হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৪৫-৪৬ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪৫. কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. রাজ-লংকা কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধন ৬,০০,০০০ টাকা। প্রতিটি ১০০ টাকা করে ৬,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত কোম্পানির রেওয়ামিলটি ছিল নিæরূপ-
রাজ-লংকা কোং. লি.
রেওয়ামিল ৩১. ডিসেম্বর ২০১৬
ক্রমিক নং বিবরণ ডেবিট
টাকা ক্রেডিট টাকা
১. শৈয়ার মƒলধন (ইসুঞ্ঝকতে ও বিলিকতে পণ্ঠতিটি ১০০ টাকা কএর ৪,০০০ শৈয়ার) ৪,০০,০০০
২. ১০% ঋণপত্র ১,০০,০০০
৩. সুনাম ও শেয়ার অধিহার ৮০,০০০ ৬০,০০০
৪. ১২% সঞ্চয়পত্র ২,০০,০০০
৫. করমুক্ত সম্পদ ১,০০,০০০
৬. ঋণপত্রের অবহার ৮০,০০০
৭. প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৯২,০০০ ৬০,০০০
৮. মজুদ পণ্য (১/১/১৬) ১,৫০,০০০
৯. প্রারম্ভিক খরচাবলি ৬০,০০০
১০. ক্রয় ও বিক্রয় ২,৫০,০০০ ৪,০০,০০০
১১. আয়কর ও আয়কর সঞ্চিতি ২০,০০০ ১৫,০০০
১২. দায় গ্রাহকের কমিশন ৩৫,০০০
১৩. ব্যবস্থাপনা পরিচালককে প্রদত্ত ঋণ ৪০,০০০
১৪. চালানি কারবারে প্রেরিত পণ্য ১০,০০০
১৫. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (১/৮/১৬) ২০,০০০
১৬. অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সম্ফিতি ৫,৫০০ ৭,৫০০
১৭. সংরক্ষিত আয় বিবরণী (১/১/১৬) ১,০০,০০০
১১,৪২,৫০০ ১১,৪২,৫০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের মূল্য ২,৫০,০০০ টাকার নির্ধারণ করা হয়েছে। ২. শেয়ার অধিহার সুনামের সঙ্গে সমন্বয় কর এবং দায় গ্রাহকের কমিশনের অর্ধেক ও প্রাথমিক খরচের অর্ধেক অবলোপন করো। ৩. চালানি কারবারে প্রেরিত সকল পণ্য ১২,০০০ টাকায় বিক্রয় করা হয়, প্রতিনিধির কমিশন ৫%। ৪. প্রচারের উদ্দেশ্যে পণ্য বিতরণ ৫০,০০০ টাকা। বিজ্ঞাপন ব্যয় ৫টি আর্থিক বছরের মধ্যে সমন্বয় করতে হবে। ৫. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সমন্বয় পূর্বক শেয়ার মূলধনের ওপর ১০% লভ্যাংশ গোষণা করতে হবে।
ক. চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা/ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ২
খ. নিট লাভ ২,৬৩,৯০০ টাকা ধরে সমাপ্ত বছরের কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. বছরের শেষে আর্থিক অবস্থার বিবরণীতে কোম্পানির মালিকানা স্বত্ব, মোট দায় ও অসমন্বয়কৃত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
২. সৈকত ট্রেডার্স এর অনুমোদিত মূলধন ৭,৫০,০০০ টাকা। এ অনুমোদিত মূলধন প্রতিটি ১০০ টাকা মূল্যের ৭,৫০০ শেয়ারে বিভক্ত। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানির প্রস্তুতকৃত রেওয়ামিলটি ছিল নিæরূপ:
সৈকত ট্রেডার্স
রেওয়ামিল, ৩১. ডিসেম্বর ২০১৬
ক্রমিক নং বিবরণ ডেবিট
টাকা ক্রেডিট টাকা
১. সুনাম ১,৫০,০০০
২. ভ‚মি ও দালান ৩,০০,০০০
৩. সমাপনী মজুদ পণ্য ৩৫,০০০
৪. শেয়ার মূলধন (৫,০০০ শেয়ার পূর্ণ মূল্যে তলবকৃত) ৫,০০,০০০
৫. শেয়ার অধিহার ৫০,০০০
৬. ১২% ঋণপত্র ১,৫০,০০০
৭. প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৫২,০০০ ৪৬,০০০
৮. নগদ তহবিল ৪৯,০০০
৯. ব্যাংক জমার উদ্বৃত্ত ৯০,০০০
১০. ১০% বিনিয়োগ ২,০০,০০০
১১. আয়কর ৩০,০০০
১২. অফিস আসবাবপত্র ২০,০০০
১৩. রক্ষিত আয়ের উদ্বৃত্ত (১/১/২০১৬) ৫০,০০০
১৪. নিট আয় (৩১/১২/২০১৬) ৮০,০০০
১৫. সাধারণ সঞ্চিতি ৭৫,০০০
১৬. প্রতিষ্ঠা ও নিবন্ধন খরচ ২৫,০০০
৯,৫১,০০০ ৯,৫১,০০০
সমন্বয়সমূহ: ১. চলতি বছরের নিট আয়ের ১৬% কর্মচারি কল্যাণ তহবিলে স্থানান্তর করো। ২. কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ১০% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ৩. সুনাম ও শেয়ার অধিহার পারস্পরিক অবলোপন করতে হবে।
