৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের ইতিহাস প্রশ্নোত্তর ।। প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের ইতিহাস প্রশ্নোত্তর ২০২৪ প্রশ্নোত্তর সহ তৃতীয় শ্রেণির সকল বিষয় এর উপর প্রশ্ন উত্তর, সর্ট প্রশ্ন উত্তর, সাজেশন, এমসিকিউ, বোর্ড প্রশ্ন উত্তর রচনামুলক প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের জন্য জাগোরিক এ নিয়মিত আপডেট করে থাকি।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর ৩য় শ্রেণি এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-৪: আমাদের ইতিহাস
১-ভাষা আন্দোলন
ক) উপরের ছবিগুলো পর্র্যবেক্ষণ করি ও নিচের ছকে লিখি-
ছবিগুলো
কীসের? ১. ১৯৪৮ সালে বাংলা ভাষা রক্ষার দাবীতে মিছিলের ছবি।
২. ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে মিছিলের ছবি।
৩. ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ ভাষা সৈনিকদের স্মরণে নির্মিত শহিদ মিনারের ছবি।
৪. ১৯৬৩ সালে শহিদ মিনারের নতুন নকশা করা হয়। এটি সেই ছবি।
ঘটনাগুলো কখন ঘটেছিল?
১. ১৯৪৮ সালে ঘটেছিল।
২.১৯৫২ সালে ঘটেছিল।
৩. ১৯৬৩ সালে নকশা করা হয়েছিল।
কেন ঘটেছিল? পাকিস্তানী শাসকগোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা চালালের বাঙালিরা ভাষা আন্দোলন শুরু করে এবং এর প্রতিবাদে নিজেদের প্রাণ বিসর্জন করেন। এসব ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শহিদ মিনার নির্মাণ করা হয়।
খ) বিষয়বস্তু পড়ি ও কখন কী ঘটেছিল তা ধারাবাহিকভাবে সাজাই-
১৯৪৭ ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
১৯৪৮ পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে।
১৯৫২ বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে জনগণ মিছিল বের করে।
১৯৫৬ বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে।
১৯৬৩ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়।
৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের ইতিহাস প্রশ্নোত্তর
- আরো পড়ুন:৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের ইতিহাস প্রশ্নোত্তর
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের জাতির পিতা প্রশ্নোত্তর
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, আমাদের সংস্কৃতি প্রশ্নোত্তর ২০২৪
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের ইতিহাস প্রশ্নোত্তর
গ) ভাষাশহিদদের সম্পর্কে তথ্য খুঁজে বের করি ও নিচের চিত্রে লিখি-
সালাম রফিক
জন্মস্থান: ফেনী জেলার লক্ষ্মণপুর গ্রাম জন্মস্থান: ভারতের মুর্শিদাবাদ জেলা
জন্ম সাল: ১৯২৫ জন্ম সাল: ১৯২৭
মা: দৌলতের নেছা মা: হাসিনা বিবি
বাবা: মুনশি আবদুল ফাজেল বাবা: সামসুজ্জোহা
বরকত জব্বার
জন্মস্থান: মানিকগঞ্জ জেলার পারিল গ্রাম জন্মস্থান: ময়মনসিংহ জেলার পাঁচুয়া গ্রাম
জন্ম সাল: ১৯২৬ জন্ম সাল: ১৯১৯
মা: রাফিজা খাতুন মা: সাফাতুন নেছা
বাবা: আবদুল লতিফ বাবা: হাসেন আলী
ঘ) উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হলে আমাদের যা যা অসুবিধা হতো তা নিচে লিখি-
১ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না।
২ আমরা বাংলা ভাষায় লিখতে পারতাম না।
৩ আমাদের বাধ্যতামূলক উর্দু শিখতে হত।
২-শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ক) উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি ও নিচের ছকে বর্ণনা করি-
