হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৫৭-৫৮ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৫৭.মদনমোহন কলেজ, সিলেট বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. বে ভিউ লি. প্রতি শেয়ার ১০. টাকা মূল্যের ২৫,০০০ শেয়ারে বিভক্ত ২,৫০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিæরূপ:
বে ভিউ লি.
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
নগদ ৩২,৫০০
প্রাপ্য হিসাবসমূহ ৬২,৫০০
কলকব্জা ১,৫০,০০০
দালানকোঠা ১,০০,০০০
ইজারা সম্পত্তি (১০. বছর মেয়াদি) ২৫,০০০
প্রদেয় হিসাবসমূহ ৩০,০০০
বিক্রয় ৩,১২,৫০০
বিক্রয় ফেরত ১০,০০০
সংরক্ষিত আয় (১.১.১৭) ১,০০,০০০
শেয়ার মূলধন (২০,০০০ শেয়ার) ২,০০,০০০
ক্রয় ১,৫০,০০০
ক্রয় ফেরত ৮,৭৫০
মজুরি ১৫,০০০
বেতন ৪২,৫০০
ভাড়া ১৩,৭৫০
আয়কর ১২,৫০০
লভ্যাংশ প্রদান ৩৭,৫০০
৬,৫১,২৫০ ৬,৫১,২৫০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ পণ্য ৮৭,৫০০ টাকা। রর. প্রদেয় মজুরি ও প্রদেয় ভাড়া যথাক্রমে ১,২৫০ টাকা এবং ২,৫০০ টাকা। ররর. প্রাপ্য হিসাবের ওপর ১০% হারে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিত রাখতে হবে। রা. দালান কোঠার ওপর ৫% এবং কলকব্জার ওপর ১০% অবচয় ধার্য করতে হবে। া. সঞ্চিতি তহবিলে ১২,৫০০ টাকা স্থানান্তর করতে হবে এবং শেয়ার প্রতি ২. টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. প্রদেয় খরচের পরিমাণ নিরূপণ করো। ২
খ. ৩১.১২.২০১৬. তারিখে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী (মোট লাভ অংশ) নিরূপণ করো। ৪
গ. ৩১.১২.২০১৬. তারিখে সমাপ্ত বছরের মোট লাভের পরিমাণ ২,৩২,৫০০ টাকা ধরে নিট লাভ নিরূপণ করো। ৪
২. হাবিব কোম্পানি লিমিটেড প্রতিটি ১০. টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিæরূপ:
হাবিব কোম্পানি লিমিটেড
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬. সাল
কোড নং হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
১০১ নগদ ২,৫০,০০০
১১০ প্রাপ্য হিসাব ৯৬,০০০
১২০ সমাপনী মজুদ ৫০,০০০
১২৫ ১৫% বিনিয়োগ ২,৭৫,০০০
১৩০ কলকব্জা ও যন্ত্রপাতি ৫,২৫,০০০
১৪০ সুনাম ৮০,০০০
১৫০ প্রাথমিক খরচ ৮০,০০০
১৫২ অফিস সরঞ্জাম ৪০,০০০
২০১ প্রদেয় হিসাব ৬০,০০০
২১০ ১২% ঋণপত্র ১,০০,০০০
৩০১ শেয়ার অধিহার ৭২,০০০
৩১০ পরিশোধিত মূলধন (৮০,০০০ শেয়ার পূর্ণ পরিশোধিত)
৮,০০,০০০
৩২০ সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত (১.১.২০১৬) ১,০০,০০০
৩২৫ সাধারণত সঞ্চিতি তহবিল ১,৬০,০০০
৩৩০ নিট আয় (৩১.১২.২০১৬) ১,৫৪,০০০
৩৪৫ অন্তর্বর্তী লভ্যাংশ ৫০,০০০
১৪,৪৬,০০০ ১৪,৪৬,০০০
অন্যান্য তথ্যাবলি: র. পরিশোধিত মূলধনের ১০% হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। রর. শেয়ার অধিহারের অর্ধাংশ সুনাম অবলোপনে ব্যবহার করতে হবে। ররর. নিট আয়ের ২০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে।
