হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৫৫-৫৬ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৫৫. কক্সবাজার সিটি কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. বেঙ্গল কোম্পানি লিমিটেড প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৪. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিæরূপ ছিল :
ক্রমিক নং হিসাবের নাম খ: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট
টাকা
১. অনুএমাদিত ও বিলিকতে মƒলধন- পণ্ঠতিটি ১০০ টাকা মƒএলঞ্ঝর ৫,০০০ শৈয়ার
৫,০০,০০০
২. প্রাথমিক খরচাবলি ৮০,০০০
৩. কারখানা ও গুদাম ভাড়া ৬০,০০০
৪. কলকব্জা ও যন্ত্রপাতি ২,০০,০০০
৫. নিষ্কর প্রিমিসেস ২,৫৫,০০০
৬. অফিস ইকুইপমেন্ট ৮২,০০০
৭. সঞ্চিতি তহবিল ৭০,০০০
৮. ড্রইং অফিসের বেতন ৫০,০০০
৯. মজুদ পণ্য (১.১.১৪) ১,৪০,০০০
১০. পণ্য ক্রয় ও বিক্রয় ২,৫০,০০০ ৪,০০,০০০
১১. ৬% ঋণপত্র (১.৭.১৪) ১,০০,০০০
১২. আয়কর ও আয়কর সঞ্চিতি ৪৫,০০০ ৩৫,০০০
১৩. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ১৩,০০০
১৪. প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৪৫,০০০ ৪০,০০০
১৫. দাবিহীন লভ্যাংশ ৫,০০০
১৬. সংরপ্টিত আয় বিবরণীর উ্রঙ্কল্ফে (১.১.১৪) ৭০,০০০
১২,২০,০০০ ১২,২০,০০০
নিæোক্ত বিষয়গুলো সমন্বয় করতে হবে: ১. সমাপনী মজুদ পণ্যের মূল্য ২,০৫,০০০ টাকা; এর মধ্যে ৫,০০০ টাকার বিক্রীত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু সরবরাহ করা হয়নি। ২. স্থায়ী সম্পত্তির ওপর ৮% অবচয় ধার্য করো। ৩. আয়করের জন্য ৫,০০০ টাকার ব্যবস্থা রাখতে হবে। ৪. নিট লাভের ১০,০০০ টাকা দ্বারা একটি লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করতে হবে। ৫. প্রস্তাবিত লভ্যাংশ বাবদ ১০% ব্যবস্থা রাখতে হবে। (অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সমন্বয় করতে হবে)
ক. বেঙ্গল কোম্পানি লিমিটেড এর প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বেঙ্গল কোম্পানি লিমিটেড এর মোট লাভ/ক্ষতি নির্ণয় করো। ৪
গ. সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ৪০,৩০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
২. বেক্সিমকো কোম্পানি লি. এর অনুমোদিত মূলধন প্রতিটি ৫০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৪. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিæরূপ :
রেওয়ামিল
৩১. ডিসেম্বর ২০১৪
ক্রমিক নং হিসাবের নাম খ: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট
টাকা
১. শেয়ার মূলধন ২,০০,০০০
২. সঞ্চিতি তহবিল ৮০,০০০
৩. ঋণপত্র ১,০০,০০০
৪. প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৮০,০০০ ৫১,০০০
৫. সুনাম ১,০০,০০০
৬. ১৫% বিনিয়োগ (১.৪.১৪) ২,২৮,০০০
৭. কলকব্জা ও যন্ত্রপাতি ১,৬০,০০০
৮. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ৩৭,০০০
