(১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন : অধ্যায়-১: ব্যবসায়ের মৌলিক ধারণা > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: অধ্যায়-১: ব্যবসায়ের মৌলিক ধারণা এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, MCQ,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। এইচএসসি- HSC এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
(১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- (১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
অধ্যায়-১: ব্যবসায়ের মৌলিক ধারণা
প্রশ্ন:২২ কবির দীর্ঘদিন একটি চালের আড়তে কাজ করছিল। পরবর্তীতে সঞ্চয়কৃত অর্থ দিয়ে সে নিজেই চালের ব্যবসায় শুরু করল। কাজে সহায়তা করার জন্য ছোট ভাই কাজলকে সঙ্গে নেয়।
সে দিনাজপুরের উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি অত্যন্ত মানসম্পন্ন চাল ক্রয় করে নিয়ে এসে প্যাকেট করে বগুড়ায় বড় বাজারে বিক্রি করে। ফলে বাজারে দ্রুত চাহিদা বাড়তে থাকে এবং বেশিকিছু সংখ্যক গ্রাহক আগে থেকেই ফরমায়েশ দিয়ে থাকে। কবির এ পর্যায়ে হোম ডেলিভারি দেওয়ার পরিকল্পনা করে। [বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়া]
ক. ব্যবসায় কী? ১
খ. ব্যবসায় কার্য সম্পাদনে ঝুঁকিগত বাধা কীভাবে দূর করা যায়? ২
গ. কবির ব্যবসায়ের আওতায় কোন পর্যায়ে অবস্থান করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. চাকরি ছেড়ে ব্যবসায় করার সিদ্ধান্তটি কবিরের জন্য সঠিক ছিল কি? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪
২২ নং প্রশ্নের উত্তর
ক মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পরিচালিত যাবতীয় অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে।
খ ব্যবসায়ের কার্য সম্পাদনে ঝুঁকিগত বাধা পণ্যের বিমা করার মাধ্যমে দূর করা যায়। ব্যবসায়ের সাথে জড়িত ঝুঁকিগুলো হলো চাহিদা হ্রাস, পণ্য পচন, মূল্যহ্রাস, দুর্ঘটনা প্রভৃতি। এসব ঝুঁকির কারণে ব্যবসায়ে প্রচুর ক্ষতি হতে পারে।
এ ক্ষতি থেকে রক্ষার জন্য ঝুঁকির বিপরীতে বিমা করা যায়। বিমাচুক্তি অনুযায়ী বিমাগ্রহীতার সম্পদের কোনো ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ দেয়। এভাবে বিমা ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করে।
সহায়ক তথ্য বিমা হলো বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে সম্পাদিত চুক্তি; যেখানে বিমাকারী বিমাগ্রহীতার সম্পদের ঝুঁকি গ্রহণের বিনিময়ে প্রিমিয়াম নিয়ে থাকে।
গ উদ্দীপকের কবির ব্যবসায়ের আওতায় বাণিজ্যে অবস্থান করছে।
বাণিজ্য ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা হিসেবে বিবেচিত। শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে পৌঁছানোর কাজটি বাণিজ্যের মাধ্যমে করা হয়। এ কাজে বিভিন্ন বাধা সৃষ্টি হয়। যেমন: স্বত্বগত, স্থানগত, সময়গত বাধা প্রভৃতি। এসব বাধা ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ ইত্যাদির মাধ্যমে দূর করা যায়।
উদ্দীপকে কবির একজন চালের ব্যবসায়ী। সে দিনাজপুরের উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি মানসম্পন্ন চাল ক্রয় করে। এরপর তা বগুড়ার বড় বাজারে বিক্রি করে। এক্ষেত্রে সে প্রথমে চাল ক্রয়ের মাধ্যমে স্বত্বগত বাধা দূর করেছে।
এরপর তা পরিবহনের মাধ্যমে দিনাজপুর থেকে বগুড়ায় নিয়ে বিক্রি করে। এতে পণ্যের স্থানগত বাধা দূর হচ্ছে। এভাবে সে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছানোর কাজ করছে। এ কাজ বাণিজ্যের সাথে সংগতিপূর্ণ। তাই বলা যায়, কবির বাণিজ্যের কাজের সাথেই সম্পৃক্ত।
ঘ উদ্দীপকের কবিরের চাকরি ছেড়ে ব্যবসায় করার সিদ্ধান্তটি সঠিক ছিল বলে আমি মনে করি।
