৮ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ || ক্ষতাভিত্তিক প্রশ্ন ও উত্তর | Class 8-2024. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে। যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে,
চিন্তন দক্ষতাভিত্তিক প্রশ্ন ও উত্তর।
প্রথম ও দ্বিতীয় সেশন অনুশীলন বই, পৃষ্ঠা ০২
প্রশ্ন ১। শুধুমাত্র শীতকালেই পরিযায়ী পাখি দেখা যায় কেন?
উত্তর : আমাদের দেশের আরও উত্তরে রাশিয়া, সাইবেরিয়া প্রভৃতি অঞ্চলে শীতের সময় চারদিক বরফে ঢাকা পরে। শীতকালে এসব দেশে তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যায়।
এ অবস্থায় সেখানে পাখিদের খাওয়ার প্রচণ্ড অভাব দেখা দেয়। তাই এসব দেশ থেকে দল বেঁধে পাখিরা আমাদের মতো দেশে আসে মূলত খাদ্যের সন্ধানে। শীতে এসব পাখিদের তেমন সমস্যা হয় না কারণ এসব পাখি শীতের আবহাওয়াতে থাকতে নিজেদের অভিযোজিত করেছে।
আমাদের দেশের আবহাওয়া শীতকালে ঠাণ্ডা হলেও হাওর, নদী, বিল বা লেক থেকে এসব পাখি খাদ্য গ্রহণ করে। এছাড়া গাছপালার ডালে ডালে এসব পাখিরা বসে লতাপাতা ও বিভিন্ন পোকামাকড় খায় । এভাবেই শীত শেষ হলে যখন আমাদের দেশে গরম পরে তখন আমাদের দেশের আবহাওয়া এসব পাখিরা সহ্য করতে পারে না।
কারণ এসব পাখিরা ঠাণ্ডা আবহাওয়াতে থাকার জন্য নিজেদের অভিযোজিত করেছে। একই সাথে আমাদের দেশে গরম পড়লে উত্তরের দেশগুলোতে তাপমাত্রা স্বাভাবিক হয় এবং খাদ্যের সংকট থাকে না। তাই গরম পরার সাথে সাথে এসব পাখি আবার আগের স্থানে ফিরে যায়। তাই শুধুমাত্র শীতকালেই আমরা পরিযায়ী পাখি দেখতে পাই।
৮ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ || ক্ষতাভিত্তিক প্রশ্ন ও উত্তর | Class 8-2024
আরো দেখুন
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
একজন মানবিক সমাজসেবক সাজ্জাদ পারভেজ
একজন মানবিক সমাজসেবক সাজ্জাদ পারভেজ ॥ গেস্ট ব্লগিং॥ নিজের পরিচিতি নয়, যার কাজ শুধু সামাজিক কাজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখা।...
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ নজরে ‘রেলের পথ
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর বাংলা ১ম...
ষষ্ঠ সেশন। অনুশীলন বই, পৃষ্ঠা ১০
প্রশ্ন ২। বাংলাদেশে যখন গরম অস্ট্রেলিয়ায় তখন শীত হয় কেন?
উত্তর : বাংলাদেশে যখন গরম অস্ট্রেলিয়ায় তখন শীত হয় এর কারণ হলো দুই দেশের অবস্থান। অবস্থান অনুসারে বাংলাদেশ উত্তর গোলার্ধে এবং অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত ।
তাপমাত্রার তারতম্য অনুসারে সারাবছরকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এ প্রতিটি ভাগকে এক একটি ঋতু বলে। এ ঋতুগুলো হলো গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল।
আমরা জানি, সমগ্র পৃথিবীকে দুটি নিরক্ষরেখার উপরের দিকের অংশকে উত্তর গোলার্ধ এবং নিচের দিকের অংশকে দক্ষিণ গোলার্ধ ধরা হয়। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল।
আবার উত্তর গোলার্ধে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। তেমনি উত্তর গোলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল। আবার উত্তর গোলার্ধে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উত্তর গোলার্ধে। এখানে জুন মাসের দিকে গরম বেশি অনুভূত হয়। এ সময়ে দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। এই কারণে বাংলাদেশে যখন গরম অস্ট্রেলিয়ায় তখন শীত অনুভূত হয়।
সপ্তম ও অষ্টম সেশন। অনুশীলন বই, পৃষ্ঠা ১৩
প্রশ্ন ৩। চুম্বকের মেরুগুলোকে পূর্ব-পশ্চিম নাম না দিয়ে উত্তর ও দক্ষিণ নামকরণ করা হয় কেন?
