৮ম শ্রেণির ইসলাম শিক্ষা২০২৪: আল্লাহর গুণবাচক নাম দিয়ে পোস্টার | Class 8 Islam Shikkha : অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
পোস্টার তৈরি: মূল্যায়ন নির্দেশিকা অনুসরণে অঙ্কনভিত্তিক দলগত কাজ
আল-কুরআনের উদ্ধৃতি দিয়ে আল্লাহর ৩টি গুণবাচক নাম পোস্টার আকারে তৈরি করে শ্রেণিতে উপস্থাপন কর ।
কাজের ধরন : একক কাজ ও শ্রেণির কাজ ।
কাজের উপকরণ : পোস্টার পেপার, রং পেনসিল, কলম, রাবার, কাচি, ইসলামি বই, ইন্টারনেট ইত্যাদি।
কাজের নির্দেশনা/ধারা :
- শিক্ষার্থী পাঠ্যবইয়ের ২ থেকে ৫নং পৃষ্ঠা ভালোভাবে পড়বে ।
- আল্লাহর গুণবাচক নামগুলো ধারাবাহিকভাবে স্মৃতিতে গেঁথে নিবে ।
- শিক্ষা উপকরণ ব্যবহার করে পোস্টার পেপারে আল্লাহর গুণবাচক নাম কুরআনের আয়াতের মাধ্যমে তুলে ধরবে ।
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
নমুনা পোস্টার : আল্লাহর তিনটি গুণবাচক নাম দিয়ে একটি পোস্টার উপস্থাপন করা হলো.
আল্লাহর তিনটি গুণবাচক নাম
১। আল্লাহু তাওয়াবুন— আল্লাহ ক্ষমাশীল :
“নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন।” (সূরা আল-বাকারা : আয়াত-২২২)
২। আল্লাহু কাদিরুন— আল্লাহ সর্বশক্তিমান :
“নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।” (সূরা আল-বাকারা : আয়াত-২০)
২। আল্লাহু সামাদুন— আল্লাহ অমুখাপেক্ষী :
“আল্লাহ কারও মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।” (সূরা আল-ইখলাস : আয়াত-২)
খতমে নবুওয়াত-এর ৫টি প্রমাণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি কর।
কাজের ধরন : একক কাজ ও বাড়ির কাজ ।
কাজের উপকরণ ; পোস্টার পেপার, রং পেনসিল, কলম, রাবার, কাচি, ইসলামি বই, ইন্টারনেট ইত্যাদি।
কাজের নির্দেশনা/ধারা :
- পাঠ্যবইয়ের ১১ থেকে ১৩নং পৃষ্ঠা ভালোভাবে পড়তে হবে ।
- খতমে নবুওয়াতের ৫টি বিশেষ কারণ চিহ্নিত করবে।
- চিহ্নিত কারণগুলো পোস্টার পেপারে সুন্দর করে বড়ো হরফে লিখবে ।
নমুনা পোস্টার : খতমে নবুওয়াতের ৫টি প্রমাণ দিয়ে পোস্টার তৈরি করা হলো.
খতমে নবুওয়াতের প্রমাণ
১. আল্লাহর বাণী: : মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল ও সর্বশেষ নবি । (সূরা আল-আহযাব : আয়াত – ৪০)
২. হাদিসের বাণী: রিসালাত ও নবুওয়াতের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে। (তিরমিযি)
৩. হাদিসের বাণী : আমিই শেষ নবি, আমার পরে আর কোনো নবি নেই। (তিরমিযি)
৪. যৌক্তিক প্রমাণ-১ : আল-কুরআনে ইসলামের পরিপূর্ণতা ঘোষণা ।
৫. যৌক্তিক প্রমাণ-২ : নবি (সা.) কে সুন্দর দালানের সর্বশেষ ইট হিসেবে তুলনা করা।
শাফাআত-এর বিভিন্ন পর্যায় পোস্টার আকারে তুলে ধর।
কাজের ধরন : একক কাজ ।
কাজের উদ্দেশ্য : শাফাআতের বিভিন্ন পর্যায় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবে এবং শাফাআত প্রাপ্তির জন্য আগ্রহী হবে।
কাজের উপকরণ : পোস্টার পেপার, রং পেনসিল, কলম, রাবার, কাচি, ইসলামি বই, ইন্টারনেট ইত্যাদি।
কাজের নির্দেশনা/ধারা :
- শিক্ষার্থী পাঠ্যবইয়ের ২৩ ও ২৪ পৃষ্ঠা ভালোভাবে পড়বে ।
- শাফাআতের পর্যায়গুলো পোস্টার পেপারে বড়ো বড়ো করে লিখবে, কাজ শেষে পোস্টারটি ক্লাসে উপস্থাপন করবে।
- সবশেষে ক্লাসে পোস্টারটি টাঙিয়ে / সেঁটে দিবে।
নমুনা পোস্টার : শাফাআতের ৮টি পর্যায় নিয়ে নিচে একটি পোস্টার উপস্থাপন করা হলো-
শাফাআতের ৮টি পর্যায়
প্রথম পর্যায়: শাফাআতে কুবরা বা বিচার ফায়সালা শুরুর জন্য শাফাআত ।
দ্বিতীয় পর্যায়: জান্নাতের প্রবেশ পথ খুলে দেওয়ার জন্য শাফাআত ।
তৃতীয় পর্যায়: বিনা হিসাবে জান্নাতদানের জন্য শাফাআত ।
চতুর্থ পর্যায়: পাপী মুমিনকে ক্ষমা করার জন্য শাফাআত ।
পঞ্চম পর্যায়: জাহান্নামে প্রবেশকারী পাপী মুমিনকে জাহান্নাম হতে মুক্ত করার জন্য শাফাআত ।
ষষ্ঠ পর্যায়; জান্নাতবাসীর মর্যাদা বৃদ্ধির জন্য শাফাআত ।
সপ্তম পর্যায়: আরাফবাসীকে জান্নাতে দাখিল করার জন্য শাফাআত ।
অষ্টম পর্যায়: আল-কুরআন তিলাওয়াতকারীর জন্য কুরআনের শাফাআত ও সাওম পালনকারীর জন্য সাওমের শাফাআত ।
শিক্ষার্থীদের জন্য নির্দেশনা
- অ্যাসাইনমেন্ট বাড়ি থেকে তৈরি করে এনে বিদ্যালয়ে জমা দিতে হয়। অ্যাসাইনমেন্ট করার সময় নির্দেশনা ও ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করবে।
- প্রতিবেদন ও পোস্টারগুলো পাঠ্যবইয়ের বিষয়বস্তুর আলোকে প্রণীত হয়েছে। শিখনকালীন মূল্যায়নের জন্য এগুলো অতীব গুরুত্বপূর্ণ হওয়ায় বুঝে প্র্যাকটিস করবে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।