ব্যবসায় গঠন ও পরিচালনার পেছনে ব্যবসায়ীর মুনাফা অর্জনের প্রত্যাশা বা উদ্দেশ্য থাকে। কম দামে পণ্য কিনে বা উৎপাদন করে বেশি দামে বিক্রয় করে মুনাফা অর্জন করা হয়। চাকরির ক্ষেত্রে এ ধরনের সুযোগ নেই। তাই মানুষ চাকরি না করে ব্যবসায় করতে বেশি আগ্রহী হয়।
উদ্দীপকে কবির দীর্ঘদিন একটি চালের আড়তে চাকরি করছিল। পরবর্তীতে সঞ্চয়কৃত অর্থ দিয়ে সে নিজেই চালের ব্যবসায় শুরু করে। কাজে সহায়তার জন্য সে তার ছোট ভাইকে সাথে নেয়।
কবির যখন চাকরি করছিল তখন তার বেতন বা আয় সীমিত ছিল। সেখানে অতিরিক্ত শ্রম বা কৌশল প্রয়োগ করেও অতিরিক্ত অর্থ উপার্জন সম্ভব ছিল না। কারণ চাকরির ক্ষেত্রে বেতন নির্দিষ্ট থাকে। কিন্তু সে পরে নিজের চালের ব্যবসায় চালু করে। সেখানে সে খুব ভালো মানের চাল সরবরাহ করে দ্রুত সুনাম অর্জন করে।
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
এতে বাজারে চাহিদা দ্রুত বেড়ে যায়। সে গ্রাহকদের থেকে অগ্রিম অর্ডার পেতে শুরু করে। এতে তার মুনাফা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। যা তার চাকরির সীমিত আয়ের চেয়ে অনেক বেশি। তাই বলা যায়, চাকরি ছেড়ে কবিরের ব্যবসায় করার সিদ্ধান্তটি যুক্তিযুক্ত ছিল।
প্রশ্ন:২৩ তমাল বিভিন্ন গার্মেন্টস শিল্পে সুতা সরবরাহের কাজ করেন। এজন্য দেশের বিখ্যাত কয়েকটি সুতা তৈরির কারখানায় তার বেশ সুনাম আছে। তমাল লক্ষ্য করলেন যে, অধিক পরিমাণে সুতা ক্রয় করলে মূল্য কিছুটা কম পড়ে। তাই তিনি কিছু জমাকৃত অর্থ বিনিয়োগ করে একটি গুদাম ভাড়া করেন এবং অধিক পরিমাণে সুতা সংগ্রহ করে সংরক্ষণ করার পরিকল্পনা করেন। [কুমিল্লা কমার্স কলেজ]
ক. প্রক্রিয়াজাত শিল্প কী? ১
খ. ‘Business’-এর সমীকরণটি ব্যাখ্যা করো। ২
গ. তমালের সাম্প্রতিক কার্যক্রমটি কোন ধরনের ট্রেডের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. “ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তমালের সাফল্য সুনিশ্চিত” তুমি কি এর সাথে একমত? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪
২৩ নং প্রশ্নের উত্তর
ক যে শিল্পের কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে পরিণত পণ্যে রূপান্তরিত হয় তাকে প্রক্রিয়াজাত শিল্প বলে। যেমন: তুলা থেকে কাপড় তৈরি প্রক্রিয়াজাত শিল্পের অন্তর্গত।
খ ‘Business’ বা ব্যবসায় হলো মুনাফা অর্জনের জন্য বৈধভাবে পরিচালিত সব অর্থনৈতিক কাজের (উৎপাদন, ক্রয়, বিক্রয়) সমষ্টি।
‘Business’ এর সমীকরণটি হলো ই = B = SI + S T + S AT.
এখানে, B = Business (ব্যবসায়)
SI = Industry (শিল্পের কাজের সমষ্টি)
S T = Trade (পণ্য বিনিময় সংক্রান্ত কাজের সমষ্টি)
S AT = Auxiliaries to Trade (পণ্য বিনিময় সহায়ক অন্যান্য কাজের সমষ্টি)
গ উদ্দীপকে তমালের সাম্প্রতিক কার্যক্রমটি অভ্যন্তরীণ ট্রেডের অধীনে পাইকারি ব্যবসায়ের অন্তর্ভুক্ত। অ
অভ্যন্তরীণ ট্রেডের কাজ হলো নিজ দেশের ভেতরে ক্রয়-বিক্রয় সম্পন্ন করা। পাইকারি ব্যবসায় এই ট্রেডেরই অন্তর্গত।
এ ব্যবসায়ে পাইকার উৎপাদকের থেকে পণ্য সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীর কাছে সরবরাহ করে। অর্থাৎ এদের মধ্যে যোগসূত্র স্থাপনের কাজ করেন। এ ধরনের ব্যবসায়ীরা মূলত শহরের মূল কেন্দ্রে ব্যবসায় স্থাপন করেন।
উদ্দীপকের তমাল বিভিন্ন গার্মেন্টস শিল্পে সুতা সরবরাহের কাজ করেন। তিনি উৎপাদকের কাছ থেকে প্রথমে অধিক পরিমাণে
সুতা ক্রয় করে সংরক্ষণ করেন। এরপর তা শিল্পে বা খুচরা ব্যবসায়ীর কাছে সরবরাহ করেন। এক্ষেত্রে তিনি উৎপাদনকারী ও শিল্পমালিকদের মধ্যে যোগসূত্র স্থাপন করেছেন।
আর তার ব্যবসায়ের কাজগুলো দেশের ভিতরেই সংঘটিত হয়েছে। এটি অভ্যন্তরীণ ট্রেডের পাইকারি ব্যবসায়ের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, তমালের কাজটি অভ্যন্তরীণ ট্রেডের পাইকারি ব্যবসায়ের অন্তর্গত।
ঘ ‘ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তমালের সাফল্য সুনিশ্চিত’ আমি এ বক্তব্যের সাথে একমত।
উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষার জন্য গুদামজাত করা হয়। এতে নির্দিষ্ট সময়ের জন্য পণ্যের গুণগত মান রক্ষা হয়। এর ফলে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়।
উদ্দীপকের তমাল পাইকারি ব্যবসায়ের কাজ করেন। তিনি গার্মেন্টস শিল্পে সুতা সরবরাহ করেন। এক্ষেত্রে তার যথেষ্ট সুনাম আছে। তিনি লক্ষ করলেন অধিক পরিমাণে সুতা ক্রয় করলে খরচ কম হয়। তাই তিনি এর সংরক্ষণের জন্য একটি গুদাম ভাড়া করেন। এর মাধ্যমে তিনি ক্রয়কৃত সুতা গুদামজাতের ব্যবস্থা গ্রহণ করেন।
এ ব্যবস্থার মাধ্যমে তিনি কমদামে এক সাথে অধিক পরিমাণে সুতা কিনে এখানে সংরক্ষণ করতে পারবেন। এরপর সারা বছর ধরে তা সরবরাহ করতে পারবেন। এতে তার খরচ কম হবে ও মুনাফা বেশি হবে।
এছাড়া শিল্পের মন্দার সময়ও সুতা সরবরাহ করতে পারবেন। এতে তার ব্যবসায়িক সুনাম বজায় থাকবে। এভাবে তিনি নিশ্চিতভাবে ব্যবসায়ে সাফল্য অর্জন করতে পারবেন বলে আমি মনে করি।
প্রশ্ন:২৪ কুবের মাঝি জেলেদের নিয়ে পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরে চাঁদপুর বাজারে বিক্রি করে। বাজারে মাছের প্রচুর চাহিদা থাকায় সে মাছ ধরার জাল ও আরেকটি নৌকা ক্রয়ের জন্য ঋণ গ্রহণের কথা ভাবছেন। [লক্ষ্মীপুর সরকারি কলেজ]
ক. ব্যবসায় কী? ১
খ. বাণিজ্য বলতে কী বোঝায়? ২
গ. কুবের মাঝির ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো। ৩
ঘ. কুবের মাঝি কোন উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারবে বলে তুমি মনে করো? ৪
২৪ নং প্রশ্নের উত্তর
ক মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পরিচালিত যাবতীয় অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে।
খ শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারীর কাছে পৌঁছানোর কাজকে বাণিজ্য বলে। বাণিজ্য মূলত ব্যবসায়ের পণ্য বণ্টনের কাজ করে।
এ বণ্টন কাজ করতে নানারকম বাধার সম্মুখীন হতে হয়। যেমন: স্বত্বগত, স্থানগত, সময়গত বাধা প্রভৃতি। এসব বাধা ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ প্রভৃতি কাজের মাধ্যমে দূর করা হয়। এসব কাজের সমষ্টিই বাণিজ্য।
গ উদ্দীপকে কুবের মাঝির ব্যবসায়টি নিষ্কাশন শিল্পের অন্তর্গত। এ শিল্পের মাধ্যমে প্রাকৃতিক উৎস (ভূগর্ভ, পানি বা বায়ু) থেকে সম্পদ আহরণ করা হয়। সাধারণ মানুষের নাগালের বাইরের জিনিস তাদের ব্যবহারের আওতায় আনা হয়।
এ শিল্প প্রাকৃতিক সম্পদ আহরণ করে এদের উপযোগিতা বাড়ায়। খনি থেকে কয়লা, নদী থেকে মাছ আহরণ প্রভৃতি এ শিল্পের উদাহরণ। উদ্দীপকের কুবের মাঝি জেলেদের নিয়ে পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরে। এরপর তা চাঁদপুর বাজারে বিক্রি করে।
এক্ষেত্রে সে প্রাকৃতিক উৎস থেকে সম্পদ আহরণ করছে। আর তা বিক্রয়ের মাধ্যমে সাধারণ মানুষকে খাওয়ার সুযোগ করে দিচ্ছে। এসব বৈশিষ্ট্য নিষ্কাশন শিল্পের কাজের সাথে সংগতিপূর্ণ। তাই বলা যায়, কুবের মাঝির ব্যবসায়টি নিষ্কাশন শিল্পের অন্তর্গত।
ঘ উদ্দীপকের কুবের মাঝি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবে বলে আমি মনে করি। যেকোনো ব্যবসায় পরিচালনা করতে অর্থের প্রয়োজন হয়। প্রয়োজনীয় অর্থের অভাবে ব্যবসায় সম্প্রসারণ অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অর্থের যোগান দিয়ে ব্যবসায়ের মূলধন সংক্রান্ত সমস্যা সমাধান করে থাকে।
উদ্দীপকের কুবের মাঝি পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরে চাঁদপুর বাজারে বিক্রি করে। বাজারে ইলিশ মাছের প্রচুর চাহিদা আছে। তাই সে মাছ ধরার জাল ও আরেকটি নৌকা কেনার কথা ভাবছে।
জাল ও নৌকা ক্রয়ের জন্য অর্থের প্রয়োজন। এ অতিরিক্ত অর্থ সে ব্যাংক থেকে ঋণ হিসেবে নিতে পারে। তার অর্থ সংক্রান্ত বাধাটি এর মাধ্যমে দূর করা যাবে। ব্যাংক ঋণের মাধ্যমে জাল ও নৌকা কিনে বেশি পরিমাণে মাছ ধরা সম্ভব হবে। ফলে বাজারে মাছের অধিক চাহিদাও পূরণ করা যাবে। সুতরাং বলা যায়, কুবের মাঝি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে আর্থিক সমস্যা দূর করতে পারে।
