হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৫৩-৫৪ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৫৩. চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃ কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. সোনালী কোম্পানি লিমিটেড প্রতিটি ১০. টাকা মূল্যের ৪০,০০০ শেয়ারে বিভক্ত ৪,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে উক্ত কোম্পানির রেওয়ামিল ছিল নিæরূপ:
সোনালী কোম্পানি লিমিটেড
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
হিসাএবর নাম টাকা হিসাএবর নাম টাকা
পণ্ঠারজ্ঞি¿ক মজুদ ৪০,০০০ শৈয়ার মƒলধন (২৫,০০০ শৈয়ার) ২,৫০,০০০
কলকষ্ঠা ২,০০,০০০ শৈয়ার অধিকার ৩০,০০০
বিনিএয়াগ ২,০০,০০০ সাধারণ সম্ফিতি ৪০,০০০
সুনাম ১,০০,০০০ অবাদিকতে লভঞ্ঝাংশ ১০,০০০
অ¯¦বট্টতট্টীকালীন লভঞ্ঝাংশ ১৫,০০০ ঋণপষ্ণ ৬০,০০০
পণ্ঠাপঞ্ঝ হিসাব ১,২০,০০০ পণ্ঠএদয় হিসাব ৫০,০০০
কত্থয় (১৫% ভঞ্ঝাটসহ) ২,৩০,০০০ বিকত্থয় (১৫% ভঞ্ঝাটসহ) ৪,৬০,০০০
ভঞ্ঝাট চলতি হিসাব ৩৫,০০০ রপ্টিত আয় বিবরণীর জৈর (১.১.২০১৬) ৪০,০০০
৯,৪০,০০০ ৯,৪০,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন হয়েছে ৯৬,০০০ টাকা। উক্ত মজুদের মধ্যে ৬,০০০ টাকা মূল্যের আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে এবং বিমা কোম্পানি ৪,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি আছে। ২. শেয়ার অধিহার সুনামের সাথে সমন্বয় পূর্বক অবলোপন করতে হবে। ৩. সাধারণ সঞ্চিতি বৃদ্ধি করে ৫০,০০০ টাকা করতে হবে। ৪. আয়কর সঞ্চিতি ১০,০০০ টাকা রাখতে হবে।
ক. ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি বছরের মোট মুনাফা নির্ণয় করো। ৪
গ. সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ২,৫৯,০০০ টাকা ধরে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
২. শাপলা লি.-এর ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখের রেওয়ামিলটি নিæরূপ:
শাপলা লি.
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৫
হিসাএবর নাম টাকা হিসাএবর নাম টাকা
নগদ তহবিল ৩৫,০০০ বঞ্ঝাংক জমাতিরিন্ঠ ৫০,০০০
য¯্যপাতি ২,৫০,০০০ পণঞ্ঝ বিকত্থয় ৪,৫০,০০০
পণ্ঠারজ্ঞি¿ক মজুদ ৩০,০০০ ফৈরত ১৫,০০০
পণঞ্ঝ কত্থয় ৩,৫০,০০০ শৈয়ার মƒলধন (৪০০০ শৈয়ার) ৪,০০,০০০
এফরত ১০,০০০ পণ্ঠএদয় হিসাব ৬৩,০০০
মজুরি ২০,০০০
অফিস খরচ ১০,০০০
বিলজ্ঞিঙ্কত বিæাপন ৮,০০০
পণ্ঠাপঞ্ঝ হিসাব ৮০,০০০
অনাদায়ী পাওনা ৩,০০০
১০% বিনিএয়াগ (১.১০.১৫) ১,২০,০০০
সুনাম ৬২,০০০
৯,৭৮,০০০ ৯,৭৮,০০০
অন্যান্য তথ্য: ১. সমাপনী মজুদ পণ্যের মূল্য ৫০,০০০ টাকা, যার বাজারমূল্য ৫৪,০০০ টাকা। ২. প্রাপ্য হিসাবের মোট ১০,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট টাকার উপর ৫% ধরে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। ৩. বিলম্বিত বিজ্ঞাপনের অর্ধাংশ অবলোপন করতে হবে। ৪. শেয়ার মূলধনের উপর ২০% হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ আয় বিবরণীতে কত টাকা চার্জ হবে? ২
খ. ২০১৫. সালের ৩১. ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের আয়-বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখের মোট চলতি সম্পত্তি ও মোট চলতি দায় নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩. নবীন সংঘ-এর ৩১. ডিসেম্বর, ২০১৬. সালের প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া হলো:
নবীন সংঘ-এর
প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১. ডিসেম্বর ২০১৬ইং
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
প্রারম্ভিক উদ্বৃত্ত ১৫,০০০ বেতন (২/৩) ৬,০০০
চাঁদা: সাধারণ খরচ ৮,০০০
২০১৫ ৮০০ পৌরকর ৬০০
২০১৬ ২০,০০০ দান খয়রাত ২,৫০০
২০১৭ ৯০০ ৬% সিকিউরিটি ক্রয় ২০,০০০
অনুদান ৫,০০০ বিদ্যুৎ খরচ ১,৫০০
টিকিট বিক্রয় ১০,০০০ সমাপনী উদ্বৃত্ত ১৩,৬০০
পুরাতন কাগজ বিক্রয় ৫০০
৫২,২০০ ৫২,২০০
অন্যান্য তথ্য: ১. ক্লাবের মোট সদস্য ৫০০ জন যাদের প্রত্যেকে বাৎসরিক চাঁদা দেয় ৫০ টাকা করে। ২. বাৎসরিক পৌরকর ৬০০ টাকা যা প্রত্যেক বছর ৩২শে মার্চ পর্যন্ত অগ্রিম পরিশোধ করা হয়। ৩. দালানের মূল্য ৫০,০০০ টাকা, অবচয়ের হার ৫%। ৪. সিকিউরিটির ৬. মাসের সুদ বকেয়া রয়েছে।
ক. মোট বেতনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. নবীন সংঘ-এর প্রাম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. উদ্বৃর্তপত্রের সম্পদ পার্শ্বের দফাগুলোর যোগফল নির্ণয় করো। ৪
৪. অ, ই ও ঈ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ২. ঃ ২. ঃ ১. অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৬. সালের ১. জানুয়ারি তাদের মূলধন ছিল, যথাক্রমে ২,৫০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা এবং ১,৫০,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। ‘ঈ’ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় হতে বছরে ২৪,০০০ টাকা বেতন পাবেন। ই ব্যবসায়ে ১.৭.২০১৬. তারিখে ৫০,০০০ টাকা ঋণ আনায়ন করেন। অংশীদারগণ প্রত্যেকে কারবার থেকে প্রতি মাসের শুরুতে ২,০০০ টাকা করে নগদ উত্তোলন করেন। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ ১,৬০,৫৫০ টাকায় উপনীত হয়।
ক. ই এর ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অ এবং ঈ এর মূলধন হিসাব তৈরি করো। ৪
৫. বাটা কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা যার প্রতিটি ১০০ টাকা মূল্যের শেয়ার। একটি জমি ক্রয়ের জন্য ১,০০০ শেয়ার ইস্যু করা হয়। ১০% বাট্টায় ৬,৫০০ শেয়ার জনগণের উদ্দেশ্যে ইস্যু করা হয়। ৮,০০০ শেয়ারের জন্য আবেদন পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হয়।
ক. শেয়ার বাট্টার পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা লিখ। (ব্যাখ্যার প্রয়োজন নেই) ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৬. ফুয়াদ কোং লি.-এর ২০১৪. সালের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
বিবরণ টাকা
তৈরি মজুদ পণ্য (১.১.২০১৩) ৪০০০ একক ২০,০০০
ব্যবহৃত কাঁচামাল ১,২০,০০০
মজুরি ৭২,০০০
কারখানা উপরিখরচ ২৪,০০০
প্রশাসনিক খরচ ৪৮,০০০
বিক্রয় ও বিতরণ খরচ ২০,০০০
২০,০০০ একক দ্রব্য বিক্রয় হয়। ব্যবসায়ের অর্জিত লাভ বিক্রয়ের ওপর ২০%। তৈরি পণ্যের সমাপনী মজুদ (৩১.১২.১৩) ৮,০০০ একক।
ক. উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো। ২
খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. আয় বিবরণী প্রস্তুত করো। ৪
