২০২৪, ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা: খতমে নবুওয়াত নিয়ে সংক্ষিপ্ত একটি প্রতিবেদন | Class 8 Islam Shikkha : অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
প্রতিবেদন প্রণয়ন : মূল্যায়ন নির্দেশিকা অনুসরণে একক ও দলগত কাজ
খতমে নবুওয়াত নিয়ে সংক্ষিপ্ত একটি প্রতিবেদন লেখ ।
তারিখ : ০৬ জানুয়ারি, ২০২৪
আজিমপুর, ঢাকা
শিরোনাম : খতমে নবুওয়াত
মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তা’আলা যুগে যুগে বহু নবি-রাসুল প্রেরণ করেন। এ ধারার প্রথম প্রেরিত নবি হলেন হযরত আদম (আ.) এবং এর সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (সা.)। পৃথিবীর কোনোকিছুই অনন্ত নয়। এর প্রত্যেকটি বিষয়ের যেমন শুরু আছে, তেমনি শেষও আছে। নবুওয়াতের ক্ষেত্রেও এটি প্রামাণ্য সত্য।
হযরত আদম (আ.)-এর মাধ্যমে একদা এর সূচনা- হয়েছিল। হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের মধ্য দিয়ে এ ধারা সমাপ্ত হয়েছে।
খাতামুন অর্থ শেষ বা সমাপ্ত। আর নবুওয়াত অর্থ পয়গম্বারি, নবিগণের দায়িত্ব ইত্যাদি। সুতরাং খতমে নবুওয়াত অর্থ নবুওয়াতের সমাপ্তি। খাতামুন শব্দের অন্যতম অর্থ সিলমোহর। সিলমোহর লাগানোর পর তাতে কিছু প্রবেশ করানো যায় না।
নবুওয়াতের সিলমোহর হলো নবুওয়াতের দায়িত্বের পরিসমাপ্তির ঘোষণা। হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে নবুওয়াতের পরিসমাপ্তি ঘটে। তাঁর পরে আর কোনো নবি বা রাসূল আসবেন না । আল্লাহ তা’আলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন-
“মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবি।” (সূরা আল-আহযাব, আয়াত : ৪০) রাসুল (সা.)-এর শেষ নবি হওয়ার ব্যাপারে আল্লাহ তা’আলার এমন সুস্পষ্ট ঘোষণার পর অন্য কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না ৷ এছাড়া খতমে নবুওয়াত প্রমাণে বহু হাদিস বর্ণিত হয়েছে। মহানবি (সা.) বলেন, “আমিই শেষ নবি। আমার পরে আর কোনো নবি নেই।” (তিরমিযি)
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
আল্লাহ তা’আলা অসংখ্য নবি-রাসুল পৃথিবীতে প্রেরণ করেছেন। সাধারণভাবে একজন নবির পর অন্য একজন নবি আবির্ভূত হন তিনটি বিশেষ কারণে । কারণগুলো হলো-
১. পূর্ববর্তী নবির শিক্ষা যদি কোনো বিশেষ সম্প্রদায় বা সময়ের জন্য নির্দিষ্ট হয় ।
২. পূর্ববর্তী নবির শিক্ষায় যদি নতুন কিছু সংযোজন-বিয়োজন প্রয়োজন হয় এবং ৩. পূর্ববর্তী নবির শিক্ষা যদি বিলুপ্ত বা বিকৃত হয়ে যায় ।
মহানবি (সা.)-এর নবুওয়াতের ক্ষেত্রে উপরিউক্ত কারণগুলোর কোনোটিই প্রযোজ্য নয়। কেননা মহানবি (সা.) কোনো বিশেষ সম্প্রদায় বা সময়ের জন্য আসেননি। বরং তিনি কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল মানুষের জন্য নবি হিসেবে প্রেরিত হয়েছেন ।
রাসুলুল্লাহ (সা.)-এর মাধ্যমে দ্বীন (ইসলাম) পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ হয়েছে। এতে কোনোরূপ সংযোজন-বিয়োজনের প্রয়োজন নেই । মহানবি (সা.)-এর শিক্ষা চিরন্তন । তাঁর ওপর নাযিলকৃত কুরআন ও শরিয়ত এবং তাঁর শিক্ষা এখনও অবিকল অবিকৃত।
উপরিউক্ত আলোচনা শেষে এটা অকাট্যভাবে প্রমাণিত হয় যে, হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবি এবং রাসুল। আমরা খতমে নবুওয়াতে বিশ্বাস করবো। এতে বিশ্বাস করা ইমানের অপরিহার্য অংশ।
প্রতিবেদক :———————————–
শ্রেণি :———————————–
শাখা :———————————–
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।