৫ম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১৪ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ১ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ১৪
সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।
১) নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা?
ক. বিনোদন
খ. খাদ্য
গ. হাইব্রিড গাড়ি
ঘ. খেলাধূলা
২) জনসংখ্যার ঘনত্ব হলো
ক. প্রতি একক জায়গায় লোকসংখ্যা
খ. প্রতি মানুষের জন্য ভূমির পরিমাণ
গ. প্রতি একক ক্ষেত্রফলে মানুষের ওজন
ঘ. প্রতি মানুষের ওজনের জন্য ভূমির পরিমাণ
৩) কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস?
ক. পানি
খ. গাছ
গ. বাতাস
ঘ. কয়লা
৪) জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোনটি ঘটে?
ক. বৈশ্বিক উষ্ণায়ন
খ. জনসংখ্যা বৃদ্ধি
গ. ভূমিকম্প
ঘ. ভূমিক্ষয়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. রানীনগর ইউনিয়নের ক্ষেত্রফল ৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব ১৫২৫ জন হলে মোট জনসংখ্যা কত?
ক. ১০৬৭৫ খ. ১৬০৭৫ গ. ১৬৭০৫ ঘ. ১৭০৬৫
২. তোমাদের গ্রামে ১৯৯০ সালে লোকসংখ্যা ছিল ১৫০০ জন যা ২০১৫ সালে বেড়ে হয়েছে ৬০০০ জন। তাহলে জনসংখ্যা কতগুণ বেড়েছে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩. আবুল সাহেব গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হয়। এতে কী দূষিত হয়?
ক. পানি খ. মাটি গ. বায়ু ঘ. শব্দ
৪. তোমাদের এলাকায় বেশ কয়েকটি ইটের ভাটা রয়েছে। এখানে যা ঘটতে পারেÑ
ক. জলজ প্রাণীর মৃত্যু
খ. নদী ভাঙন
গ. গাছাপলা বৃদ্ধি
ঘ. এসিড বৃষ্টি
৫. তোমার এলাকায় যদি ইটের ভাটা, শিল্প ইত্যাদি স্থাপন করা হয়। তবে কোনটি ধ্বংস হবে?
ক. পশুপাখি খ. জমি গ. বাড়িঘর ঘ. বনজঙ্গল
৬. আমাদের দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কোন শিক্ষা গ্রহণ প্রয়োজন বলে তুমি মনে কর?
ক. আরবি শিক্ষা
খ. আধুনিক শিক্ষা
গ. বাংলা শিক্ষা
ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি
৭. বেশি খাদ্য শস্য ও ফসল ফলানোর জন্য একই জমি বছরে একাধিকবার চাষ করার ফলে কী ঘটে বলে তোমার মনে হয়?
ক. জমি আগাছানাশক হয়
খ. জমির উর্বরতা নষ্ট হয়
গ. জমির উর্বরতা বাড়ে
ঘ. কর্মসংস্থান সৃষ্টি হয়
৮. মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যাওয়ার জন্য তুমি কোনটিকে দায়ী মনে কর?
ক. বায়ু দূষণ খ. পানিদূষণ গ. মাটি দূষণ ঘ. শব্দ দূষণ
৯. অপরিকল্পিতভাবে বাড়িঘর ও রাস্তাঘাট তৈরি করতে বনজঙ্গল কাটার ফলে কী হচ্ছে বলে তোমার ধারণা?
ক. জলজ প্রাণী হ্রাস
খ. জীববৈচিত্র্য হ্রাস
গ. কার্বন ডাইঅক্সাইড হ্রাস
ঘ. প্রচুর বৃষ্টিপাত
১০. একটি দেশের জীববৈচিত্র্য হ্রাস পায় কেন বলে তুমি মনে কর?
ক. বাড়িঘর তৈরির জন্য
খ. বনজঙ্গল ধ্বংসের জন্য
গ. স্কুলঘর নির্মাণের জন্য
ঘ. রাস্তাঘাট তৈরির জন্য
১১. মাটি দূষণ কীভাবে রোধ করা যায়- সে বিষয়ে তোমার মতামত কী?