প্রশ্ন: ২৫ কমল দীর্ঘদিন ধরে চট্টগ্রামে পাইকারি ব্যবসায় করছেন। সাপ্তাহিক ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে তার পাঁচজন বন্ধু নিয়ে একজন দরিদ্র কৃষককে তাদের মূলধন দিয়ে একটি মুদি দোকান স্থাপন করে দেন। এতে কৃষকের আর্থিক সচ্ছলতা বাড়ে। কিছুদিন পর কৃষক কমল ও তার বন্ধুদের মূলধন ফেরত দেন। [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
ক. সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কী? ১
খ. নাবালক কী অংশীদার হতে পারে? ২
গ. উদ্দীপকে কমল গ্রামে যে কাজটি করেছে তা কী ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. কমল ও তার পাঁচজন বন্ধুর এ ধরনের কার্যক্রম অর্থনৈতিক উন্নয়নে কী ভূমিকা রাখতে পারে? তোমার মতামত দাও। ৪
২৫ নং প্রশ্নের উত্তর
ক কোনো অংশীদারি ব্যবসায়ে এক বা একাধিক সদস্যের দায় সীমিত থাকলে তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে। অ
খ নাবালক অংশীদার হতে পারে না।
অংশীদারি আইনে ৩০ (১) ধারা অনুযায়ী ১৮ বছরের নিচে কোনো ব্যক্তি অংশীদার হতে পারবে না। কিন্তু সকল অংশীদার সম্মত হলে কিছু সময়ের জন্য নাবালককে অংশীদারি ব্যবসায়ের সুবিধা দেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে নাবালকের দায় তার মূলধন পর্যন্তই সীমাবদ্ধ থাকে।
গ উদ্দীপকের কমল গ্রামে যে কাজটি করেছেন তা সামাজিক ব্যবসায়ের অন্তর্গত। মূলত সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূর করার জন্য সামাজিক ব্যবসায়ের কাজ করা হয়। এক্ষেত্রে যেসব ব্যক্তিবর্গ মূলধন বিনিয়োগ করেন তারা এর থেকে লভাংশ প্রাপ্তির প্রত্যাশা করেন না। এর কাজ হয় বাণিজ্যিক কিন্তু উদ্দেশ্য হবে সামাজিক।
উদ্দীপকে কমল দীর্ঘদিন ধরে চট্টগ্রামে পাইকারি ব্যবসায় করছেন। তিনি তার গ্রামের বাড়িতে গিয়ে পাঁচ বন্ধুকে নিয়ে একজন দরিদ্র কৃষককে তাদের মূলধন দিয়ে একটি মুদি দোকান স্থাপন করে দেন। কৃষকের আর্থিক সচ্ছলতা বাড়লে তাদের মূলধন ফেরত দেন। এখানে তারা মূলধন বিনিয়োগ করেন সামাজিক উদ্দেশ্যে।
কৃষকের দরিদ্রতা দূর করাই তাদের মূল উদ্দেশ্য ছিল। এখান থেকে তারা মুনাফা প্রাপ্তির প্রত্যাশা করেন না। এসব বৈশিষ্ট্য সামাজিক ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, কমল গ্রামে সামাজিক ব্যবসায়ের কাজ করেছেন।
ঘ উদ্দীপকের কমল ও তার পাঁচ বন্ধুর সামাজিক ব্যবসায়ের কাজ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। সামাজিক ব্যবসায়ের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক উন্নয়ন করা হয়।
এখানে উদ্যোক্তারা মূলধন বিনিয়োগ করেন। কিন্তু মুনাফা প্রাপ্তির প্রত্যাশা করেন না। বিনিযোগকারীরা শুধু মূলধন ফেরত নিয়ে থাকেন। আর মুনাফার অংশ উক্ত বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়নে ব্যয় করা হয়।
উদ্দীপকে কমল তার পাঁচ বন্ধুকে নিয়ে গ্রামের একজন দরিদ্র কৃষককে তাদের মূলধন দিয়ে একটি দোকান দিয়ে দেন। কিছুদিন পর কৃষকের আর্থিক সচ্ছলতা বাড়লে তাদের মূলধন ফেরত দেন। কিন্তু এর মুনাফা তারা গ্রহণ করেন না। অর্থাৎ এটি সামাজিক ব্যবসায়কে নির্দেশ করছে, যা মূলত দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করে।
এ ধরনের ব্যবসায়ের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী নিজেদের আর্থিক উন্নয়নের সুযোগ পায়। অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে মাথাপিছু আয় বাড়ে। দারিদ্র্য দূরীকরণ সম্ভব হয়।
এছাড়া উদ্যোক্তারা বিনিয়োগকৃত অর্থ ফেরত নিলেও মুনাফার অংশ নেয় না। এ অর্থের মাধ্যমে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে উন্নয়নের কাজে ব্যয় করা যায়। এতে উক্ত প্রতিষ্ঠানের কাজের প্রসার হয়। এভাবে সামাজিক ব্যবসায় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