৯. মজুদ পণ্য (১.১.১৪) ৩০,০০০
১০. পণ্য ক্রয় ও বিক্রয় ৩,৬৬,০০০ ৮,০০,০০০
১১. মজুরি ৭০,০০০
১২. বেতন (১০. মাস) ৯৮,০০০
১৩. অনাদায়ী পাওনা ৪,০০০
১৪. অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০
১৫. ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০
১৬. ইজারা সম্পত্তি (১০. বছর: ১.৭.১৪. তারিখে গৃহীত)
৮৫,০০০
১৭. আয়কর ১০,০০০
১৮. শেয়ার হস্তান্তর ফি ১০,০০০
১৯. সংরপ্টিত আয় বিবরণীর উ্রঙ্কল্ফে (১.১.১৪) ৭২,০০০
১৩,১৮,০০০ ১৩,১৮,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ১,৮০,০০০ টাকা মূল্যায়ন করা হয়। ২. ধারে বিক্রয় ৫০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। ৩. কলকব্জা ও যন্ত্রপাতির ৫% হারে অবচয় ধার্য করতে হবে। ৪. চলতি বছরের মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। প্রাপ্ত হিসাবের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি কার্যকর করো। ৫. পরিশোধিত মূলধনের ১০% লভ্যাংশ ঘোষণা করা হয়। ৬. সুনামের ১০% অবলোপন করতে হবে। ৭. একটি নতুন যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। মেশিনটি ০১-০৪-১৪. তারিখ সংস্থাপন করা হয়েছে।
ক. ২০১৪. সালের ৩১. ডিসম্বের তারিখে আদায়যোগ্য প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বিশদ আয় বিবরণীর প্রস্তুতের মাধ্যমে মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. মোট মুনাফা ৫,৭৪,০০০ টাকা হলে কোম্পানির নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩. রিমন, সুমন ও ইমন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০১৬. সালের ১. জানুয়ারি তারিখের যথাক্রমে ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। অংশীদারি চুক্তি মোতাবেক লাভ-লোকসান ২. ঃ ২. ঃ ১. অনুপাতে বণ্টন করে নেয়। রিমন ব্যবসায়ের মোট মূলধনের উপর ৮% সুদ পাবে। অংশীদারদের উত্তোলনের উপর ১০% সুদ ধার্য করা হবে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ইমন ত্রৈমাসিক ৩,০০০ টাকা করে বেতন পাবে। এ বেতনের টাকা নগদে গ্রহণ করেছে। ইমন বণ্টনযোগ্য মুনাফার উপর ৫% কমিশন পাবে। এ কমিশন তার কমিশন চার্জ করার পরের বণ্টনযোগ্য মুনাফার উপর ধরতে হবে। ২০১৩. সালের ১. এপ্রিল তারিখে ইমন ১০,০০০ টাকা ঋণ স্বরূপ প্রদান করে। সম্ভাব্য লাভের প্রত্যাশায় প্রতি দু’মাস অন্তর রিমন, সুমন ও ইমন যথাক্রমে ১,৫০০ টাকা, ২,০০০ টাকা, ১,০০০ টাকা করে নগদ উত্তোলন করে।
ইমনের বেতন ও ঋণের সুদ চার্জ করার পর কারবারের মুনাফা ৪৭,১৯৫. টাকা উপনীত হয়।
ক. ইমনের বার্ষিক বেতন ও ঋণের সুদ নির্ণয় করো। ২
খ. বণ্টনযোগ্য মুনাফা নির্ণয় করে তা অংশীদারদের মধ্যে বণ্টন করে দেখাও। ৪
গ. অংশীদারদের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। ৪
