৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২০২৪ || ভ্রমণ নিয়ে প্রতিবেদন তৈরীর নমুনা উত্তর || Class 8 Shilpo o Sonskriti 2024, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বই ও গাইড থেকে কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
মাইন্ড ম্যাপ
মূল্যায়ন নির্দেশনা অনুসরণে একক ও দলগত কাজ
ভ্রমণের প্রতি উৎসাহমূলক কিছু স্লোগান তৈরি করে মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন কর ৷
ভ্রমণ
১. মন খারাপ থাকলে পাহাড়ের উপর বা সমুদ্রের পাড়ে দাঁড়ান, মন ভালো হয়ে যাবে।
২. ভ্রমণ হচ্ছে সাধারণ জ্ঞানের অন্যতম উৎস ।
৩. হাজারবার শোনার চেয়ে একবার দেখা ভালো ।
৪. ভ্রমণ দিতে পারে কিন্তু একাকীত্ব আপনাকে হত্যা করবে।
৫. যারা ভ্রমণ করতে ভালোবাসে তাদের জীবন ধন্য ।
৬. ভ্রমণ প্রথমে তোমাকে নির্বাক করে দিবে, তারপর তোমাকে গল্প করতে বাধ্য করবে।
৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২০২৪ || ভ্রমণ নিয়ে প্রতিবেদন তৈরীর নমুনা উত্তর
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
প্রতিবেদন প্রণয়ন
মূল্যায়ন নির্দেশনা অনুসরণে একক ও দলগত কাজ
প্রতিবেদন-১ : ময়মনসিংহ বিভাগে ভ্রমণ নিয়ে একটি প্রতিবেদন লিখ ।
প্রতিবেদকের নাম : আনাস আবদুল্লাহ
শ্রেণি: ৮ম; রোল : ০১
প্রতিবেদনের তারিখ : ১০/০৫/২০২৪
নমুনা প্রতিবেদন
বিষয় : ভ্রমণ নিয়ে প্রতিবেদন ।
মূল বিষয়ের বিস্তারিত বর্ণনা : ময়মনসিংহ বিভাগে আমার ভ্রমণ ছিল ময়মনসিংহ বিভাগের বাঁশবাড়ি কলোনি নামক স্থানে। সমাজকে বদলে দেওয়ার মানসিকতা আর সবুজ একটি মন থাকলে চারপাশের পরিবেশকেও সবুজ করা সম্ভব।
এ সবুজ করা পরিবেশের অন্যতম উদাহরণ হচ্ছে, ময়মনসিংহের বাঁশবাড়ি কলোনি। কয়েকজন উদ্যোমী তরুণের উদ্যোগ আর এলাকাবাসীর সহায়তা বাঁশবাড়ি কলোনির চিত্র একেবারে পাল্টে দিয়েছে। মাত্র ৩ মাসের ব্যবধানে সবুজে সবুজে ছেয়ে গেছে বাঁশবাড়ি কলোনি।
দুই পাশের দেয়ালগুলো সাজানো হয়েছে হরেক রকমের ফুল আর লতাপাতা দিয়ে। দেয়ালে তারকাঁটা দিয়ে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন ফুল আর পাতার গাছ। এই বাগান মানুষের কাছে পরিচিতি পেয়েছে। ‘ভ্যাটিক্যাল গার্ডেন’ নামে। পরিবেশের এই ইতিবাচক পরিবর্তন সারা দেশের মানুষের মধ্যেও উৎসাহ জুগিয়েছে।
প্রতিবেদকের স্বাক্ষর———————————-
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর—————————
প্রতিবেদন-২ : বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে একটি প্রতিবেদন লিখ ৷
প্রতিবেদকের নাম : হাসান জামিল
শ্রেণি : ৮ম; রোল : ০২
প্রতিবেদনের তারিখ : ১৮/০৩/২০২৪
নমুনা প্রতিবেদন
বিষয় : বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কিত প্রতিবেদন ।
মূল বিষয়ের বিস্তারিত বর্ণনা : বাংলাদেশ প্রকৃতির নন্দনকাননের সৌন্দর্যমণ্ডিত কোনো সার্থক চিত্রশিল্পীর নিখুঁত চিত্রকর্মের সঙ্গে তুলনীয় । ব-দ্বীপ সদৃশ এ বাংলার রয়েছে বিচিত্র ভূভাগ এবং সমুদ্র বেষ্টিত বিস্তীর্ণ উপকূল ।
সমুদ্র তটরেখা ও ম্যানগ্রোভ সুন্দরবন যা অবর্ণনীয় প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এখানে আছে সমান্তরাল ভূমি, পাহাড়-পর্বত, জলপ্রপাত, চা বাগানের মনোরম দৃশ্য সবুজ গালিচার মতো শস্যক্ষেত আর বিশেষ করে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে সব ছোট বড় নদনদী ।
এছাড়া আমাদের এই সবুজ শ্যামল বাংলার প্রকৃতি জুড়ে ছয় ঋতুর অপরূপ খেলা চলে বছর জুড়ে। প্রকৃতির অঢেল সৌন্দর্যের রূপ ছড়িয়ে আছে গোটা দেশ জুড়ে । তবে অঞ্চলভেদে বৈচিত্র্যও আছে ।
মধুপুর ও ভাওয়াল অঞ্চলে সারি সারি গজারি গাছের বিস্তার । আর দক্ষিণের উপকূল জুড়ে রয়েছে সুন্দরবন। যেখানে পরম নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে ডোরাকাটা বাঘ আর চিত্রল হরিণেরা।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার এই বাংলাদেশেই। বাংলাদেশের আরও রয়েছে সাগর মোহনায় নৈসর্গিক শোভামণ্ডিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। রয়েছে সোনাদিয়া দ্বীপ, সাগর কন্যাসহ আরও অনেক মনলোভা প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যপট ।
প্রতিবেদকের স্বাক্ষর———————————-
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর—————————
শিক্ষার্থীদের জন্য নির্দেশনা
- অ্যাসাইনমেন্ট বাড়ি থেকে তৈরি করে এনে বিদ্যালয়ে জমা দিতে হয়। অ্যাসাইনমেন্ট করার সময় নির্দেশনা ও ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করবে।
- মাইন্ড ম্যাপ ও প্রতিবেদন পাঠ্যবই/শিক্ষক সহায়িকার আলোকে প্রণীত হয়েছে। শিখনকালীন মূল্যায়নের জন্য এগুলো অতীব গুরুত্বপূর্ণ হওয়ায় বুঝে অনুশীলন করবে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।