প্রশ্ন: ২৬ দেশ বাংলা বাংলাদেশের একটি অতিপরিচিত শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ত্রিমাত্রিক ভূ-কম্পন জরিপ চালিয়ে কিশোরগঞ্জে একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করল। ভূগর্ভ থেকে গ্যাস আহরণ করে প্রতিষ্ঠানটি আরশী গ্যাস কোম্পানিকে সরবরাহ করে। আরশী গ্যাস কোম্পানি সংগৃহীত গ্যাস পাইপলাইনের মাধ্যমে শিল্প ও গৃহস্থলী কাজে সরবরাহ করে। [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
ক. পরিমেল নিয়মাবলি কী? ১
খ. সামাজিক ব্যবসায় কাকে বলে? ২
গ. দেশ বাংলাকে কোন ধরনের শিল্প বলা হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. আরশী কোম্পানির কার্যক্রম ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? যুক্তিসহ মতামত দাও। ৪
২৬ নং প্রশ্নের উত্তর
ক কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যাবতীয় নিয়ম-নীতির দলিলকেই পরিমেল নিয়মাবলি বলে।
খ যে ব্যবসায়ে উদ্যোক্তারা মূলধন বিনিয়োগ করেন, কিন্তু মুনাফা প্রাপ্তির প্রত্যাশা করেন না তাকে সামাজিক ব্যবসায় বলে।
এ ব্যবসায়ের মাধ্যমে মূলত দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক উন্নয়নের কাজ করা হয়। এখানে বিনিয়োগকারীরা শুধু তাদের বিনিয়োগকৃত মূলধন ফেরত নেন। আর এর মুনাফার অংশ বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়নে ব্যয় করা হয়। এভাবে এ ব্যবসায় অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখে।
গ উদ্দীপকের দেশ বাংলাকে নিষ্কাশন শিল্প বলা হয়। নিষ্কাশন (Extrative) শিল্পের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয়। এ শিল্পে উৎপাদিত পণ্যের কিছু কিছু সরাসরি ব্যবহার করা যায়। কিন্তু এর অধিকাংশই পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহার হয়। ভূগর্ভ থেকে খনিজ সম্পদ সংগ্রহ, প্রাকৃতিক গ্যাস আহরণ প্রভৃতি এ শিল্পের উদাহরণ।
উদ্দীপকের দেশ বাংলা একটি শিল্প প্রতিষ্ঠান। এটি ত্রিমাত্রিক ভূ-কম্পন জরিপ চালিয়ে কিশোরগঞ্জে একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ভূগর্ভ থেকে গ্যাস আহরণ করে তা আরশী গ্যাস কোম্পানিকে সরবরাহ করে।
এখানে গ্যাস কোম্পানিটি প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে তা আবার পরবর্তী উৎপাদনের জন্য অন্য একটি শিল্প প্রতিষ্ঠানকে সরবরাহ করে। এসব কাজ নিষ্কাশন শিল্পের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, দেশ বাংলা প্রতিষ্ঠানটি নিষ্কাশন শিল্পের অন্তর্গত।
ঘ উদ্দীপকে আরশী গ্যাস কোম্পানির কার্যক্রম ব্যবসায়ের শিল্প শাখার ‘সেবা পরিবেশক শিল্প’-এর অন্তর্গত।
এ শিল্প মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে। বিভিন্ন প্রকার সেবাকর্ম নিয়ে এ শিল্প কাজ করে। যেমন: গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ, ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা প্রভৃতি এর অন্তর্গত।
উদ্দীপকের দেশ বাংলা শিল্প ভূগর্ভ থেকে গ্যাস আহরণ করে তা আরশী গ্যাস কোম্পানিকে সরাবরাহ করে। আরশী গ্যাস কোম্পানি এ গ্যাস পাইপলাইনের মাধ্যমে শিল্প ও গৃহস্থালী কাজে সরবরাহ করে।
আরশী গ্যাস কোম্পানির সরবরাহকৃত গ্যাস গৃহস্থলীর দৈনন্দিন কাজে প্রয়োজন হয়। ফলে সাধারণ মানষের জীবনযাত্রা এক্ষেত্রে সহজ হচ্ছে। আবার, এটি উৎপাদনমূলক কাজেও বিভিন্ন কারখানায় ব্যবহৃত হচ্ছে।
এতে তারা সহজে উৎপাদন কাজ করতে পারছে। সুতরাং আরশী গ্যাস কোম্পানি এ ধরনের সেবা দেওয়ার কাজে নিয়োজিত থাকা, একে সেবা শিল্পের অন্তর্গত বলা যায়।