৪. একটি প্রতিষ্ঠিত পোষাক কারখানায় ৪০ শ্রমিক কাজ করে। ৪৮. ঘণ্টায় সপ্তাহে ঘণ্টা প্রতি ৫. টাকা হারে স্বাভাবিক মজুরি প্রদান করা হয়। উক্ত কারখানায় ওভারটাইম মজুরি প্রদান করা হয় স্বাভাবিক হারের দ্বিগুণ। কোন এক সপ্তাহের কারখানা মোট ৬০ ঘণ্টা চালু থাকে। সকল শ্রমিক নিয়মিত মজুরির ৪০% বাড়ি ভাড়া ভাতা; ৫% টিফিন ভাতা ও ১০% অন্যান্য সুবিধা পায়। সকল শ্রমিক নিয়মিত মজুরির ১০% ভবিষ্যত তহবিলে, ১% কল্যাণ তহবিলে ও ২% সামাজিক নিরাপত্তা তহবিলে প্রদান করে। অগ্রিম প্রদত্ত মজুরি আদায় ১,০০০ টাকা। জরিমানা আদায় ৫০০ টাকা সপ্তাহের বেতন বিলে অন্তর্ভুক্ত করতে হবে।
ক. শ্রমিকদের মূল মজুরি ও ওভারটাইম মজুরি নির্ণয় করো। ২
খ. শ্রমিকদের মজুরি বিবরণী প্রস্তুত করো। ৪
গ. মজুরি সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। ৪
৫. পদ্মা ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত :
পণ্ঠাক্রি¦সমƒহ টাকা সজ্ঞক্সল্ফিসমƒহ টাকা
উ্রঙ্কল্ফে (০১-০১-১৫) ৩০,০০০ বৈতন ২১,৫০০
চাঁদা ৩২,০০০ মঞ্ঝাগাজিন বাবদ বঞ্ঝয় ১০,০০০
মঞ্ঝাগাজিন বিকত্থয় ৪,০০০ মাঠ উ®²য়ন বঞ্ঝয় ৩৫,০০০
আসবাবপষ্ণ বিকত্থয় (১.৭.১৫) ৗবদুঞ্ঝতিক সংর্’াপন বঞ্ঝয় ৪,০০০
তারিএখ কত্থয়মƒলঞ্ঝ ৪,০০০ টাকা) ৩,০০০ বিএশষ তহবিল হএত বিেল্ফ পণ্ঠদান ১৫,০০০
১০% বিনিএয়াগ (১.৭.১৫) ৮,০০০ বাৎসরিক ভৈাজ বঞ্ঝয় ২৫,০০০
বিএশষ তহবিএলর অনুদান ২৬,০০০ উ্রঙ্কল্ফে (৩১-১২-১৫) ১২,৫০০
ভতিট্ট ফি ২০,০০০
১,২৩,০০০ ১,২৩,০০০
২০১৫. সালের জানু-১. তারিখে উক্ত ক্লাবের সম্পদ ও দায় ছিল নিæরূপ : আসবাবপত্র ১৫,০০০ টাকা; ১০% বিনিয়োগ ৩,০০০ টাকা; পুস্তক ৪৫,০০০ টাকা; আজীবন সভ্যের চাঁদা ১০,০০০ টাকা বিশেষ তহবিল ১০,০০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি : ১. ম্যাগাজিনে বিজ্ঞাপন বাবদ বিভিন্ন ব্যক্তিবর্গের নিকট পাওনা আছে ৪,০০০ টাকা। ২. আজীবন সদস্যের মধ্যে ২. জন মৃত্যুবরণ করেছে। আজীবন সদস্য সংখ্যা ছিল ১০. জন। ৩. ভর্তি ফি ৫০% মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করতে হবে। ৪. আসবাবপত্রের উপর ১০% অবচয় ধরতে হবে।
ক. আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ২
খ. আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. প্রারম্ভিক মূলধন তহবিল ৭০,০০০ টাকা ধরে কারবারের উদ্বৃতপত্র প্রস্তুত করো। ৪
৬. ডেলটা ফার্ম লি. এর অনুমোদিত মূলধন ২,০০,০০০ টাকা যা প্রতিটি ১০. টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত মূলধনের ৮০% বিক্রয়ের উদ্দেশ্যে ১০% অবহারে ইস্যু করে। ইস্যুকৃত শেয়ারের চাইতে ১০% অধিক আবেদন পাওয়া গেল। অতিরিক্ত আবেদন সম্পূর্ণ প্রত্যাখান করা হয়।
ক. বাজারে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ কত? ২
খ. কোম্পানির হিসাব বইতে জাবেদা লিখ। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৭. হাবিব লি. এর ২০১৩. ও ২০১২. সালের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিæে উলেখ করা হলো :
হিসাবের নাম ২০১৩. (টাকা) ২০১২. (টাকা)
সম্পদসমূহ :
নগদ ৯৫,৫০০ ৭৯,৫০০
প্রাপ্য হিসাব ৯,০০০ ১১,৫০০
মজুদ পণ্য ৮৫,০০০ ৮০,০০০
ভ‚মি ৪০,০০০ ৪০,০০০
অফিস সরঞ্জাম ৮০,০০০ –
পুঞ্জীভ‚ত অবচয় (৮,০০০) –
মোট ৩,০১,৫০০ ২,১১,০০০
দায় ও শেয়ারহোল্ডারদের স্বত্ব :
প্রদেয় হিসাব ৩৯,৫০০ ৪০,০০০
প্রদেয় বন্ড ৬৫,০০০ –
সাধারণ শেয়ার মূলধন ১,৫০,০০০ ১,৫০,০০০
সংরক্ষিত আয় ৪৭,০০০ ২১,০০০
মোট ৩,০১,৫০০ ২,১১,০০০
সমন্বয়সমূহ: ১. অবচয় খরচ দেখানো হয়েছে ৯,০০০ টাকা। ২. নগদে প্রদেয় বন্ড ইস্যু ৬৫,০০০ টাকা। ৩. ২০১৩. সালের নিট আয় ৪২,০০০ টাকা। ৪. নগদে লভ্যাংশ প্রদান ১৬,০০০ টাকা। ৫. নগদে সরঞ্জাম ক্রয় ৯০,০০০ টাকা। ৬. অফিস সরঞ্জাম বিক্রয় ৮,৫০০ টাকা, যার ক্রয়মূল্য ১০,০০০ টাকা এবং বই মূল্য ছিল ৯,০০০ টাকা।
ক. চলতি সম্পদের নিট বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ ৪৮,৫০০ টাকা দরে ২০১৩. সালের নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। ৪
৮. আকাশ লি. ২০১০. সালের জানুয়ারি ১. তারিখে ২,০০,০০০ টাকা দিয়ে একটি প্রিন্টার ক্রয় করে। আশা করা যায় প্রিন্টারটি দিয়ে মোট ৬,৪০,০০০ কপি প্রিন্ট করা যাবে এবং আনুমানিক কার্যকাল শেষে প্রিন্টারটি ৪০,০০০ টাকায় বিক্রয় করা যাবে। ২০১০. সালে ২০,০০০ কপি ২০১১. সালে ২৫,০০০ কপি, ২০১২. সালে ২২,০০০ কপি এবং ২০১৩. সালে ২৪,০০০ কপি প্রিন্ট করা হয়।
ক. ২০১০. থেকে ২০১৩. সালের অবচয় নির্ণয় করো। ২
খ. ২০১০. এবং ২০১১. সালের জাবেদা দাখিলা দাও। ৪
গ. ২০১০. ও ২০১১. সালের অবচয় হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। ৪
৯. উর্বশী ট্রেডার্স-এর সেপ্টেম্বর মাসের মজুদ পণ্য ক্রয়সমূহ এবং বিক্রয়সমূহ নিচে দেয়া হলো:
২০১৪
সেপ্টে. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত প্রতি একক ১০. টাকা দরে ৮০০ একক।
” ৭ ক্রয় প্রতি একক ১০.৫০ টাকা দরে ৫০০ একক।
” ১২ ক্রয় প্রতি একক ১১. টাকা দরে ৬৫০ একক।
” ১৫ ক্রয় প্রতি একক ১২. টাকা দরে ৬০০ একক।
” ২০ ‘ক’ বিভাগকে ইস্যুকৃত ৯০০ একক।
” ২৫ ‘খ’ বিভাগকে ইস্যুকৃত ৭০০ একক।
” ৩০ ‘খ’ বিভাগ থেকে ফেরত ৫০ একক।
উর্বশী ট্রেডার্স নিত্য মজুদ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে।
ক. সেপ্টেম্বর মাসের নিট ইস্যুকৃত পণ্যের একক নির্ণয় করো। ২
খ. মাল খতিয়ান প্রস্তুত করে ঋওঋঙ পদ্ধতিতে। ৪
গ. ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
১০. ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য স্কয়ার ইন্ডাষ্ট্রিজের একটি দ্রব্যের নিæলিখিত ব্যয়ের তথ্য প্রদত্ত হলো :
হিসাবের নাম টাকা
কাঁচামাল ক্রয় ৫০,০০০
উৎপাদন মজুরি ৬০,০০০
কারখানা উপরিব্যয় (উৎপাদন মজুরির ৬০%)
মজুদ পণ্য (১. জানুয়ারি ২০১৫)
কাঁচামাল ২০,০০০
উৎপাদিত দ্রব্য ২,০০০ কেজি ৮,০০০
মজুদ পণ্য (৩১. ডিসেম্বর ২০১৫):
কাঁচামাল ১০,০০০
উৎপাদিত দ্রব্য ৫,০০০ কেজি ?
