হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৪৩-৪৪ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪৩. রাজশাহী সরকারি সিটি কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জনাব নাসিরের রেওয়ামিল নিচে দেওয়া হলো :
জনাব নাসির
রেওয়ামিল
৩১-১২-২০১৬
বিবরণ টাকা বিবরণ টাকা
উত্তোলন ১০,০০০ মƒলধন ৮৫,০০০
দালানকোঠা ৪৮,০০০ ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০
কলকব্জা ৬০,০০০ সাধারণ সঞ্চিতি ৭৫,০০০
আসবাবপত্র ৫,০০০ সেবা আয় ১,৫২,৫০০
অফিস সরঞ্জাম ৫০,০০০ অনুপার্জিত সেবা আয় ১,৫০০
বিদ্যুৎ খরচ ১৮,০০০ ভাড়া আয় ৫,৫০০
সাপ্লাইজ ৭৯,৫০০ উপভাড়া ৩,৫০০
বিবিধ খরচ ২,৫০০ বিনিয়োগের সুদ ১,৫০০
ভ্রমণ খরচ ৩,৫০০ অনাদায়ী দেনা সঞ্চিতি ২,০০০
অবচয় খরচ (আসবাবপষ্ণ) ২,০০০ প্রদেয় হিসাব ৩৮,৫০০
উপযোগ ব্যয় ৬,০০০
বিমা খরচ ৫,০০০
বৈতন ১৬,৫০০
প্রাপ্য হিসাব ৭৪,০০০
৩,৮০,০০০ ৩,৮০,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী সাপ্লাইজ ৩০,৫০০ টাকা। ২. বেতন ৪,০০০ টাকা বকেয়া রয়েছে। ৩. অনুপার্জিত সেবা আয়ের ১,০০০ টাকা উপার্জিত হয়েছে। ৪. কলকব্জার ওপর ৫% অবচয় ধার্য করো।
ক. মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ৩১-১২-২০১৬. তারিখে মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। ৪
২. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জনাব জামালের রেওয়ামিল নিচে দেওয়া হলো :
জনাব জামাল
রেওয়ামিল
৩১-১২-২০১৬
বিবরণ টাকা বিবরণ টাকা
উত্তোলন ১০,০০০ মƒলধন ৮৫,০০০
কলকব্জা ১,০৮,০০০ ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০
আসবাবপত্র ৭৫,০০০ সাধারণ সঞ্চিতি ৭৫,০০০
মজুদ পণ্য (১.১.১৬) ১৮,০০০ পণ্য বিক্রয় ১,৫২,৫০০
পণ্য ক্রয় ৭৯,৫০০ ক্রয় ফেরত ১,৫০০
বিক্রয় ফেরত ২,৫০০ কমিশন ১১,০০০
ক্রয় পরিবহন ৫,৫০০ অনাদায়ী দেনা সঞ্চিতি ২,০০০
মজুরি ১১,০০০ পাওনাদার ৫৮,০০০
বেতন ১৬,৫০০
ভাড়া ১৮,০০০
বিজ্ঞাপন ১০,০০০
দপ্তর খরচাবলি ৫,০০০
নগদ তহবিল ২০,৫০০
বিবিধ দেনাদার ২০,৫০০
৪,০০,০০০ ৪,০০,০০০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ পণ্য ৩০,৫০০ টাকা। রর. দপ্তর খরচ ১,৫০০ টাকা এবং বেতন ৪,০০০ টাকা বকেয়া রয়েছে। ররর. বিবিধ দেনাদারের ২,৫০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের ওপর ৫% ধরে অনাদায়ী দেনা সঞ্চিতি রাখতে হবে। রা. আসবাবপত্রের ১০% অবচয় ধার্য করো।
ক. ৪. নং সমনএয়র জাবেদা প্রস্তুত করো। ২
খ. বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ৩১-১২-২০১৬. তারিখে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জনাব নাছিরের রেওয়ামিল নিচে দেওয়া হলো :
জনাব নাছির
রেওয়ামিল
৩১-১২-২০১৬
বিবরণ টাকা বিবরণ টাকা
উত্তোলন ২০,০০০ মƒলধন ৫৫,০০০
নগদ তহবিল ৯০,০০০ ব্যাংক জমাতিরিক্ত ৪,০০০
বেতন ব্যয় ৩৪,০০০ সেবা আয় ১,২০,০০০
অগ্রিম ভাড়া ৩৬,০০০ কমিশন ১,০০০
