৫ম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১৩ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ১৩ তম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ১৩ প্রাকৃতিক সম্পদ
সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।
১) নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. বালি
খ. কাগজ
গ. কাচ
ঘ. বিদ্যুৎ
২) কোন সম্পদটি সীমিত?
ক. সূর্যের আলো
খ. কয়লা
গ. বায়ু
ঘ. পানি
৩) সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়?
ক. সৌর প্যানেল
খ. টারবাইন
গ. বাঁধ
ঘ. বৈদ্যুতিক পাখা
৪) নিচের কোনটি মানবসৃষ্ট সম্পদ?
ক. পাথর
খ. পশুপাখি
গ. গাছপাখি
ঘ. কাচ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. নির্বিচারে গাছ কাটার ফলে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে, এ সমস্যা সমাধানে তুমি কী করবে?
ক. গাছ কাটা সম্পূর্ণ বন্ধ করবে
খ. কাঠের আসবাবপত্র বর্জন করবে
গ. রান্নার কাজে কাঠের ব্যবহার বন্ধ করবে
ঘ. বৃক্ষ রোপণ করার জন্য জনগণকে সচেতন করবে
২. নিচের কোন সারির প্রাকৃতিক সম্পদগুলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ?
ক. ধাতু, কয়লা ও প্রাকৃতিক গ্যাস
খ. গাছপালা, পশুপাখি ও খনিজ দ্রব্য
গ. পানি, বায়ু ও সৌরশক্তি
ঘ. পানি, বায়ু ও তেল
৩. তোমার বন্ধু নাহিদ গ্রামে বাস করে। তাদের অনেক গরু ও ছাগল আছে। গরু ও ছাগলের গোবরগুলো কী করা উচিত?
ক. সার হিসেবে ব্যবহার করা
খ. পুড়িয়ে ফেলা
গ. শুকিয়ে সংরক্ষণ করা
ঘ. পুকুরে বা নদীতে ফেলে দেয়া
৪. দৈনন্দিন জীবনে লেখাপড়ার জন্য কাগজ, কলম পেনসিল ব্যবহার করা হয়। এগুলো কোন ধরনের সম্পদ?
ক. প্রাকৃতিক সম্পদ
খ. মানবসৃষ্ট সম্পদ
গ. কৃত্রিম সম্পদ
ঘ. সম্পদের বিকল্প উৎস
৫. দৌলতপুর একটি গ্রাম যেখানে বিদ্যুৎ নেই।এজন্য গ্রামবাসীরা সম্পদের বিকল্প উৎস থেকে বিদ্যুৎ শক্তি পায়। কীভাবে গ্রামবাসীরা বিদ্যুৎ পায় বলে তুমি মনে কর?
ক. উইন্ডমিল
খ. সৌর প্যানেল
গ. সৌর চুল্লি
ঘ. জীবাশ্ম জ্বালানি
৬. তুলি বাড়িতে রান্নার জন্য ক্লিনহিট গ্যাস ব্যবহার করে। এ গ্যাস কোন ধরনের সম্পদ?
ক. কৃত্রিম
খ. অনবায়নযোগ্য
গ. মানবসৃষ্ট
ঘ. নবায়নযোগ্য
৭. পদ্মা নদীর চরে প্রচুর বালি পাওয়া যায়। এটি কোন ধরনের সম্পদ?
ক. জীবাশ্ম খ. উদ্ভিজ্জ গ. প্রাকৃতিক ঘ. মানবসৃষ্ট
৮. তোমার বাড়ির জানালায় যে কাচ রয়েছে তা কী দিয়ে তৈরি?
ক. তন্তু খ. প্লাস্টিক গ. বালুকণা ঘ. সার
৯. আমরা বায়ু, পানি, খাদ্য ছাড়া বাঁচতে পারি না। এসবের উৎস কী?