উত্তর : চুম্বকের মেরুগুলোকে উত্তর এবং দক্ষিণ নামকরণ করা হয়, কারণ— প্রতিটি চুম্বকের প্রান্তে যেখানে তাদের আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা বেশি সেই প্রান্তই চুম্বকের মেরু। একটি চুম্বকের দুটি ভিন্ন মেরু থাকে যা পৃথিবী নামক বিশাল আকৃতির চুম্বকের মেরু দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয়ে থাকে।
যদি একটি চুম্বককে ঝুলিয়ে দেওয়া হয় তবে তা পৃথিবীর চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়ে উত্তর এবং দক্ষিণমুখী হয়ে থাকে। পৃথিবীর উত্তর দিকে যে মেরু থাকে তা চুম্বকের দক্ষিণ মেরু আবার পৃথিবীর দক্ষিণ মেরু বরাবর থাকে চুম্বকের উত্তর মেরু। তাই বলা হয়, চুম্বক মেরু উত্তর দক্ষিণ হয় পূর্ব পশ্চিম নয় ।
ধরন ৫ প্রয়োগমূলক প্রশ্ন ও উত্তর ।
প্রশ্ন ১। নাফিসের বাবা নাফিসকে একটি দণ্ড চুম্বক কিনে দিলেন। নাফিস এটি নিয়ে খেলা করে। নাফিসের বন্ধু তাসিনের কোন চুম্বক নেই। তাই নাফিস তাকে একটি চুম্বক তৈরি করে দিল । তাসিনের চুম্বকটিও দণ্ডাকৃতির।
নাফিসের চুম্বকটিকে লোহার গুঁড়ার মধ্যে ডুবালে কী ঘটবে? কারণসহ ব্যাখ্যা কর ।
উত্তর : চুম্বকের আকর্ষণ ক্ষমতা আছে। এটি লোহা বা লোহা জাতীয় বস্তুকে আকর্ষণ করে। নাফিসের দণ্ড চুম্বকটিকে লোহার গুঁড়ার মধ্যে ডুবালে চুম্বকটির গায়ে লোহার গুঁড়া লাগবে। তবে সব জায়গায় সমপরিমাণে লাগবে না ।
চুম্বকটির গায়ে নিম্নরূপে লোহার গুঁড়া লাগবে-
১. চুম্বকের দুটি প্রান্তের কাছে লোহার গুঁড়া সবচেয়ে বেশি।
২. প্রান্ত থেকে চুম্বক দণ্ডের মধ্যভাগের দিকে লোহার গুঁড়ার পরিমাণ কমতে থাকবে।
৩. ঠিক মধ্যস্থলে কোনো লোহার গুঁড়া লাগবে না ।
কারণ
১. চুম্বকের প্রান্তের কাছাকাছি স্থানে অর্থাৎ মেরুতে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে।
২. প্রান্ত থেকে মাঝখানের দিকে আকর্ষণ ক্ষমতা ক্রমশ কমতে থাকে ।
৩. ঠিক মধ্যস্থলে কোনো আকর্ষণ ক্ষমতাই থাকে না ।
৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ | ক্ষতাভিত্তিক প্রশ্ন ও উত্তর | Class 8-2024
প্রশ্ন ২। চিত্রে ‘C’ অবস্থানে পৃথিবীতে কোন ঋতু বিরাজ করে? বর্ণনা দাও।
উত্তর : চিত্রে ‘C’ অবস্থানে অর্থাৎ ১০ অক্টোবর পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বসন্তকাল ও উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করে । ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়।
তাই এ সময় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয়। দিনের বেলায় যে তাপ আসে রাত সমান হওয়ায় একই পরিমাণ তাপ বিকিরিত হওয়ার সুযোগ পায়।
ফলে আবহাওয়াতে ঠান্ডা গরমের পরিমাণ সমান থাকে। এ সময় উত্তর গোলার্ধে শরৎকার ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। ২৩ সেপ্টেম্বরের দেড় মাস আগে থেকেই উত্তর গোলার্ধে শরৎকালের সূচনা হয় এবং দেড় মাস পর পর্যন্ত এ শরৎকাল স্থায়ী থাকে।
সুতরাং ২৩ সেপ্টেম্বরের দেড় মাস পর পর্যন্ত শরৎকাল স্থায়ী থাকে বিধায় উদ্দীপকের চিত্রে ‘C’ অবস্থানে অর্থাৎ ১০ অক্টোবর পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বসন্তকাল ও উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করবে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।