৯৯ টি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর > প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী (প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি তে কাজে লাগবে এমন সকল সাম্প্রতিক আন্তর্জাতিক ও দেশি বিষয়ক নিয়ে নানা বিষয়ে সাধারণ জ্ঞান ২০২৩ আপডেট নিয়ে আজকের এ আয়োজন।
স্বাভাবিক বৃষ্টির পানিতে pH-এর মান কত? উত্তর: ৫.৬
বিশ্বের সবচেয়ে গভীর টানেল নির্মিত হয়েছে কোথায়? উত্তর: তুরস্কের বসফরাস প্রণালীর নিচ দিয়ে৷
প্রশান্ত মহাসাগরের আয়তন সমস্ত জলবাগের কত ভাগ? উত্তর: ৪৬%
মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা কত? উত্তর: ১০.৯২৪ কিমি
অ্যালবার্ট্রস মালভূমি এর অবস্থান উত্তর: ক্যালিফোর্নিয়া উপদ্বীপের সীমানায় প্রশান্ত মহাসাগরের নিচে৷
নিউ ব্রিটেন কোন মহাসাগরীয় দ্বীপ? উত্তর: প্রশান্ত মহাসাগর
মারিয়ানা ট্রেঞ্চ এর আকৃতি কেমন? উত্তর: অর্ধচন্দ্রাকার
বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? উত্তর: গ্রেট ব্যারিয়ার রিফ
পানির নিচে সবুজ পৃথিবী নামে খ্যাত উত্তর: গ্রেট ব্যারিয়ার রিফ
প্যারাসেল দ্বীপ নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ রয়েছে? উত্তর:চীন,তাইওয়ান ও ভিয়েতনাম
বাংলাদেশ শততম ওয়ানডে ম্যাচ জয়লাভ করে কততম ম্যাচে? উত্তর: ৩১৫তম ম্যাচে
সাধারণ জ্ঞান : জাতিসংঘ‘র অজানা ১০০টি প্রশ্ন ও উত্তর
বাংলাদেশ ওয়ানডেতে কত সালে প্রথম ম্যাচ খেলে? উত্তর: ১৯৮৬ সালে
কোন কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় রচিত হচ্ছে পাঠ্যবই? উত্তর: চাকমা,মারমা , ত্রিপুরা,সাদরি ও গারো ভাষায়
এ গোল্ডেন এজ” উপন্যাসটির রচয়িতা কে? উত্তর: তাহমিনা আনাম
বিশ্বে প্রথম মার্স ভাইরাস দেখা যায়? উত্তর: সৌদি আরবে
টংক আন্দোলনে সংশ্লিষ্ট কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী? উত্তর: হাজং
স্বাদু পানির গবেষণা কেন্দ্র কোথায়? উত্তর: ময়মনসিংহ
বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ এর নাম কি? উত্তর: FAST
প্যারিস চুক্তি স্বাক্ষরের জন্য উন্মোক্ত করা হয়? উত্তর: ২২ এপ্রিল,২০১৬
প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে ২০২০ সাল থেকে ধনী দেশগুলো কত বিলিয়ন ডলার অর্থ দেবে? উত্তর: ১০০ বিলিয়ন
উন্নয়নশীল দেশ সমূহ ২০৪৭ সালের মধ্যে HFC গ্যাস নিঃসরণের মাত্রা কত ভাগ কমিয়ে আনবে? উত্তর: ৮৫%
ইতিহাসে একাধারে নোবেল ও অস্কার পুরস্কার লাভ করেন? উত্তর: জর্জ বার্নাড শ এবং বব ডিলান
[box type=”note” align=”aligncenter” class=”” width=””]বি:দ্র: উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল (jagorikacademy@gmail.com) করুন, আপডেট করে দেওয়া হবে।[/box]
দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ অবসানে দৃঢ়চেতা প্রচেষ্টার জন্য কে নোবেল পুরস্কার পান? উত্তর: কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল সান্তোস
চুক্তিতত্ত্ব নিয়ে গবেষণা জন্য অর্থনীতিতে নোবেল পান কে? উত্তর: অলিভার হার্ট এবং বেংট হমস্ট্রম
২০১৬ সালে পদার্থ বিজ্ঞানে কতজন নোবেল পুরস্কার পান? উত্তর: তিনজন
২০১৬ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার কে পান? উত্তর: ইয়োশিনোরি ওসুমি(জাপান)
জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কত তারিখ থেকে দায়িত্ব পালন করবেন? উত্তর: ১ জানুয়ারি ২০১৭৷
