হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন (১০০% ফ্রি)।
অনার্স ১ম বর্ষ
বিভাগ: হিসাববিজ্ঞান
বিষয়: হিসাববিজ্ঞান নীতিমালা
বিষয় কোড: ২১২৫০১
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও?
উত্তর যে প্রক্রিয়ায় কোন প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ সনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং ব্যবহারকারী নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে।
২. হিসাব তথ্য কি?
উত্তর যে তথ্য লেনদেন, আর্থিক বিবরণী ও আর্থিক প্রতিবেদনে উপস্থাপিত হয় এবং যা সংগ্রহ, প্রকিয়েজাতকরণ ও ব্যবহারকারীর নিকট সরবরাহ করে থাকে তাকে হিসাববিজ্ঞান তথ্য বলে।
৩. হিসাব বিজ্ঞানের নৈতিকতা কি?
উত্তর আচরণের যে মান দ্বারা কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির হিসাব সংক্রান্ত কার্যকলাপ ঠিক অথবা বেঠিক, সৎ অথবা অসৎ, ন্যায্য অথবা অনেক সুখ কিনা তার বিচার করা যায় তাকেই নৈতিকতা বলে।
৪. হিসাব বিজ্ঞানের সাধারগত কাঠামো বলতে কি বুঝ?
মুক্তার হিসাববিজ্ঞানের সাধারণ গত কাঠামো বলতে আর্থিক প্রতিবেদনাদি প্রস্তুতির উদ্দেশ্যে সারা বিশ্বে সর্বজন স্বীকৃত, সমরূপী, তথ্যগত ও ব্যবহারিক নীতিমালা প্রয়োগের নির্দেশমূলক ভিত্তিতে আর্থিক প্রতিবেদনাদী প্রস্তুত করকে বুঝায়।
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
৫. ক্রয় মূল্য নীতি কি?
উত্তর ক্রয় মূল্য নীতি হলো যখনই ক্রয় হবে তখন হিসাবের বহিতে লিপিবদ্ধ করতে হবে বা ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করতে হবে।
৬. রাজস্ব সনাক্তকরণ ধারণা কি?
উত্তর হিসাব কালের মধ্যবর্তী সময় কোন আয় উপার্জিত হলে যখনই আয় অপরচিত হবে তখনই তার নিশ্চিত বা শনাক্ত করে
যারা রাজস্ব সনাক্তকরণ ধারণা নামে পরিচিত। এটি আই হিসেবে লিপিবদ্ধ করতে হবে।
হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন –
৮. হিসাব প্রক্রিয়া কাকে বলে?
উত্তর যে প্রক্রিয়ায় ব্যবসায়িক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণি বদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং তথ্য সরবরাহের উদ্দেশ্যে আর্থিক
ফলাফল নির্ণয়ের উপায় আলোচনা করা হয় তাকে হিসেব প্রক্রিয়া বলে।
৯. ‘ডেভিট’ থেকে ‘ডেটর’ কিভাবে আলাদা?
উত্তর ‘ডেভিট’ ও ‘ডেটর’ শব্দ দুটি আলাদা। কারণ ডেভিট হচ্ছে গৃহীতা অর্থাৎ যে সুবিধা গ্রহণ করে এবং ডেটর হচ্ছে বিবিধ
দেনাদার বা প্রাপ্য হিসাব যা বাকিতে পণ্য সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়।
১০. অনুপার্জিত আয় কি?
উত্তর আয় অর্জিত হওয়ার পূর্বেই যেসব আয় হিসাবের খাতায় দায় হিসেবে লিপিবদ্ধ করা হয় তাই অনুপার্জিত আয়।
১১. অনিশ্চিত হিসাব কি?
উত্তর রেওয়ামিল এর গরমিল দেখা দিলে যে হিসেব খুলে সাময়িকভাবে রেওয়ামিল মিলানো হয় তাকে অনিশ্চিত হিসাব বলে।
এটি একটি সাময়িক হিসাব।
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
অনার্স ১ম বর্ষ সাজেশন –
১২. বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি কি?
উত্তর বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা হল ব্যবসায় সংগঠনের কোন লেনদেন সংক্রান্ত ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে আর্থিক
বিবরণীতে সংযুক্ত করার জন্য লিপিবদ্ধ করা হয় এমন একটি হিসাব ব্যবস্থা।
১৩. সমাপনী দাখিলা কি?