ক. চলতি মুনাফা থেকে কত টাকা সমন্বয় ও বণ্টন করতে হবে? ২
খ. রক্ষিত আয়ের উদ্বৃত্ত নির্ণয় করো। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
খ বিভাগ
৩. ২০১৫. সালের ৩. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ‘খেলা ঘর’ ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæে দেয়া হলো:
খেলাঘর ক্লাব এর
প্রাপ্তি ও প্রাদন হিসাব
২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (১/১/২০১৫) ১৭,০০০ সচিবের বেতন ১৪,০০০
চাঁদা ৪০,৫০০ আসবাবপষ্ণ কত্থয় (১/৭/১৫)
কর ও অভিকর ১০,০০০
মঞ্ঝাগাজিন বিæাপন বাবদ বঞ্ঝয়
১০% বিনিএয়াএগর সুদ পণ্ঠাক্রি¦ ৫,০০০ ৭,২০০
১,২০০ ম্যাগাজিন ছাপা খরচ ১৫,০০০
বিএশষ তহবিএল অনুদান পণ্ঠাক্রি¦
আসবাবপষ্ণ বিকত্থয় (৩০/৬/১৫) ২০,০০০ বিলিয়ার্ড টেবিল ক্রয় ৫,০০০
৫,০০০ উদ্বৃত্ত (১/১/২০১৫) ৩৭,৫০০
৮৮,৭০০ ৮৮,৭০০
উদ্বৃত্ত (১/১/২০১৫) : আসবাবপত্র ২০,০০০ টাকা। বিলিয়ার্ড টেবিল ১০,০০০ টাকা ও বিশেষ তহবিল ১৫,০০০ টাকা।
অন্যান্য তথ্য : ১. কর ও অভিকর ৩১. মার্চ ২০১৬. পর্যন্ত পরিশোধ হয়েছে। বার্ষিক কর ও অভিকর ৭,২০০ টাকা। ২. ১/১/২০১৫. তারিখে পুস্তকমূল্য ৪,০০০ টাকার পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয়। আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করতে হবে। ৩. ক্লাবের মোট সদস্য সংখ্যা ৫০ জন এবং প্রত্যেকের বার্ষিক চাঁদার পরিমাণ ৭৫০ টাকা। ২০১৪. সালে ১০. জন সদস্যের নিকট চাঁদা অনাদায়ী ছিল যার মধ্যে ৬. জন সদস্য ২০১৫. সালে তাদের চাঁদা পরিশোধ করে। অপরপক্ষে ৩. জন সদস্য ২০১৫. সালের বার্ষিক চাঁদা ২০১৪. সালে পরিশোধ করে দেয়। এদিকে ৫. জন সদস্য ২০১৬. সালের চাঁদা ২০১৫. সালে পরিশোধ করে দিয়েছিল।
ক. বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো। ২
খ. আসবাবপত্রের অবচয়, বিক্রয়জনিত লাভ/ক্ষতি ও নিট মূল্য নির্ণয় করো। ৪
গ. চাঁদা সংক্রান্ত দফাগুলো আয়-ব্যয় হিসাব, মূলধন তহবিল ও উদ্বৃত্তপত্রে প্রয়োগ দেখাও। ৪
৪. মুগ্ধ, মগ্ন, দিব্য একটি অংশীদারি কারবারের তিনজন সদস্য। তারা কারবারের লাভ লোকসান যথাক্রম ১/২, ১/৩, ১/৬. অংশ মোতাবেক বণ্টন করে নেয়। ২০১৬. সালের ১. জানুয়ারি তাদের মূলধন ছিল: মুগ্ধ ১,০০,০০০, মগ্ন ৭০,০০০ টাকা ও দিব্য ৫০,০০০ টাকা, অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের ওপর অংশীদারগণ ৫% সুদ পাবে, মগ্ন ব্যবসায়ের সার্বক্ষণিক শ্রমের বিনিময়ে মাসিক ১,২০০ টাকা করে বেতন পাবে। মগ্ন তার বেতনের টাকা নগদ তুলে নেয়। প্রত্যেক মাসের প্রথম তারিখে মুগ্ধ ১,০০০ টাকা, প্রত্যেক মাসের মাঝামাঝি সময়ে মগ্ন ৮০০ টাকা এবং দিব্য প্রতি মাসের শেষ তারিখে ৬০০ টাকা করে নগদ উত্তোলন করে। এছাড়াও দিব্য কারবার হতে ১,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করে যা এখনও হিসাবভুক্ত হয়নি। মগ্ন ১. সেপ্টেম্বর তারিখে কারবারে ১৮,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনায়ন করে। মুগ্ধ ও মগ্ন যৌথভাবে দিব্যকে নিশ্চয়তা দিয়েছে যে, দিব্য লাভের অংশ বাবদ কমপক্ষে ১০,০০০ টাকা পাবে। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কিন্তু মগ্নর হিসাব বেতন ডেবিট করার পর কারবারের লাভ দাঁড়ায় ৪৪,৮৫০ টাকা।
ক. মগ্নর বার্ষিক বেতনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. মুগ্ধ ও মগ্নর সমাপনী মূলধন নির্ণয় করো। ৪
৫. ফারিয়া কোম্পানি লি. এর ২০১৫-১৬. সালের ৩১. ডিসেম্বর সমস্ত করের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিæরূপ:
ফারিয়া কোম্পানি লি.
তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী (আংশিক)
ডিসেম্বর ৩১
বিরণ ২০১৬ ২০১৫
চলতি সম্পত্তিসমূহ :
নগদ
১,০০,০০০
৯৫,০০০
প্রাপ্য হিসাব ৯০,০০০ ১,০৭,০০০
মজুদ পণ্য ৭০,০০০ ৮০,০০০
অগ্রিম খরচাবলি ৩০,০০০ ২০,০০০
মোট চলতি সম্পত্তিসমূহ ২,৯০,০০০ ৩,০২,০০০
চলতি দায়সমূহ :
বকেয়া খরচাবলি
১০,০০০
৩০,০০০
প্রদেয় হিসাব ৮৭,০০০ ৯২,০০০
মোট চলতি দায়সমূহ ৯৭,০০০ ১,২২,০০০
আয় বিবরণীতে নিæলিখিত তথ্যাবলি লিছ : বিক্রয় ৩,৫০,০০০ বিক্রীত পণ্যের ব্যয় ৩০,০০০ টাকা এবং পরিচালন ব্যয় ২০,০০০ টাকা।
ক. নিট আয় নির্ণয় করো। ২
খ. চলতি সম্পত্তি ও চলতি দায়সমূহের হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. (পরোক্ষ) পদ্ধতি ব্যবহার করে পরিচালন সংক্রান্ত কার্যাবলির নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৬. ডরিন পাওয়ার লি. প্রতিটি ১০. টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হলো, পরিচালকমণ্ডলী কোম্পানির প্রবর্তকদের তাদের সেবার জন্য ১০,০০০ শেয়ার পূর্ণ পরিশোধিত হিসেবে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ২,০০,০০০ টাকার একটি জমির বিনিময়ে জমির মালিককে পূর্ণ পরিশোধিত শেয়ার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশিষ্ট শেয়ার জনসাধারণের নিকট পূর্ণ পরিশোধিত হিসেবে এককালনি মূল্য গ্রহণের বিনিময়ে বণ্টন করে।
ক. কোম্পানির স্থায়ী সম্পত্তির পরিমাণ কত? ২
খ. লেনদেনগুলোর জন্য কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
গ. ব্যাংক ব্যালেন্স ৭,০০,০০০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৭. বাটা কোম্পানি লি. টাটা কোম্পানি লি. জুতা উৎপাদনকারী দুটি ব্যবসায় প্রতিষ্ঠান। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে তাদের বিশদ আয় বিবরণী ছিল নিæরূপ:
হিসাবের নাম বাটা লি. (টাকা) টাটা লি. (টাকা)
বিক্রয় ১,০০,০০০ ১২,০০,০০০
বাদ : বিক্রীত পণ্যের ব্যয় ৬,৫০,০০০ ৯,০০,০০০
মোট লাভ ৩,৫০,০০০ ৩,০০,০০০
যোগ : পরোক্ষ পরিচালন আয় ৫০,০০০ ৭০,০০০
৪,০০,০০০ ৩,৭০,০০০
বাদ : পরিচালন ব্যয় পরিচালন মুনাফা ১,০০,০০০ ৯০,০০০
৩,০০,০০০ ২,৮০,০০০
বাদ : অপরিচালন ব্যয় নিট মুনাফা ৩০,০০০ ২০,০০০
নিট মুনাফা ২,৭০,০০০ ২,৬০,০০০
অন্যান্য তথ্য: চলতি বছরে মোট সম্পত্তি যথাক্রমে ১৪,৫০,০০০ টাকা ও ১২,০০,০০০ টাকা। চলতি দায় যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ১,৫০,০০০ টাকা এবং দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ যথাক্রমে ৫০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুদ পণ্য ফলাফল ৫০,০০০ টাকা ও ৮৫,০০০ টাকা।
ক. কোম্পানি দুটির বহির্দায়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোন প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের সক্ষমতা যাচাইয়ের অনুপাত নির্ণয় করো। ৪
গ. একজন বিচক্ষণ বিনিয়োগকারী হিসেবে তুমি কোন প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করবে? গাণিতিক মন্তব্য দাও। ৪