শত্রুপক্ষের কোনো নির্দিষ্ট লক্ষবস্তুকে টার্গেট করে সুপরিকল্পিত ঝটিকা অভিযানকে বলে উত্তর: সার্জিক্যাল স্ট্রাইক
ভারত ও পাকিস্তান এ পর্যন্ত কতবার যুদ্ধ হয়? উত্তর: ৪ বার
কলম্বিয়া ও ফার্ক গেরিলা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে? উত্তর: ২৬ সেপ্টেম্বর,২০১৬
কলম্বিয়া ও ফার্ক গেরিলার শান্তি চুক্তি গনভোটে প্রত্যাখান হয় কত তারিখে? উত্তর: ২ অক্টোবর,২০১৬
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? উত্তর: ৮ নভেম্বর,২০১৬
পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি? উত্তর ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
মালয়েশিয়ার ১৫তম রাজার নাম কি? উত্তর: সুলতান পঞ্চম মুহাম্মদ
বর্তমানে কমনওয়েলথ এর সদস্য সংখ্যা কত? উত্তর: ৫২
কমনওয়েলথ ত্যাগকারী দেশের সংখ্যা কয়টি ও কি কি? উত্তর: ৪টি( মালদ্বীপ,আয়ারল্যান্ড,জিম্বাবুয়ে ও গাম্বিয়া)
বিশ্বের গভীরতম রেলস্টেশন কোথায় স্থাপিত হচ্ছে? উত্তর: চীন(মহাপ্রাচীরের নিচে)
BBC বাংলা হিরক জয়ন্তীতে পদার্পণ করে কত তারিখে? উত্তর: ১১ অক্টোবর,২০১৬
প্রাচীন সিল্ক রোডটির বর্তমান নাম কি?উত্তর: ওয়ান বেল্ট,ওয়ান রোড৷
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর: গবেষণা কেন্দ্র কয়টি ও কোথায়
কত তারিখে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশে আসেন? উত্তর: ১৪ অক্টোবর,২০১৬
চীন ও বাংলাদেশের মধ্যে কতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? ২৭টি
বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ লেবেল ডোমেইন হলো উত্তর: ডট বিডি(.bd)
বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হলো, ডট বাংলা(.bangla)
বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক(GI) পণ্য হিসেবে নিবন্ধন পায়, জামদানি
অপারেশন থান্ডার বোল্ট চালানো হয় কত তারিখে? ১ জুলাই,২০১৬
ভ্যাটিকানে প্রথম বাংলাদেশি হিসেবে কার্ডিনাল হন উত্তর: ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও
স্মার্ট কার্ড কত প্রকার? উত্তর: দুই প্রকার
স্মার্ট কার্ডে কত রকমের সেবা পাওয়া যাবে? উত্তর: ২২ রকমের সেবা
বাংলাদেশের সকল নাগরিকদের কাছে কত তারিখের মধ্যে স্মার্ট তুলে দেওয়া হবে? উত্তর: ৩১ ডিসেম্বর,২০১৭
বাংলাদেশের নাগরিকদের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয় কবে? উত্তর: ২ অক্টোবর,২০১৬
সম্প্রতি আওয়ামী লীগ কত তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর: ২০তম৷
সম্প্রতি(১৭ অক্টোবর,২০১৬) বিশ্ব ব্যাংকের কততম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে সফর করেন জিম ইয়ং কিম? উত্তর: পঞ্চম
অতিদারিদ্র্যের সূচকে বিশ্বের ১৫৪ টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান কত? উত্তর: ৬৪তম
সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী অতিদারিদ্র্যের হার কত? উত্তর: ১১.২%
বিশ্বব্যাংকের ভাষ্য অনুযায়ী ২০৩০ সালে দারিদ্রের হার কমে দাঁড়াবে উত্তর: ৫.৩৩ শতাংশ
বিশ্বব্যাংকের মতে বর্তমানে বাংলাদেশে অতিদারিদ্র্যের হার কত? উত্তর: ১২.৯ শতাংশ
বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎের “স্মার্ট ভিলেজ ন্যানোগ্রিড” এর জন্য ‘মোমেন্টাম অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? উত্তর: শাহরিয়ার আহমেদ চৌধুরী
বাংলাদেশের কোন দুটি স্থাপনা আগাখান স্থাপত্য পুরস্কার ২০১৬ লাভ করেন?
