিরাইট
২৭। উপমহাদেশে প্রথম কপিরাইট চুক্তি আইন কত সালে প্রণীত হয়?
(ক) ১৯১০ সালে (খ) ১৯১২ সালে
(গ) ১৯১৪ সালে (ঘ) ১৯১৬ সালে
২৮। কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়-
র. গল্প, নাটক, প্রবন্ধ
রর.কবিতা, জাতীয় সাহিত্য কর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র
ররর.সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, ভাস্কর্য স্থাপত্য কলা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
চলচিত্রকার আমজাদ হোসেন তার একটি চলচিত্র প্রদর্শনের জন্যে দেশের বিভিন্ন সিনেমা হলের মালিকদের সাথে একটি চুক্তি করে সিনেমা প্রদর্শন করে বেশ লাভবান হন।
২৯। চলচিত্রকার আমজাদ হোসেন কোন ধরনের চুক্তি করেন?
(ক) পেটেন্ট (খ) ট্রেডমার্ক
(গ) কপিরাইট (ঘ) ব্যবসায়িক
৩০। আমজাদ হোসেনের চুক্তি-
র. ব্যবসায়ে সাফল্য আনয়নে সহায়তা করে
রর.ব্যবসায়ে জনপ্রিয়তা অর্জনে সহায়তা
ররর.অন্য কারোর দ্বারা ক্ষতিগ্রস্থ হলে প্রতিকার পেতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
ssc business studies assignment MCQ PDF অধ্যায় পঞ্চম
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
নরেন রায় তার কবিতা প্রকাশের জন্যে ২০০৬ সালের ১ জানুয়ারি সৃজান প্রকাশনীর সাথে চুক্তিবদ্ধ হন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ২০১২ সালের ১ জানুয়ারি মারা যান।
৩১। নরেন রায় ও সৃজান প্রিন্টিং এর মধ্যকার চুক্তিকে কোন ধরনের চুক্তি বলা হয়?
(ক) ব্যবসায়িক চুক্তি (খ) ফ্রানসাইজিং চুক্তি
(গ) অংশীদারিত্বের চুক্তি (ঘ) কপিরাইট চুক্তি
৩২। নরেন রায়ের কপিরাইটটি কত সাল পর্যন্ত সংরক্ষিত থাকবে?
(ক) ২০৬৫ সাল (খ) ২০৬৬ সাল
(গ) ২০৭১ সাল (ঘ) ২০৭২ সাল
ssc business studies assignment MCQ PDF অধ্যায় পঞ্চম
- আরো পড়ুন:- হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
- আরো পড়ুন:- PDF পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় জ্ঞানমূলক MCQ
- আরো পড়ুন:- পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
৩৩। কোনো বিশেষ পণ্যকে বাজারে প্রচলিত অনুরূপ পণ্য থেকে আলাদা করার জন্যে কোনটি প্রয়োজন?
(ক) পণ্যের প্রতীক নিবন্ধন (খ) পণ্য নিবন্ধন
(গ) পণ্যের মান নিবন্ধন
(ঘ) উৎপাদন প্রতিষ্ঠান নিবন্ধন
৩৪। পণ্যের প্রতীক রেজিস্ট্রেশনের জন্যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কী?
(ক) বেসিক (খ) বিসিক
(গ) বিটাক (ঘ) বিএসটিআই
৩৫। কয়টি কারণে ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হয়?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
৩৬। সম্পত্তির ক্ষতিপূরণের জন্যে বা নির্দিষ্ট অর্থ প্রদানের জন্যে যে পক্ষ স্বীকৃত হয় তাকে কী বলে?
(ক) বিমাকারী (খ) বিমাগ্রহীতা
(গ) বিমা (ঘ) কপিরাইট
৩৭। উপমহাদেশে প্রথম প্রবর্তিত বিমা আইন কত সালের?
(ক) ১৯৩০ সালের (খ) ১৯৩৮ সালের
(গ) ১৯৪৫ সালের (ঘ) ১৯৬০ সালের
৩৮। একজন ব্যবসায়ীর জন্যে গরুত্বপূর্ণ কাজ কোনটি?
(ক) প্রমিতকরণ (খ) বিজ্ঞাপন
(গ) ঝুঁকি নিরূপণ (ঘ) মোড়কিকরণ
৩৯। ব্যবসায়ের জন্যে অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করে কোনটি?
(ক) অর্থ (খ) ব্যাংক
(গ) বিমা (ঘ) পরিবহণ
৪০। যে বিমা চুক্তির মাধ্যমে বিমাগ্রহীতা ব্যক্তিকে অগ্নিজনিত ক্ষতির জন্যে ক্ষতিপূরণ দান করা হয় তাকে কী বলে?
(ক) দাঙ্গা বিমা (খ) অগ্নি বিমা
(গ) দায় বিমা (ঘ) চৌর্য বিমা
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণিঃ বিষয়ঃ ব্যবসায় উদ্যোগ অধ্যায়ঃ পঞ্চম
উত্তর পত্র
১-ক ২-খ ৩-ক ৪-গ ৫-গ ৬-খ ৭-খ ৮-খ ৯-ক ১০-ঘ
১১-ঘ ১২-খ ১৩-গ ১৪-ঘ ১৫-ঘ ১৬-খ ১৭-ক ১৮-গ ১৯-খ ২০-ক
২১-গ ২২-গ ২৩-খ ২৪-গ ২৫-ঘ ২৬-ঘ ২৭-খ ২৮-ঘ ২৯-গ ৩০-খ
৩১-ঘ ৩২-ক ৩৩-ক ৩৪-ঘ ৩৫-ক ৩৬-ক ৩৭-খ ৩৮-গ ৩৯-গ ৪০-খ.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন।