৮ম শ্রেণির ইসলাম শিক্ষা প্রশ্নোত্তর বর্জনীয় ও করণীয় | Class 8 Islam Shikkha 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সেশন : ৬
কাজ- ২২ সেশনের সারমর্ম ও আত্মপ্রতিফলন (বিষয়বস্তু : পুনরুত্থান ও হাশর দিবস) প্রিয় শিক্ষার্থী, পুনরুত্থান ও হাশর সম্পর্কিত সেশনের শেষাংশে শিক্ষক তোমাদের কাছে জানতে চাইবেন যে, এ সেশনে তোমরা নতুন কী কী ধারণা লাভ করেছো। নিচে তোমাদের জন্য নমুনা কিছু ধারণা উপস্থাপন করা হলো।
নমূনা সমাধান : পুনরুত্থান ও হাশর দিবস পাপাচারীদের জন্য অত্যন্ত কঠিন সময় হবে। তাই ওই দিন আল্লাহর রহমত প্রাপ্তির জন্য আমাদের কিছু কাজ করতে হবে আর কিছু কাজ বর্জন করতে হবে। যে কাজগুলো আমাদের করতে হবে এবং যা বর্জন করতে হবে সে সম্পর্কে ধারণা লাভ করেছি। যেমন,
করণীয়
আল্লাহর একত্ববাদে বিশ্বাস করব
পুনরুত্থান দিবসে সুদৃঢ় বিশ্বাস স্থাপন করব
আল্লাহর আদেশমতো কাজ করব।
জীবন চলার পথে সবসময় রাসুলের সুন্নাত অনুযায়ী চলব।
কুরআন তিলাওয়াত করব এর মর্মার্থ বুঝে সে অনুযায়ী আমল করব।
বিশ্বাস স্থাপন করব এবং আখিরাতের প্রতি জবাবদিহিতার ভয়ে সব অন্যায় ও অপকর্ম থেকে দূরে থাকব। মানুষের হক বা অধিকার সঠিকভাবে আদায় করব।
সময়ের অপচয় না করে আল্লাহর যিকিরে মশগুল হব ।
হালাল খাদ্য ও হালাল বস্তু গ্রহণ করব।
বর্জনীয়
আল্লাহর সাথে কাউকে শরিক করব না ।
রাসুলের বিরুদ্ধাচরণ করব না ।
ইসলামের মৌলিক বিষয়কে অস্বীকার করব না ।
মানুষের হক নষ্ট করব না ।
মা-বাবার খেদমত করার দ্বারা তাদের সন্তুষ্টি অর্জন করব ।
রাসুলের সুন্নাতবিরোধী কোনো কাজ করব না।
মিথ্যা কথা বলব না ।
আল্লাহ ও রাসুল (সা.) অখুশি হন, এরূপ কাজ পরিত্যাগ করব ।
হারাম বিষয়গুলো বর্জন করব ইত্যাদি।
সেশন: ৭-১০
কাজ-২৩ বিষয়বস্তু উপস্থাপন : তাকদিরের ওপর ইমান
কাজের ধরন : একক কাজ
কাজের উদ্দেশ্য : শিক্ষার্থীরা এ কাজের মাধ্যমে তাকদিরের প্রতি ইমান আনার প্রয়োজনীয়তা সম্পর্কে জানবে এবং তাকদিরের প্রতি ইমান আনবে ।
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
কাজের নির্দেশনা/ধারা :
- শিক্ষক তোমাদেরকে তাকদির সম্পর্কে চিন্তা করতে বলবেন । এক্ষেত্রে তোমরা তোমাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী চিন্তা করবে।
- পাঠ্যবইয়ের তাকদির সম্পর্কিত বিষয়বস্তুও স্মরণ করবে।
- তারপর শিক্ষক মহোদয় তোমাদেরকে তোমাদের তাকদির সম্পর্কিত চিন্তার একটি চিরকুট ক্লাসে লিখে একটি বাক্সে রাখতে বলবেন। পরে সে কাগজগুলো একজন শিক্ষার্থী বের করে পড়ে সবাইকে শোনাবে। এভাবে প্রত্যেকের বিভিন্ন চিন্তার মাধ্যমে তাকদির সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা লাভ করতে পারবে।
নমুনা সমাধান : নিচে কয়েকটি নমুনা চিরকুট তৈরি করে দেখানো হলো। তোমাদের চিরকুটগুলো নিচের নমুনা অনুযায়ী হতে পারে-
তাকদিরের প্রতি বিশ্বাস করা ইমানের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই তাকদিরে বিশ্বাস করতে হবে। তাকদিরের ওপর সন্তুষ্ট থাকা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক।
মহাবিশ্বে যা কিছু ঘটবে প্রজ্ঞাময় আল্লাহ তা’আলা তাঁর পূর্বজ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ প্রত্যেক বস্তুকে তাকদিরসহ সৃষ্টি করেছেন। পৃথিবীর কোথায়, কোন সময় কী ঘটবে এবং কীভাবে ঘটবে আল্লাহ তা’আলা কর্তৃক তা পূর্ব নির্ধারিত।
পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে মানুষের ওপর যত বিপদ আসে তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে (তাকদিরে) লিপিবদ্ধ আছে। এটা আল্লাহর পক্ষে সহজ । অতএব কোনোকিছু হারিয়ে গেলে আফসোস করা যাবে না। আবার ভালো কিছু পাওয়ায় আনন্দে আত্মহারা হওয়া যাবে না ।
তাকদির দুই প্রকার । অপরিবর্তনীয় তাকদির ও পরিবর্তনযোগ্য তাকদির। বান্দার নেক আমল, দোয়া ইত্যাদির দ্বারা তাকদির পরিবর্তন হয় । রাসুল (সা.) বলেন, “দোয়া ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আর নেক আমল বয়সকে বৃদ্ধি করাতে পারে।” (তিরমিযী)।
জীবনের সর্বক্ষেত্রে অর্থাৎ সবকিছুতেই মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ ভালোমন্দ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে হয়। তাকদিরের বাইরে কোনোকিছুই নেই। সবকিছুই তাকদির অনুযায়ী সংঘটিত হয়। এমনকি অক্ষমতা এবং বুদ্ধিমত্তাও ।
তাকদিরে লিপিবদ্ধ আছে বলেই মানুষ ভালোমন্দ ইত্যাদি কাজ করছে বিষয়টি এমন নয় । আল্লাহ তা’আলা আলিমুল গায়েব। আমরা কখন কী করব, কী খাব, কোথায় কী ঘটবে এগুলো আল্লাহ তা’আলা পূর্ব থেকেই জানেন । ফলে তিনি তা লিপিবদ্ধ করে রেখেছেন ।
অনেকে প্রশ্ন করেন মানুষ ভালোমন্দ যত কাজ করে তা আল্লাহর ইচ্ছায় ও তাকদিরে লিপিবদ্ধ থাকার কারণে করে, তাহলে মানুষের কী দোষ? কেন আল্লাহ মন্দ কাজের জন্য শাস্তি দিবেন? আসলে মহান আল্লাহ মানুষকে ভালো এবং মন্দ দুটি সুস্পষ্ট পথ দেখিয়েছেন । তিনি তাঁর বান্দার প্রতি জুলুম করেন না ।
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হন। নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপলোড করা হচ্ছে।
কাজ-২৩ এর পারদর্শিতার মাত্রা নির্ণয় : নিচের ছকের প্রযোজ্য চিহ্নটিতে টিক (√) দিয়ে কাজটির পারদর্শিতার মাত্রা নির্ণয় করা যাবে।
পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
D | O | Δ | |
৯১.৮.১.২ যেকোনো দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি দূর করতে ইসলামের নির্দেশনা অনুসরণ করছে । | ইসলামের নির্দেশনা শনাক্ত করে জোড়ায়, বাড়ির কাজের মাধ্যমে নিজের দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি দূর করছে। | ইসলামের নির্দেশনাগুলো ব্যাখ্যা- বিশ্লেষণ করে একক কাজ, বাড়ির কাজের মাধ্যমে দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি দূর করছে। | ইসলামের নির্দেশনাগুলো দলগত কাজ, প্রতিফলন ডায়েরি লিখনের মাধ্যমে তুলনামূলক বিশ্লেষণ করেছে । |