৭. হাসান ও হোসেন একই ধরনের ব্যবসায়ে নিয়োজিত। তাদের আয় বিবরণী ও অন্যান্য তথ্যাবলি দেয়া হলো−
আয় বিবরণী
৩১. ডিসেম্বর, ২০১৫. তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ হাসান (টাকা) হোসেন (টাকা)
বিক্রয় ৮,০০,০০০ ২,০০,০০০
বাদ: বিক্রীত পণ্যের ব্যয় ৬,৫০,০০০ ১,৩০,০০০
মোট লাভ ১,৫০,০০০ ৭০,০০০
বাদ: পরিচালন ব্যয় ৯৫,০০০ ৩০,০০০
নিট লাভ ৫৫,০০০ ৪০,০০০
হাসান ও হোসেনের সংশ্লিষ্ট বছরে গড় মজুদ পণ্যের ক্রয়মূল্য ছিল যথাক্রমে ৭০,০০০ টাকা এবং ১০,০০০ টাকা।
ক. মোট মুনাফা অনুপাত নির্ণয় করো। ২
খ. মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
গ. নিট লাভ অনুপাত নির্ণয় কর এবং মন্তব্য কর কে অধিক লাভজনক ব্যবসায় করে। ৪
৮. হা মীম গ্র“পে ৩. জন শ্রমিক সম্পর্কিত তথ্যাবলি নিæরূপ: র. প্রতিষ্ঠানের মূল মজুরির হার, ঘণ্টা প্রতি ১০. টাকা। রর. ওভারটাইম মজুরি, ঘণ্টাপ্রতি মূল মজুরির ২. গুণ। ররর. মহার্ঘভাতা, মূল মজুরির ৫০%। রা. বাড়ি ভাড়া ভাতা, মূল মজুরির ৫০%। া. প্রভিডেন্ট ফান্ডে জমা, মূল মজুরির ১০%।
২০১৫. সালের ডিসেম্বর মাসের ১ম সপ্তাহে শ্রমিকরা নিæোক্ত শ্রম ঘণ্টা কাজ করেছে−
ক্রমিক নং শ্রমিকের নাম স্বাভাবিক কর্মঘণ্টা অতিরিক্ত কর্মঘণ্টা
১. শাপলা ৫০ ১৫
২. বেলী ৫০ ২০
৩. জবা ৫০ ১২
ক. শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ কত? ২
খ. শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. উক্ত সপ্তাহে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধ্য নিট মজুরির পরিমাণ নির্ণয় করো। ৪
৯. সালমা কসমেটিক্স লি.-এর কারখানার একটি গুদামে ২০১৪. সালের জুন মাসে কাঁচামালের আগমন ও নির্গমন নিæরূপ:
তারিখ বিবরণ একক হার
জুন ১ প্রারম্ভিক জের ১০০০ ১০
” ৭ ক্রয় ৫০০ ৯
” ১২ ইস্যু ৭০০ –
” ১৪ ক্রয় ৩০০ ৮
” ২০ ইস্যু ৮০০ –
” ৩০ ইস্যু ৩০০ –
ক. মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. খওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
১০. মেট্রো লিমিটেড-এর তথ্যসমূহ নিæরূপ ছিল:
বিক্রয় ৮,০০,০০০ টাকা
স্থায়ী ব্যয় বিক্রয়ের ২০%
পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের ৫০%
ক. মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কন্ট্রিবিউশন মার্জিন এবং মুনাফা নির্ণয় করো। ৪
গ. সমচ্ছেদ বিক্রয় এবং নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। ৪
১১২০১৫. সালের ৩১. মার্চের রূপসা কোং লি.-এর তথ্যাবলি দেয়া হলো:
বিবরণ টাকা
নিট আয় ৩,৭৫,০০০
প্রদেয় হিসাবকে দেয়া হলো ৪,০০,০০০
বন্ড পরিশোধ ২,০০,০০০
সুনাম অবলোপন ৩০,০০০
সরঞ্জাম বিক্রয় জনিত লাভ ১৫,০০০
বন্ড বিক্রয় ৩,০০,০০০
ভ‚মি ক্রয় ৫,০০,০০০
ভ‚মি বিক্রয় ৬,০০,০০০
সরঞ্জাম ক্রয় ৩,০০,০০০
অগ্রাধিকার শেয়ার ইস্যু ৫,০০,০০০
সাধারণ শেয়ার ইস্যু ১০,০০,০০০
প্রাপ্য হিসাব থেকে আদায় ৭,০০,০০০
আসবাবপত্র বিক্রয় ১,০০,০০০
ক. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ২
খ. বিনিয়োগ কার্যক্রমে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ৪
গ. অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ৪.
৫৪. বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. জনতা লি.
