হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৩১-৩২ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩১. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. মিতা কোম্পানি লি-এর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিæরূপ:
রেওয়ামিল
৩১. ডিসেম্বর ২০১৬
ক্রমিক নং হিসাবের নাম খ: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট টাকা
১. দালানকোঠা ৫,৫০,০০০
২. মজুদ পণ্য (১.১.১৬) ১,২০,০০০
৩. ক্রয় ৪,০০,০০০
৪. মজুরি ১,২০,০০০
৫. বেতন ১,৫০,০০০
৬. ভাড়া (তিন চতুর্থাংশ) ৩০,০০০
৭. সুনাম ২,০০,০০০
৮. প্রাপ্য হিসাব ১,৬০,০০০
৯. বিজ্ঞাপন ৩০,০০০
১০. নগদ তহবিল ৩০,০০০
১১. ব্যবসায় গঠন খরচ ৩০,০০০
১২. যন্ত্রপাতি ৩,৪০,০০০
১৩. শেয়ার মূলধন (১০. টাকা করে ৪০,০০০ শেয়ার)
৪,০০,০০০
১৪. ১০% ঋণপত্র ২,০০,০০০
১৫. বিক্রয় ১৩,০৬,৫০০
১৬. প্রদেয় হিসাব ২,৫০,০০০
১৭. ক্রয় ফেরত ৫,০০০
১৮. ব্যাংক চার্জ ১,৫০০
২১,৬১,৫০০ ২১,৬১,৫০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ২,২০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নের পরক্ষণেই ৫,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। বিমা কোম্পানি কোনোরূপ ক্ষতিপূরণ দিতে সম্মত হয়নি। ২. ১০,০০০ টাকা মূল্যের পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিজ্ঞাপন খরচের এক চতুর্থাংশ অবলোপন করো। ৩. মেশিন সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। নতুন মেশিনটি ৪০,০০০ টাকায় ১.৭.১৬. তারিখে ক্রয় করা হয়েছে। যন্ত্রপাতির উপর ১০% এবং দালানকোঠার উপর ২% অবচয় ধরতে হবে। ৪. সুনামের ৫০% অবলোপন করো। ৫. আয়কর সঞ্চিতি বাবদ ৫,০০০ টাকা রাখতে হবে।
ক. নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর সমাপ্ত বছরের কোম্পানির নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। (মোট মুনাফা ৯,৩০,০০০ টাকা) ৪
গ. কোম্পানির সমাপনী স্থায়ী ও চলতি সম্পদ-এর পরিমাণ নির্ণয় করো। ৪
২. বসুন্ধরা কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ৬,০০,০০০ টাকা। এ মূলধন প্রতিটি ১০০ টাকা করে ৬,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুত কোম্পানির রেওয়ামিল নিæে দেয়া হলো:
রেওয়ামিল
৩১. ডিসেম্বর ২০১৬
ক্রমিক নং হিসাবের নাম খ: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট টাকা
১. শেয়ার মূলধন : (ইস্যুকৃত ও বিলিকৃত প্রতিটি ১০০ টাকা করে ৪,০০০ শেয়ার)
৪,০০,০০০
২. ১০% ঋণপত্র ১,০০,০০০
৩. সুনাম ও শেয়ার অধিহার ৮০,০০০ ৬০,০০০
৪. করমুক্ত সম্পদ ১,০০,০০০
৫. ১২% সঞ্চয়পত্র ২,০০,০০০
৬. ঋণপত্রের অবহার ৮০,০০০
৭. মজুদ পণ্য (১-১-১৬) ১,৫০,০০০
৮. প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৯২,০০০ ৬০,০০০
৯. প্রারম্ভিক খরচাবলি ৬০,০০০
১০. ক্রয় ও বিক্রয় ২,৫০,০০০ ৪,০০,০০০
১১. আয়কর ও আয়কর সঞ্চিতি ২০,০০০ ১৫,০০০
১২. দায় গ্রাহকের কমিশন ৩৫,০০০
১৩. ব্যবস্থাপনার পরিচালককে প্রদত্ত ঋণ
৪০,০০০
১৪. চালানি কারবারে প্রেরিত পণ্য ১০,০০০
১৫. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (১-৮-১৬) ২০,০০০
১৬. অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি
৫,৫০০
৭,৫০০