ট্রেডমার্ক (১০. বছর) ১০,০০০ সাধারণ সঞ্চিতি ১৫,০০০
ভ্রমণ খরচাবলি ৫,০০০
১,৯৫,০০০ ১,৯৫,০০০
সমন্বয়সমূহ : ১. অনুপার্জিত সেবা আয় বছর শেষে ১৪,৫০০ টাকা। ২. মালিকের ব্যক্তিগত উত্তোলন ১০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। ৩. কমিশন প্রাপ্য হয়েছে কিন্তু আদায় হয়নি ৫,০০০ টাকা। ৪. অগ্রিম ভাড়া ১২,০০০ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
ক. মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও। ৪
গ. ১০. ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। ৪
৪. ২০০৮. সালের ১. জানুয়ারি তারিখে যমুনা ট্রেডার্স ১,০০,০০০ টাকার যন্ত্র ক্রয় করে এবং এটি সংস্থাপনের জন্য ২০,০০০ টাকা খরচ করে। যন্ত্রটির আয়ুষ্কাল আনুমানিক ১০. বছর এবং এর ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। যমুনা ট্রেডার্স প্রতি বছর ৩১. ডিসেম্বর তারিখে স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় হিসাব করে।
ক. ১ম ৩. বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ১ম ৩. বছরের যন্ত্রপাতি হিসাব করো। ৪
গ. ১ম ৩. বছরের অবচয় খরচ হিসাব করো। ৪
৫. ২০০৮. সালের ১. জানুয়ারি তারিখে পদ্মা ট্রেডার্স ১,০০,০০০ টাকার যন্ত্র ক্রয় করে এবং এটি সংস্থাপনের জন্য ২০,০০০ টাকা খরচ করে। যন্ত্রটির আয়ুষ্কাল আনুমানিক ৫. বছর এবং এর ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। পদ্মা ট্রেডার্স প্রতি বছর ৩১. ডিসেম্বর তারিখে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হিসাব করে।
ক. অবচয়ের হার নির্ণয় করো। ২
খ. অবচয় সারণী প্রস্তুত করো। ৪
গ. মেশিন হিসাব প্রস্তুত করো। ৪
৬. নিæলিখিত তথ্যের ভিত্তিতে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে নেওয়া হয়েছে।
বিবরণ পরিমাণ
প্রারম্ভিক কাঁচামাল ৪০,০০০ টাকা
সমাপনী কাঁচামাল ২৫,০০০ টাকা
কাঁচামাল ক্রয় ৪৫,০০০ টাকা
প্রত্যক্ষ মজুরি ব্যবহৃত কাঁচামালের ২০% প্রত্যক্ষ খরচ ১০,০০০ টাকা
কারখানা উপরি খরচ মুখ্য ব্যয়ের ২৫%
প্রশাসনিক খরচ কারখানা ব্যয়ের ১০%
বিক্রয় ও বিতরণ খরচ বিক্রয়ের ৫%
বিক্রয় ১,০০,০০০ টাকা
ক. মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ৩১. ডিসেম্বর ২০১৬. তারিখে বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. ৩১. ডিসেম্বর ২০১৬. তারিখে নীট লাভের পরিমাণ নির্ণয় করো। ৪
৭. রাজশাহী সিল্ক লি. এর বুনন বিভাগের ২০১৬. সালের জুন মাসের জন্য কর্মী বাশার ও হাসান এর বেতন সংক্রান্ত নিæোক্ত তথ্য নিæরূপ :
ক্র.নং বিবরণ বাশার (টাকা) হাসান (টাকা)
১. মূল বেতন ৬০০ ৭০০
২. চিকিৎসা ভাতা ১২০ ১২০
৩. মহার্ঘ ভাতা (মূল বেতনের) ২০% ২০%
৪. যাতায়াত ভাতা ৪০ ৪০
৫. পণ্ঠভিএড´Ÿ ফাএ´£ কমীট্টর দান (মƒল বৈতএনর) ১০% ১০%
৬. ওভারটাইম ৬০ ৭০
৭. বেতন হতে অগ্রিম কর্তন ৪০ ৫০
৮. প্রভিডেন্ট ফান্ড হতে ঋণ ৪০ ৫০