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত ৩,০০,০০০
মূলধন (১০. টাকা মূল্যের ৩০,০০০ শেয়ার)
আসবাবপত্র ও সরঞ্জাম ১,০০,০০০
প্রাপ্য হিসাব ৪০,০০০
সুনাম ১,৫০,০০০
নগদ ৫০,০০০
মজুদ পণ্য (৩১-১২-২০১৬) ৪০,০০০
৯% বন্ড ৬০,০০০
সঞ্চিতি তহবিল ২,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ২০,০০০
বিশদ আয় বিবরণীর জের (৩১-১২-২০১৬) ৭,০০০
সংরক্ষিত আয় বিবরণীর জের (১-১-২০১৬) ২৩,০০০
অগ্রিম ভাড়া ১২,০০০
আয়কর ১৫,০০০
আয়কর ফেরত ৫০০
দাবিহীন লভ্যাংশ ১৯,৫০০
প্রদেয় হিসাব ১৫,০০০
৪,২৭,০০০ ৪,২৭,০০০
সমন্বয়সমূহ: ১. শেয়ার প্রতি ২. টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। ২. দাবিহীন লভ্যাংশের অর্ধেক অবলোপন করতে হবে। ৩. ৯% বন্ড বছরের মাঝামাঝি সময়ে ইস্যু করা হয়। ৪. অন্তর্বর্তী লভ্যাংশ চ‚ড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশের সাথে সমন্বয় করতে হবে।
ক. বন্ডের ওপর পরিশোধিত সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বছর শেষে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণীর ছকে ৩১. ডিসেম্বর, ২০১৬. তারিখে শেয়ার মূলধন, সঞ্চিতি ও উদ্বৃত্ত এবং মোট দায়ের পরিমাণ দেখাও। ৪
২. ফুয়াং ফুড কোম্পানি লি. প্রতি শেয়ার ১০. টাকা মূল্যের ১০,০০০ শেয়ার বিভক্ত ১,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিæরূপ:
ফুয়াং ফুড কোম্পানি লি.
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৩
ক্রমিক নং হিসাবের নাম খ: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট টাকা
১. শেয়ার মূলধন (৮,০০০ শেয়ার) ৮০,০০০
২. প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ২৫,০০০ ১২,০০০
৩. ইজারা সম্পত্তি (১০. বছর) ১০,০০০
৪. ক্রয় ও বিক্রয় ৬০,০০০ ১,২৫,০০০
৫. দালানকোঠা ৪০,০০০
৬. কলকব্জা ৬০,০০০
৭. মজুরি ৬,০০০
৮. বেতন ১৭,০০০
৯. ভাড়া ৫,০০০
১০. অনাদায়ী পাওনা ১,৩০০
১১. পণ্য ফেরত ৪,০০০ ৩,০০০
১২. আয়কর ৫,০০০
১৩. লভ্যাংশ প্রদান ১৫,০০০
১৪. সংরক্ষিত আয় ৪০,০০০
১৫. ব্যাংক জমা ১১,৭০০
২,৬০,০০০ ২,৬০,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৩৫,০০০ টাকা। ২. বকেয়া মজুরি ৫০০ টাকা এবং বকেয়া ভাড়া ১,০০০ টাকা। ৩. প্রাপ্য হিসাবের ওপর ১০% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। ৪. দালানকোঠার ওপর ৫% এবং কলকব্জার ওপর ১০% অবচয় ধার্য করতে হবে। ৫. সঞ্চিতি তহবিলে ৫,০০০ টাকা স্থানান্তর করতে হবে। ৬. শেয়ার প্রতি ২. টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. নিট আয় ৫৬,৭০০ টাকা হলে, কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. সংরক্ষিত আয় ৫৫,৭০০ টাকা হলে, কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। ৪
খ বিভাগ
৩. মিরসরাই সমতা সংঘ-এর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæে দেওয়া হলো:
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
নগদ তহবিল ১,৫০০ বেতন ও সম্মানী ২৫,০০০
চাঁদা : ২০১৫ ১,০০০ ১০% বিনিয়োগ
(১-৪-২০১৬) ২৫,০০০
২০১৬ ৮৪,০০০
২০১৭ ২,৭০০ ছাপা ও মনিহারি ৬,৭৪০