ক. অপরিশোধিত ঘোষিত লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ৩১.১২.২০১৬. তারিখে সংরক্ষিত আয় বিবরণীর জের নির্ণয় করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণীর ছকে ৩১.১২.২০১৬. তারিখে কোম্পানির মোট দায় ও শেয়ার মালিকদের স্বত্বের পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩. নর্দান ক্লাবের ২০১৬. সালের ৩১. ডিসেম্বর সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান বিবরণী ও অন্যান্য তথ্যাদি নিচে দেয়া হলো:
বিবরণ টাকা টাকা
প্রাপ্তিসমূহ:
প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ৫০,০০০
চাঁদা: ২০১৫ ১৫,০০০
২০১৬ ৭২,০০০
২০১৭ ৮,০০০ ৯৫,০০০
বিনিয়োগ বিক্রয় (লিখিত মূল্য ২০,০০০ টাকা) ২৫,০০০
টুর্নামেন্ট ফান্ডে চাঁদা ৩০,০০০
আসবাবপত্র বিক্রয় (প্রারম্ভিক মূল্য ১০,০০০ টাকা, বিক্রয়ের তারিখ ১.৭.২০১৬)
৮,০০০
মোট প্রাপ্তি ২,০৮,০০০
প্রদানসমূহ:
ভাড়া (৩১. মার্চ ২০১৭. পর্যন্ত) ১৫,০০০
কর ও বিমা (৩১. মার্চ ২০১৭. পর্যন্ত) ১২,০০০
টুর্নামেন্ট খরচ ৩৩,০০০
অন্যান্য মুনাফা জাতীয় খরচ ২০,০০০
দালান সম্প্রসারণ ৬০,০০০
মোট প্রদান (১,৪০,০০০)
সমাপনী নগদ জের ৬৮,০০০
২০১৬. সালের ১. জানুয়ারি অন্যান্য সম্পত্তি ও দায়সমূহ ছিল: দালানকোঠা ২,০০,০০০ টাকা, পুস্তক ৫০,০০০ টাকা, ১০% ঋণ ৫০,০০০ টাকা, অগ্রিম চাঁদা ৭,০০০ টাকা, অনাদায়ী চাঁদা ১৬,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি: র. ক্লাবের সদস্য সংখ্যা ৯০০ জন। প্রত্যেকের বার্ষিক চাঁদার পরিমাণ ১০০ টাকা। রর. আসবাবপত্রের ওপর ১০% এবং দালানকোঠা ও পুস্তকের ওপর ৫% হারে অবচয় ধরতে হবে। ররর. মুনাফা জাতীয় ব্যয় ৬,০০০ টাকা অপ্রদত্ত আছে।
ক. চলতি বছরের অনাদায়ী চাঁদার পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. চলতি বছরের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
৪. রবি, শশী ও তারকা একটি ব্যবসায়ের তিনজন অংশীদার। ২০১৬. সালের ১. জানুয়ারি তাদের মূলধন ছিল যথাক্রমে ১,৮০,০০০ টাকা; ১,৫০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা। তারা ৩. ঃ ২. ঃ ১. হারে লাভ লোকসান বণ্টন করে। মূলধন ও নগদ উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধরা হয়। সার্বক্ষণিক ব্যবসায় পরিচালনার জন্য শশী ও তারকা মাসিক যথাক্রমে ১,০০০ টাকা ও ৮০০ টাকা করে বেতন পাবে। শশী তার বেতন নগদ তুলে নিয়েছে কিন্তু তারকা তুলে নেয়নি। সম্ভাব্য মুনাফার আশায় প্রত্যেক অংশীদার প্রতি মাসের শেষ তারিখে ১,০০০ টাকা করে নগদ উত্তোলন করেছে। এ ছাড়াও রবি বছরে ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেছে। তারকার বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে নিট লাভ ছিল ১,১১,৩৫০ টাকা।
