৪র্থ শ্রেণির ইসলাম ১ম অধ্যায় ইমান ও আকাইদ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর: চতুর্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টির ১ম অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
ইমান ও আকাইদ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ইসলামের মূল বিষয়গুলোকে মনে-প্রাণে বিশ্বাস করাকে বলে
ক. আখিরাত
খ. ইমান
গ. তাকওয়া
ঘ. পরকাল
২. আকিদা অর্থ কী?
ক. বিশ্বাস
খ. দৃঢ় বিশ্বাস
গ. পরকালে বিশ্বাস
ঘ. তাকদিরে বিশ্বাস
মহান আল্লাহর পরিচয় [ পৃষ্ঠা নং ১ ]
৩. আমাদের যা যা প্রয়োজন সেসব কে সৃষ্টি করেছেন?
ক. আল্লাহ
খ. নবি
গ. রাসুল
ঘ. ফেরেশতা
৪. পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় কোন্টি?
ক. ধূমকেতু
খ. নক্ষত্র
গ. ছায়াপথ
ঘ. উল্কা
৫. কার সত্তা ও গুণের সাথে কারও তুলনা করা যায় না?
ক. আল্লাহর
খ. রাসুলের
গ. ফেরেশতার
ঘ. রাজা
আল্লাহ মালিক. [ পৃষ্ঠা নং ৩ ]
৬. সকল সৃষ্টির মালিক
ক. আল্লাহ
খ. রাসুল
গ. ফেরেশতা
ঘ. মানুষ
৭. মালিক. শব্দের অর্থ কী?
ক. শান্তিদাতা
খ. অধিপতি
গ. সর্বশক্তিমান
ঘ. সর্বত্র বিরাজমান
৮. আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোনটি করব?
ক. যা খুশি তা করব
খ. ভালো কাজ করব
গ. মন্দ কাজ করব
ঘ. কিছুই করব না
আল্লাহ সর্বশক্তিমান
৯. আল্লাহ কাদীরুন অর্থ কী?
ক. আল্লাহ সর্বশক্তিমান
খ. আল্লাহ শান্তিদাতা
গ. আল্লাহ সৃষ্টিকর্তা
ঘ. আল্লাহ পালনকর্তা
১০. মেঘমালা কে পরিচালনা করেন?
ক. আল্লাহতায়ালা
খ. হযরত মিকাইল (আ.)
গ. হযরত জিবরাইল (আ.)
ঘ. হযরত আযরাইল (আ.)
১১. ঈসা (আ.)-কে ঘাতকদের হাত থেকে রক্ষা করেছিলেন কে?
ক. হযরত মুসা (আ.)
খ. হযরত জিবরাইল (আ.)
গ. আল্লাহতায়ালা
ঘ. হযরত মরিয়ম (আ.)
১২. আবরাহা বাদশার বিশাল বাহিনীকে আল্লাহ কীভাবে ধ্বংস করেন?
ক. প্লাবনের দ্বারা
খ. বাতাস দ্বারা
গ. ছোট ছোট পাখির দ্বারা
ঘ. ফেরেশতার দ্বারা
১৩. নমরুদ কাকে পুড়িয়ে মারার জন্য আগুনে নিক্ষেপ করেছিল?
ক. হযরত ইসমাঈল (আ.)-কে
খ. হযরত ইবরাহীম (আ.)-কে
গ. হযরত ইউসুফ (আ.)-কে
ঘ. হযরত ঈসা (আ.)-কে
আল্লাহ শান্তিদাতা
১৪. আমাদের শান্তিদাতা কে?
ক. আল্লাহতায়ালা
খ. রাসূল (স.)
গ. পীরমুর্শিদ
ঘ. অলিআল্লাহ
১৫. কে আমাদের রোগমুক্ত করেন
ক. আল্লাহ
খ. ডাক্তার
গ. রাসুল
ঘ. ফেরেশতা
১৬. শরীর ভালো থাকলে মনে কী থাকে?
ক. বিরক্তি
খ. ক্লান্তি
গ. শান্তি
ঘ. হিংসা
১৭. আল্লাহু সালামুন অর্থ কী?
ক. আল্লাহ শান্তিদাতা
খ. আল্লাহ রিজিকদাতা
গ. আল্লাহ সম্মানদাতা
ঘ. আল্লাহ পরিত্রাণদাতা
কালিমা শাহাদত
১৮. কালিমা শাহাদতের অংশ কয়টি?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
১৯. কালিমা অর্থ কী?
ক. বাক্য
খ. কথা
গ. স্বীকারোক্তি
ঘ. ওয়াদা
২০. শিরক. কিসের বিপরীত?