প্রবেশ ফি ৩,২৫০ খেলাধুলার সরঞ্জাম ক্রয় ১০,০০০
মেরামত ও নবায়ন ৭,৫৩০
ছাত্রবৃত্তি প্রদান ১২,৫০০
সমাপনী নগদ তহবিল ও ব্যাংক জমা ৫,৬৮০
৯২,৪৫০ ৯২,৪৫০
সমন্বয় ও অন্যান্য তথ্য: ১. ছাপা ও মনিহারি খরচ ৪,০০০ টাকা বিগত বছরের এবং চলতি বছরের ছাপা বাবদ ২,৫০০ টাকা এখনও বকেয়া রয়েছে। ২. ক্লাবের মোট সদস্য সংখ্যা ৮৫০ জন, প্রত্যেকের বার্ষিক চাঁদার হার ১০০ টাকা।
ক. ৩১. ডিসেম্বর, ২০১৫. তারিখে মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মিরসরাই সমতা সংঘের ২০১৬. সালের আয়-ব্যয় হিসাব তৈরি করো। ৪
গ. উক্ত সংঘের ৩১. ডিসেম্বর, ২০১৬. তারিখের উদ্বৃত্তপত্র প্রস্তুত করো। ৪
৪. ‘মেট্রো নিটিং লিমিটেড’ ২০১৫. সালে ২,৫০০ একক পণ্য উৎপাদনের জন্য নিলিখিত খরচগুলো সম্পাদন করে:
বিবরণ টাকা
ব্যবহৃত কাঁচামালের ব্যয় (৫৮০ ূ প্রতি একক) ১৪,৫০,০০০
কারখানার ভাড়া ও কর ৮,০০,০০০
কারখানা প্রকৌশলীর বেতন ১,৫০,০০০
পণ্য গবেষণা ও উন্নয়ন ব্যয় ১০,০০,০০০
বিক্রয়কর্মীর বেতন ৭,০০,০০০
যন্ত্রপাতির অবচয় (১৮. মেশিন কার্যঘণ্টা) ৯০,০০০
কারখানা শ্রমিকের কল্যাণ ব্যয় ৮০,০০০
শ্রমিকদের জন্য বিমা ১,২০,০০০
কারখানার অন্যান্য ব্যয় ৬,০০,০০০
ক. কত একক কাঁচামাল ব্যবহৃত হয়েছে? ২
খ. মোট কারখানা উপরিব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. এককপ্রতি স্থায়ী ব্যয় নির্ণয় করো। ৪
৫. দিগন্ত কোম্পানি লিমিটেড-এর আর্থিক অবস্থার বিবরণী ও অন্যান্য তথ্যাবলি দেয়া হলো:
দায়সমূহ টাকা সম্পদসমূহ টাকা
শেয়ার মূলধন ২,০০,০০০ ভ‚মি ও দালানকোঠা ২,০০,০০০
লাভ-লোকসান হিসাব ৮০,০০০ আসবাবপত্র ৪০,০০০
১৫% ঋণপত্র ৫০,০০০ মজুদ পণ্য ৭০,০০০
প্রদেয় হিসাব ৬০,০০০ প্রাপ্য হিসাব ৬৫,০০০
প্রদেয় নোট ২০,০০০ নগদ তহবিল ৩০,০০০
অগ্রিম খরচ ৫,০০০
৪,১০,০০০ ৪,১০,০০০
অন্যান্য তথ্য: প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ ৮০,০০০ টাকা। মোট লাভের পরিমাণ ৭৫,০০০ টাকা। বিক্রয়ের পরিমাণ ৫,০০,০০০ টাকা যার ৮০% ধারে বিক্রয়।
ক. বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো। ৪
গ. ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কিত দুটি অনুপাত নির্ণয় করো। ৪
৬. এসিআই কোম্পানি ৫০,০০০ শেয়ারে বিভক্ত ৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনসহ রেজিস্ট্রিকতৃ হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০,০০০ শেয়ার ১৫. টাকা করে বিক্রি করার উদ্দেশ্যে পত্রিকার বিবরণীপত্র ইস্যু করে। এক্ষেত্রে ৩৫,০০০ শেয়ারের আবেদনের অর্থ জমা পড়ে। ইস্যুকৃত শেয়ারের অর্থ যথারীতি আবণ্টিত হয় এবং অতিরিক্ত শেয়ারের টাকা ফেরত দেওয়া হয়। কোম্পানি ৫,০০০ শেয়ার দিয়ে একটি জমি ক্রয় করেন যার মূল্য ৭৫,০০০ টাকা।
ক. প্রতিটি শেয়ারের অভিহিত মূল্যের পরিমাণ ও শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির ব্যাংক হিসাব প্রস্তুত করো। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৭. নিম্নের সংগৃহীত তথ্যাবলি মোহনা লি.-এর ২০০৮. সালের ডিসেম্বর মাস সংক্রান্ত:
বিবরণ টাকা
কাঁচামাল ক্রয় ৩,৭০,০০০
প্রত্যক্ষ মজুরি ১,২০,০০০
কারখানা উপরি খরচ (প্রত্যক্ষ মজুরির ৮০%) ?