ক. মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. নিট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। ৪
৮. মৌসুমী ট্রেডার্সের মজুদ বিভাগ হতে প্রাপ্ত তথ্য নিæরূপ :
তারিখ বিবরণ একক দর
০১-০৩-২০১৭ প্রারম্ভিক উদ্বৃত্ত ২০০ ১০. টাকা
০৫-০৩-২০১৭ মাল ক্রয় ৩০০ ১২. টাকা
১০-০৩-২০১৭ মাল ইস্যু ২৫০
১৫-০৩-২০১৭ মাল ক্রয় ৫০০ ১৫. টাকা
২০-০৩-২০১৭ মাল ইস্যু ৬০০
২৫-০৩-২০১৭ মাল ঘাটতি ১০
ক. ২০১৭. সালের ১০. মার্চ তারিখে ইস্যুকৃত মালের মূল্য কত? ২
খ. ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। ৪
গ. খওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। ৪
৯. প্রগতি সু কোম্পানি লি. এর নিæবর্ণিত তথ্য প্রদত্ত হলো :
একক প্রতি বিক্রয়মূল্য ২০০ টাকা
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ১২০ টাকা
স্থায়ী ব্যয় ৮,০০,০০০ টাকা
প্রকৃত বিক্রয় ১২,০০০ একক।
ক. একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিক্রয় একক ও মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
গ. যদি বিক্রয়মূল্য ১০% কমানো হয় তবে মোট বিক্রয় ২০,০০০ একক হবে। এক্ষেত্রে সমচ্ছেদ বিক্রয় ও মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
১০. মেঘনা লি. নিবর্ণিত এপ্রিল/২০১৬. মাসের তথ্য নিæে প্রদত্ত হলো :
প্রত্যক্ষ শ্রম ৬৫,০০০ টাকা
কারখানা উপরিব্যয় ১,৪০,০০০ টাকা
মোট উৎপাদন ব্যয় ২,৯০,০০০ টাকা
চলতি কার্যের মজুদ (০১-০৪-২০১৬) ৯৮,০০০ টাকা
উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় ৩,২৫,০০০ টাকা
ক. প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি কার্যের মজুদ (৩০-০৪-২০১৬) তারিখে কত হবে তা নির্ণয় করো। ৪
গ. যদি বিক্রীত পণ্যের ব্যয় ৩,৮০,০০০ টাকা এবং ০১-০৪-২০১৬. তারিখে উৎপাদিত পণ্যের মজুদ ১,৮০,০০০ টাকা হয় তাহলে ৩০-০৪-২০১৬. তারিখে উৎপাদিত পণ্যের মজুদের মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
১১. রূপালী লি. নিæবর্ণিত এপ্রিল/২০১৬. মাসের তথ্য নিæে প্রদত্ত হলো :
বিক্রয় ৪,২০,০০০ টাকা
বিক্রীত পণ্যের ব্যয় ১,৩০,০০০ টাকা
পরিচালন ব্যয় ২৪,০০০ টাকা
অবচয় ৫,০০০ টাকা
আয়কর ১০,০০০ টাকা
৫,০০০ টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম ৮০০ টাকায় বিক্রীত হয় যার পুস্তক মূল্য ছিল ১,০০০ টাকা। এছাড়া চলতি সম্পদ ও চলতি দায়ের হ্রাস/বৃদ্ধির পরিমাণগুলো নিæে প্রদত্ত হলো :
মজুদ পণ্য ১১,০০০ টাকা (বৃদ্ধি)
প্রাপ্য হিসাব ১২,০০০ টাকা (বৃদ্ধি)
প্রদেয় হিসাব ১৪,০০০ টাকা (হ্রাস)
প্রদেয় বিল ৮,০০০ টাকা (বৃদ্ধি)
বকেয়া খরচ ৩,০০০ টাকা (হ্রাস)
ক. যন্ত্রপাতি ও সরঞ্জাম বিক্রয় বাবদ লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ২
খ. নিট আয় নির্ণয় করো। ৪
গ. পরোক্ষ পদ্ধতিতে পরিচালনা কার্যাবলি থেকে নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করো। ৪.