প্রশ্ন: ২৭ জনাব আরিফের পরিচালনাধীন ‘ইচ্ছা’ নামক প্রতিষ্ঠানটি বীজ থেকে চারা উৎপাদন করে। প্রতিষ্ঠানটিতে প্রায় ১০০ প্রজাতির চারা উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনকে গুরুত্ব না দিয়ে সর্বসাধারণের কল্যাণের বিষয়টি মাথায় রেখে উৎপাদিত চারার দাম নির্ধারণ করে। ২০১৬ সালে অর্জিত মুনাফা মালিকদের না দিয়ে প্রতিষ্ঠানের সম্প্রসারণে অতিরিক্ত বীজ ও জমি ক্রয় করে। [কক্সবাজার সরকারি কলেজ]
ক. প্রত্যক্ষ সেবা কী? ১
খ. পুনঃরপ্তানি বাণিজ্য কীভাবে সম্পাদিত হয়? উদাহরণসহ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে “ইচ্ছা”-এর কর্মকাণ্ড কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত “ইচ্ছা” নামক প্রতিষ্ঠানটিকে কি সামাজিক ব্যবসায় বলা যায়? যুক্তি দাও। ৪
২৭ নং প্রশ্নের উত্তর
ক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের সরাসরি সেবা দেওয়াকে প্রত্যক্ষ সেবা বলে। অ
সহায়ক তথ্য যেমন: ডাক্তারি, ওকালতি প্রভৃতি প্রত্যক্ষ সেবার অন্তর্গত।
খ বিদেশ থেকে পণ্য আমদানি করে তা আবার অন্য দেশে রপ্তানি করাকে পুনঃরপ্তানি বাণিজ্য বলে। অ
পুনঃরপ্তানির ক্ষেত্রে প্রথমে পণ্য এক দেশ থেকে আমদানি করে নিজ দেশে আনা হয়।
এরপর তা প্রক্রিয়াজাত করে অন্য দেশে পুনরায় রপ্তানি করা হয়। এ ধরনের বাণিজ্যের কার্যক্রম তিনটি দেশের মধ্যে সংঘটিত হয়। যেমন: ভারত থেকে চা আমদানি করে প্যাকিং করে তা মিয়ানমারে রপ্তানি করা হলো।
গ উদ্দীপকে ‘ইচ্ছা’-এর কর্মকাণ্ড প্রজনন শিল্পের অন্তর্গত। এ শিল্পে উদ্ভিদ ও প্রাণির বংশবৃদ্ধির প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কাজ পরিচালিত হয়। প্রাকৃতিক উপায়ে গাছপালা ও প্রাণির বংশবৃদ্ধি করা এ শিল্পের প্রধান কাজ। যেমন : নার্সারি, পোলট্রি ফার্ম, হ্যাচারি প্রভৃতি এ শিল্পের অন্তর্গত।
উদ্দীপকে জনাব আরিফ ‘ইচ্ছা’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এখনে বীজ থেকে চারা উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানটিতে প্রায় ১০০ প্রজাতির চারাগছ উৎপাদন করা হয়। এগুলোকে প্রাকৃতিক উপায়ে পরিচর্যা করে বড় গাছে পরিণত করা যায়। বড় গাছ থেকে আবার বীজ ও চারা উৎপন্ন করা যায়।
এভাবে এটি পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এসব বৈশিষ্ট্য প্রজনন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ‘ইচ্ছা’-এর কর্মকাণ্ড প্রজনন শিল্পের অন্তর্গত।
ঘ উদ্দীপকে বর্ণিত ‘ইচ্ছা’ নামক প্রতিষ্ঠানটিকে-এর উদ্দেশ্যের আলোকে সামাজিক ব্যবসায় বলা যায়। অ
এ ব্যবসায় দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক কল্যাণের জন্য গঠিত হয়, মুনাফা প্রাপ্তির উদ্দেশ্যে নয়।
এ ব্যবসায়ে বিনিয়োগকারীরা শুধু তাদের মূলধন ফেরত নেয়। আর মুনাফার অর্থ প্রতিষ্ঠানের উন্নয়ন ও সম্প্রসারণ কাজে ব্যয় করা হয়। এটি পুনঃবিনিয়োগ হিসেবে কাজ করে।
উদ্দীপকে জনাব আরিফ ‘ইচ্ছা’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এখানে মুনাফা অর্জনের বিষয়কে গুরুত্ব দেওয়া হয় না। জনসাধারণের কল্যাণের জন্য এতে উৎপাদিত চারার দাম নির্ধারণ করা হয়।
উক্ত প্রতিষ্ঠানে চারাগাছ কমমূল্যে বিক্রয় করা হয়। এতে জনগণের উপকার হয়। এছাড়াও ২০১৬ সালে অর্জিত মুনাফা মালিকদের না দিয়ে প্রতিষ্ঠানের সম্প্রসারণে অতিরিক্ত বীজ ও জমি ক্রয় করা হয়। এসব কাজ সামাজিক ব্যবসায়ের বৈশিষ্ট্য। এ কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে সামাজিক ব্যবসায় বলা যায়।
প্রশ্ন:২৮ ‘ক’ এবং ‘খ’ একই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়ালেখা শেষ করেন। উভয়ই আলাদাভাবে দুটি ব্যবসায়ে জড়িয়ে পড়েন। ‘ক’ দেশের বিভিন্ন গ্রাম থেকে দেশীয় মোরগ ক্রয় করে সেগুলো উন্নত প্যাকেটজাত করে বিক্রয়ের একটি পয়েন্ট স্থাপন করেন। গ্রাহকদের কাছে চাহিদা ব্যাপক।
অন্যদিকে ‘খ’ সরকারের যথাযথ অনুমোদন না নিয়ে বিদেশ থেকে মাছ ক্রয় করে বিভিন্ন বিক্রয়কেন্দ্রে প্রেরণ করেন। ফলে কিছুদিনের মধ্যেই ‘খ’ লাইসেন্স সংক্রান্ত জটিলতায় পড়লো। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক. বিশেষায়ণ কী? ১