ক. প্রকৃতি
খ. কলকারখানা
গ. পরিবার
ঘ. মানুষ
১০. প্রকৃতিতে কিছু সম্পদ আছে যা ব্যবহার করতে থাকলে এক সময় ফুরিয়ে যাবে। এ ধরনের সম্পদকে কী বলে?
ক. নবায়নযোগ্য সম্পদ
খ. অনবায়নযোগ্য সম্পদ
গ. প্রাকৃতিক সম্পদ
ঘ. মানবসৃষ্ট সম্পদ
১১. মাহিদের বাড়িতে গত সপ্তাহে সৌর প্যানেল কেনা হয়েছে। এখন তারা টিভি, বাতি ইত্যাদি সৌর প্যানেলের সাহায্যে চালাতে পারে। বস্তুটি থেকে কী ধরনের সম্পদ পাওয়া যায়?
ক. মানবসৃষ্ট সম্পদ
খ. অর্থনৈতিক সম্পদ
গ. নবায়নযোগ্য সম্পদ
ঘ. অনবায়নযোগ্য সম্পদ
১২. কাচ, কোদাল, পানি, চাল, ডাল, আলো ও বায়ু এ তালিকার কোনটি কৃত্রিম সম্পদ?
ক. কাঠ ও পানি
খ. চাল ও ডাল
গ. কাচ ও কোদাল
ঘ. আলো ও বায়ু
১৩. গ্যাস, তেল, পানি, বায়ু, কয়লা, চুনাপাথর, লোহা ও তামা এ তালিকার কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. গ্যাস ও কয়লা
খ. তেল ও চুনাপাথর
গ. লোহা ও তামা
ঘ. পানি ও বায়ু
১৪. চিত্রের কোনটি সীমিত শক্তির উৎস?
ক. গাছপালা
খ. সূর্যের আলো
গ. পানির স্রোত
ঘ. বায়ু প্রবাহ
১৫. আমাদের উপক‚লীয় এলাকায় সবুজ শক্তি ব্যবহারের সম্ভাবনা কোনটি হতে পারে?
ক. বায়ু শক্তি
খ. সৌরশক্তি
গ. পানি শক্তি
ঘ. জোয়ার ভাটা
১৬. নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে আজকাল কী বিবেচনা করা হচ্ছে?
ক. কয়লা ও পেট্রোল
খ. ডিজেল ও কেরোসিন
গ. সৌরশক্তি ও সমুদ্রের ঢেউ
ঘ. কাঠ ও খড়কুটো
১৭. ঘুড়ি উড়ানোর সময় কোন শক্তিকে কাজে লাগানো হয়?
ক. তাপ শক্তি
খ. বায়ু শক্তি
গ. বিদ্যুৎ শক্তি
ঘ. সৌরশক্তি
১৮. সোলার প্যানেলে সৌর শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়?
ক. চুম্বক শক্তি
খ. আলোক শক্তি
গ. বিদ্যুৎ শক্তি
ঘ. তাপশক্তি
১৯. নিচের চিত্রটি কিসের?
ক. সৌর প্যানেল
খ. উইন্ডমিল
গ. গাছ
ঘ. কাঠ
সাধারণ প্রশ্ন :
২০. কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. তেল
খ. পানি
গ. গ্যাস
ঘ. জীবাশ্ম জ্বালানি
২১. সবুজ শক্তি বলতে বুঝায় কোনটি?
ক. গ্যাস
খ. বায়ুপ্রবাহ
গ. তেল
ঘ. কয়লা
২২. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. বালু
খ. কাচ
গ. লোহা
ঘ. কাস্তে
২৩. কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. বায়ু
খ. কাঠ
গ. তেল
ঘ. পানি
২৪. নিচের কোন দুটি কৃত্রিম সম্পদ?
ক. চেয়ার ও আলমারি
খ. মাটি ও পানি
গ. প্রাকৃতিক গ্যাস ও কয়লা
ঘ. চুনাপাথর ও সূর্যরশ্মি
২৫. বিকল্প জ্বালানি সন্ধানের কারণ কী?