ক. অংশীদারদের মূলধনের সুদ ও উত্তোলনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান বণ্টন বিবরণী প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। ৪
৫. নাসিমা কর্পোরেশন-এর ৩১. ডিসেম্বর ২০১৬. তারিখের সংক্ষিপ্ত আয় বিবরণী নিæরূপ:
বিবরণ টাকা টাকা
সেবা আয় ৮,৪০,০০০
পরিচালনা ব্যয় (অবচয় ব্যতীত) ৬,২৪,০০০
অবচয় খরচ ৬০,০০০
সরঞ্জাম বিক্রয়ে ক্ষতি ২৬,০০০
(৭,১০,০০০)
কর পূর্ব নিট আয় ১,৩০,০০০
আয়কর খরচ ৪০,০০০
নিট আয় ৯০,০০০
৩১. ডিসেম্বর তারিখে তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী:
বিবরণ ২০১৬ ২০১৫
প্রাপ্য হিসাব ৩৭,০০০ ৫৯,০০০
প্রদেয় হিসাব (পরিচালন ব্যয় সংক্রান্ত) ৪৬,০০০ ৩১,০০০
প্রদেয় আয়কর ৪,০০০ ৮,৫০০
ক. ২০১৬. সালের আয়কর বাবদ পরিশোধিত অর্থের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি সম্পত্তি ও চলতি দায়ের পরিবর্তন দেখাও। ৪
গ. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৬. দত্ত লি. প্রতিটি ২০ টাকা মূল্যের ১৫,০০০ শেয়ারে বিভক্ত ৩,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ ৫০% শেয়ার ৪০% অধিহারে বিক্রীর উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি ইস্যুকৃত শেয়ারের ৮০% আবেদন পেল। আবেদনকৃত শেয়ার যথারীতি বণ্টন করা হলো।
ক. পরিশোধিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. জাবেদা দাখিলা দাও। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৭. আশা লি.-এর হিসাব বই থেকে নিæের আর্থিক তথ্যাদি সংগ্রহ করা হলো:
টাকা টাকা
মোট মুনাফা ৮০,০০০ বিনিয়োজিত মূলধন ২,০০,০০০
নিট মুনাফা ৩৬,০০০ চলতি দায় ৪০,০০০
বিক্রয় ২,৪০,০০০ চলতি সম্পত্তি ৭০,০০০
সমাপনি মজুদ পণ্য ১০,০০০
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. দুটি অনুপাত নির্ণয় করে মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করো। ৪
গ. দুটি অনুপাত নির্ণয় করে চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই করো। ৪
৮. রহিম বিল্ডার্স-এর ৩১. ডিসেম্বর ২০১৬. তারিখে সমাপ্ত হিসাব বছরে উৎপাদন সংক্রান্ত তথ্যাদি নিæরূপ:
কাঁচামালের ব্যবহার ৭০,০০০ টাকা
প্রত্যক্ষ মজুরি ৫৪,০০০ টাকা
কারখানা উপরিখরচ ১৬,২০০ টাকা
প্রশাসনিক খরচ ১১,২০০ টাকা
৩১. ডিসেম্বর ২০১৬. তারিখে কোম্পানি একটি টেন্ডার দাখিল করতে চায় যাতে কাঁচামাল বাবদ ৭,২০০ টাকা এবং মজুরি বাবদ ৬,০০০ টাকা ব্যয় অনুমান করা হয়।
ক. প্রত্যক্ষ মজুরির তুলনায় কারখানা উপরিব্যয়ের হার এবং কারখানা ব্যয়ের তুলনায় প্রশাসনিক ব্যয়ের হার নির্ণয় করো। ২
খ. ৩১. ডিসেম্বর ২০১৬. তারিখে একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো। ৪
গ. বিক্রয় মূল্যের ওপর ২০% মুনাফা ধরে ৩১. ডিসেম্বর ২০১৬. তারিখে একটি টেন্ডার মূল্য নির্ধারণ করো। ৪