ক. তাওহিদের
খ. তকদিরের
গ. আখিরাতের
ঘ. রিসালাতের
ইমান মুজমাল
২১. ইমান মুজমাল দ্বারা কিসের সংক্ষিপ্ত ঘোষণা দেওয়া হয়?
ক. ইমানের
খ. এখলাছের
গ. পরকালের
ঘ. আখেরাতের
ইমান মুফাস্সাল
২২. ইমান মুফাস্সালে কয়টি বিষয়ের ওপর ইমান আনার কথা বলা হয়েছে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৭টি
২৩. সহিফার সংখ্যা কতটি?
ক. ১০০টি
খ. ১০২টি
গ. ১০৩টি
ঘ. ১০৪টি
২৪. হযরত ঈসা (আ.)-এর উপর কোন কিতাব অবতীর্ণ হয়?
ক. তাওরাত
খ. ইঞ্জিল
গ. যাবুর
ঘ. কুরআন
২৫. মুনকির-নকির ফেরেশতারা কোন বিষয়ে প্রশ্ন করবেন?
ক. আল্লাহ রাসূল ও দীন সম্পর্কে
খ. জান্নাত ও জাহান্নাম সম্পর্কে
গ. কবর ও হাশর সম্পর্কে
ঘ. পুরসেরাত ও আমলনামা সম্পর্কে
২৬. মুফাস্সাল অর্থ কী?
ক. সংক্ষিপ্ত
খ. বিস্তারিত
গ. অতিরিক্ত
ঘ. বিস্তৃত
এই বিভাগে আরো পড়ুন
মালাইকা বা ফেরেশতাগণে বিশ্বাস
২৭. জীবিকা ও মেঘবৃষ্টির দায়িত্বে নিয়োজিত কোন ফেরেশতা?
ক. হযরত জিবরাইল (আ.)
খ. হযরত মিকাইল (আ.)
গ. হযরত ইসরাফিল (আ.)
ঘ. হযরত আযরাইল (আ.)
আসমানি কিতাবে বিশ্বাস
২৮. শিঙ্গা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন কে?
ক. হযরত আযরাইল (আ.)
খ. হযরত মিকাইল (আ.)
গ. হযরত ইসরাফিল (আ.)
ঘ. হযরত জিবরাইল (আ.)
২৯. যাবূর কিতাব অবতীর্ণ হয় কোন নবির উপর? জ
ক. হযরত মূসা (আ.)
খ. হযরত ঈসা (আ.)
গ. হযরত দাউদ (আ.)
ঘ. হযরত ইউসুফ (আ.)
৩০. ছোট কিতাবকে কী বলে?
ক. হাদিস
খ. সহীফা
গ. ওহি
ঘ. তাওরাত
৩১. কবরে যে দুইজন ফেরেশতা আসবেন তাঁদের নাম কী?
ক. কিরামান-কাতিবিন
খ. মুনকির-নকির
গ. মিকাইল-ইসরাফিল
ঘ. আযরাইল-জিবরাইল
৩২. হযরত মুহাম্মদ (স.) এর উপর অবতীর্ণ আসমানি কিতাবের নাম কী?
ক. যাবুর
খ. ইঞ্জিল
গ. কুরআন
ঘ. তাওরাত
নবি-রাসুলে বিশ্বাস
৩৩. কুরআন মজিদে কতজন নবি রাসূলের নাম উল্লেখ. আছে?
ক. ২০ জন
খ. ২৫ জন
গ. ৩০ জন
ঘ. ৩৫ জন
৩৪. নবি-রাসুলগণ মানুষের জন্য ছিলেন
ক. শাসক.
খ. আদর্শ শিক্ষক
গ. শত্র“
ঘ. বিচারক
৩৫. “এমন কোনো জনপদ নেই যেখানে আমি কোনো নবি পাঠাইনি”- এ উক্তি কার?
ক. আল্লাহর
খ. রাসুলের চ
গ. ফেরেশতার
ঘ. সাহাবির
শেষ দিবসে বিশ্বাস [ পৃষ্ঠা নং ১৪ ]
৩৬. সকল প্রাণীরই কী হবে?
ক. প্রাণ
খ. মৃত্যু
গ. ভয়
ঘ. ইচ্ছা
৩৭. আখিরাত মানে হচ্ছে-
ক. ইহকাল
খ. পরকাল
গ. চিরকাল
ঘ. মরণকাল
তকদিরে বিশ্বাস
৩৮. আমাদের ভাগ্যের নিয়ন্ত্রণকারী কে?
ক. আল্লাহ তায়ালা
খ. প্রকৃতি
গ. আব্বা-আম্মা
ঘ. পীরবুজুর্গ
মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস
৩৯. ভালো কাজের পুরস্কার হিসেবে কী পাওয়া যাবে?