৮. প্রাণ কোম্পানির নিæলিখিত তথ্যাবলি দেয়া হলো:
বিবরণ টাকা
ব্যবহৃত কাঁচামাল ৭০,০০০
অসম্পূর্ণ পণ্য (১/৩/২০১৬) ১০,৪০০
অসম্পূর্ণ পণ্য (৩১/৩/২০১৬) ১২,০০০
সম্পূর্ণ প্রস্তুত পণ্য (১/৩/২০১৬) ২৭,০০০
সম্পূর্ণ প্রস্তুত পণ্য (৩০/৩/২০১৬) ১৭,০০০
প্রত্যক্ষ মজুরি ১৬,০০০ ঘণ্টা প্রতি, প্রতি ঘণ্টা ২. টাকা হারে।
প্রত্যক্ষ খরচ ১৪,০০০
পরোক্ষ শ্রম ৮,৪০০
কারখানায় বিবিধ খরচ ১৭,০০০
প্রশাসনিক খরচ ১৪,০০০
বিক্রয় খরচ ৩০,০০০
কারখানায় সরবরাহকৃত বিবিধ দ্রব্যাদি ১৫,০০০
ক. কারখানা উপরিব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. উপরিউক্ত তথ্যাবলি হতে উৎপাদন ব্যয়ের বিবরণী তৈরি করো। ৪
গ. মুনাফা বিক্রয়ের ওপর ২০% হলে উপরিউক্ত তথ্যাবলি হতে বিক্রীত পণ্যের ব্যয়, মোট ব্যয় এবং মুনাফা ও বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
৯. মোস্তফা মার্ট বিপণী বিতানের বেতন বিভাগ হতে ২০১৬. সালের নভেম্বর মাসের তিনজন কর্মচারীর মাসিক বেতন সংক্রান্ত তথ্য নিæরূপ:
বিবরণ কর্মচারীদের নাম
যুথী নীলা নেহা
মূল বেতন (টাকা) ৪০,০০০ ৩২,০০০ ২৪,০০০
ওভার টাইম ১৫. ঘণ্টা ২০ ঘণ্টা ২০ ঘণ্টা
অনুএমাদিত পণ্ঠভিএড´Ÿ ফাএ´£ জমা (মƒল বৈতএনর) ১০% ১০% ১০%
উক্ত মাসে স্বাভাবিক কর্মঘণ্টা ছিল ২০০ ঘণ্টা। অতিরিক্ত সময় কাজ করার জন্য মূল বেতনের দ্বিগুণ হারে বেতন দেয়া হয়। উপরিউক্ত বিষয় ছাড়া প্রত্যেক কর্মচারী কল্যাণ তহবিল মূল বেতনের ১% প্রদান করে। নেহা ৩. দিন বিনা বেতনে ছুটি ভোগ করে।
ক. কর্মচারীদের ওভার টাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। ২
খ. উপর্যুক্ত তথ্য হতে ওভার টাইম মজুরি ছাড়া শ্রমিকদের অন্যান্য অর্জনের মোট পরিমাণ নির্ণয় করো। ৪
গ. উপর্যুক্ত তথ্য হতে মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো। ৪
১০. সুতা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের মালের আগমন ও নির্গমন সংক্রান্ত তথ্যাবলি নিæে দেওয়া হলো।
২০১৬
এপ্রিল ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ১,৬০০ একক প্রতি একক ৬.৫০ টাকা।
” ৭ মাল ক্রয় ১,২০০ একক প্রতি একক ৬.৮০ টাকা করে।
” ১৮ মাল ক্রয় ১,০০০ একক প্রতি একক ৭.২০ টাকা করে।
” ২৬ মাল ক্রয় ১,২০০ একক প্রতি একক ৬.৯০ টাকা করে।
প্রতিষ্ঠানটির প্রতি সপ্তাহের শেষে একই পরিমাণ মাল উৎপাদনের উদ্দেশ্যে গুদাম থেকে কারখানায় ইস্যু করে থাকে। এপ্রিল ২. তারিখে প্রথমবার মাল ইস্যু করা হয়। মাস শেষে সমাপনী উদ্বৃত্তের পরিমাণ ছিল ১,০০০ একক।
ক. এপ্রিল মাসের কোন কোন তারিখে মাল ইস্যু করা হবে তা নির্ণয় করো। ২
খ. প্রতি সপ্তাহে কত একক মাল ইস্যু করা হবে তা নির্ণয় করো। ৪
গ. ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় করো। ৪
১১. শক্তি ব্যাটারির উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২০১৬. সালের উৎপাদন সংক্রান্ত ব্যয় তথ্য নিæরূপ:
বিবরণ টাকা বিবরণ টাকা