৯. সুরমা ম্যানুফ্যাকচারিং ঋওঋঙ পদ্ধতি অনুসরণ করে। ২০১৭. সালের মার্চ মাসে কাঁচামাল সংক্রান্ত তথ্যাদি নিæরূপ:
২০১৭
মার্চ ১ জের ১৭০০ একক প্রতি একক ৫.২০ টাকা হারে
মার্চ মাসের ক্রয়সমূহ:
” ৪ ১১৫০ একক প্রতি একক ৫.০০ টাকা হারে
” ১৪ ১০০০ একক প্রতি একক ৫.৫০ টাকা হারে
” ২১ ১১০০ একক প্রতি একক ৫.৩০ টাকা হারে
” ২৪ ৮০০ একক প্রতি একক ৫.৪০ টাকা হারে
প্রতিষ্ঠানটি প্রত্যেক সপ্তাহ শেষে সমপরিমাণ কাঁচামাল ইস্যু করে। প্রথম ইস্যুর তারিখ ছিল মার্চ মাসের ২. তারিখ। মাস শেষে মজুদের পরিমাণ ১৫০০ একক। সংরক্ষণে কোনো ক্ষতি নেই।
ক. মার্চ মাসে ইস্যুর তারিখগুলো নির্ণয় করো। ২
খ. প্রতিবার কত একক কাঁচামাল ইস্যু করা হয়েছিল তা নিরূপণ করো। ৪
গ. একটি মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। ৪
১০. স্বাগতা লি.-এর এপ্রিল মাসের ব্যয় সংক্রান্ত কিছু তথ্য নিæরূপ:
প্রত্যক্ষ কাঁচামাল ১,২৫,০০০ টাকা
পরোক্ষ কাঁচামাল ৭,০০০ টাকা
প্রত্যক্ষ মজুরি ৮২,০০০ টাকা
কারখানা কর্মচারীদের বেতন ৩৬,০০০ টাকা
অফিস কর্মচারীদের বেতন ৫২,০০০ টাকা
বিজ্ঞাপন খরচ ২৩,০০০ টাকা
বিক্রয় কর্মীদের বেতন ২৫,০০০ টাকা
আসবাবপত্রের অবচয় ২০,০০০ টাকা
মেরামত ও রক্ষণাবেক্ষণ ১৫,০০০ টাকা
টেলিফোন বিল ৫,০০০ টাকা
কারখানা ভাড়া ১৮,০০০ টাকা
অফিসের ভাড়া ৬,০০০ টাকা
ক. পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. স্থির ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. আধা-পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
১১. জুঁই কোম্পানি বোতলে কোমল পানীয় উৎপাদন ও বিক্রয় করে থাকে। ২০১৬. সালের তাদের উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিæরূপ:
বিক্রয় ৪,০০০ একক, প্রতি একক ২৫. টাকা দরে। পরিবর্তনশীল ব্যয় একক প্রতি ১৭.৫০ টাকা হারে। স্থির ব্যয় ১৮,০০০ টাকা।
ক. কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। ৪
গ. প্রমাণ কর যে, সমচ্ছেদ বিন্দুতে মুনাফা শূন্য। ৪.
সমাধান ও উত্তর : মেইড ইজি উত্তরপত্র বইয়ের ৬৮২. পৃষ্ঠার ৫৭. নং দ্রষ্টব্য।
যশোর বোর্ডের শীর্ষস্থানীয় কলেজের ২০১৭. সালের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র
৫৮. ক্যান্টনমেন্ট কলেজ, যশোর বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. মেরাডোনা কোম্পানির অনুমোদিত মূলধন ৬,০০,০০০ টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত এ কোম্পানির ৩০ জুন ২০১৭. তারিখের রেওয়ামিল নিæরুপ:
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৭
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
ক্রয় ৩৭,০০০ বিক্রয় ৭২,০০০
নগদ উদ্বৃত্ত ৫২,০০০ শেয়ার মূলধন ৪,০০০ শেয়ার ইস্যুকৃত ৪,০০,০০০
১০% বিনিয়োগ ৫০,০০০ প্রদেয় হিসাব ২৫,০০০