প্রশাসনিক উপরি খরচ ৬৫,০০০
উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ (৫,০০০ একক) ৪৭,০০০
উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ (৮,০০০ একক) ?
বিক্রয় খরচ (বিক্রয়ের ৭%) ?
বিক্রয় (৪২,০০০ একক) প্রতি একক ২৫ ?
বিজ্ঞাপন ৮,৩০০
বেতন ২২,৫০০
ক্রয় পরিবহন ৮,০০০
ক. উৎপাদনের পরিমাণ কত একক? ২
খ. উৎপাদনের ব্যয় নির্ণয় করো। ৪
গ. মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
৮. অথৈ ম্যানুফ্যাকচারিং-এর কারখানার গুদামে কাঁচামাল ক্রয় এবং উৎপাদনের জন্য ইস্যু সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
প্রাপ্তিসমূহ ইস্যুসমূহ
মে ৩. ২,৫০০ কেজি ৩. টাকা দরে মে ৫. ১,০০০ কেজি
মে ১০. ১,৮০০ কেজি ৩. টাকা দরে মে ২০ ৪০০ কেজি
মে ১৪. ১,২০০ কেজি ২. টাকা দরে মে ২৫. ঘাটতি ৩০০ কেজি
মে ২৭. ১,২০০ কেজি
ক. মোট ইস্যুকৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। ৪
গ. মে ৩, ২০ ও ২৫. তারিখের লেনদেনের জাবেদা করো। ৪
৯. স্কয়ার কোম্পানি লিমিটেডের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী দেওয়া হলো:
হিসাবের নাম ২০১৪/টাকা ২০১৫/টাকা
সম্পদসমূহ:
হাতে নগদ ৪০,০০০ ৪৪,৪০০
প্রাপ্য হিসাব ১০,০০০ ২০,০০০
মজুদ পণ্য ১৫,০০০ ১৫,৭০০
ভ‚মি ৪,০০০ ৪,০০০
দালানকোঠা ২০,০০০ ১৬,০০০
মেশিনার ১৫,০০০ ১৭,০০০
অবচয় সঞ্চিতি (৫,০০০) (২,৮০০)
প্যাটেন্ট ১,০০০ ৯০০
১,০০,০০০ ১,১৫,২০০
দায় ও মালিকানা স্বত্ব
চলতি দায় ৩০,০০০ ৩২,০০০
প্রদেয় বন্ড ২২,০০০ ২২,০০০
বন্ড অবহার (২,০০০) (১,৮০০)
শেয়ার মূলধন ৩৫,০০০ ৪৩,৫০০
প্রস্তাবিত লভ্যাংশ ১৫,০০০ ১৯,৫০০
১,০০,০০০ ১,১৫,২০০
অন্যান্য তথ্য: ১. চলতি বছরের নিট আয় ১০,০০০ টাকা। ২. ১,৪০০ টাকার দালানকোঠা বিক্রয় করা হয়েছে। যার ক্রয়মূল্য ৪,০০০ টাকা এবং বই মূল্য ছিল ১,০০০ টাকা। ৩. লভ্যাংশ প্রদান ২,০০০ টাকা।
ক. চলতি বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
১০. আলম এন্ড কোম্পানির তথ্যাবলি নিæরূপ: বিক্রয় ২৫,০০০ একক, এককপ্রতি পরিরর্তনশীল ব্যয় ৩৫. টাকা এবং স্থির ব্যয় ২,৮৮,০০০ টাকা। এককপ্রতি বিক্রয়মূল্য ৫০ টাকা।
ক. এককপ্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। ৪
গ. আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দু প্রমাণ করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১১. রনি এবং লিপি একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার তারা কারবারের লাভ-লোকসান ২. ঃ ১. অনুপাতে ভাগ করে নেয়।
২০১৪. সালের ১. জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা। রনি ১. জুলাই তারিখে কারবারে ২০,০০০ টাকা ঋণ সরবরাহ করে। লিপি প্রতি মাসে ৫০০ টাকা করে বেতন পাবে। তারা প্রতি মাসের প্রথম তারিখে কারবার হতে যথাক্রমে ৬০০ ও ৭০০ টাকা করে নগদ উত্তোলন করে। মূলধন ও নগদ উত্তোলনের ওপর ৫% সুদ ধার্য করা হয়। উক্ত বছরে কারবারের লাভ হয় ৪০,০০০ টাকা।
ক. উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। ৪.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।