১৭. সংরক্ষিত আয় বিবরণী (১-১-১৬) ১,০০,০০০
১১,৪২,৫০০ ১১,৪২,৫০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের মূল্য ২,৫০,০০০ টাকায় নির্ধারণ করা হয়েছে। ২. শেয়ার অধিহার সুনামের সঙ্গে সমন্বয় করো এবং দায় গ্রাহকের কমিশনের অর্ধেক ও প্রাথমিক খরচের অর্ধেক অবলোপন করো। ৩. চালানি কারবারে প্রেরিত সকল পণ্য ১২,০০০ টাকায় বিক্রয় করা হয়, প্রতিনিধির কমিশন ৫%। ৪. প্রচারের উদ্দেশ্যে পণ্য বিতরণ ৫০,০০০ টাকা। বিজ্ঞাপন ব্যয় ৫টি আর্থিক বছরের মধ্যে সমন্বয় করতে হবে। ৫. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সমন্বয়পূর্বক শেয়ার মূলধনের উপর ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা/ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ২
খ. নিট লাভ ২,৬৩,৯০০ টাকা ধরে সমাপ্ত বছরের কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. বছরের শেষে আর্থিক অবস্থার বিবরণীতে কোম্পানির মালিকানা স্বত্ব, মোট দায় ও অসমন্বয়কৃত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে মিতালী যুব সংঘের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæে প্রদত্ত হলো:
মিতালী যুব সংঘ
ডেবিট প্রাপ্তি ও প্রদান হিসাব ক্রেডিট
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (১.১.১৬) ১৫,০০০ বেতন ৭২,০০০
চাঁদা ৯০,০০০ আসবাবপত্র ক্রয় ৫০,০০০
উইলকৃত ধন দৌলত ৪০,০০০ বকেয়া মজুরি ৭,০০০
লকার ভাড়া
পুরাতন আসবাবপষ্ণ বিকত্থয় (বইমƒলঞ্ঝ ৫,০০০ টাকা) ২০,০০০ বার্ষিক খেলাধুলার খরচ ৮,০০০
গরিবদের বস্ত্র বিতরণ ৭,৫০০
৪,০০০ উদ্বৃত্ত (৩১.১২.১৬) ২৪,৫০০
১,৬৯,০০০ ১,৬৯,০০০
২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখে মিতালী যুব সংঘের অন্যান্য সম্পত্তি ও দায়ের পরিমাণ ছিল নিæরূপ:
আসবাবপত্র ২৫,০০০ টাকা, খেলাধুলার সরঞ্জাম ৩০,০০০ টাকা, বকেয়া চাঁদা ২০,০০০ টাকা, অগ্রিম চাঁদা ৫,০০০ টাকা, সঞ্চিতি তহবিল ২,০০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি: ১. উইলকৃত ধনদৌলতের ৩/৪. অংশ দরিদ্র তহবিল এবং অবশিষ্ট মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য হবে। ২. খেলাধুলার সরঞ্জাম ও আসবাবপত্রের (সমাপনী উদ্বৃত্ত) ১০% অবচয় ধার্য করতে হবে। ৩. লকার ভাড়া ১,০০০ টাকা এখনও বকেয়া রয়েছে।
ক. ১.১.১৬. তারিখে মূলধন তহবিল নির্ণয় করো। ২
খ. আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. মিতালী সংঘের মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। ৪
৪. নিæের তথ্যাবলি মিলি কোং লি.-এর হিসাব বই হতে নেয়া হয়েছে:
টাকা
নিট আয় (বিশদ আয় বিবরণী অনুযায়ী) ২,৭৫,০০০
প্রাপ্য হিসাব বৃদ্ধি ৩০,০০০
প্রদেয় হিসাব বৃদ্ধি ২০,০০০
মজুদ পণ্য হ্রাস ২৫,০০০
সুনামের অবলোপন ৫,০০০
অবচয় খরচ ১৫,০০০
প্রদেয় খরচ হ্রাস ১০,০০০
অগ্রিম খরচ হ্রাস ৫,০০০
আসবাবপত্র ক্রয় ৮০,০০০
আসবাবপত্র বিক্রয় ৬০,০০০
ভ‚মি ক্রয় ৩০,০০০
দীর্ঘমেয়াদি বিনিয়োগ বিক্রয় ৫০,০০০
অন্য কোম্পানিতে বিনিয়োগ ৩০,০০০
প্রদত্ত ঋণের আসল টাকা আদায় ৪০,০০০
শেয়ার ইস্যু প্রতিটি ১০০ টাকা মূল্যের ১,০০০ শেয়ার লভ্যাংশ প্রদান
৩০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি বৃদ্ধি ৫,০০০