ছবিগুলো কীসের? শহিদ দিবসে প্রভাত ফেরি, শহিদ মিনারে ফুল নিবেদন ও শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভার ছবি।
অনুষ্ঠানগুলো কখন হয়? প্রভাত ফেরি খুব ভোরে হয়। সকাল বেলা শহিদ মিনারে ফুল নিবেদন করা হয় এবং সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোথায় ফুল দিচ্ছে? শহীদ মিনারের বেদিতে ফুল দিচ্ছে।
কেন ফুল দিচ্ছে? ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল দিচ্ছে।
খ) ২১শে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্য নিচের চিত্রের খালি ঘরে লিখ-
[এখানে ছবি হবে]
গ) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য লিখি-
১ ভাষাশহিদদের আত্মত্যাগের ফলে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি।
২ বিশ্বের দরবারে আমরা গর্বের সাথে বলতে পারি যে, আমরাই একমাত্র জাতি যারা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছি।
৩ ভাষা আন্দোলনের মাধ্যমে সারাবিশ্বে মাতৃভাষার গুরুত্ব আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
ঘ) বিদ্যালয়ে প্রভাতফেরিতে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভূমিকাভিনয় করি-
নির্দেশনা: শিক্ষার্থীরা শ্রেণিশিক্ষকের নির্দেশনা মোতাবেক বিদ্যালয় প্রাঙ্গণের শহিদ মিনারে ফুল নিবেদন করবে। এভাবেই এই কাজটির অনুশীলন সম্পন্ন হবে।
৩-আমাদের স্বাধীনতা দিবস
ক) মানচিত্রে বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) এবং পাকিস্তান (তৎকালীন পশ্চিম পাকিস্তান) চিহ্নিত করি-
[এখানে ছবি হবে]
খ) পূর্বের পৃষ্ঠার ১নং ও ২নং ছবি পর্যবেক্ষণ করি ও কোন ছবিতে কী হচ্ছে তা বলি-
ছবি-১ ছবি-২
কে বক্তৃতা করছেন?
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কী ঘটছে?
নিরীহ বাঙালিদেরকে নির্মম হত্যাকাণ্ড।
কখন করছেন?
৭ই মার্চ, ১৯৭১ সালে। কখন ঘটেছে?
২৫শে মার্চ, ১৯৭১ সালে।
গ) নিচের ছকে সময় অনুযায়ী বক্সে প্রদত্ত ঘটনা সাজাই
সময় ঘটনা
পাকিস্তান প্রতিষ্ঠার পর বাঙালিদেরকে শোষণ করা
৭ই মার্চ, ১৯৭১ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
২৫শে মার্চ, ১৯৭১ কালরাত
২৬শে মার্চ, ১৯৭১ স্বাধীনতা ঘোষণা
ঘ) স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে ৩টি বাক্য লিখি-
১. স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দেশ স্বাধীন করে।
২. স্বাধীনতা দিবসে আমরা মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করি।
৩. স্বাধীন হওয়ার মাধ্যমে আমরা নিজেদের জন্য সার্বভৌম দেশ পেয়েছি।
ঙ) আগামী স্বাধীনতা দিবস উদ্যাপনে কী কী করতে চাই তার একটি তালিকা তৈরি করি-
১. বিদ্যালয়ে এবং বাড়িতে জাতীয় পতাকা উড়াতে চাই।
২. জাতীয় স্মৃতিসৌধে ফুল নিবেদন করতে চাই।
৩. দেশত্মবোধক সঙ্গীত শুনতে চাই।
৪. মুক্তিযুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের জন্য দোয়া ও প্রার্থনা করতে চাই।
৫. বিদ্যালয়ে আলোচনা সভা আয়োজন করতে চাই।
৬. বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চাই।
৭. স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাত করতে চাই।
৮. টেলিভিশনে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে চাই।
৯. এলাকায় স্বাধীনতা দিবসের মিছিলে অংশগ্রহণ করতে চাই।
১০. বন্ধু ও সহপাঠীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রদান করতে চাই।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।