প্রাপ্য হিসাব ৪৪,০০০ সংরপ্টিত আয় বিবরণীর উ্রঙ্কল্ফে ৯৭,০০০
ইজারা সম্পত্তি (১২. বছর) ১,২০,০০০ আয়কর সঞ্চিতি ২,৫০০
সুনাম ১,৪৪,০০০ নির্দাবী লভ্যাংশ ১০,০০০
অফিস সরঞ্জাম ১,৫৩,০০০ শেয়ার প্রিমিয়াম ৪০,০০০
মজুদ পণ্য (০১-০৭-১৬) ১৫,০০০
আয়কর ১,৫০০
প্রাথমিক খরচাবলি ২০,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ১০,০০০
৬,৪৬,৫০০ ৬,৪৬,৫০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদের ক্রয়মূল্য ১০,০০০ টাকা কিন্তু বাজারমূল্য-এর ২০% কম। ২. নির্দাবী লভ্যাংশের ৫০% অবলোপন করো। ৩. শেয়ার মূলধনের ওপর ৫% হারে লভ্যাংশ প্রস্তাব করতে হবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশসহ। ৪. সাধারণ সঞ্চিতি তহবিল সৃষ্টি করতে হবে ৮,০০০ টাকা। ৫. সুনামের অর্ধাংশ সমান অংশে শেয়ার অধিহার এবং চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন করতে হবে। ৬. বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা যা বিক্রয় হয়েছে কিনা নিশ্চিত হয়নি যার ক্রয়মূল্য ৬,০০০ টাকা।
ক. প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি বছরের নিট মুনাফা ১,০০,০০০ টাকা নিয়ে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ২০১৭. সালের ৩০ জুন তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
২. মেসি লিমিটেড প্রতি শেয়ার ১০. টাকা মূল্যে ৪,০০০ শেয়ারে বিভক্ত ৪০,০০০ টাকায় অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়েছে। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিæে দেওয়া হলো।
বিবরণ ডেবিট টাকা বিবরণ ক্রেডিট টাকা
১২% বিনিএয়াগ (০১.৭.২০১৬) ২৮,০০০ শৈয়ার মƒলধন ২০,০০০
য¯্যপাতি ১৬,০০০ ৫% ঋণপষ্ণ (১.০৭.২০১৫) ১২,০০০
মজুদ পণঞ্ঝ (১.০১.২০১৬) ৬,০০০ পাওনাদার ৫,০০০
কত্থয় ৩৭,৬০০ বিকত্থয় ৯৬,০০০
মজুরি ৬,০০০ কত্থয় ফৈরত ২,০০০
বৈতন ৯,৮০০ অনাদায়ী পাওনা সম্ফিতি ৬০০
ভাড়া (১/৩. অংশ) ৬,০০০ লাভ-লৈাকসান হিসাএবর উ্রঙ্কল্ফে ৬,৩০০
ঋণপএষ্ণর সুদ ৩০০ আয়কর ফৈরত ৫০০
বিকত্থয় ফৈরত ৪,০০০
দৈনাদার ৮,০০০
বিæাপন ২,০০০
অনাদায়ী পাওনা ৪০০
নগদ উ্রঙ্কল্ফে ১৮,৩০০
১,৪২,৪০০ ১,৪২,৪০০
নিæলিখিত সমন্বয়গুলো সাধন করা প্রয়োজন: ১. সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে ১১,০০০ টাকা, এ মূল্যায়নের পূর্বে ১,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। বিমা কোম্পানি ৬০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ২. জুলাই ১, ২০১৬. তারিখে ৬,০০০ টাকার কৃত যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ১,০০০ মজুরির অন্তর্ভুক্ত হয়েছে, যন্ত্রপাতির ওপর ১০% অবচয় ধার্য করতে হবে। ৩. অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪০০ টাকায় হ্রাস করো। ৪. বিজ্ঞাপনের ১/৪. অংশ অবলোপন করতে হবে।