পণ্ঠতঞ্ঝপ্ট কাঁচামাএলর বঞ্ঝয় ৩,৬০,০০০ মৈরামত ও রপ্টণাএবপ্টণ বঞ্ঝয় ২০,০০০
শণ্ঠম বঞ্ঝয় ১,৮০,০০০ টৈলিএফান বিল ১৫,০০০
কারখানার কমট্টচারীএদর বৈতন ৪০,০০০ ই´Ÿারএনট বিল ১০,০০০
কারখানার ভাড়া ৬০,০০০ কারখানার বিদুঞ্ঝৎ বিল ৩৫,০০০
অফিস ভাড়া ৩৬,০০০ কারখানার দালান কৈাঠার অবচয় ২০,০০০
অফিস কমট্টচারীএদর বৈতন ৩০,০০০ পএরাপ্ট মাল ৫,০০০
শৈা র‚ম খরচ ২৫,০০০ অফিস য¯্যপাতির অবচয় ১২,০০০
ক. আধা পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪.
দিনাজপুর বোর্ডের শীর্ষস্থানীয় কলেজের ২০১৭. সালের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র
৪৬. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. প্রভাতি কোম্পানি লি.
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৫
বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন ৫,০০,০০০
প্রাপ্য ও প্রদেয় ৬৩,৫০০ ২৫,০০০
বিমা ২,৫০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ১৫,০০০
সংরক্ষিত আয় (১.১.১৫) ১৭,৫০০
১০% সঞ্চয়পত্র (১.৪.১৫) ৫০,০০০
ক্রয় ও বিক্রয় ৭৭,০০০ ১,৬৭,০০০
আন্তঃপরিবহন ২,০০০
সাধারণ খরচ ৭,৫০০
বেতন ২০,০০০
শুল্ক ৪,০০০
অফিস সরঞ্জাম ৩,০০,০০০
ব্যাংক জমা ১,৬৩,৫০০
অনাদায়ী পাওনা ৪,৫০০
৭,০৯,৫০০ ৭,০৯,৫০০
অন্যান্য তথ্য: র. সমাপনী মজুদ পণ্য ১৩,০০০ টাকা, রর. অনাদায়ী পাওনা ৩,৫০০ টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ১০% ধার্য করতে হবে, ররর. অব্যবহৃত মনিহারি ৫০০ টাকা, রা. শেয়ারহোল্ডারদের জন্য ৫% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, া. আয়করের ভবিষ্যৎ ব্যবস্থা স্বরূপ ১২,০০০ টাকা সংরক্ষণ করতে হবে।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. ২০১৫. সালের মোট লাভ ৬৫,০০০ টাকা বিবেচনাপূর্বক নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. ৩১. ডিসেম্বর ২০১৫. তারিখের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
২. স্বপ্নলোক লিমিটেড প্রতিটি ৫০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। ২০১২. সালের ডিসেম্বর ৩১. তারিখে কোম্পানির রেওয়ামিলটি ছিল নিæরূপ−
স্বপ্নলোক লিমিটেড
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১২
ক্রমিক নং হিসাবের নাম খ: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট টাকা
১. শেয়ার মূলধন: ৮,০০০ শেয়ার, সম্পূর্ণরূপে তলবকৃত ৪,০০,০০০
২. শেয়ার অধিহার ৩০,০০০
৩. প্রাথমিক খরচ ৩০,০০০
৪. অফিস সরঞ্জাম ৫০,০০০
৫. প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৪৪,০০০ ৩৫,০০০
৬. নগদ তহবিল ও ব্যাংকে জমা ১,২৮,০০০
৭. কলকব্জা ও যন্ত্রপাতি ২,৫০,০০০
৮. সাধারণ সঞ্চিতি তহবিল ৬০,০০০
৯. নিট আয় (৩১.১২.১২) ৭৫,০০০
১০. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ৬৭,০০০
১১. রক্ষিত আয় ২৫,০০০
১২. সমাপনী মজুদ পণ্য ৪০,০০০
১৩. ১০% ঋণপত্র ১,০০,০০০
১৪. ১২% বিনিয়োগ ১,৫০,০০০
১৫. সুনাম ৫০,০০০
৭,৬৭,০০০ ৭,৬৭,০০০