ক. অধিক মাত্রায় খাদ্যশস্য ফলিয়ে
খ. রাসায়নিক সার ব্যবহার করে
গ. পরিবেশ আইনের বাস্তবায়ন করে
ঘ. কীটনাশক বেশি ব্যবহার করে
১২. জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যার সমাধান কে দিতে পারে বলে তুমি মনে কর?
ক. মানসম্মত পাঠ্যবই
খ. মানসম্মত বিজ্ঞান শিক্ষক
গ. মৌলিক জ্ঞান ও কলাকৌশল
ঘ. উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা
১৩. কাঠ, কয়লা, পেট্রোল ইত্যাদি বাতাসে পোড়ালে কী গ্যাস উৎপন্ন হয় তা কি তুমি জানো?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. নাইট্রিক অক্সাইড
ঘ. কার্বন ডাইঅক্সাইড
১৪. তোমার দেখা অভিজ্ঞতা অনুযায়ী বাড়তি জনসংখ্যা জীববৈচিত্র্যের ওপর কী প্রভাব বিস্তার করছে?
ক. কর্মসংস্থানের সুযোগ ব্যাহত হচ্ছে
খ. পশুপাখির সংখ্যা হ্রাস পাচ্ছে
গ. কলকারখানার বর্জ্য পানিতে মিশছে
ঘ. মৌলিক চাহিদা পূরণে ব্যাঘাত ঘটছে
১৫. বর্তমানে যাতায়াতের জন্য হাইব্রিড গাড়ি উদ্ভাবন করা হয়েছে। উক্ত গাড়ির জ্বালানি কোনটি?
ক. পেট্রোল
খ. ডিজেল
গ. তেল ও বিদ্যুৎ
ঘ. ব্যাটারি
১৬. নাফিস এলাকার বিভিন্ন বেকার যুবক দেখে পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলছে। তার কী করা উচিত?
ক. সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়া
খ. লেখাপড়া ছেড়ে দেওয়া
গ. কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়া
ঘ. সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা
১৭. বাড়তি জনসংখ্যা জীববৈচিত্র্যের ওপর কী প্রভাব বিস্তার করেছে?
ক. পশুপাখি অভিযোজিত হচ্ছে
খ. পশুপাখির সংখ্যা হ্রাস পাচ্ছে
গ. পশুপাখি স্থান ত্যাগ করছে
ঘ. নতুন পশুপাখির আগম ঘটে
১৮. গতকাল আফরোজা সন্তান জন্ম দিয়েছে। শিশুটির প্রথম ও প্রধান মৌলিক চাহিদা কোনটি?
ক. কাপড়-চোপড়
খ. থাকার জায়গা
গ. চিকিৎসা
ঘ. খাবার
১৯. কোনটির বিস্তারের মাধ্যমে জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা সম্ভব?
ক. কৃষি ও কারিগরি
খ. কম্পিউটার ও চিকিৎসা
গ. কৃষি ও কম্পিউটার
ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা
২০. সম্পদের সীমাবদ্ধতা ও স্থানের অপ্রতুলতা কাটিয়ে উঠার একমাত্র পথ কোনটি বলে তুমি মনে কর?
ক. জ্ঞান ও শিক্ষার চর্চা
খ. বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা
গ. আধুনিকতার চর্চা
ঘ. জ্ঞান ও বুদ্ধির চর্চা
২১. কোন শক্তির ব্যবহার কমিয়ে আমরা শক্তি সংরক্ষণ ও দূষণ কমাতে পারি?
ক. নবায়নযোগ্য
খ. অনবায়নযোগ্য
গ. সৌরশক্তি
ঘ. প্রাকৃতিক শক্তি
২২. বাংলাদেশ একটি জনসংখ্যাবহুল দেশ এবং এর সম্পদ সীমিত। তাই দেশে দক্ষ জনসম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কী প্রয়োজন?
ক. আবাদি জমি
খ. কারিগরি শিক্ষা
গ. উন্নত শিল্পকারখানা
ঘ. উন্নত পরিবহন
২৩. পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মূল কারণ কোনটি বলে তুমি মনে কর?