৪৪. নওগাঁ সরকারি কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১তাজিন লিমিটেড প্রতিটি ৫০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত।
তাজিন লিমিটেড লি.
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
মজুদ পণ্য (০১-০১-২০১৬) ৫৫,৮০০
পণ্য ক্রয় ও বিক্রয় ২,২৫,০০০ ৪,০০,০০০
শেয়ার মূলধন (৮,০০০ শেয়ার পূর্ণমূল্য তলবকৃত) ৪,০০,০০০
দফতর খরচ ৩৫,০০০
মজুরি ১৫,৫০০
ফেরত ৩,৫০০ ৪,০০০
লাভ-লোকসান হিসাব (০১-০১-২০১৬) ৪৩,৭০০
সাধারণ সঞ্চিতি ৩০,০০০
১৫% বিনিয়োগ (০১-০৩-২০১৬) ১,৫০,০০০
বিনিয়োগের সুদ ৫,০০০
ভাড়া ২১,০০০
কলকব্জা ১,৬০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ২,১০০
অনুপার্জিত বাড়ি ভাড়া ২৪,০০০
অন্তর্র্বর্তীকালীন লভ্যাংশ ৩৮,০০০
বিবিধ দেনাদার ও পাওনাদার ৭৫,০০০ ৬২,০০০
অনাদায়ী পাওনা ২,৫০০
অনাদায়ী তলব ১০,০০০
শিক্ষানবিশ ভাতা ১৭,০০০
ভ‚মি ও দালান ১,৬২,৫০০
৯,৭০,৮০০ ৯,৭০,৮০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৭৫,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে। ২. একটি নতুন মেশিন সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। মেশিনটি ০১-১০-২০১৬. তারিখে সংস্থাপন করা হয়, যার ক্রয়মূল্য ৬০,০০০ টাকা। ৩. ভাড়ার ১/৩. অংশ বকেয়া আছে। ৪. কলকব্জার ওপর ১০% অবচয় ধার্য করো। ৫. নিট লাভের ১০,০০০ টাকা সঞ্চিতি তহবিলে এবং ৫,০০০ টাকা আয়কর সঞ্চিতি তৈরি করো। ৬. অনুপার্জিত ভাড়া ১/৩. অংশ অর্জিত হয়েছে। ৭. অনাদায়ী পাওনা ৩,০০০ টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫% তৈরি করো। ৮. শেয়ার প্রতি ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. কলকব্জার অবচয় ও বিনয়োগের সুদ নির্ণয় করো। ২
খ. মোট লাভ ১,৮৪,২০০ টাকা ধরে লাভ-লোকসান হিসাব প্রস্তুত করো। ৪
গ. লাভ-লোকসান আবণ্টন হিসাবের উদ্বৃত্ত ২১,৫২৫. টাকা ধরে উদ্বর্তপত্র প্রস্তুত করো। ৪
২. কোনাবাড়ি কোম্পানি লি.-এর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিলটি ছিল নিরূপ:
কোনাবাড়ি কোম্পানি লি.