আংশিক উৎপাদিত দ্রব্য
১. জানুয়ারি ২০১৫ ৪,০০০
৩১. ডিসেম্বর ২০১৫ ১০,০০০
অফিস ও প্রশাসনিক উপরিব্যয় ৭,৫০০
বিক্রয় ১,৮০,০০০
বিক্রয় খরচ কেজি প্রতি ০.৪০ টাকা। ২০১৫. সালে ২৮,০০০ কেজি দ্রব্য উৎপাদিত হয়।
ক. তৈরি পণ্যের সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. উৎপাদিত দ্রব্যের ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. একটি আয় বিবরণী প্রস্তুত করো। ৪
১১. সুমি ও মিমি একই ধরনের ব্যবসায়ে নিয়োজিত। ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখে তাদের আর্থিক বিবরণী নিæরূপ ছিল :
লাভ-লোকসান বিবরণী
বিবরণ সুমি (টাকা) মিমি (টাকা)
বিক্রয় (৭৫% নগদে) ৯,০০,০০০ ৩,০০,০০০
বিক্রীত পণ্যের ব্যয় ৭,০০,০০০ ২,২০,০০০
মোট লাভ ২,০০,০০০ ৮০,০০০
খরচ ১,২০,০০০ ৪০,০০০
নিট লাভ ৮০,০০০ ৪০,০০০
২০১৫. সালের সুমি ও মিমি এর ব্যবসায়ের গড় মজুদ পণ্যে ক্রয়মূল্য ছিল যথাক্রমে ৭০,০০০ টাকা ও ২০,০০০ টাকা।
ক. ধারে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট মুনাফা অনুপাত ও নিট মুনাফা অনুপাত নির্ণয় করো। ৪
গ. মজুদ আবর্তন হার নির্ণয় করো এবং মন্তব্য কর কে অধিক লাভজনক ব্যবসায় করে? ৪.
৫৬.সিলেট কমার্স কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. যমুনা কোম্পানি লি-এর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখের প্রস্তুতকৃত রেওয়ামিল নিæরূপ:
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
বিবরণ ডৈবিট টাকা বিবরণ কৈত্থডিট টাকা
নগদ তহবিল ১,৩০,০০০ শৈয়ার মƒলধন ৭,০০,০০০
মনিহারি ২৮,০০০ বিকত্থয় ৭,০০,০০০
মজুদ পণঞ্ঝ (১.১.১৬) ১,০০,০০০ পণ্ঠএদয় হিসাব ২৫,০০০
কত্থয় ৩,২৮,০০০ অনাদায়ি পাওনা সম্ফিতি ১০,০০০
বৈতন ৫২,০০০ শিপ্টানবিশ সৈলামি ১৫,০০০
ভাড়া (১৪. মাএসর) ২৮,০০০ ১২% ব®¬কি ঋণ (১.৭.১৬) ৫০,০০০
পণ্ঠাপঞ্ঝ হিসাব ৩,৮০,০০০
পরিবহন ২৮,০০০
আমদানি স্টÍক্স ৪০,০০০
১২% ঋণপষ্ণ কত্থয় (১.৯.১৬. তারিএখ কত্থয়কতে) ৩,৩৮,০০০
বিæাপন ৪০,০০০
অনাদায়ি পাওনা ৮,০০০
১৫,০০,০০০ ১৫,০০,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ১,৫০,০০০ টাকা। ২. বছরে মোট অনাদায়ি পাওনা ১০,০০০ টাকা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ি পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। ৩. প্রতি মাসের প্রদেয় বেতনের পরিমাণ ৪,০০০ টাকা। ৪. ক্যাশবাক্স থেকে ৪,০০০ টাকা চুরি হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। ৫. বিজ্ঞাপনের জন্য ৫,০০০ টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়। মোট বিজ্ঞাপনের ১/৫. অংশ অবলোপন করতে হবে।
ক. বছর শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। ২
খ. যমুনা কোম্পানি লি.-এর বছরের মোট লাভ নির্ণয় করো। ৪
গ. বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। (যদি মোট লাভ ৩,৮০,০০০ টাকা হয়) ৪
২. আকাশ লি.-এর অনুমোদিত মূলধন ২৫,০০,০০০ টাকা। এ অনুমোদিত মূলধন প্রতিটি ১০০ টাকা মূল্যের ২৫,০০০ শেয়ারে বিভক্ত।