উত্তর:
১৷বায়তুর রউফ মসজিদ,ফাতেয়াবাদ,উত্তরা,ঢাকা৷
২৷ ফ্রেন্ডশিপ সেন্টার, ফুলছড়ি, গাইবান্দা৷
বায়তুর রউফ মসজিদের স্থপতি কে? উত্তর: মেরিনা তাবাসসুম
ফ্রেন্ডশিপ সেন্টারের স্থপতি কে? উত্তর: কাশেফ মাহবুব চৌধুরী
এখানে উল্লেখ. যে বায়তুর রউফ মসজিদ সুলতানী আমলের আদলে তৈরি করা হয়েছে এবং
ফ্রেন্ডশিপ সেন্টারে বাংলা বৌদ্ধ বিহার মহাস্থানগড়ের ছাপ রয়েছে
বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, বিশ্বের কয়টি দেশে সাধারন যক্ষা ও ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রকোপ বেশি? উত্তর: ৬টি যার মধ্যে বাংলাদেশ অন্যতম
বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয় কোন দেশে? উত্তর: নাইজারে ( দ্বিতীয় বাংলাদেশ)
জোরপূর্বক ও বল প্রয়োগে দেশ ছাড়তে বাধ্য করা হয় এমন দেশের মধ্যে প্রথম দেশ হচ্ছে উত্তর: সিরিয়া
বায়ুদূষণের কারণে বিশ্বে মানুষের মৃত্যু হয় উত্তর: প্রায় ৩০ লাখ
ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৭ অনুযায়ী সহজে ব্যবসা পরিচালনায় বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষ দেশ উত্তর: নিউজিল্যান্ড
২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির আকার কত? উত্তর: ১৭,৩২,০০০ কোটি টাকা
২০১৫-২০১৬ অর্থবছরে প্রবৃদ্ধির হার কত? উত্তর: ৭.১১%( কৃষি- ২.৭৯% শিল্প- ১১.০৯% সেবা- ৬.২৫%)
বর্তমানে দরিদ্র জনসংখ্যা কোন দেশে বেশি? উত্তর: ভারত ( বাংলাদেশ নবম)
জাতিসংঘ ২০১৫-২০৩০ পর্যন্ত নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রথম লক্ষ্য কি? উত্তর: দারিদ্র্য কে শূন্যের কোঠায় নামিয়ে আনা
বর্তমানে বৈশ্বিক সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর: সুইজারল্যান্ড(বাংলাদেশ ১০৬ তম)
শরনার্থী অাশ্রয় দেওয়ার ক্ষেত্রে শীর্ষ দেশ কোনটি? উত্তর: জর্ডান(২৭ লাখ) ও দ্বিতীয়-তুরস্ক(২৫ লাখ)
বঙ্গবন্ধুর সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য “শেখর থেকে শিখরে” (বেড়া,পাবনা)এর ভাস্কর কে? উত্তর: বিপ্লব দত্ত
সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০১৬ লাভ করেন, উত্তর: কবি শামীম আজাদ এবং নাজমুন নেসা পিয়ারী
BRICS-BIMSTEC Leaders Outreach প্রথম বারের মত কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: গোয়া,ভারত৷
বৈশ্বিক যুব উন্নয়ন সূচক ২০১৬ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? উত্তর: ১৪৬ তম
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দিবস ও চুক্তি