খ. ব্যবসায় কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে? ব্যাখ্যা করো। ২
গ. ‘ক’ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘খ’-এর কর্মকাণ্ড ব্যবসায় নয় কেন? বিশ্লেষণ করো। ৪
২৮ নং প্রশ্নের উত্তর
ক বিশেষ কাজে কর্মীর দক্ষতা বা বিশেষ জ্ঞান বৃদ্ধির জন্য কাজ বিভাজন করাকে বিশেষায়ন বলে।
খ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বৈধ ও অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে।
ব্যবসায়ের মাধ্যমে মানুষ নিজস্ব বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে পণ্য বা সেবা উৎপাদন করে।
এরপর এগুলো বিক্রি করে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হয়। এ প্রক্রিয়ায় ব্যবসায়ী নিজের পাশাপাশি অন্যেরও কাজের সুযোগ করে দেয়। এতে বেকার সমস্যা কমে। এভাবে ব্যবসায় মানুষের জীবনমান উন্নয়ন করতে পারে।
গ উদ্দীপকে ‘ক’ রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
প্রাকৃতিক সম্পদের রূপ বা অবস্থা পরিবর্তন করে এর রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। পণ্য প্রক্রিয়াজাত করার মাধ্যমে এ কাজ করা হয়। রূপগত পরিবর্তনের মাধ্যমে তা মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত হয়। যেমন: তুলা থেকে সুতা ও সুতা থেকে কাপড় তৈরি-এর অন্তর্গত।
উদ্দীপকের ‘ক’ দেশের বিভিন্ন গ্রাম থেকে দেশি মোরগ ক্রয় করে। এরপর সেগুলো উন্নত প্যাকেটজাত করে বিক্রয় করে। গ্রাহকদের কাছে এর ব্যাপক চাহিদা আছে। এখানে ‘ক’ মোরগগুলো সরাসরি সংগ্রহ করে এগুলোর রূপ পরিবর্তন করে।
আর, প্যাকেটজাত করার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে প্রস্তুত করেন। এসব কাজ রূপগত উপযোগ সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ‘ক’ রূপগত উপযোগ সৃষ্টির কাজই করেছেন।
ঘ উদ্দীপকে ‘খ’ এর কর্মকাণ্ড আইনগত বৈধতার অভাবে ব্যবসায় নয় বলে আমি মনে করি।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কাজ ব্যবসায় হিসেবে গণ্য হয়।
কোনো অবৈধ কাজে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকলেও তাকে ব্যবসায় বলা যাবে না। যেমন : চোরাই পথে পণ্য এনে বিক্রয় করলে তা ব্যবসায় নয়। এটি শুধু অবৈধ কাজ হিসেবেই বিবেচিত হবে।
উদ্দীপকে ‘খ’ সরকারের যথাযথ অনুমোদন না নিয়ে বিদেশ থেকে মাছ ক্রয় করে। এসব মাছ বিভিন্ন বিক্রয় কেন্দ্রে প্রেরণ করে। ফলে কিছুদিনের মধ্যেই সে লাইসেন্স সংক্রান্ত জটিলতায় পড়ে।
যেকোনো ব্যবসায় দেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ হতে হয়। এজন্য ব্যবসায়ীকে সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে এর কাজ পরিচালনা করতে হয়। লাইসেন্স ছাড়া বৈআইনিভাবে পণ্যদ্রব্য ও সেবা ক্রয়-বিক্রয় করে মুনাফা অর্জন করলে তাকে ব্যবসায় বলা যাবে না।
উদ্দীপকে ‘খ’ সরকারকে না জানিয়ে দেশে মাছ আমদানি করে বলে এটি অবৈধ কাজ হিসেবে গণ্য করা হবে। তাই এ কাজে মুনাফা অর্জন হলেও এটি ব্যবসায় হিসেবে বিবেচিত হবে না।
প্রশ্ন ২৯ শারমিন আক্তার একজন বুটিক উৎপাদনকারী। তিনি তার কারখানায় বিভিন্ন ফ্যাশনের পোশাক তৈরি ও বিক্রয় করেন। তিনি তার ব্যবসায়ের প্রয়োজনে একটা আলমারি ক্রয় করেন ও স্থান সংকুলান না হওয়ায় ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে লাভবান হন। [পটুয়াখালী সরকারি মহিলা কলেজ]
ক. পণ্য বিনিময় কাকে বলে? ১
খ. শিল্প হলো ‘কেন্দ্রীভূত কাজ’ ব্যাখ্যা করো। ২
গ. শারমিন আক্তারের আলমারি ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনে ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত শারমিন আক্তারের লেনদেনটি ব্যবসায় কি না তা মূল্যায়ন করো। ৪
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিং:অনুধাবনমূলক-জ্ঞানমূলক প্রশ্নোত্তোর