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন ১০,০০,০০০
১২% ঋণপত্র (১.৯.১৬) ১,০০,০০০
ইজারা সম্পত্তি (১০. বছর) ১,০০,০০০
আয়কর ৩০,০০০
অন্তর্বর্তী লভ্যাংশ ২০,০০০
প্রারম্ভিক মজুদ ১,১০,০০০
ক্রয় ও বিক্রয় ৪,০৫,০০০ ৭,২৫,০০০
মজুরি ১,২০,০০০
শেয়ার অধিহার ৯০,০০০
বেতন ৬৫,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ৪,০০,০০০
আয়কর সঞ্চিতি ২০,০০০
সঞ্চিতি তহবিল ৭৫,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৩,০০,০০০ ৫০,০০০
ব্যাংক জমার উদ্বৃত্ত ১,৯০,০০০
সুনাম ১,২০,০০০
দায় গ্রাহকের কমিশন ৬০,০০০
রক্ষিত আয় (১.১.১৬) ১,৪০,০০০
২০,৬০,০০০ ২০,৬০,০০০
অন্যান্য তথ্যাবলি: ১. সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ১,৬০,০০০ টাকা এবং বাজারমূল্য ১,৮০,০০০ টাকা। ২. অন্তর্বর্তী লভ্যাংশসহ ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৩. সঞ্চিতি তহবিল ৯০,০০০ টাকায় উন্নীত করতে হবে। দায় গ্রাহকের কমিশনের ৫০% অবলোপন করতে হবে।
ক. ঘোষিত লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি বছরের নিট মুনাফা ২,৭০,০০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানি মালিকানা স্বত্ব ও দায়- দেনার পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩. কথা, কাব্য ও ছবি একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ ক্ষতি ২. ঃ ২. ঃ ১. অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে উত্তোলন, মুনাফার অংশ এবং বেতন বাবদ সমন্বয় সাধনের পর তাদের মূলধন ছিল কথা: ৭৫,০০০ টাকা, কাব্য: ৮৫,০০০ টাকা এবং ছবি: ৪৮,০০০ টাকা। পরবর্তীকালে দেখা গেল চুক্তি অনুযায়ী অংশীদারদের মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ১০% সুদ এবং কথার ৫০০ টাকার পণ্য উত্তোলন ধার্যকরণ হতে বাদ পড়েছে। তাদের উত্তোলন ছিল কথা ১২,০০০ টাকা, কাব্য ১৪,০০০ টাকা এবং ছবি ১০,০০০ টাকা। কথা ও ছবির বার্ষিক বেতন যথাক্রমে ১২,০০০ টাকা এবং ১০,০০০ টাকা ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে কারবারের লাভের পরিমাণ ছিল ৪৮,০০০ টাকা। অংশীদারি ব্যবসায়ের মোট মূলধন ১,৬০,০০০ টাকা সংরক্ষণ করে লাভ-ক্ষতি বণ্টন অনুপাতে মূলধন সমন্বয় করতে সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. ৬০,০০০ টাকা ক্ষতিতে কথা, কাব্য ও ছবির অংশ নির্ণয় করো। ২
খ. লাভ-ক্ষতি সমন্বয় হিসাব প্রস্তুত করো। (যদি প্রারম্ভিক মূলধন কথা ৫৫,৮০০ টাকা; কাব্য ৭৯,৮০০ টাকা; ছবি ৩৮,৪০০ টাকা) ৪
গ. অংশীদারদের পুনঃসমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৪. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ওল্ড ফ্রেন্ডস ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæে দেয়া হলো:
ওল্ড ফেন্ডস ক্লাব
ডেবিট প্রাপ্তি ও প্রদান হিসাব ক্রেডিট
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (১.১.২০১৬) ২,৫০০ বেতন ২,৪০০
প্রবেশ ফি ১,৮০০ ভাড়া ২,০০০