ক. গাছ কাটা
খ. অধিক যানবাহন
গ. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. পাহাড় ধ্বংস
২৪. তোমাদের এলাকায় বনভূমি ধ্বংস করা হচ্ছে এর ফলে কোনটির পরিবর্তন হবে?
ক. বাস্তুসংস্থান
খ. আবাসস্থল
গ. খাদ্যশৃঙ্খল
ঘ. খাদ্যজাল
২৫. স¤প্রতি তোমাদের গ্রামের পরিবেশ মারাত্মক দূষিত হয়েছে। এর প্রধান কারণ কোনটি?
ক. বৃক্ষ নিধন
খ. মাটি ক্ষয়
গ. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. রাসায়নিক সার ব্যবহার
সাধারণ প্রশ্ন :
২৬. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে প্রয়োজন
ক. মানসম্মত বিজ্ঞান শিক্ষা
খ. মানসম্মত পাঠ্যবই
গ. মৌলিক জ্ঞান ও কলাকৌশল
ঘ. বাস্তবভিত্তিক বিজ্ঞান শিক্ষা
২৭. আত্মকর্মসংস্থান বলতে কী বুঝায়?
ক. সরকারি চাকরি
খ. নিজের উদ্যোগে অর্থ উপার্জন
গ. শিল্প কারখানায় চাকরি
ঘ. বেসরকারি চাকরি
২৮. একটি শিশুর জন্মগ্রহণের পর তার সর্বপ্রথম মৌলিক চাহিদা হচ্ছেÑ
ক. পোশাক খ. চিকিৎসা গ. মাতৃদুগ্ধ ঘ. বাসস্থান
২৯. ১৮০০ সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা কত ছিল?
ক. প্রায় ১৫০ কোটি
খ. প্রায় ২০০ কোটি
গ. প্রায় ১০০ কোটি
ঘ. প্রায় ৩০০ কোটি
৩০. বর্তমানে পৃথিবীতে কত লোক বসবাস করে?
ক. প্রায় ৭০০ কোটি
খ. প্রায় ৬০০ কোটি
গ. প্রায় ৮০০ কোটি
ঘ. প্রায় ৭৫০ কোটি
৩১. ২০০ বছরে বিশ্বে জনসংখ্যা বেড়েছে কত?
ক. ৫০০ কোটি
খ. ৫৫০ কোটি
গ. ৬৫০ কোটি
ঘ. ৬০০ কোটি
৩২. ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক. ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন
খ. ১৪ কোটি ৯০ লক্ষ ৭০ হাজার ৩৬০ জন
গ. ১৪ কোটি ৯৩ লক্ষ ৭১ হাজার ৩৬২ জন
ঘ. ১৪ কোটি ৯৬ লক্ষ ৭৩ হাজার ৩৬৩ জন
৩৩. প্রায় ৭ কোটি ৬০ লক্ষ জনসংখ্যা ছিল কত সালে?
ক. ১৯৭৫ খ. ১৯৭০ গ. ১৯৭৭ ঘ. ১৯৭১
৩৪. ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে কত?
ক. প্রায় তিনগুণ
খ. প্রায় দ্বিগুণ
গ. প্রায় চার গুণ
ঘ. প্রায় তিনগুণ
৩৫. প্রতি একক জায়গায় বসবাসরত লোকসংখ্যা কী প্রকাশ করে?
ক. জনসংখ্যার বৃদ্ধি
খ. জনসংখ্যার ঘনত্ব
গ. জনসংখ্যা বৃদ্ধির প্রভাব
ঘ. জনসংখ্যা সমস্যা
৩৬. জনসংখ্যা বৃদ্ধিতে মানুষ সহজেই কিসে আক্রান্ত হয়?
ক. রোগে
খ. জীবাণুতে
গ. ছত্রাকে
ঘ. ব্যাকটেরিয়ায়
৩৭. কোনটি বেশি হলে জীবাণু দ্রত ছড়ায়?
ক. জনসংখ্যার ঘনত্ব
খ. জনসংখ্যা সমস্যা
গ. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. জন্মহার
৩৮. কোনটির জন্য বাস্তুসংস্থানের পরিবর্তন হয়?