ক. অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। (পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ ৩,১০,০০০ টাকা ধরে) ৪
৫. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত ইবনুল লিমিটেড-এর আর্থিক অবস্থার বিবরণী ছিল নিæরূপ:
ইবনুল লিমিটেড
আর্থিক অবস্থার বিবরণী
৩১. ডিসেম্বর ২০১৬
বিবরণ টাকা
সম্পত্তিসমূহ :
ভ‚মি ও দালান ১০,০০,০০০
আসবাবপত্র ২,০০,০০০
প্রাপ্য হিসাব ২,৭৫,০০০
মজুদ পণ্য ২,২০,০০০
নগদ তহবিল ১,০০,০০০
অগ্রিম ভাড়া ৫,০০০
১৮,০০,০০০
মালিকানা স্বত্ব ও দায়সমূহ :
শেয়ার মূলধন ১০,০০,০০০
আয় বিবরণী ৩,০০,০০০
প্রদেয় হিসাব ১,৫০,০০০
১২% ঋণ ৩,০০,০০০
আয়কর সঞ্চিতি ৫০,০০০
১৮,০০,০০০
সারা বছরে কোম্পানির বিক্রয়ের পরিমাণ ছিল ৩০,০০,০০০ টাকা।
ক. কার্যকরী মূলধন নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। ৪
গ. দায়-মালিকানা অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
৬. আদনান গার্মেন্টস লি. গুদামের তথ্যাবলি নিæে উপস্থাপন করা হলো:
২০১৬
মার্চ ১ প্রারম্ভিক মজুদ ৫০০ একক প্রতি একক ২০০ টাকা দরে।
” ৩ প্রাপ্তি ২৫০ একক প্রতি একক ১৮০ টাকা দরে।
” ১০ কারখানায় ইস্যু ৪০০ একক।
” ১৩ কারখানায় ইস্যু ২১০. একক।
” ১৫ প্রাপ্তি ২৪০ একক প্রতি একক ২২০ টাকা দরে।
” ১৭ কারখানা হতে ফেরত প্রাপ্তি ১৫. একক ১৩. তারিখের ইস্যু হতে।
” ২০ কারখানায় ইস্যু ১০০ একক।
” ২১ মজুদ পরীক্ষা করে ১০. একক ঘাটতি দেখা গেল।
’’ ২৫ প্রাপ্তি ৩৩০ একক প্রতি একক ২৫০ টাকা দরে।
’’ ২৯ ২৫. তারিখে ক্রয়কৃত মালের ১০০ একক পাওনাদারকে ফেরত দেওয়া হলো।
ক. নিট ক্রয়কৃত মালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ১, ৩, ১০, ১৫, ২০ ও ২১. তারিখের লেনদেন অবলম্বনে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ১, ১৩, ১৫, ১৭, ২০, ২৫. ও ২৯. তারিখের লেনদেন অবম্বনে ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
৭. মিলি, সাথী ও পিনু একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ১/২, ১/৩, ১/৬. অংশ মোতাবেক বণ্টন করে নেয়। ২০১৬. সালের ১. জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল: মিলি ১,০০,০০০ টাকা, সাথী ৭০,০০০ টাকা ও পিনু ৫০,০০০ টাকা। অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর অংশীদারগণ ৫% সুদ পাবে। সাথী ব্যবসায়ের সার্বক্ষণিক কাজের জন্য মাসিক ১,২০০ টাকা করে বেতন পাবে। সাথী তার বেতনের টাকা নগদে তুলে নেয়। প্রত্যেক মাসের প্রথম তারিখে মিলি ১,০০০ টাকা, প্রত্যেক মাসের মাঝামাঝি সময়ে সাথী ৮০০ টাকা এবং পিনু প্রতি মাসের শেষ তারিখে ৬০০ টাকা করে নগদ উত্তোলন করে। এছাড়াও পিনু কারবার হতে ১,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করে, যা এখনও হিসাবভুক্ত হয়নি। সাথী ১. সেপ্টেম্বর তারিখে কারবারে ১৮,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন।
মিলি ও সাথী যৌথভাবে পিনুকে নিশ্চয়তা দিয়েছে যে, পিনু লাভের অংশ বাবদ কমপক্ষে ১০,০০০ টাকা পাবে।
উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কিন্তু সাথীর বেতন ডেবিট করার পর কারবারের লাভ দাঁড়ায় ৪৪,৮৫০ টাকা।
ক. সাথীর বার্ষিক বেতনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বণ্টনযোগ্য মুনাফা নির্ণয় পূর্বক তা অংশীদারদের মধ্যে বণ্টন করে দাও। ৪