ক. আখিরাত
খ. জান্নাত ছ
গ. জাহান্নাম
ঘ. বাড়ি-গাড়ি
৪০. হাশরের ময়দানে বিচারক. হবেন কে?
ক. আল্লাহ
খ. হযরত মুহাম্মদ (স.)
গ. হযরত জিবরাইল (আ.)
ঘ. হযরত আদম (আ.)
৪১. যারা খারাপ কাজ করবে তাদের শাস্তির জন্য কোথায় নিক্ষেপ করা হবে? জ
ক. কবরে
খ. হাশরে
গ. জাহান্নামে
ঘ. মিজানে
৪২. জাহান্নাম হলো চরম-
ক. দুঃখ-কষ্ট ও শাস্তির জায়গা
খ. আনন্দ উল্লাসের জায়গা
গ. সম্মানের জায়গা
ঘ. নিরাপত্তার জায়গা
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
যোগ্যতাভিত্তিক
শিখনফল : আমাদের সৃষ্টির উদ্দেশ্য জানতে পারব।
৪৩. আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কেন?
ক. তাঁর নিয়ামত ভোগ. করার জন্য
খ. তাঁর ইবাদত করার জন্য
গ. তাঁর জমিনে ভ্রমণ করার জন্য
ঘ. তাঁর শত্রদের ধ্বংস করার জন্য
শিখনফল : আল্লাহপাকের কুদরত সম্পর্কে জানতে পারব।
৪৪. হযরত ইবরাহীম (আ.)-কে আগুনে পুড়াতে পারেনি কেন?
ক. আল্লাহপাকের হুকুম ছিল না বলে
খ. আগুনের তেজ ছিল না বলে
গ. ঐ সময়ে বৃষ্টি হয়েছিল বলে
ঘ. বাতাসে আগুন উড়িয়ে নিয়েছিল বলে
শিখনফল : আল্লাহতায়ালা সবকিছুর মালিক, এ সম্পর্কে জানতে পারব।
৪৫. মাটির নিচে যে সম্পদ আছে এ সব কিছুই একজন সৃষ্টি করেছেন। এখানে একজন দ্বারা তুমি কাকে বোঝ? চ
ক. আল্লাহ তায়ালাকে
খ. ফেরেশতাকে
গ. প্রকৃতিকে
ঘ. বিজ্ঞানীদেরকে
৪৬. সাগর-মহাসাগরে যে বিভিন্ন প্রজাতির মাছ ও অন্যান্য প্রাণি আছে সেগুলো লালন-পালন করেন কে? চ
ক. মহান আল্লাহ
খ. হযরত মিকাইল (আ.)
গ. হযরত ইসরাফিল (আ.)
ঘ. সাগর-বিজ্ঞানী
৪৭. মহান আল্লাহ তায়ালা এক. ও অদ্বিতীয়। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা এগুলো মনে-প্রাণে বিশ্বাস করার নাম কী? ছ
ক. রিসালাত
খ. ইমান
গ. তকদির
ঘ. আখিরাত
শিখনফল : ওহি পাঠানোর উদ্দেশ্য জানতে পারব।
৪৮. আল্লাহতায়ালা ওহি পাঠিয়েছেন কেন?
ক. নবিদের শিক্ষা দেওয়ার জন্য
খ. মানুষদেরকে ভয় দেখানোর জন্য
গ. আল্লাহর কুদরত প্রকাশের জন্য
ঘ. মানুষের হেদায়াতের জন্য
শিখনফল : কুরআন মজিদ সম্পর্কে জানতে পারব।
৪৯. আমরা কুরআন মজিদের শিক্ষা মেনে চলব কেন?
ক. সর্বশেষ আসমানি কিতাব বলে
খ. আরব দেশে নাজিল হয়েছে বলে
গ. আরবি ভাষায় নাজিল হয়েছে বলে
ঘ. পূর্বপুরুষরা বিশ্বাস করেছেন বলে
শিখনফল: মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস সম্পর্কে জানতে পারব।
৫০. আমাদেরকে জীবিত করে হাশরের ময়দানে উঠানো হবে কেন?
ক. পরকালে জবাবদিহি করার জন্য
খ. জান্নাত জাহান্নাম দেখানোর জন্য
গ. দুনিয়াতে আবার ফেরত পাঠানোর জন্য
ঘ. কবরের আযাব দেখানোর জন্য
৫১. পুনরুত্থানে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে কেন?
ক. পুরুস্কারের আশায়
খ. হুর পরীর আশায়
গ. ধনসম্পদের আশায়
ঘ. ক্ষমতার আশায়
৫২. আমরা মন্দ কাজ থেকে বিরত থাকব কেন?
ক. লোকের ভয়ে
খ. শাস্তির ভয়ে
গ. আত্মীয় স্বজনের ভয়ে
ঘ. পুলিশের ভয়ে
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।