২০২৪ এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে! > ২০২৪ এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে ? এসইও স্ট্রেটেজি সব সময় এক থাকে না, সার্চ ইঞ্জিন এর এলগোরিথমের চেঞ্জ এর সাথে সাথে এসইও এর স্ট্রেটেজিও পরিবর্তন হয়ে থাকে তাই আজকে পরিবর্তিত কি কি ট্রেন্ডস ২০২৪ এ থাকবে সেইগুলা নিয়ে আলোচনা করবো;
১) হাই-কোয়ালিটি কনটেন্ট ২০২৪ এবং এর পরেও, একটি সফল এসইও স্ট্র্যাটিজি জন্য কোয়ালিটি কনটেন্ট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপযুক্ত কীওয়ার্ডে অপটিমাইজড কনটেন্ট তৈরি করা, যা আপনার ভিসিটরদের জন্য সার্চ ইনটেন্ট অনুযায়ী নির্দিষ্ট উত্তর পেতে সাহায্য করে। এছাড়াও, ছবি, ভিডিও এবং ইনফোগ্রাফিকসমূহ অন্তর্ভুক্ত করা যাতে ভিসিটর এর মধ্যে এট্ট্রাকশন বাড়াতে সহায়তা করতে পারে।
২) ব্যাকলিংক প্রোফাইল: একটি শক্তিশালী ব্যাকলিংক প্রোফাইল গড়াতে অন্যান্য কোয়ালিটি ওয়েবসাইটগুলি থেকে আপনার সাইটের সাথে সংযোগ স্থাপন করা একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ব্যাকলিংক তৈরি করতে গেলে আপনাকে নিশ অনুযায়ী ব্যাকলিংক করতে হবে তবে আপনার কন্টেন্টটিও কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে।
অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনার কনটেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ও রাঙ্ক করলে আপনি লিংক আর্ন করতে পারেন। এছাড়াও আপনি কনটেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কনটেন্ট মার্কেটিং করেও ব্যাকলিংক নিতে পারেন।
ভিডিও দেখে ইনকাম করার উপায় সহ উপায়
৩) মোবাইল ফ্রেন্ডলি এবং সাইট স্পিড: যেহেতু বর্তমানে মোবাইলে ব্রাউসিং বেশি হয়ে থাকে তাই ওয়েবসাইট করার সময় অবশ্যই মনে রাখতে হবে যাতে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট অপ্টিমাইজ করা হয়। সাইটের ডিজাইন, ছবি এবং অন্যান্য মাল্টিমিডিয়াকে মোবাইল এরজন্য অপটিমাইজ করা, এবং বড় ফাইল এবং অন্যান্য এলিমেন্টগুলি যাতে সাইট স্পিড কমিয়ে না দেয় সেই ব্যবস্থা করা। কারণ বর্তমানে সাইট স্পিড মেজর রাঙ্কিং ফ্যাক্টর না হলেও এইটা আপনার রাঙ্কিং এ বেশ প্রভাব ফেলে।
৪) ভয়েস সার্চ অপটিমাইজেশন: ভয়েস অ্যাসিস্টেন্ট এবং স্মার্ট স্পিকারের উত্থানের সাথে সাথে, আপনার ওয়েবসাইটটি ভয়েস সার্চের জন্য অপটিমাইজ করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেসে। এটি মাঝে মাঝে কোনভার্সেশন ব্যবহার করে, সাধারণ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেয় এবং স্ট্রাকচারডাটা যুক্ত তথ্যকে ব্যবহার করে যাতে সার্চ ইঞ্জিনগুলি আপনার সাইটের কন্টেন্টকে ভালোভাবে বুঝতে পারে। এছাড়াও ভয়েস সার্চ ক্যুয়ারিগুলির জন্য নির্দিষ্টভাবে তৈরি করা কনটেন্ট, যেমন “কীভাবে” টিউটোরিয়াল এবং প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নগুলি তৈরি করতে পারেন।
ফেসবুক থেকে টাকা ইনকাম করার সহজ উপায় ও পদ্ধতি
৫) ইউসার এক্সপেরিন্স: ২০২৪তে সার্চ ইঞ্জিন ইউসার এক্সপেরিন্সকে ব্যাপক গুরুত্ব দিবে। সাইট নেভিগেট করা, সাইট দ্রুত লোড হওয়া ইউসার এক্সপেরিন্স এর অন্তুর্ভুক্ত। তাছাড়াও ভিডিও, ছবি এবং ইন্টারাক্টিভ ফিচারগুলি যুক্ত করলে এঙ্গেজমেন্ট বাড়ে এবং ব্যবহারকারী সন্তুষ্টি বৃদ্ধি করতে সাহায্য করে।
৬) কৃত্রিম বুদ্ধিমত্তা: সার্চ ইঞ্জিন দ্বারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সাথে সাথে এসইও-তে কৃত্রিম বুদ্ধিমত্তা অপটিমাইজেশনও গুরুত্বপূর্ণ হবে, ২০২৪ সালে এবং সেইসাথে পরবর্তীতেও। আপনাকে একটি সেমান্টিকালি সমৃদ্ধ কন্টেন্ট তৈরি করতে হবে, যাতে সম্পূর্ণভাবে কীওয়ার্ড ইনটেন্ট ফুলফিল হয়ে থাকে। এছাড়াও, আপনার কন্টেন্টটিকে কৃত্রিম ভাষা প্রসেসিং (NLP ) এবং মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করে অপটিমাইজ করা জরুরি হবে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।