সমন্বয়সমূহ: ১. শেয়ার অধিহার দ্বারা সুনাম অবলোপন করো। ২. সঞ্চিতি তহবিল ২০,০০০ দ্বারা বৃদ্ধি করো। ৩. কোম্পানি শেয়ারহোল্ডারদের ১০% লভ্যাংশ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ক. ঘোষণাকৃত লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বছর শেষে রক্ষিত আয়ের পরিমাণ কত হবে দেখাও। ৪
গ. ৩১.১২.১২. তারিখে মোট দায় ও মালিকানা তহবিল নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩. অফিসার্স ক্লাব ৩১. ডিসেম্বর ২০১৬. তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও পরিশোধ হিসাব:
অফিসার্স ক্লাব
প্রাপ্তি ও পরিশোধ হিসাব
৩১. ডিসেম্বর ২০১৬. তারিখে সমাপ্ত বছরের
পণ্ঠাক্রি¦সমƒহ টাকা পণ্ঠদানসমƒহ টাকা
হাএত নগদ ও বঞ্ঝাংক জমা ৫৬,০০০ সজ্ঞঞ্ছানি ও ভাতা ৩৭,৪০০
চাঁদা পণ্ঠাক্রি¦ ১,০০,০০০ মৈরামত খরচ ১০,০০০
ভতিট্ট ফি ২১,৪০০ ডাক ও তার ১২,০০০
অনুদান ৫০,০০০ পু’¦ক কত্থয় ৫৪,০০০
বিনিএয়াএগর সুদ ২৪,০০০ আসবাবপষ্ণ (১.৭.২০১৬) ৫০,০০০
পুরাতন আসবাবপষ্ণ বিকত্থয় (বহিঃ মƒলঞ্ঝ ৫,০০০ টাকা)
৬,০০০
হাএত নগদ ও বঞ্ঝাংএক জমা ৮২,০০০
২,৫১,৪০০ ২,৫১,৪০০
অন্যান্য তথ্য: ১. ২০১৬. সালের ১. জানুয়ারি উক্ত প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়সমূহ ছিল: জমি ও দালান ৩,৫০,০০০ টাকা, আসবাবপত্র ৫৫,০০০ টাকা, ১৫% বিনিয়োগ ২,০০,০০০ টাকা, অগ্রিম প্রাপ্ত চাঁদা ২,৪০০ টাকা, ২. বিগত বছরের বকেয়া চাঁদা ৪,০০০ টাকা এবং পরবর্তী বছরের অগ্রিম চাঁদা ৬,০০০ টাকা প্রাপ্ত চাঁদার অন্তর্ভুক্ত আছে। পক্ষান্তরে চলতি বছরের চাঁদা ৮,২০০ টাকা এখনও অনাদায়ী রয়েছে, ৩. সম্মানি ও ভাতা বিগত বছরের ২,০০০ টাকা চলতি বছর পরিশোধ করা হয়। চলতি বছরের ভাতা ৩,০০০ টাকা অপ্রদত্ত রয়েছে, ৪. আসবাবপত্রের সমাপনী উদ্বৃত্তের ওপর ১০% অবচয় ধার্য করো ৫. অনুদানের অর্ধাংশ ও ভর্তি ফির এক-তৃতীয়াংশ মূলধন জাতীয় প্রাপ্তি বিবেচনা করতে হবে।
ক. ২০১৬. সালে চাঁদা বাবদ আয় কত তা নির্ণয় করো। ২
খ. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. ৩১.১২.২০১৬. তারিখে সমাপ্ত বছরের আয়-ব্যয় হিসাব প্রস্তুত কর ৪
৪. ক, খ ও গ একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ৫. ঃ ৩. ঃ ২. হারে বণ্টন করে। ২০১২. সালের ৩১. ডিসেম্বর তারিখে অংশীদারদের নগদ উত্তোলন, লাভের অংশ এবং বেতন বাবদ প্রয়োজনীয় সমন্বয়সাধনের পর তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল নিæরূপ: ক-৩৫,০০০ টাকা, খ-৩০,০০০ টাকা ও গ-২৫,০০০ টাকা। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে, অংশীদারি দলিলে বিধান থাকলেও অংশীদারদের মূলধন ও নগদ উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্যকরণ বাদ পড়েছে। আরও দেখা গেল যে, গ-ব্যবসায় হতে ১,০০০ টাকা মূল্যের পণ্য গ্রহণ করেছে, যা হিসাবভুক্ত হয় নি। ক-এর বার্ষিক বেতন ৭,২০০ টাকা চার্জ করার পর ২০১২. সালের ৩১. ডিসেম্বর তারিখে ব্যবসায়ের লাভ ২৭,০০০ টাকায় উপনীত হয়েছিল। অংশীদারগণের উত্তোলনের পরিমাণ ছিল ক-১০,০০০ টাকা, খ- ৬,০০০ টাকা ও গ-৪,০০০ টাকা। অংশীদারগণ ব্যবসায়ের মোট মূলধন ১,০০,০০০ টাকায় রাখতে লাভ-লোকসান বণ্টন অনুপাতে তাদের নিজ নিজ মূলধন সমন্বয়সাধন করতে সম্মত হয়।