উত্তর হিসাব কালের শেষে আর্থিক বিবরণী প্রস্তুত কালে আয় ব্যয় বাচক হিসাবসমূহ বাদ দিয়ে নেট ফলাফল কি মালিকের
মূলধন হিসেবে বা রক্ষিত আয় বিবরণীতে স্থানান্তরের ভিত্তিতে প্রদত্ত দাখিলাই সমাপনী দাখিল।
১৪. কার্য পত্রের মৌলিক প্রকারভেদ লেখ।
উত্তর কার্যপত্র চার প্রকার। যথা: ক. সাধারণ কার্যপত্র, খ. বিস্তৃত কার্যপত্র, গ. নিরীক্ষা কার্যপত্র ও ঘ. নগদ প্রবাহ কার্যপত্র।
১৫. ব্যবসায়িক পণ্য কাকে বলে?
উত্তর পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে এমন পণ্যকে ব্যবসায়ী উৎপন্ন করে।
১৬. নিত্যমজুদ পদ্ধতি কাকে বলে? অথবা অবিরত মজুদ পদ্ধতির সংজ্ঞা দাও।
উত্তর যে মজুদ পদ্ধতিতে প্রতিটি নতুন ক্রয় এবং বিক্রয়ের পর নতুন ভাবে মালের উদ্বৃত্ত ও মূল্য নির্ণয় করা হয় তাকে অবিরত
মজুদ পদ্ধতি বলে।
১৭. বিক্রীত পণ্যের ব্যয় কিভাবে নিরূপণ করা হয়?
উত্তরঃ অন্যান্য ক্রয় বা উৎপাদন সংক্রান্ত ব্যয় যোগ করে বিয়োগ করে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়।
১৮. ‘ক্রয় ফেরত’ ও ‘ক্রয় ভাতা’র পার্থক্য দেখাও।
উত্তর ক্রেতা কুর্তি ক্রয় কৃত ব্যবসায়িক পণ্য বিক্রেতাকে ফেরত দিলে তাকে ক্রয় ফেরত বলে। আর বিক্রেতা কোনো কারণে
বিক্রয় চালান মূল্যের উপর ক্রেতাকে ভাতা মনজুর করলে তাকে ক্রয় ভাতা বলে।
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন –
১৯. বিক্রয় ফেরত এবং বিক্রয় ভাতারের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর বিক্রয়কৃত পণ্য বিক্রেতার নিকট ফেরত আসলে তাকে বিক্রয় ফেরত বলে। অপরদিকে, বিক্রেতা কোনো কারণে বিক্রয়
চালান মূল্যের উপর ক্রেতাকে ব্যবহারটা বা ভাতা মনজুর করলে বিক্রেতার জন্য তা বিক্রয় ভাতা।
২০. ভ্যাট চলতি হিসাব কি?
উত্তর ভ্যাট অর্থাৎ মূল্য সংযোজন কর যা ইংরেজিতে াধষঁব ধফফবফ ঃধী নামে পরিচিত। মোট উৎপাদিত পণ্যের মূল্যের
উপর নির্দিষ্ট হারে অপারেট অর্পিত কর হাতে মোট বিক্রয় মূল্যের উপর নির্দিষ্ট হারে করে বিয়োগফলকে ভ্যাট হিসাব বা ভ্যাট
চলতি হিসাব বলে।
২১. সাহায্যকারী খতিয়ান কি?
উত্তর যে খতিয়ানে মূল খতিয়ান এর পাশাপাশি ব্যবসায় প্রতিষ্ঠানের সাধারণ খতিয়ানের প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাবদ্বয়ের
প্রত্যেক দেনাদার ও পাওনাদার বা দেনাপাওনা জানার জন্য হিসাব রাখা হয় তাকে সহায়ক বা সাহায্যকারী খতিয়ান বলে।
২২. সাধারণ খতিয়ান ও সহায়ক খতিয়ানের সম্পর্ক কি?
উত্তর সহায়ক খতিয়ান সাধারণ খতিয়ানের একটি বর্ধিত ও অতিরিক্ত রূপ। সহায়ক খতিয়ানের বিস্তারিত উপাত্তর সংক্ষিপ্ত
আকারের সাধারণ খতিয়ানে হিসাব রাখা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে, সাধারণ খতিয়ান ও সহায়ক খতিয়ান এর মধ্যে সম্পর্ক
অত্যন্ত নিবিড়।
২৩. বিশেষ জাবেদা কি?
উত্তর যে সব লেনদেন পুনঃপুন সংগঠিত হয় এবং একই লেনদেনের জন্য বারবার একই ধরনের জাবেদার প্রয়োজন হয় সেসব
লেনদেনের ক্ষেত্রে ঝামেলা এড়ানোর জন্য যে বিশেষ জাবেদা করা হয় তাই বিশেষ জাবেদা।
২৪. নগদ কাকে বলে?