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (১০,০০০ শৈয়ার, ৫০ টাকা মƒএলঞ্ঝর) ৫,০০,০০০
সংরক্ষিত আয় (০১.০১.১৬) ৫৫,০০০
নগদ তহবিল ৩২,৫০০
ব্যাংক জমা ২,৭৫,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৭৮,০০০ ৪৫,৫০০
ক্রয় ও বিক্রয় ২,৩৩,০০০ ৩,৯৫,০০০
মজুদ পণ্য (০১.০১.১৬) ৪৮,০০০
ক্রয় পরিবহন ২৩,০০০
ফেরত ৫,০০০ ৩,০০০
বিজ্ঞাপন খরচ ৩৬,০০০
আয়কর ও আয়কর সঞ্চিতি ১৫,০০০ ১২,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (০১.০৭.১৬) ২০,০০০
দালানকোঠা ৩,৬০,০০০
সাধারণ সঞ্চিতি ৮০,০০০
লভ্যাংশ সমতাকরণ তহবিল ৩৫,০০০
১১,২৫,৫০০ ১১,২৫,৫০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের মূল্য ৬৫,০০০ টাকা, এর মধ্যে ৫,০০০ টাকার পণ্য অন্তর্ভুক্ত আছে যা বিক্রয় করা হয়েছে কিন্তু এখনও সরবরাহ করা হয়নি। ২. ক্রেতাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ৪,০০০ টাকা যা এখনও হিসাবভুক্ত করা হয়নি। মোট বিজ্ঞাপনের ১/৪. অংশ অবলোপন করতে হবে। ৩. নিট লাভের ২০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। ৪. শেয়ার মূলধনের ওপর ১০% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ক. বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট মুনাফা নির্ণয় করো। ৪
গ. নিট মুনাফা ১,৪৩,০০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
খ বিভাগ
৩. মিস উর্মি একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করেন। ২০১৬. সালে তার ব্যবসায়ের আর্থিক অবস্থা ছিল নিæরূপ:
বিবরণ ১. জানুয়ারি ২০১৬. টাকা ৩১. ডিসেম্বর ২০১৬. টাকা
নগদ তহবিল ২,০০০ ২,৫০০
মজুদ পণ্য ৩,৫০০ ৪,৫০০
প্রাপ্য হিসাব ১৫,০০০ ১৬,৫০০
ব্যাংক জমাতিরিক্ত ১,৫০০ ১,৭০০
প্রদেয় হিসাব ৮,৫০০ ১৫,৫০০
প্রাপ্য বিল ১,২০০ ৮০০
ইমারত ৩০,০০০ ৩০,০০০
যন্ত্রপাতি ৪,০০০ ৪,০০০
প্রদেয় বিল ৮০০ ৬০০
মিস উর্মি নিজ প্রয়োজনে নগদ ৪,০০০ টাকা এবং ১,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। এ উত্তোলিত অর্থ হতে ২,০০০ টাকা এবং ব্যক্তিগত শেয়ার বিক্রয় করে ৯,০০০ টাকা দিয়ে ব্যবসায়ের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। প্রাপ্য হিসাব ১,৫০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট টাকার ওপর ১০% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। ইমারত ও যন্ত্রপাতির উপর ৫% হারে অবচয় ধরতে হবে।
ক. মিস উর্মির প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো। ২
খ. উক্ত বছর শেষে লাভ-ক্ষতি বিবরণী তৈরি করো। ৪
গ. উক্ত বছর শেষে বৈষয়িক বিবরণী তৈরি করো। ৪