গ. মিলি ও সাথীর সমাপনী মূলধন নির্ণয় করো। (সাথী ও মিলির বণ্টনযোগ্য মুনাফা অংশ যথাক্রমে ১৫,১৬৮. ও ১০,১১২. টাকা)। ৪
৮. সামি লি.-এর তথ্যাবলি নিæরূপ:
বিবরণ টাকা
ব্যবহৃত কাঁচামাল ৩,৬০,০০০
প্রত্যক্ষ মজুরি ৩,২০,০০০
কারখানা উপরিখরচ ২,৪০,০০০
প্রশাসনিক ও বিক্রয় খরচ ১,৮৪,০০০
ক. মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. যদি কোম্পানি বিক্রয়ের উপর ২০% মুনাফা অর্জন করতে চায় তবে ঐ বছরের মুনাফা প্রদর্শন করে একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো এবং (মুখ্য ব্যয় ৬,৮০,০০০ টাকা ধরে)। ৪
গ. একটি দ্রব্য উৎপাদনে ১২,০০০ টাকার কাঁচামাল এবং ৮,০০০ টাকার প্রত্যক্ষ মজুরি প্রয়োজন হলে এবং কোম্পানি যদি পূর্বের হারে মুনাফা অর্জন করতে চায় তবে দ্রব্যটির সরবরাহ মূল্য কত হবে। [কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরির ভিত্তিতে এবং প্রশাসনিক ও বিক্রয় খরচ কারখানা ব্যয়ের ভিত্তিতে ধার্য করা হয়] ৪
৯. কোন একটি উৎপাদন প্রতিষ্ঠান হতে নিæের তথ্যাবলি নেয়া হয়েছে:
প্রমাণ উৎপাদন : প্রতি ঘণ্টা ১০. একক।
নিয়মিত মজুরি: প্রতি ঘণ্টা ২০ টাকা।
উৎপাদনের ভিত্তিতে পরিবর্তিত মজুরি হার :
র. স্বাভাবিক উৎপাদনের ক্ষেত্রে কার্যহারের ১০০%
রর. উৎপাদনের স্বাভাবিক হারের চেয়ে বেশি উৎপাদনের ক্ষেত্রে কার্যহারের ১২০%।
ররর. উৎপাদনের স্বাভাবিক হারের চেয়ে কম উৎপাদনের ক্ষেত্রে কার্যহারের ৮০%।
সপ্তাহে স্বাভাবিক শ্রম ঘণ্টা ৪৫. ঘণ্টা
রাসেল, বাবু ও সেলিমের উৎপাদন নিæরূপ:
রাসেল ৭০০ একক
বাবু ৪৫০ একক
সেলিম ৩০০ একক
ক. সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করো। ২
খ. একক প্রতি স্বাভাবিক মজুরি হার, প্রমাণ উৎপাদনের নিæে মজুরির হার এবং প্রমাণ উৎপাদনের উর্ধ্বে মজুরির হার নির্ণয় করো। ৪
গ. শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১০. যমুনা কোম্পানি লি. প্রতিটি ১০. টাকা মূল্যের ৩,০০,০০০ সাধারণ শেয়ার নিয়ে গঠিত হয়। কোম্পানি ২,০০,০০০ শেয়ার ২. টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করে।
২০১৬. ফেব্র“য়ারি ১-১২,০০,০০০ টাকা মূল্যের একটি দালান ক্রয় করে-এর মূল্য বাবদ কোম্পানি ১,০০,০০০ শেয়ার ইস্যু করে। ২০১৬. ফেব্র“য়ারি ১২. কোম্পানি অবশিষ্ট শেয়ারগুলোর জন্য সর্বমোট ১,২০,০০০ শেয়ারের আবেদন পেল এবং শেয়ারগুলো যথারীতি বণ্টিত হলো। ফেব্র“য়ারি ১৭. অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। জনসাধারণের নিকট ইস্যুকৃত শেয়ার প্রতি ৫০ টাকা হারে অবলেখককে কমিশন দেয়া হয়েছে।
ক. দালান ক্রয় বাবদ অধিহারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। (ব্যাংক জমার উদ্বৃত্ত ১১,৫০,০০০ টাকা)। ৪
১১. ইকোনো কোম্পানি সংক্রান্ত তথ্য নিæরূপ:
প্রতিটি কলমের বিক্রয়মূল্য ২০.০০ টাকা
প্রতিটি কলমের পরিবর্তনশীল ব্যয় :
কাঁচামাল ৪.০০ টাকা; মজুরি ১.৬০ টাকা
কারখানা উপরিব্যয় ০.৪০ টাকা
বিক্রয় উপরিব্যয় ২.০০ টাকা
বার্ষিক স্থির ব্যয় ৯৬,০০০ টাকা।
ক. এককপ্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. কোম্পানি বছরে ৩০,০০০ একক কলম বিক্রয় করে থাকলে নিরাপত্তা প্রান্ত টাকায় নিরূপণ করো। ৪.