চাঁদা ১০,৫০০ মজুরি ২,৮০০
আপ্যায়ন থেকে মুনাফা ৫০০ আসবাবপত্র ক্রয় (১.৭.২০১৬) ১,০০০
বিনিয়োগের সুদ ২০০ মেরামত ৩০০
বিবিধ খরচ ৩৭০
উদ্বৃত্ত (৩১.১২.২০১৬) ৬,৬৩০
১৫,৫০০ ১৫,৫০০
২০১৬. সালের ১. জানুয়ারি ক্লাবের সম্পদ ছিল: খেলার মাঠ ৩০,০০০ টাকা; বিনিয়োগ ১০,০০০ টাকা; খেলার সরঞ্জার ৪,৫০০ টাকা এবং আসবাবপত্র ২,৫০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. মেরামত খরচের ৩৫. টাকা বিগত বছরের, চলতি বছরের বকেয়া ৫০ টাকা আছে। ২. প্রদত্ত মজুরির ১২৫. টাকা বিগত বছরের, চলতি বছরের বকেয়া আছে ১৫০ টাকা। ৩. প্রাপ্ত চাঁদার মধ্যে ৫০০ টাকা বিগত বছরের, ৮৫০ টাকা পরবর্তী বছরের, চলতি বছরের চাঁদা ১,২৫০ টাকা অনাদায়ী রয়েছে। ৪. আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করো। ৫. প্রবেশ ফি মুনাফাস্বরূপ গণ্য করতে হবে।
ক. চলতি সালের মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. ব্যয়াতিরিক্ত আয় ৪,৬৯০ টাকা হলে ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৫. সুরমা লি. প্রতিটি ১০. টাকা মূল্যের ৩০,০০০ সাধারণ শেয়ারে মোট ৩,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি-এর ৮০% শেয়ার, ১০% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করল। কোম্পানি মোট ২,৮৬,০০০ টাকার আবেদনপত্র পেল। আবেদনকৃত শেয়ার যথারীতি বণ্টন করা হলো। অতিরিক্ত আবেদনের টাকা রিফান্ড করা হলো। কোম্পানি ২,০০০ শেয়ার সমমূল্যে ইস্যু করে একখন্ড জমি ক্রয় করে।
ক. আবেদনকৃত শেয়ারে পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৬. মুক্তা কোম্পানি লি. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখের কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী নিয়ে দেওয়া হলো:
মূলধন ও দায় টাকা সম্পদসমূহ টাকা
শেয়ার মূলধন ৬,০০,০০০ স্থায়ী সম্পত্তি ৮,০০,০০০
সাধারণ সঞ্চিতি ২,০০,০০০ মজুদপণ্য ২,০০,০০০
প্রদেয় হিসাব ১,০০,০০০ দেনাদার ১,৫০,০০০
দীর্ঘমেয়াদী ঋণ ২,০০,০০০ নগদ তহবিল ৪০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ১,০০,০০০ প্রাথমিক খরচাবলি ১০,০০০
১২,০০,০০০ ১২,০০,০০০
উক্ত বছরে বিক্রয়ের পরিমাণ ছিল ১৪,০০,০০০ টাকা। যার ৮০% বাকিতে বিক্রয় করা হয় এবং বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২৫% লাভে পণ্য বিক্রয় করা হয়।
ক. মোট লাভের অনুপাত নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত এবং দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
গ. কার্যকরী মূলধন ও দায়-মালিকানা অনুপাত নির্ণয় করো। ৪
৭. সাথী লি.-এর উৎপাদন বিভাগ হতে কাঁচামাল সংক্রান্ত তথ্য নিæরূপ:
২০১৬
জানু. ১ প্রারম্ভিক জের ২০০ টন, প্রতি টন ২৫. টাকা দরে।
” ৬ ক্রয় ৪২০ টন, প্রতি টন ২৭. টাকা দরে।
” ১০ ইস্যু ৪৫০ টন।
” ১৭ ক্রয় ৩৫০ টন, প্রতি টন ২৮. টাকা দরে।
” ২৫ ইস্যু ৩৪০ টন।
” ৩১ সমাপনী মজুদ ১৬০ টন।
ক. ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