ক. প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৫. কপোতাক্ষ লিমিটেডের ২০১৫. সালের আয় বিবরণী ও অন্যান্য তথ্যাবলি নিæরূপ:
কপোতাক্ষ লিমিটেড
আয় বিবরণী
৩১. ডিসেম্বর ২০১৫. সালের সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
রাজস্ব ৬৫,৮৩,০০০
বাদ: পরিচালন ব্যয় (অবচয় বাদে) ৪৯,২০,০০০
অবচয় ৮,৮০,০০০ ৫৮,০০,০০০
কর পূর্ব আয় ৭,৮৩,০০০
বাদ: আয়কর ৩,৫৩,০০০
কর পরবর্তী আয় ৪,৩০,০০০
নিæে কতিপয় সম্পত্তি ও দায়ের প্রারম্ভিক ও সমাপনী জের দেয়া হলো।
বিবরণ সমাপনী প্রারম্ভিক
নগদ ৬,৭২,০০০ ১,৩০,০০০
প্রাপ্য হিসাব ৭,৭৫,০০০ ৬,১০,০০০
মজুদ পণ্য ৮,৩৪,০০০ ৮,৬৭,০০০
প্রদেয় হিসাব ৫,২১,০০০ ৫,০১,০০০
অন্যান্য তথ্যাবলি: একটি মেশিন ২,৭০,০০০ টাকায় বিক্রয় করা হয় এবং অন্য একটি মেশিন ৭,৫০,০০০ টাকায় ক্রয় করা হয়।
ক. পরিচালন ব্যয়ের জন্য নগদ কত টাকা প্রদান করা হয় তা নির্ণয় কর? ২
খ. পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ নির্ণয় করো। (পরোক্ষ পদ্ধতিতে) ৪
গ. বিনিয়োগ সংক্রান্ত নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৬. তৃষা লি. প্রতিটি ১০. টাকা মূল্যের ১০,০০,০০০ শেয়ার নিয়ে যাত্রা শুরু করলো। কোম্পানির সাধারণ সভায় এক-চতুর্থাংশ (১/৪) শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রচারপত্র ইস্যুর প্রেক্ষিতে ২,৫৫,০০০ শেয়ারের আবেদন গৃহীত হলো। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করে শেয়ারগুলো যথাযথভাবে বিলি করা হলো। ক. অতিরিক্ত আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও টাকার পরিমাণ নির্ণয় করো। ২
খ. ব্যাংক হিসাব প্রস্তুত করো। ৪
গ. অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৭. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুত লাবিব লিমিটেড-এর আর্থিক তথ্যাবলি নিæে দেয়া হলো:
উদ্বর্তপত্র
৩১. ডিসেম্বর ২০১৬
দায়সমƒহ টাকা সজ্ঞক্সদসমƒহ টাকা
পণ্ঠএদয় নৈাটস ১,০০,০০০ বঞ্ঝাংএক জমা ১,৫০,০০০
পণ্ঠএদয় হিসাবসমƒহ ৩,০০,০০০ মজুদ পণঞ্ঝ ৩,০০,০০০
১০% ঋণপষ্ণ ৪,০০,০০০ পণ্ঠাপঞ্ঝ হিসাবসমƒহ ৩,৫০,০০০
আয় বিবরণী (নিট মুনাফা) ৬,০০,০০০ আসবাবপষ্ণ ৪,০০,০০০
শৈয়ার মƒলধন ১২,০০,০০০ ভৃমি ও দালানএকাঠা ১৪,০০,০০০
২৬,০০,০০০ ২৬,০০,০০০
বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল ৪০,০০,০০০ টাকা।
ক. কার্যকরী মূলধন নির্ণয় করো। ২
খ. প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় কর ও মন্তব্য লিখ। ৪
গ. নিট লাভ ও দায়-মালিকানা অনুপাত নির্ণয় করো। ৪
৮. ২০১৫. সালের ৩১. ডিসেম্বর সমাপ্ত বছরের নিলিমা লিমিটেড-এর ব্যয় তথ্য দেয়া হলো:
বিবরণ টাকা
ব্যবহৃত কাঁচামাল ৫০,০০০