ক. জনসংখ্যার বৃদ্ধি
খ. প্রচলিত শক্তির নিঃশেষ হয়ে যাওয়া
গ. জমির উর্বরতা কমে যাওয়া
ঘ. আবহাওয়ায় বিপর্যয় নেমে আসা
২৬. একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায় এমন প্রাকৃতিক সম্পদের উদাহরণ কোনটি?
ক. মাটি
খ. কয়লা
গ. গাছপালা
ঘ. বায়ু
২৭. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. খনিজ তেল
খ. বাড়ি
গ. ইট
ঘ. কাচ
২৮. সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৫
ঘ. ৪
২৯. কোনটি মানবসৃষ্ট সম্পদ?
ক. সূর্যের আলো
খ. পশুপাখি
গ. গাছপালা
ঘ. প্লাস্টিক
৩০. আবাহওয়া ও জলবায়ুর ভিন্নতার কারণ কী?
ক. আবহাওয়া খুব দ্রত বা ঘনঘন পরিবর্তন হয়
খ. আবহাওয়া খুব কমই পরিবর্তন হয়
গ. আবহাওয়া দীর্ঘ সময় ধরে পরিবর্তন হয়
ঘ. জলীয় বাষ্পের কারণে জলবায়ু পরিবর্তন হয়
৩১. মানবসৃষ্ট সম্পদ আসে কোথা থেকে?
ক. গাছ
খ. কাঠ
গ. প্রকৃতি
ঘ. প্লাস্টিক
৩২. সূর্যের আলো কোন ধরনের সম্পদ?
ক. অনবায়নযোগ্য
খ. প্রাকৃতিক সম্পদ
গ. কৃত্রিম সম্পদ
ঘ. বায়ু সম্পদ
৩৩. কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. কাচ
খ. বিদ্যুৎ
গ. কাগজ
ঘ. জীবাশ্ম জ্বালানি
৩৪. উইন্ডমিল কী কাজে ব্যবহার করা হয়?
ক. গাড়ি নির্মাণ
খ. লোহা উৎপাদন
গ. বিদ্যুৎ উৎপাদন
ঘ. কাচ তৈরি
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৩৫. নিচের কোনটি নির্মল জ্বালানির উৎস?
ক. বায়ু
খ. গাছপালা
গ. কয়লা
ঘ. গ্যাস
৩৬. বালি পাওয়া যায় কোথায়?
ক. আকাশে
খ. পাতালে
গ. প্রকৃতিতে
ঘ. বায়ুতে
৩৭. কাচ তৈরি হয় কোনটি থেকে?
ক. মাটি
খ. বালি
গ. বায়ু
ঘ. চুনাপাথর
৩৮. নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি?
ক. প্রাকৃতিক গ্যাস
খ. বায়ু
গ. ডিজেল
ঘ. কয়লা
৩৯. কোনটি অনবায়নযোগ্য সম্পদ?
ক. সূর্যের আলো
খ. পানির স্্েরাত
গ. বায়ু প্রবাহ
ঘ. কয়লা
৪০. উইন্ডমিলের কোনটি ঘোরানোর মাধ্যমে বায়ু প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়?
ক. কাঁটা
খ. দণ্ড
গ. পাখা
ঘ. চরকা
৪১. সবচেয়ে গরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কী?
ক. চুনাপাথর
খ. সূর্যরশ্মি
গ. কয়লা
ঘ. প্রাকৃতিক গ্যাস
৪২. সৌর শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় কোথায়?
ক. সৌর প্যানেলে
খ. টারবাইনে
গ. কারখানায়
ঘ. উইন্ড মিলে
৪৩. সৌর বিদ্যুৎ ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি?
ক. খরচ কম হয়
খ. পরিবেশের কোনো ক্ষতি হয় না
গ. সহজে বহন করা যায়
ঘ. কোনো যন্ত্রপাতি লাগে না
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।