- উত্তর ডাউনলোড করুন> SSC ফিন্যান্স ও ব্যাংকিং জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন> MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায় তৃতীয়: ssc business studies assignment MCQ PDF
- উত্তর ডাউনলোড করুন> ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ প্রথম
২৯ নং প্রশ্নের উত্তর
ক মুনাফা অর্জনের জন্য পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের কাজকে পণ্য বিনিময় বলে।
মখ প্রকৃতি প্রদত্ত সম্পদকে প্রক্রিয়াজাতের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুতের কাজকে শিল্প বলে।
কাঁচামালকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রয়োজন হয় শ্রমিক, যন্ত্রপতি ও আনুষঙ্গিক উপকরণ।
এসব উপকরণের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করা হয়। এসব কাজ সাধারণত কারখানায় করা হয়, যা নির্দিষ্ট স্থানে স্থির থাকে। তাই শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয়।
গ উদ্দীপকে শারমিন আক্তারের আলমারি ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনে ব্যবসায়ের ‘লেনদেনের পৌনঃপুনিকতা’ বৈশিষ্ট্যটি অনুপস্থিত।
ব্যবসায়ে পণ্যদ্রব্য বারবার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করা হয়। পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বার বার লেনদেন সংঘটিত হয়। ব্যবসায়ের লেনদেনের পৌনঃপুনিকতা বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত।
উদাহরণস্বরূপ- একজন আসবাবপত্র বিক্রেতা নিয়মিত ফরমায়েশমাফিক আসবাবপত্র তৈরি ও বিক্রয় করে। ফলে তার কাজটি ব্যবসায় হিসেবে গণ্য হয়।
উদ্দীপকের শারমিন আক্তার একজন বুটিক উৎপাদনকারী। তিনি তার কারখানায় বিভিন্ন ফ্যাশনের পোশাক তৈরি ও বিক্রয় করেন। তিনি তার ব্যবসায়ের প্রয়োজনে একটি আলমারি ক্রয় করেন। স্থান সংকুলান না হওয়ায় এটি বিক্রি করে দেন।
এখানে তিনি আলমারিটি ব্যবসায়ে ব্যবহারের উদ্দেশ্যে কিনেছিলেন। তার ব্যবসায়ের মূল কাঁচামাল বা পণ্য হচ্ছে পোশাক, আলমারি নয়। তিনি আলমারিটি একবার ক্রয় ও একবারই বিক্রয় করেছেন। লেনদেন একবারই সংঘটিত হয়েছে। তাই বলা যায়, আলমারি ক্রয়-বিক্রয়ে লেনদেনের পৌনঃপুনিকতা বিষয়টি অনুপস্থিত রয়েছে।
ঘ উদ্দীপকে উল্লিখিত শারমিন আক্তারের লেনদেনটিতে মুনাফা অর্জনের উদ্দেশ্য ও লেনদেনের পৌনঃপুনিকতা নেই বলে এটি ব্যবসায় নয়।
কোনো কাজকে ব্যবসায় হতে হলে সেখানে মুনাফা অর্জনের বৈধ উদ্দেশ্য থাকতে হবে। এ মুনাফা অর্জন অবশ্যই ক্রয়-বিক্রয়ের পৌনঃপুনিকতার মাধ্যমে হতে হবে।
অর্থাৎ, ব্যবসায়ে লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট পণ্যদ্রব্যের ক্রয়-বিক্রয়ের ধারাবাহিকতা থাকতে হবে। যেমন: পুরাতন আসবাবপত্র কারও কাছে বিক্রয় করে মুনাফা অর্জন করলেও তা ব্যবসায় বলে গণ্য হবে না।
উদ্দীপকে শারমিন আক্তার একজন বুটিক উৎপাদনকারী। তিনি তার কারখানায় বিভিন্ন ফ্যাশনের পোশাক তৈরি ও বিক্রয় করেন। তিনি তার ব্যবসায়ের প্রয়োজনে একটি আলমারি ক্রয় করেন। স্থান সংকুলান না হওয়ায় ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে লাভবান হন।
শারমিন আক্তারের ব্যবসায়ের মূল পণ্য হলো পোশাক। তিনি এটি তৈরি ও বিক্রয়ের মাধ্যমেই মুনাফা অর্জন করেন। তিনি আলমারিটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রয় করেননি। শুধু জায়গা না থাকায় বিক্রয় করেছিলেন।
আবার তিনি পোশাক তৈরি ও বিক্রয়ের কাজটি পৌনঃপুনিক বা ধারাবাহিকভাবে করেন। কিন্তু আলমারিটি প্রতিষ্ঠানে ব্যবহারের উদ্দেশ্যে একবার ক্রয় করেন এবং একবারই বিক্রয় করেন। তাই, মুনাফা অর্জনের উদ্দেশ্য ও লেনদেনের পৌনঃপুনিকতার অভাবে শারমিন আক্তারের কাজকে ব্যবসায় বলা যায় না।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
Comments ১