অর্ধ সমাপ্ত (১.১.১৫) ৫,২০০
অর্ধ সমাপ্ত পণ্য (৩১.১২.১৫) ৬,৫০০
প্রস্তুতকৃত পণ্য (১.১.১৫) ১২,০০০
প্রস্তুতকৃত পণ্য (৩১.১২.১৫) ৮,৫০০
প্রত্যক্ষ মজুরি ২৪,০০০ ঘণ্টা, প্রতি ঘণ্টা ২. টাকা করে।
প্রত্যক্ষ খরচ ৮,২০০
পরোক্ষ কাঁচামাল ৪,২০০
কারখানার সরবরাহকৃত বিবিধ দ্রব্য ৪,৫০০
পরোক্ষ শ্রম ৯,০০০
কারখানার বিবিধ খরচ ৭,০০০
প্রশাসনিক খরচ ১৫,০০০
বিক্রয় খরচ ১০,০০০
ক. মুখ্য ব্যয় নির্ণয় করো। ২
খ. মুখ্য ব্যয় দিয়ে আরম্ভ করে ব্যয় বিবরণীর মাধ্যমে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. বিক্রয় মূল্য ১,৯৭,৬২৫. টাকা ধরে মুনাফা নির্ণয় করো। ৪
৯. কাজী, বাবু ও সাগর তিনজন শ্রমিক। নিæে তাদের তথ্যাবলি দেয়া হলো:
সাপ্তাহিক কর্ম সময় ৪৮. ঘণ্টা
ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন ১২. একক
ঘণ্টা প্রতি নিয়মিত মজুরি ৬. টাকা
মঞ্জুরিকৃত মজুরির হার:
প্রমাণ উৎপাদনের নিচে কার্য হারের ৮০%
প্রমাণ উৎপাদনের সমান কার্য হারের ১০০%
প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্য হারের ১২০%
কাজী, বাবু ও সাগর এর প্রকৃত উৎপাদন: কাজী = ৫৮০ একক, বাবু = ৫৭৬. একক, সাগর = ৫৭০ একক।
ক. একক প্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় কর? ২
খ. একক প্রতি মঞ্জুরিকৃত মজুরির হার নির্ণয় করো। ৪
গ. মজুরি বিবরণী তৈরি করে শ্রমিকের মোট মজুরি দেখাও। ৪
১০. আলিফ গার্মেন্টস লি. গুদামের তথ্যাবলি নিæে উপস্থাপন করা হলো:
২০১৫
মার্চ ১ প্রারম্ভিক মজুদ ৫০০ একক প্রতি একক ২০০ টাকা দরে।
” ৩ প্রাপ্তি ২৫০ একক প্রতি একক ১৮০ টাকা দরে।
” ১০ কারখানায় ইস্যু ৪০০ একক।
” ১৩ কারখানায় ইস্যু ২১০. একক।
” ১৫ প্রাপ্তি ২৪০ একক প্রতি একক ২২০ টাকা দরে।
” ১৭ কারখানা হতে ফেরত প্রাপ্তি ১৫. একক ১৩. তারিখের ইস্যু হতে।
” ২০ কারখানায় ইস্যু ১০০ একক।
” ২১ মজুদ পরীক্ষা করে ১০. একক ঘাটতি দেখা গেল।
” ২৫ প্রাপ্তি ৩৩০ একক প্রতি একক ২৫০ টাকা দরে।
” ২৯ ২৫. তারিখে ক্রয়কৃত মালের ১০০ একক পাওনাদারকে ফেরত দেওয়া হলো।
ক. নিট ক্রয়কৃত মালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ১, ৩, ১০, ১৫, ২০ ও ২১. তারিখের লেনদেন অবলম্বনে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ১, ১৩, ১৫, ১৭, ২০ ২৫. ও ২৯. তারিখের লেনদেন অবলম্বন ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
১১. স্বর্ণা ট্রেডার্সের তথ্যাবলি নিæরূপ:
বিক্রয় (প্রতি একক) ৫৬
প্রত্যক্ষ মাল ব্যয় (প্রতি একক) ১৮
প্রত্যক্ষ মজুরি (প্রতি একক) ১২
একক প্রতি কারখানা উপরিব্যয় ১০
স্থায়ী ব্যয় ২,৪০,০০০
প্রকৃত বিক্রয় ২০,০০০ একক
ক. একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো। ২
খ. একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন এবং সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় করো। ৪
গ. নিরাপত্তা প্রান্ত একক এবং মোট মুনাফা নির্ণয় করো। ৪.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।