৩২. ঢাকা ইমপিরিয়াল কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. যমুনা কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ১৪,০০,০০০ টাকা, প্রতিটি ১০০ টাকা মূল্যের ১৪,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত কোম্পানির রেওয়ামিল নিæরূপ:
রেওয়ামিল
ক্রমিক নং হিসাবের নাম খ: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট
টাকা
১. শেয়ার মূলধন : (ইস্যুকৃত ও আদায়কৃত ৫,০০০ শেয়ার) ৫,০০,০০০
২. প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ১,৬৬,০০০ ৬২,০০০
৩. শেয়ার অধিহার ২০,০০০
৪. সঞ্চিতি তহবিল ৬০,০০০
৫. ইজারা সজ্ঞক্সল্ফি (১০. বছএরর জনঞ্ঝ) ২,০০,০০০
৬. সুনাম ১,৫০,০০০
৭. বেতন ৩০,০০০
৮. মজুরি ১৬,৫০০
৯. পণ্য ক্রয় ও বিক্রয় ২,০০,০০০ ৩,৫০,০০০
১০. প্রারম্ভিক মজুদ পণ্য ২৮,০০০
১১. বিজ্ঞাপন ৩০,০০০
১২. বিমা সেলামি ২,৫০০
১৩. ভাড়া ১৯,৫০০
১৪. অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪,০০০ ৩,০০০
১৫. ব্যাংক জমার উদ্বৃত্ত ১,৪৮,৫০০
১৬. প্রাথমিক খরচ ৮০,০০০
১৭. সংরপ্টিত আয় বিবরণীর উ্রঙ্কল্ফে (১.১.১৫) ৮০,০০০
১০,৭৫,০০০ ১০,৭৫,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৮০,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে। ২. অনাদায়ী পাওনা আরও ১,০০০ টাকা লিখতে হবে এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪,০০০ টাকায় উন্নীত করতে হবে। ৩. শেয়ার মূলধনের ৫% লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৪. আয়করের জন্য ১০,০০০ টাকা সংরক্ষণ করতে হবে। ৫. প্রাথমিক খরচের এক-চতুর্থাংশ শেয়ার অধিহার দ্বারা অবলোপন করতে হবে।
ক. ইজারা সম্পত্তির অবলোপনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. যমুনা কোম্পানির মোট লাভ ২,০০,০০০ টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। ৪
২. পদ্মা কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ৭,০০,০০০ টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৭,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে প্রস্তুতকৃত রেওয়ামিলটি নিæরূপ:
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৫
ক্রমিক নং হিসাবের নাম খ: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট টাকা
১. শেয়ার মূলধন (৩,০০০ শেয়ার) ৩,০০,০০০
২. প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৬০,০০০ ৪৬,০০০
৩. বেতন ৩৩,০০০
৪. ১০% প্রদত্ত ঋণ (১-৭-১৫) ১,২০,০০০
৫. মজুদ পণ্য (১-১-১৫) ২৩,০০০
৬. ক্রয় ও বিক্রয় ২,৫০,০০০ ৩,৮৭,০০০
৭. আন্তঃফেরত ও বহিঃফেরত ৭,০০০ ৫,০০০
৮. মজুরি ২৫,০০০
৯. অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ ৩০,০০০
১০. আয়কর ও আয়কর সঞ্চিতি ১০,০০০ ১২,০০০
১১. সংরক্ষিত আয় বিবরণীর জের ৭০,০০০
১২. লভ্যাংশ প্রদান ৯,০০০
১৩. যন্ত্রপাতি ২,০০,০০০
১৪. নগদ তহবিল ৫৩,০০০