৪. লুনা এন্ড কোং ১. জানুয়ারি, ২০১৫. তারিখে ২,৫০,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করল। ১. এপ্রিল, ২০১৬. তারিখে প্রতিষ্ঠানটি ৪৫,০০০ টাকায় আরও একটি নতুন যন্ত্রপাতি ক্রয় করে এবং সংস্থাপন বাবদ ব্যয় করে ৫,০০০ টাকা, কোম্পানিটি ৩১. ডিসেম্বর হিসাব বন্ধ করে এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে। অবচয়ের হার ১০%।
ক. ২০১৫. ও ২০১৬. সালের অবচয় নির্ণয় করো। ২
খ. ২০১৫. সালের জাবেদা দাখিলা প্রদান করো। ৪
গ. ২০১৫. ও ২০১৬. সালের যন্ত্রপাতি হিসাব তৈরি করো। (প্রত্যক্ষ পদ্ধতিতে) ৪
৫. অপরূপ লি. প্রতিটি ১০. টাকা মূল্যের ৮৫,০০০ শেয়ারে বিভক্ত ৮,৫০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি উহার ৮০% শেয়ার ২. টাকা অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে। ইস্যুকৃত শেয়ারের ৫% কম শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো।
ক. জমাকৃত আবেদনের শেয়ার সংখ্যা নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিরবণী প্রস্তুত করো। ৪
৬. রাহমানিয়া কোম্পানির উদ্ধর্তপত্র নিæরূপ:(২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখের জন্য)
রাহমানিয়া কোম্পানির উদ্ধর্তপত্র
দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা
১০% ঋণপত্র ২,৫০,০০০ দালানকোঠা ৬,০০,০০০
শেয়ার মূলধন ১০,০০,০০০ যন্ত্রপাতি ৫,০০,০০০
সাধারণ সঞ্চিতি ১,০০,০০০ সমাপনী মজুদ ২,০০,০০০
লাভ-লোকসান হিসাব ৮০,০০০ বিবিধ দেনাদার ২,৮০,০০০
বিবিধ পাওনাদার ১,৫০,০০০ প্রাপ্য বিল ৬০,০০০
প্রদেয় বিল ৪০,০০০ নগদ তহবিল ২৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৪০,০০০
বকেয়া দেনা ৫,০০০
১৬,৬৫,০০০ ১৬,৬৫,০০০
অন্যান্য তথ্য: প্রারম্ভিক মজুদ পণ্য ২,৫০,০০০ টাকা, নিট বিক্রয় ২০,০০,০০০ টাকা ও মোট লাভ ৪,৫০,০০০ টাকা।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত, তারল্য অনুপাত ও চলতি মূলধন অনুপাত নির্ণয় করো। ৪
গ. মজুদ আবর্তন অনুপাত ও দায়-মালিকানা অনুপাত নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৭. অপু, টিপু ও শিপু যথাক্রমে ৫. ঃ ২. ঃ ১. অনুপাতে লাভ-লোকসান বণ্টনের চুক্তিতে একটি অংশীদারি ব্যবসায়ে তিনজন অংশীদার। ২০১৬. সালের ১. জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৯০,০০০ টাকা, ৮০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী প্রত্যেক অংশীদার মূলধন ও উত্তোলনের উভয়ের ওপর ৫% হারে সুদ পাবে। ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি জনে ৩,০০০ টাকা করে বার্ষিক বেতন পাবে। ২০১৬. সালের ১. জুলাই তারিখে অপু ২০,০০০ টাকা ব্যসায়ের অতিরিক্ত মূলধন হিসাবে সরবরাহ করে এবং একই তারিখে টিপু ২০,০০০ টাকা ব্যবসায়ের ঋণস্বরুপ প্রদান করে। বছরের সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অপু মাসের ১ম দিনে ৫০০ টাকা করে, টিপু ৪০০ টাকা প্রতি মাসের মাঝামাঝি সময়ে এবং শিপুর প্রতি মাসের শেষ দিনে ৩০০ টাকা করে সারা বছর উত্তোলন করে। শিপু বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর সমাপ্ত বছরের ব্যবসায়ের নিট লাভের পরিমাণ দাড়ায় ১,১২,০০০ টাকা।