৮. জামান ট্রেডিং-এর ৩. জন শ্রমিক ঘণ্টা প্রতি ১৫. টাকা হারে মজুরি পায়। প্রত্যেকের প্রমাণ সময় প্রতিদিন ৮. ঘণ্টা। তাদের সাপ্তাহিক (৬. দিন) কার্যকরী ঘণ্টা নিæরূপ: সুপ্তি ৬০ ঘণ্টা, দিপ্তি ৬৫. ঘণ্টা, মুক্তি ৪৮. ঘণ্টা।
প্রত্যেকে অতিরিক্ত কাজের জন্য মূল মজুরির ২.৫. গুণ হারে পাবে। তাছাড়া টিফিন ভাতা প্রতিদিন ১৫. টাকা, যাতায়াত ভাতা মূল মজুরির ২০%, নগর ভাতা মূল মজুরির ১০% এবং শ্রমিকগণ তাদের মূল মজুরির ১০% প্রভিডেন্ট ফান্ডের ৫% নিরাপত্তা তহবিলে দান করেন এবং জরিমানা বাবাদ মোট ৬০০ টাকা কর্তন করা হয়।
ক. শ্রমিকদের ওভারটাইমের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। ২
খ. জামান ট্রেডিং-এর মোট মজুরির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. মোট কর্তন প্রদর্শন করে নিট প্রদেয় মজুরির পরিমাণ নির্ণয় করো। ৪
৯. সিলেট মেটাল লি.-এর ২০১৬. সালের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
বিবরণ টাকা
মোট বিক্রয় ৫,০০,০০০
মোট পরিবর্তনশীল ব্যয় ৩,০০,০০০
মোট স্থায়ী ব্যয় ১,৫০,০০০
বিক্রয় একক (৫,০০০ একক)
ক. এককপ্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় এবং নিরাপত্তা প্রান্ত পরিমাণ নির্ণয় করো। ৪
গ. যদি ক্রয় ২৫% বৃদ্ধি পায় তাহলে সমচ্ছেদ বিন্দুর উপর কি প্রভাব পড়বে? ৪
১০. ইশিতা ফুড লি.-এর নিলিখিত তথ্যাবলি পাওয়া যায়:
বিবরণ টাকা
মূখ্য ব্যয় ১,৮০,০০০
আংশিক পণ্যের প্রারম্ভিক মজুদ ২০,০০০
আংশিক পণ্যের সমাপনী মজুদ ১৫,০০০
তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ৮০,০০০
তৈরি পণ্যের সমাপনী মজুদ ৫০,০০০
প্রত্যক্ষ মজুরি ১৫,০০০
ভাড়া (১/৩. অংশ কারখানার, ২/৩. অংশ অফিসের) ৯০,০০০
বিজ্ঞাপন ২০,০০০
মুনাফা বিক্রয়ের ওপর ২০%
ক. ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. মুনাফা প্রদর্শন করে একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
১১. শ্রাবণী প্রিন্ট লিমিটেড-এর তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো:
বিবরণ ২০১৬. (টাকা) ২০১৫. (টাকা)
সম্পদসমূহ
নগদ ৩০,০০০ ১০,০০০
প্রাপ্য হিসাব ২০,০০০ ২৮,০০০
মজুদ পণ্য ১২,০০০ ৮,০০০
অগ্রিম ব্যয় ২৫,০০০ ২৮,০০০
কলকব্জা ৭০,০০০ ৮০,০০০
মোট ১,৫৭,০০০ ১,৫৪,০০০
দায়সমূহ ও মালিকানা স্বত্ব
প্রদেয় হিসাব ৩৮,০০০ ২৫,০০০
বকেয়া ব্যয় ৩০,০০০ ৪০,০০০
প্রদেয় বন্ড ২০,০০০ ৩০,০০০
সাধারণ শেয়ার ৫০,০০০ ৫০,০০০
সংরক্ষিত আয় ১৯,০০০ ৯,০০০
মোট ১,৫৭,০০০ ১,৫৪,০০০
অতিরিক্ত তথ্যাবলি: ১. লভ্যাংশ প্রদান ৭,০০০ টাকা। ২. অবচয়ের পরিমাণ ৮,০০০ টাকা। ৩. ১০,০০০ টাকা ক্রয়মূল্যের কলকব্জা ৫,০০০ টাকার বিক্রয় করা হয়। যার পুস্তক মূল্য ছিল ৮,০০০ টাকা।
ক. নিট লাভের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি সম্পদ ও চলতি দায়ের হ্রাস বৃদ্ধি নির্ণয় করো। ৪
গ. পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ নির্ণয় করো। ৪.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।