কাজ-২৪] শিক্ষার্থীরা নিজ নিজ সমাজে প্রচলিত শিরক সম্পর্কে জেনে বাড়ি থেকে খাতায় লিখে আনবে।
আমাদের সমাজে প্রচলিত শিরক
১। ভাগ্য গণনা করা
২। ————————————————————————————–
৩। ————————————————————————————–
কাজের ধরন : একক কাজ (বাড়ির কাজ)
কাজের উদ্দেশ্য : শিক্ষার্থীরা এ কাজের মাধ্যমে নিজ নিজ সমাজে প্রচলিত শিক্ষা সম্পর্কে জানবে এবং ইসলামি বিধান দ্বারা অনুমোদিত নয়, এমন শিক্ষা বর্জনে পদক্ষেপ গ্রহণ করবে ।
কাজের নির্দেশনা/ধারা :
- এ সেশনে শিক্ষক তোমাদের একটি বাড়ির কাজ দিবেন । কাজটির শিরোনাম হবে ‘আমাদের সমাজে প্রচলিত শিরক’ ।
- এ কাজটি সম্পন্ন করার জন্য তুমি তোমার বয়োজ্যেষ্ঠ সদস্য (মাতা-পিতা/দাদা-দাদি/বড়ো ভাইবোন) ও অন্যান্য সদস্য যারা আছেন তাদের সহায়তা নিতে পারবে।
- তোমার চারপাশে বিভিন্ন মানুষ শাফাআতের আশায় যে সমস্ত শিরক কাজে লিপ্ত হন তার একটি তালিকা ও ‘আমাদের সমাজে প্রচলিত শিরক’ –এ তালিকায় লিপিবদ্ধ করতে পারবে ।
নমুনা সমাধান : নিচে তোমাদের জন্য একটি নমুনা ছক তুলে ধরা হলো,
১. আমাদের সমাজে প্রচলিত শিরক
২. ভাগ্য গণনা করা
৩. মাজার পূজা করা কিংবা মাজারে সিজদা করা
৪. পীর বাবাকে শাফাআত করার যোগ্য মনে করা
৫. পীরের কাছে মনের বাসনা পূরণ করার জন্য প্রার্থনা করা
৬. পীরকে যেকোনো বিষয়ে ক্ষমতাশালী বলে স্বীকার করা
৭. কোনো পীরকে বা অন্য কোনো ব্যক্তিকে আখিরাতের কাণ্ডারি মনে করা (আল্লাহ কর্তৃক স্বীকৃত ছাড়া)
৮. १বিভিন্ন প্রাণী বা বস্তুর পূজা করা
৯. কোনো প্রাণী বা বস্তুর মাধ্যমে কল্যাণ হতে পারে এমনটা বিশ্বাস করা
১০. এক বা একাধিক উপাস্যে বিশ্বাস করা
১১. মৃত ব্যক্তির কাছে কোনোকিছু প্রার্থনা করা
৮ম শ্রেণির ইসলাম শিক্ষা প্রশ্নোত্তর বর্জনীয় ও করণীয় | Class 8 Islam Shikkha 2024
কাজ-২৫ শাফাআত : সারমর্ম ও আত্মপ্রতিফলন
কাজের ধরন : একক কাজ ।
কাজের উদ্দেশ্য : শিক্ষার্থীরা এ কাজের মাধ্যমে শাফাআতের সারমর্ম উপলব্ধি করতে পারবে।
কাজের নির্দেশনা/ধারা :
- সেশনের শেষে শিক্ষক তোমাদের কাছে জানতে চাইবেন “পরকালে শাফা’আত প্রাপ্তির জন্য দৈনন্দিন জীবনে তোমরা কী কী অনুশীলন বা চর্চা করবে?”
- তোমরা এ সম্পর্কিত একটি তালিকা তৈরি করবে।
নমুনা সমাধান : তোমরা যেসব বিষয় অনুশীলন করলে পরকালে শাফাআত প্রাপ্তি সহজ হবে তার একটি নমুনা তালিকা নিচে দেওয়া হলো-
পরকালে শাফাআত প্রাপ্তি সহজতর করার জন্য যা যা করতে হবে
- বেশি বেশি কুরআন তিলাওয়াত করব
- রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসারে জীবনযাপন করব
- সাওম বা রোযা রাখব
- বেশি করে দরুদ পাঠ করব
- আযানের জবাব দেব ও আযানের শেষে আযানের পরের দোয়া পড়ব
- ইবাদাত-বন্দেগিতে ইসলামি বিধান অনুসরণ করব
- তাওহিদের ওপর একনিষ্ঠ থাকব অর্থাৎ শিরকমুক্ত ইমান আনব
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।