৮,২০,০০০ ৮,২০,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে ৫০,০০০ টাকা। ২. একটি নতুন যন্ত্রের সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। যন্ত্রটি ১-৭-১৫. তারিখে সংস্থাপন করা হয়েছে। যার ক্রয়মূল্য ৩০,০০০ টাকা। ৩. যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। ৪. ১০,০০০ টাকা দ্বারা সঞ্চিতি তহবিল তৈরি করতে হবে। ৫. কর্মচারীদের প্রত্যেক মাসের বেতন পরবর্তী মাসের প্রথম কার্যদিবসে প্রদান করা হয়।
ক. পদ্মা কোম্পানি লি.-এর যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পদ্মা কোম্পানি লিমিটেড-এর মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. হিসাবকালের শেষ তারিখে নিট লাভ ৮০,০০০ টাকা ধরে পদ্মা কোম্পানি লিমিটেড-এর সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
খ বিভাগ
৩. আকরাম, বুলবুল ও নান্নু তিনজন অংশীদার। ২০১৫. সালের ১. জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ টাকা ৬০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা। বুলবুল ও নান্নু বছরে যথাক্রমে ৮,০০০ টাকা ও ৬,০০০ টাকা বেতন পাবে। মূলধনের ওপর বার্ষিক ৫% হারে সুদ প্রদান করা হয়। কিন্তু চুক্তি অনুযায়ী উত্তোলনের ওপর কোন সুদ ধার্য করতে হবে না।
২০১৫. সালের ১. জুলাই তারিখে নান্নু ২০,০০০ টাকা ঋণ স্বরূপ প্রদান করে। উক্ত বছরে আকরাম ৯,০০০ টাকা, বুলবুল ৭,৫০০ টাকা ও নান্নু ৬,০০০ টাকা উত্তোলন করে। বণ্টনযোগ্য মুনাফার প্রথম ১০,০০০ টাকার মধ্যে আকরাম পায় ৫০%, বুলবুল ৩০% এবং নান্নু ২০%। অবশিষ্ট মুনাফা সমানভাবে ভাগ করা হয়।
উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কিন্তু ঋণের সুদ চার্জ করার পর ২০১৫. সালের ৩১. ডিসেম্বর সমাপ্ত বছরের ব্যবসায়ের মুনাফার পরিমাণ দাড়ায় ৩৭,৮০০ টাকা।
ক. ঋণের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। ৪
৪. অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরিতে ৪. জন শ্রমিক প্রতি ঘণ্টা ২০ টাকা হারে মজুরি পায়। প্রত্যেক শ্রমিক প্রতিদিন ৭. ঘণ্টা কাজ করে। ২০১৫. সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে (সপ্তাহে ৭. দিন) তাদের কাজের পরিমাণ নিæরূপ:
আনু- ৫৮. ঘণ্টা, ইনু- ৫৬. ঘণ্টা, বিনু- ৪৯. ঘণ্টা, মিনু-৬০ ঘণ্টা, প্রত্যেক শ্রমিক অতিরিক্ত সময় কাজ করার জন্য স্বাভাবিক হারের ১১/২. গুণ মজুরি পায়। প্রত্যেকে বাড়ি ভাড়া ভাতা পায় মূল মজুরির ৫০% এবং প্রতিদিন যাতায়াত ভাতা পায় ১০. টাকা করে। প্রত্যেক শ্রমিকমূল মজুরির ১০% গ্র“প বিমায় এবং প্রতিদিন ১০. টাকা করে গ্র“্যাচুইটি ফান্ডে কর্তন করে।
ক. শ্রমিকদের ওভারটাইম মজুরি নির্ণয় করো। ২
খ. শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। ৪
গ. শ্রমিকদের মোট কর্তন ও নিট মজুরি নির্ণয় করো। ৪
৫. ২০১৫. সালের ৩১. ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য অগ্রণী ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæরূপ:
