৬ষ্ঠ (ষষ্ঠ) শ্রেণীর বাংলা সমাধান/গাইড 2023 Class 6 (জ্ঞান ও অনুধাবনমূলক)
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ কালিমা তায়্যিবা কীসের মূলভিত্তি?
উত্তর : কালিমা তায়্যিবা তাওহিদ, ইমান ও ইসলামের মূলভিত্তি।
প্রশ্ন ॥ ২ ॥ আসমাউল হুসনা কাকে বলে?
উত্তর : আল্লাহ তা’য়ালার সুন্দর নামকে একত্রে আসমাউল হুসনা বলা হয়।
প্রশ্ন ॥ ৩ ॥ আখিরাত কাকে বলে?
উত্তর : মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত বা পরকাল।
প্রশ্ন ॥ ৪ ॥ আকাইদ ও নৈতিকতার সম্পর্ক কেমন?
উত্তর : আকাইদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ তাওহিদে বিশ্বাসের প্রয়োজনীয়তা কী?
উত্তর : তাওহিদ বা আল্লাহ তা‘য়ালাহর একত্ববাদে বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইমান ও ইসলামের মূলভিত্তি হলো তাওহিদ।
তাওহিদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। পৃথিবীতে সকল নবি-রাসুল (স.) তাওহিদের দাওয়াত দিয়েছেন। সবাই ঘোষণা করেছেন যে, আল্লাহ তা‘য়ালা এক ও অদ্বিতীয়। তাঁর সমতুল্য কিছুই নেই। তাওহিদে বিশ্বাস মানুষকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করে।
প্রশ্ন ॥ ২ ॥ কালিমা শাহাদাতের তাৎপর্য কী?
উত্তর : কালিমা শাহাদাতের দ্বারা ইমানের সাক্ষ্য দেওয়া হয়। এই কালিমার মাধ্যমে আমরা আল্লাহ তা‘য়ালার একত্ববাদ ও মুহাম্মদ (স.)-এর রিসালাতের সাক্ষ্য প্রদান করি। হযরত মুহাম্মদ (স.) আল্লাহর প্রেরিত নবি ও রাসুল। তিনিই আমাদের নিকট আল্লাহর পরিচয় তুলে ধরেছেন।
প্রশ্ন ॥ ৩ ॥ রিসালাতে বিশ্বাসের গুরুত্ব কী?
উত্তর : রিসালাতে বিশ্বাসের গুরুত্ব অনেক। তাওহিদের পরই রিসালাতের স্থান। রিসালাতে বিশ্বাস না করলে কেউ ইমানদার হতে পারে না। কারণ, নবি-রাসুলগণ আল্লাহ তা’য়ালার বাণী মানুষের কাছে পৌঁছিয়েছেন। অতএব, ইমানের অন্যতম অঙ্গ হচ্ছে রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।