দরিদ্র জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান 75৷ দরিদ্র জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কততম? উত্তর: ৮ম
গোলাপি বলের দিবারাত্রি টেস্টে প্রথম খেলোয়ার হিসেবে সেঞ্চুরি,ডাবল সেঞ্চুরি,ট্রিপল সেঞ্চুরির রেকর্ড করেন কে? উত্তর: আজহার আলী
পারফিউম প্রথম কোথায় তৈরি হয়? উত্তর: ফ্রান্সের গ্রাসে
এভারেস্ট ও সেভেন সামিট জয় করা প্রথম নারী কে? উত্তর: জুনকো তাবেই,জাপান৷
পল বেটি কোন উপন্যাসের জন্য ২০১৬ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন? উত্তর: The sellout(oneworld)
বর্তমানে দেশে অনুমোদনপ্রাপ্ত স্যাটেলাইট চ্যানেলের সংখ্যা কত? উত্তর: ৪১টি
বর্তমানে দেশে দৈনিক পত্রিকার সংখ্যা কত? উত্তর: ৯৭৯টি
বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডকে কি নামে ডাকা হয়? উত্তর: কে-নাইন
বর্তমানে নারী মুক্তিযুদ্ধা(বী রাঙ্গনা) কত জন? উত্তর: ১৪৬ জন ৷
চামড়া গবেষণা ইনস্টিটিউট কোথায়? উত্তর: নয়ারহাট,সাভার,ঢাকা৷
টেকের হাট নৌবন্দর কোথায় অবস্থিত? উত্তর: তাহিরপুর, সোনামগঞ্জ ৷
ইলিশের চারটি প্রজনন কেন্দ্র কি কি? উত্তর: ঢালচর, মৌলভীরচর, কালিরচর ও মনপুরা
৮৯তম অস্কারে বিদেশী ভাষা বিভাগে বাংলাদেশ থেকে কোন চলচ্চিত্র মনোনীত হয়? উত্তর: অজ্ঞাতনামা(তৌকির আহমেদ)
প্রকাশিতব্য উপন্যাস The Ministry of Utmost Happiness এর রতয়িতা কে? উত্তর: অরুন্ধতী রায়
বৈশ্বিক প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হয় কবে? উত্তর: ৪ নভেম্বর,২০১৬
মরক্কোর মারাকেশে COP-22 অনুষ্ঠিত হয় কবে? উত্তর: ৭-১৮ নভেম্বর,২০১৬
২০১৭ সালে নবম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: জিয়ামেন,চীন৷
৪-১৫ অক্টোবর,২০১৬ অনুষ্ঠিত ৮ম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: গোয়া,ভারত
G-77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর: ১৩৪টি
বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা(WIPO) এর বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর: ১৮৯টি
মন্ট্রিল প্রটোকল কিগালির রুয়ান্ডায় ৫ম সংশোধনী গৃহিত হয় কবে? উত্তর: ১৪ অক্টোবর,২০১৬
বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ কোন দেশে অবস্থিত? উত্তর: চীন
স্মার্ট কার্ড এর জনক কে? উত্তর: রোল্যান্ড মোরেনা
মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? উত্তর: কাতার
গ্রিন হাউস নিঃস্বরণে শীর্ষ দেশ কোনটি? উত্তর: চীন ৷
জাগোরিকে লিখুন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।