ক. বনভূমি সৃষ্টি
খ. বনভূমি ধ্বংস
গ. বনভূমি বৃদ্ধি
ঘ. বনভূমি সংরক্ষণ
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৩৯. কেন বাংলাদেশের জীববৈচিত্র্য হ্রাস পায়?
ক. বাড়িঘর তৈরি জন্য
খ. রাস্তা-ঘাট তৈরির জন্য
গ. বনজঙ্গল ধ্বংসের জন্য
ঘ. স্কুলঘর নির্মাণের জন্য
৪০. জনসংখ্যা বৃদ্ধি কোনটির উপর ব্যাপক প্রভাব ফেলে?
ক. প্রাকৃতিক সম্পদ
খ. পরিবেশ
গ. পশু-পাখি
ঘ. রাস্তাঘাট
৪১. বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণের জন্য কৃষি জমিতে কোনটির ব্যবহার বাড়ছে?
ক. পানি
খ. জৈব সার
গ. রাসায়নিক সার
ঘ. পাওয়ার টিলার
৪২. জীব ধীরে ধীরে বিলুপ্ত হয় কোনটি ধ্বংসের প্রভাবে?
ক. বাসস্থান খ. বনভূমি গ. ভূমিক্ষয় ঘ. ভূমিধ্বস
৪৩. বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনটি?
ক. বনভূমির স্বল্পতা
খ. রাস্তাঘাটের স্বল্পতা
গ. অধিক জনসংখ্যা
ঘ. পরিবেশ দূষণ
৪৪. মানুষ কোনটিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে?
ক. যানবাহনে
খ. বাড়িঘর তৈরিতে
গ. সার তৈরিতে
ঘ. কীটনাশক তৈরিতে
৪৫. বর্তমান মানুষ কিসের পরিবর্তে সৌরশক্তি ও পারমাণবিক শক্তি ব্যবহার করছে?
ক. সিলিকন, অ্যান্টিমনি, নিয়ন
খ. আলো, বায়ু, পানি
গ. তেল, গ্যাস, কয়লা
ঘ. খাদ্য, বস্ত্র বাসস্থান
৪৬. মানুষের মৌলিক চাহিদা কোনগুলো?
ক. রাস্তাঘাট ও যানবাহন
খ. শিক্ষা ও বাসস্থান
গ. উদ্ভিদ ও প্রাণিজগৎ
ঘ. বইখাতা ও বিদ্যালয়
৪৭. কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি হয়েছে কীভাবে?
ক. সরকারি প্রচেষ্টায়
খ. জনশক্তি বৃদ্ধির মাধ্যমে
গ. বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে
ঘ. আবাদি জমি বৃদ্ধির কারণে
৪৮. জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যার সমাধান দিতে পারে কোনটি?
ক. মানসম্মত পাঠ্যবই
খ. মানসম্মত বিজ্ঞান শিক্ষক
গ. বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা
ঘ. মৌলিক জ্ঞান ও কলাকৌশল
৪৯. ‘হাইব্রিড’ গাড়ি কোনটির ব্যবহার কমাতে ভূমিকা রাখছে?
ক. জীবাশ্ম জ্বালানি
খ. ডিজেল
গ. বিদ্যুৎ
ঘ. ব্যাটারি
৫০. পরিবেশ সংরক্ষণের প্রথম দায়িত্ব কার?
ক. শিক্ষকের
খ. নিজের
গ. পিতার
ঘ. সরকারের
৫১. ১৯৬১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক. ৭ কোটি ৬৪ লক্ষ
খ. ৫ কোটি ৫২ লক্ষ
গ. ১২ কোটি ১৪ লক্ষ
ঘ. ৮ কোটি ৯৯ লক্ষ
৫২. জনসংখ্যার ঘনত্ব =?
ক. মোট জনসংখ্যা ক্ষেত্রফল
খ. মোট জনসংখ্যা + ক্ষেত্রফল
গ. মোট জনসংখ্যা ক্ষেত্রফল
ঘ. মোট জনসংখ্যা ক্ষেত্রফল
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।