৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের জাতির পিতা প্রশ্নোত্তর ।। প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের জাতির পিতা প্রশ্নোত্তর ২০২৪ প্রশ্নোত্তর সহ তৃতীয় শ্রেণির সকল বিষয় এর উপর প্রশ্ন উত্তর, সর্ট প্রশ্ন উত্তর, সাজেশন, এমসিকিউ, বোর্ড প্রশ্ন উত্তর রচনামুলক প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের জন্য জাগোরিক এ নিয়মিত আপডেট করে থাকি।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর ৩য় শ্রেণি এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-৩: আমাদের জাতির পিতা
১-জাতির পিতার শৈশব
ক) নিচের ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি-
শেখ মুজিবুর রহমানের ডাক নাম ফুটবল
গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি চতুর্থ শ্রেণি
বেরিবেরি রোগের কারণে প্রথম শ্রেণি
গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি ভলিবল
বঙ্গবন্ধুর প্রিয় খেলা খোকা
লেখাপড়া কিছুকাল বন্ধ
খ) বাম পাশের বিষয় অনুযায়ী ডান পাশের খালি ঘরে তথ্য সংযোজন করি-
১৯২০ সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।
সাত বছর বয়স শিক্ষাজীবন শুরু হয়।
জন্মস্থান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে
চতুর্থ শ্রেণিতে ভর্তি গোপালগঞ্জ পাবলিক স্কুলে।
উপাধি বঙ্গবন্ধু
গ) বিষয়বস্তু ভালোভাবে পড়ি ও তথ্য সাজিয়ে জাতির পিতার শৈশব বৃক্ষ বানাই-
[এখানে ছবি হবে]
ঘ) জাতির পিতার শৈশব নিয়ে ৫টি বাক্য লিখি-
১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
২। ছোটবেলায় তাঁকে সবাই আদর করে খোকা নামে ডাকতেন।
৩। বঙ্গবন্ধু ৭ বছর বয়সে লেখাপড়া শুরু করেন।
৪। বঙ্গবন্ধু সপ্তম শ্রেণিতে পড়ার সময়ে বেরিবেরি রোগে আক্রান্ত হন।
৫। বঙ্গবন্ধু দলবেঁধে বন্ধুদের সাথে নদীতে ঝাপ দিতেন এবং মাঠে খেলা করতেন।
২-জাতির পিতার মানবিক গুণাবলি
ক) শিশু শেখ মুজিবুর রহমানের এ আচরণগুলোর ফলে মানুষের কী উপকার হয়েছিল? বর্ণনা অনুযায়ী লিখি-
ক্রমিক নং উপকার
০১ সহপাঠী ও গ্রামের লোকেরা বিভিন্ন সমস্যায় সমাধান পেত।
০২ বন্ধু বৃষ্টির সময়ে ছাতা পেয়েছে, ফলে তাকে বৃষ্টিতে ভিজতে হয়নি।
০৩ অসহায় বন্ধু চাল পেয়েছে, ফলে তাকে না খেয়ে থাকতে হয়নি।
০৪ বৃদ্ধা শীতের চাদর পেয়েছেন, ফলে তাকে শীতে কষ্ট করতে হয়নি।
০৫ অসহায়-দরিদ্র বন্ধুরা লেখাপড়ার ক্ষেত্রে সাহায্য পেত।
খ) বর্ণনাগুলো থেকে জাতির পিতার মানবিক গুণাবলির তালিকা তৈরি করি-
[এখানে ছবি হবে]
১. বন্ধুসুলভ
২. বন্ধুর প্রতি সহমর্মিতা
৩. ক্ষুদার্থের প্রতি সহানুভূতি
৪. শীর্তার্তের প্রতি দয়া
৫. প্রাণীতের প্রতি স্নেহ
৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের জাতির পিতা প্রশ্নোত্তর
গ) আমি নিচে এরূপ মানবিক আচরণ কীভাবে করব, নিচের চিত্রে তা লিখি-
[এখানে ছবি হবে]
১. বন্ধুদের প্রতি ভালো আচরণ করব।
২. ক্ষুদার্থকে খাবার দেব।
৩. শীতার্তকে শীতবস্ত্র দেব।
৪. অসহায়দের বিপদে পাশে থাকব।
৫. পশু-প্রাণীদেরকে ভালোবাসব।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।