ক. ২০১৬. যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখের মোট লাভ নির্ণয় করো। ৪
গ. মোট লাভ ৫৫,৪০০ টাকা নিয়ে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখের নিট লাভ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে পেলে ক্লাবের সমাপ্ত বছরের প্রাপ্তি প্রদান হিসাব নিæে প্রদত্ত হলো:
পণ্ঠাক্রি¦সমƒহ টাকা পণ্ঠদানসমƒহ টাকা
উ্রঙ্কল্ফে (১-১-১৬) ১,১০,০০০ বৈতন ৮২,২০০
চাঁদা ২০১৫ ২,০০০ টৈলিএফান খরচ ৫,০০০
২০১৬ ৮৪,০০০ আসবাবপষ্ণ কত্থয় ১,০০,০০০
২০১৭ ৩,০০০ ৮৯,০০০ মনিহারি ৪০,০০০
আপঞ্ঝায়ন হএত মুনাফা ৯৩,৪০০ ৫% বিনিএয়াগ (১-৫-১৬) ৫০,০০০
চারণ কর ৪০,০০০ বিবিধ খরচ ৩৮,০০০
অনুদান ৮০,০০০ উ্রঙ্কল্ফে (৩১-১২-১৬) ১,১৭,০০০
বিনিএয়াএগর সুদ ২০,০০০
৪,৩২,৪০০ ৪,৩২,৪০০
অন্যান্য তথ্য : ১. ক্লাবের ৯০ জন সদস্য, তারা প্রত্যেকে বার্ষিক ১,০০০ টাকা করে চাঁদা দেয়। ১-১-১৬. তারিখে চাঁদা বকেয়া ছিল ৩,০০০ টাকা। ২. ৩১-১২-১৫. তারিখে মনিহারি ৬,০০০ টাকা এবং ৩১-১২-১৬. তারিখে ৪,২০০ টাকার মনিহারি মজুদ ছিল। ৩. টেলিফোন বিল ৩,৮০০ টাকা বকেয়া আছে এবং বিগত বছরের বিবিধ খরচ ৪,৬০০ টাকা চলতি বছরে পরিশোধ করা হয়েছে। ৪. ১-১-১৬. তারিখে ৫% বিনিয়োগ ৭,০০,০০০ টাকা এবং দালানকোঠা ৩,০০,০০০ টাকা ছিল।
ক. বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আয়-ব্যয় বিবরণী তৈরি করো। ৪
গ. উক্ত বছরের ৩১. ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৪. নেইমার, রোলানদো ও রোলানদিনহো ৩. ঃ ২. ঃ ১. অনুপাতে লাভ-লোকসান বণ্টনের ভিত্তিতে একটি অংশীদারি কারবার পরিচালনা করে। ২০১৬. সালের ১লা জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল ৪০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা। অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করা হয়। সার্বক্ষণিক কাজের জন্য রোলানদো প্রতি মাসে ২০০ টাকা বেতন পাওয়ার অধিকারী। ২০১৫. সালের ১. মে তারিখে রোলানদো অতিরিক্ত মূলধন হিসাবে ৪,০০০ টাকা কারবারে প্রদান করে। সারা বছর কারবার হতে নেইমার, রোলানদো ও রোলানদিনহো-এর উত্তোলনের পরিমাণ যথাক্রমে ৩,০০০ টাকা, ২,০০০ টাকা ও ১,০০০ টাকা।
উপরিউক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখে নিট লাভ ২৫,৫০০ টাকায় উপনীত হয়। নেইমার ও রোলানদো যৌথভাবে রোলানদিনহোকে এ মর্মে নিশ্চয়তা দিয়েছে যে, রোলানদিনহো লাভের অংশ বাবদ কমপক্ষে ৫,০০০ টাকা পাবে। রোলানদো বেতনের টাকা এখনও গ্রহণ করেনি।
ক. মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৫. হিগুইন কোম্পানি লিমিটেডের প্রতিটি ১০. টাকা মূল্যের ৫০,০০০ সাধারণ শেয়ার এবং প্রতিটি ১০. টাকা মূল্যের ১,০০,০০০, ১০% অগ্রাধিকার শেয়ারে নিবন্ধিত। কোম্পানি ১০% অধিহারে ৩০,০০০ সাধারণ শেয়ার এবং ৫% অবহারে ৬০,০০০, ১০% অগ্রাধিকার শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করে।