অগ্রণী ক্লাব
ডেবিট প্রাপ্তি ও প্রদান হিসাব ক্রেডিট
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
হাতে নগদ (১.১.১৫) ৯,৮০০ ভাড়া ৭,২০০
ভর্তি ফি ১,৮০০ মনিহারি ১,২০০
চাঁদা : ২০১৪ ৭৫০ বেতন ১২,৫০০
২০১৫ ২০,৫০০ খবরের কাগজ ৯০০
২০১৬ ১,২৫০ নাট্যাভিনয় খরচ ৭,৫০০
অনুদান ৬,৫০০ আপ্যায়ন খরচ ৫,৫০০
নাট্যাভিনয় টিকেট বিক্রয় ১৩,০০০ খেলাধুলার সরঞ্জাম ক্রয় ১০,০০০
চা-চক্র হতে মুনাফা ১,০০০ হাতে নগদ (৩১.১২.১৫) ৯,৮০০
৫৪,৬০০ ৫৪,৬০০
বছরের শুরুতে ক্লাবের আসবাবপত্র ছিল ৫,০০০ টাকা। বছরের শেষে এ মূল্য দাড়ায় ৪,৫০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. প্রদত্ত ভাড়ার মধ্যে ১,২০০ টাকা বিগত বছরের বকেয়া এবং চলতি বছরের ভাড়া বকেয়া রয়েছে ২,৫০০ টাকা। ২. চলতি বছরের বেতন ২,৪০০ টাকা বকেয়া রয়েছে। ৩. চলতি বছরের চাঁদা ১,৮০০ টাকা এখনও আদায় হয়নি।
ক. মূলধন তহবিল নির্ণয় করো। ২
খ. ২০১৫. সালের ৩১. ডিসেম্বর সমাপ্ত বছরের আয়-ব্যয় হিসাব তৈরি করো। ৪
গ. উক্ত তারিখে ক্লাবের মোট সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো। ৪
৬. বকুল লি. এবং মুকুল লি. একই ধরনের ব্যবসায়ে নিয়োজিত। তাদের আর্থিক বিবরণী নিæরূপ:
বিশদ আয় বিবরণী
২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
হিসাবের নাম বকুল টাকা মুকুল টাকা
বিক্রয় ২,৭৫,০০০ ২,৫০,০০০
বাদ : বিক্রীত পণ্যের ব্যয় ২,০৬,২৫০ ২,০০,০০০
মোট মুনাফা ৬৮,৭৫০ ৫০,০০০
বাদ : পরিচালন খরচ ২৭,৫০০ ১৭,৫০০
নিট মুনাফা ৪১,২৫০ ৩২,৫০০
বকুল লি. এবং মুকুল লি.-এর সংশ্লিষ্ট বছরের গড় মজুদ পণ্যের মূল্য ছিল ১৭,০০০ টাকা এবং ২০,০০০ টাকা।
ক. মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। ২
খ. উক্ত কোম্পানি দুটির মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের দু’টি (মোট লাভ এবং নিট লাভ) অনুপাত নির্ণয় করো। ৪
গ. কোন কোম্পানি অধিক লাভজনক ব্যবসায় পরিচালনা করে থাকে মন্তব্য করো। ৪
৭. জনসন লি.-এর ২০১৫. সালের এপ্রিল মাসে পণ্যের আগমন ও নির্গমন সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
২০১৫
এপ্রিল ১ প্রারম্ভিক জের ৫০০ একক, প্রতি একক ১৫. টাকা।
” ৭ ক্রয় ১,০০০ একক, প্রতি একক ১২. টাকা করে।
” ১৫ কারখানার ইস্যু ৮০০ একক।
” ২০ কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতির অবচয় ধরা হলো ২,০০০ টাকা।
” ২৫ কারখানায় ইস্যু ৫০০ একক।
” ২৭ কারখানার বিদ্যুৎ বিল প্রদান ১,৫০০ টাকা।
” ২৮ ক্রয় ৭০০ একক, প্রতি একক ১০. টাকা করে।
” ৩০ কারখানায় ইস্যু ২০০ একক।
ক. যে সকল দফা মাল খতিয়ান হিসাবে আসবে না তার পরিমাণ নির্ণয় করো। ২
খ. আগের মাল আগে যায় পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। ৪
গ. ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। ৪