ক. মূলধনের সুদ ও অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। ৪
৮. হেমা কোম্পানি লিমিটেড-এর তুলনামূলক ৩১. ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী নিæে দেয়া হলো:
হিসাএবর নাম ২০১৬. (টাকা) ২০১৫. (টাকা)
সম্পত্তি :
নগদ তহবিল ১৫,২০০ ১৭,৭০০
প্রাপ্য হিসাব ২৫,২০০ ২২,৩০০
বিনিয়োগ ২০,০০০ ১৬,০০০
যন্ত্রপাতি ৬০,০০০ ৭০,০০০
অবচয় সঞ্চিতি-যন্ত্রপাতি (১৪,০০০) (১০,০০০)
১,০৬,৪০০ ১,১৬,০০০
দায় ও মূলধন:
প্রদেয় হিসাব ১৪,৬০০ ১১,১০০
ঋণপত্র ১০,০০০ ৩০,০০০
সাধারণ শেয়ার ৫০,০০০ ৪৫,০০০
রক্ষিত আয় বিবরণীর জের ৩১,৮০০ ২৯,৯০০
১,০৬,৪০০ ১,১৬,০০০
অন্যান্য তথ্য: ১. নিট লাভ ১৮,৩০০ টাকা। ২. লভ্যাংশ প্রদান ১৬,৪০০ টাকা। ৩. যন্ত্রপাতি ক্রয়মূল্য ছিল ১০,০০০ টাকা, যার অবচয় সঞ্চিতি ছিল ১,২০০ টাকা এবং এর বিক্রয়মূল্য ৩,৩০০ টাকা।
ক. যন্ত্রপাতি বিক্রয় বাবদ লাভ বা ক্ষতি নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রম দ্বারা নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. অর্থায়ন কার্যক্রম দ্বারা নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৯. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে বাগেরহাট ক্লাব এর প্রাপ্তি ও প্রদান হিসাব নিæে দেয়া হলো:
বাগেরহাট ক্লাব
প্রাপ্তি ও প্রদান হিসাব
২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
নগদ তহবিল (১.১.২০১৬) ৫০,০০০ বেতন ১৪,৫০০
চাঁদা ৬০,০০০ ভাড়া ৮,০০০
ভর্তি ফি ২৫,০০০ ডাকটিকিট ক্রয় ২০০
আপ্যায়ন হতে আয় ৫,০০০ আসবাবপত্র ক্রয় (১.১.২০১৬) ১৫,০০০
লকার ভাড়া ২০,০০০ ১০% বিনিয়োগ (১.৭.২০১৬) ১,০০,০০০
বিনিয়োগের সুদ ১০,০০০ নগদ তহবিল (৩১.১২.২০১৬) ৩২,৩০০
১,৭০,০০০ ১,৭০,০০০
২০১৬. সলের ১. জানুয়ারি তারিখে ক্লাবের উদ্বৃত্তগুলো ছিল নিæরূপ: ১০% বিনিয়োগ ৫০,০০০ টাকা, ক্লাবঘর ৮০,০০০ টাকা এবং যন্ত্রপাতি ৭০,০০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. চলতি বছরের বেতন ১,০০০ টাকা বকেয়া রয়েছে। ২. মোট প্রাপ্ত চাঁদার মধ্যে ২,০০০ টাকা ২০১৫. সালের এবং ১,০০০ টাকা ২০১৭. সালের। ৩. আসবাবপত্রের সমাপনী জের এর ওপর ৫% অবচয় ধার্য করতে হবে। ৪. ২০১৫. সালের ভাড়া ৪০০ টাকা এ বছর পরিশোধ করা হয়েছে ও ৫. ভর্তি ফি মুনাফা জাতীয় আয় বিবেচনা করতে হবে।
ক. আসবাবপত্রের অবচয়ের পরিমাণ কত? ২
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. প্রারম্ভিক মূলধন তহবিল ২,৯১,৬০০ টাকা ধরে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর উদ্বর্তপত্র তৈরি করো। ৪.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।