কোম্পানি ৪০,০০০ সাধারণ শেয়ার এবং ৭৫,০০০ অগ্রাধিকার শেয়ারের আবেদনপত্র পেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বণ্টন করে অবশিষ্ট শেয়ারের অর্থ ফেরত দেয়া হয়।
ক. শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাংক বহিভর্‚ত জাবেদা দাও। ২
খ. কোম্পানির হিসাব বইতে ব্যাংক হিসাব প্রস্তুত করো। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৬. ডি মারিয়া লি.-এর ৩১. ডিসেম্বর ২০১৫. ও ২০১৬. সালের আর্থিক অবস্থার বিবরণী প্রদত্ত হলো:
বিবরণ ২০১৫. (টাকা) ২০১৬. (টাকা) বিবরণ ২০১৫. (টাকা) ২০১৬. (টাকা)
সজ্ঞক্সদসমƒহ: দায় ও শৈয়ারএহাত্র£ার ’ঙ্কতঙ্গ:
নগদ ৪০,০০০ ৪৪,৪০০ পণ্ঠএদয় হিসাব ৩০,০০০ ১৭,০০০
পণ্ঠাপঞ্ঝ হিসাব ১০,০০০ ২০,৭০০ পণ্ঠএদয় ব´£ ৮১,০০০ ৮১,০০০
মজুদ পণঞ্ঝ ৭৮,০০০ ৭৮,০০০ ব´£ বাল্টা (২,০০০) (১,৮০০)
সরল্কাম ২,০০,০০০ ২,০০,০০০ সাধারণ শৈয়ার মƒলধন ১,৩৫,০০০ ১,৪৩,৫০০
দালানএকাঠা ২০,০০০ ১৬,০০০ সংরপ্টিত আয় ১,১৫,০০০ ১,৩৪,৫০০
আসবাবপষ্ণ ১৫,০০০ ১৭,০০০
পুল্কীভৃত অবচয় (৫,০০০) (২,৮০০)
পৈএট´Ÿ ১,০০০ ৯০০
মৈাট সজ্ঞক্সদ ৩,৫৯,০০০ ৩,৭৪,২০০ মৈাট দায় ও মালিকানা ’ঙ্কতঙ্গ ৩,৫৯,০০০ ৩,৭৪,২০০
অন্যান্য তথ্য: ১. ২০১৬. সালের নিট আয় ২৫,০০০ টাকা। ২. একটি দালান ১,৪০০ টাকায় বিক্রয় করা হয়েছে, দালানটির ক্রয়মূল্য ছিল ৪,০০০ টাকা এবং বিক্রয়ের সময় বহিঃমূল্য ছিল ১,০০০ টাকা। ৩. নগদে সাধারণ শেয়ার ইস্যু ৫,০০০ টাকা। ৪. অবচয় খরচ ৮০০ টাকা। ৫. ২,০০০ টাকার নগদ লভ্যাংশ এবং ৩,৫০০ টাকার শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয় এবং পরিশোধ করা হয়।
ক. পুঞ্জীভ‚ত অবচয় হিসাব প্রস্তুত করো। ২
খ. পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। ৪
৭. সুয়ারেজ লিমিটেড
আর্থিক অবস্থার বিবরণী, ৩১. ডিসেম্বর, ২০১৬
মূলধন ও দায় টাকা সম্পদ টাকা
সাধারণ শেয়ার মূলধন ১,৫০,০০০ যন্ত্রপাতি ১,৩০,০০০
সাধারণ সঞ্চিতি তহবিল ৬৫,০০০ দালানকোঠা ৪০,০০০
১০% বন্ড ৬০,০০০ মজুদ পণ্য ২৫,০০০
সংরক্ষিত আয় উদ্বৃত্ত ৩৫,০০০ আসবাবপত্র ২৫,০০০
প্রদেয় হিসাব ৫৫,০০০ প্রাপ্য নোট ১৫,০০০
প্রদেয় নোট ৪০,০০০ প্রাপ্য হিসাব ১,৫২,০০০
নগদ উদ্বৃত্ত ১০,০০০
শেয়ার অবহার ৮,০০০
৪,০৫,০০০ ৪,০৫,০০০
অন্যান্য তথ্যাবলি: ২০১৬. সালে কোম্পানির মোট বিক্রয়ের পরিমাণ ছিল ১০,০০,০০০ টাকা যার ১৫% বাকিতে।
ক. বিনিয়োজিত মূলধনের পরিমাণ কত টাকা? ২
খ. দ্রুত অনুপাত ও মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
গ. মূলধন গিয়ারিং অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। ৪
৮. জিদান এন্টারপ্রাইজ-এর নিæলিখিত তথ্যাবলি প্রদত্ত হলো:
উৎপাদনের প্রমাণ সময়-১০. মিনিটে প্রতি একক, স্বাভাবিক শ্রম হার-২০ টাকা প্রতি ঘণ্টা।
অনুমোদিত মজুরি: প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের ৮০%; প্রমাণ উৎপাদনের সমান অথবা প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্যহারের ১২০%; প্রমাণ শ্রম ঘণ্টা সপ্তাহে ৪৮. ঘণ্টা।
সাপ্তাহিক উৎপাদন: জনি ৩২০ একক, ববি ২৮৮. একক, রকি ২৫৬. একক ও ছবি ৩১৫. একক।
ক. সাপ্তাহিক প্রমাণ উৎপাদনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. একক প্রতি স্বাভাবিক মজুরির হার, প্রমাণ উৎপাদনের নিচে মজুরির হার, প্রমাণ উৎপাদনের সমান বা ঊর্ধ্বে মজুরির হার নির্ণয় করো। ৪
গ. মোট মজুরির পরিমাণ নির্ণয় করো। ৪
৯. তামিম এন্ড কোং একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ২০১৬. সালের তথ্যগুলো নিæরূপ:
পণ্ঠাক্রি¦সমƒহ টাকা পণ্ঠদানসমƒহ টাকা
মজুদ (১-১-২০১৬) কারখানার ভাড়া ৯,০০০
কাঁচামাল ২৫,০০০ কারখানার বিদুঞ্ঝৎ খরচ ৫,০০০
চলতি কাযট্ট ১২,৪০০ পণ্ঠতঞ্ঝপ্ট খরচ ৬,০০০
সমাক্র¦ পণঞ্ঝ ৩৫,০০০ পএরাপ্ট শণ্ঠম ১০,৫০০
মজুদ (৩১-১২-২০১৬) কারখানার বিবিধ খরচ ১১,০০০
কাঁচামাল ২২,০০০ পণ্ঠশাসনিক খরচ ২২,৬০০
চলতি কাযট্ট ১৩,০০০ বিকত্থয় খরচ ৩৫,৪০০
সমাক্র¦ পণঞ্ঝ ৩০,০০০ কাঁচামাল কত্থয় ৭০,০০০
প্রত্যক্ষ মজুরি: ১৫,০০০ ঘণ্টা, প্রতি ঘণ্টা ২. টাকা করে, মুনাফা বিক্রয়ের ওপর ২০%।
ক. ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। ২
খ. রূপান্তর ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. উপরের ক ও খ অংশে নির্ণীত ব্যয়ের ভিত্তিতে বিক্রয়মূল্য নির্ণয় করো। ৪
১০. সাকিব ম্যানুফ্যাকচারিং কোম্পানি-এর ২০১৬. সালের ডিসেম্বর মাসের ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
ডিসে. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ২৫০ একক, প্রতি একক ১৫.০০ টাকা।
” ৫ ক্রয় ৪৫০ একক, প্রতি একক ১৬.০০ টাকা।
” ৮ বিক্রয় ৪০০ একক, প্রতি একক ২৫.০০ টাকা।
” ১৩ বিক্রয় ২৫০ একক, প্রতি একক ৩০.০০ টাকা।
” ২৫ ক্রয় ৫০০ একক, প্রতি একক ১৭.০০ টাকা।
” ৩১ বিক্রয় ৩৭৫. একক, প্রতি একক ৩০.০০ টাকা।
গুদাম রক্ষক ৩০ তারিখে ৭৫. একক মাল ঘাটতি পেয়েছেন।
ক. ডিসেম্বর মাসের সমাপনী (একক) নির্ণয় করো। ২
খ. আগে আসে আগে যায় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১১. মাশরাফি কোম্পানির নিæলিখিত তথ্যাবলি প্রদত্ত হলো:
নিরাপত্তা প্রান্ত অনুপাত ৩৫%, অনুদান প্রান্ত অনুপাত ৪০%, স্থায়ী ব্যয় ৬,০০,০০০।
ক. সমচ্ছেদ বিন্দু বিক্রয় নির্ণয় করো। ২
খ. প্রকৃত বিক্রয় ও মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
গ. লাভ ১,৫০,০০০ টাকা অর্জন করতে হলে বিক্রয়ের পরিমাণ কত হবে এবং নতুন সমচ্ছেদ বিন্দু বিক্রয় পরিমাণ নির্ণয় করো। ৪.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।