৮. কর্ণফুলি পেপার মিল্স লিমিটেড প্রতিটি ১০০ টাকা মূল্যের ৯০,০০০ শেয়ার নিয়ে অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি অনুমোদিত শেয়ারের ৭৫,০০০ শেয়ার জনসাধারণের নিকট প্রতিটি ১১০. টাকায় বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ মর্মে উক্ত শেয়ার বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করা হয়।
মোট ৮৫,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। প্রয়োজনীয় সংখ্যক শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টিত হলো। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। শেয়ার প্রতি ০.৫০ টাকা করে দায় গ্রাহকের দস্তুরি ধার্য করা হলো।
ক. শেয়ার প্রতি অধিহারের মূল্য ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৯. ১. জানুয়ারি, ২০১৬. তারিখে আহম্মেদ ফুড লি.-এর নগদ উদ্বৃত্ত ছিল ২,৯০,০০০ টাকা। উক্ত বছরে আহম্মেদ ফুড লি.-এর কার্যক্রম সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
নগদ মেশিন বিক্রয় ৩,৩০,০০০ টাকা
লভ্যাংশ প্রদান ৯০,০০০ টাকা
অবচয় হিসাব ৭০,০০০ টাকা
মেশিন বিক্রয়জনিত লোকসান ২০,০০০ টাকা
প্রদেয় হিসাব (পাওনাদারবৃন্দ) বৃদ্ধি পেয়েছে ১,৫০,০০০ টাকা
দীর্ঘমেয়াদি বিনিয়োগপত্র বিক্রয় ৮০,০০০ টাকা
মেশিন ক্রয় ৪,০০,০০০ টাকা
বন্ধকি ঋণের আসল অর্থ পরিশোধ ৫,০০,০০০ টাকা
নিট আয় ৩,১০,০০০ টাকা
মজুদ পণ্য বৃদ্ধি ১,২০,০০০ টাকা
ক. বিনিয়োগ কার্যক্রমের মোট বহিঃপ্রবাহ নির্ণয় করো। ২
খ. পরোক্ষ পদ্ধতিতে ব্যবসায় পরিচালন সংক্রান্ত কার্যকলাপ হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। ৪
১০. উদয়ন প্রেস লিমিটেড-এর উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
বিবরণ টাকা
ব্যবহৃত কাঁচামাল ৪০,০০০
অর্ধসমাপ্ত পণ্য (০১-০১-২০১৪) ৫,০০০
অর্ধসমাপ্ত পণ্য (৩০-০৬-২০১৪) ৬,৫০০
প্রস্তুতকৃত পণ্য (০১-০১-২০১৪) ১৩,৫০০
প্রস্তুতকৃত পণ্য (৩০-০৬-২০১৪) ৮,৫০০
পরোক্ষ খরচ ১০,০০০
প্রত্যক্ষ মজুরি ২৪,০০০ ঘণ্টা, প্রতি ঘণ্টা ২. টাকা করে কারখানার সরবরাহকৃত বিবিধ দ্রব্য
৪,২০০
পরোক্ষ কাঁচামাল ৪,৫০০
পরোক্ষ শ্রম ৯,০০০
কারখানার বিবিধ খরচ ৫,০০০
প্রশাসনিক খরচ ১০,০০০
বিক্রয় খরচ ১০,০০০
মুনাফা বিক্রয়ের ওপর ২০%।
ক. মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. কোম্পানির নিট লাভ নির্ণয় করো। ৪
১১. মদিনা লিমিটেড বিভিন্ন পণ্য উৎপাদন ও বিক্রয় করে। ২০১৪. সাল কোম্পানির তথ্যাবলি ছিল নিæরূপ:
মোট পরিবর্তনশীল ব্যয় ৪,২০,০০০ টাকা; মোট স্থির ব্যয় ১,৫০,০০০ টাকা। বিক্রয় ৬,০০,০০০ টাকা এবং এককপ্রতি বিক্রয়মূল্য ৪০ টাকা।
ক. এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো। ২
খ. এককপ্রতি কন্ট্রিবিউশন মার্জিন এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
গ. সমচ্ছেদ বিক্রয় এককে এবং টাকায় নির্ণয় করো। ৪.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।