উত্তর যে তরল সম্পদ বিনিময়ের মাধ্যম হিসেবে দায় পরিশোধে ব্যবহৃত হয় তাকে নগত বলে।
২৫. ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে?
অথবা ব্যাংক সমন্বয় বিবরণী কি?
উত্তর কোন নির্দিষ্ট তারিখে নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পার্থক্যের কারণ বিশ্লেষণ করে যে বিবরণী প্রস্তুত করা হয়
তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে।
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
হিসাববিজ্ঞান নীতিমালা –
২৬. ল্যাপিং কাকে বলে?
উত্তরা কোনদিন আধারে নিকট থেকে ক্যাশিয়ার ডাকযোগে টাকা পেলে তা হিসেবে না দেখে উক্ত টাকা আত্মসাৎ করার লক্ষ্যই
নিজের কাছে গোপনে রেখে দেওয়াকে ল্যাপিং বলে।
২৭. চলতি সম্পদ কাকে বলে?
উত্তর কোন সম্পদ এক বছর বা তার চেয়ে কম সময়কালের মধ্যে নগদ অর্থের রূপান্তর করার যোগ্যতা থাকলে সেই সম্পদকে
চলতি সম্পদ বলে।
২৮. অনাদায়ী দেনা সঞ্চিতি কাকে বলে?
উত্তর ভবিষ্যতে দেনাদারে নিকট হতে পাওনা জনিত বা আদায় জড়িত ক্ষতিপূরণের জন্য মুনাফা হতে যে অংশ আলাদা বা
পৃথকভাবে সংরক্ষণ করা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে।
২৯. ফ্যাক্টর কাকে বলে?
উত্তর আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক যারা ব্যবসা থেকে প্রাপ্য হিসাব সমূহ কিনে নেয় এবং দেনাদারদের নিকট থেকে সরাসরি টাকা
আদায় করে তাদেরকে ফ্যাক্টর বলে।
৩০. প্রদেয় নোট কি?
উত্তর লিখিত অঙ্গীকার পত্রের মাধ্যমে অন্য পক্ষের নিকট যায় স্বীকৃতিকে প্রদেয় নোট বলে।
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স –
৩১, আর্থিক বিবরণী কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট হিসাবকালে বা আর্থিক বছর শেষে
প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকমের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং মালিকানাস্বত্বের হ্রাস-বৃদ্ধি ও নগদ তহবিল সম্পর্কে
জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে।
৩২. নগদ প্রবাহ বিবরণী কি?
উত্তর: যে আর্থিক বিবরণীতে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট
হিসাবকালে সংঘটিত নগদ অর্থের আগমন এবং নির্গমন প্রদর্শনপূর্বক বিবরণী তৈরি করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।
৩৩. শেয়ার গ্রহীতার মালিকানাস্বত্ব কী কী নিয়ে গঠিত?
উত্তর : শেয়ার গ্রহীতার মালিকানাম্বত্ব যা নিয়ে গঠিত তা হলো-
ক, শেয়ার মূলধন, খ. মুনাফার অংশ, গ. লোকসানের অংশ ও
ঘ. সঞ্চিতি তহবিল।
৩৪. দায় কাকে বলে?
উত্তর : মােট সম্পদের ওপর পাওনাদার ও মালিকের দাবি বা
পাওনার অধিকারকে দায় বলে।
৩৫. সংরক্ষিত আয় কী?
উত্তর : একটি প্রতিষ্ঠানের বিগত বছরগুলোার সঞ্চিতি মুনাফার
জেরকে সংরক্ষিত আয় বলে।
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ –
৩৬. আর্থিক বিশ্লেষণ কাকে বলে?
উত্তর: বিভিন্ন আর্থিক তথ্য উপাত্তের তুলনা, সম্পর্ক নির্ণয় ও মূল্যায়নের পদ্ধতিকে আর্থিক বিশ্লেষণ বলে।
৩৭. আর্থিক বিবরণী বিশ্লেষণ কী?
উত্তর আথিক বিবরণী বিশ্লেষণ বলতে একটি আর্থিক প্রতিষ্ঠানের অতীত কার্যসম্পাদন এবং ভবিষ্যৎ সম্ভাবনার মূল্যায়নকে
বুঝায়, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সবলতা ও দুর্বলতা খুঁজে করার প্রয়াস চালানো হয়।
৩৮. বিবরণী বিশ্লেষণের তিনটি হাতিয়ার বা কৌশলের নাম লেখ।
উত্তর: আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ারগুলো হলো- ক,
সমান্তরাল বিশ্নেষণ। খ, উলম্ব বা খাড়াখাড়ি বিশ্রেষণ। গ
অনুপাত বিশ্নেষণ।
৩৯. অনুপাত বিশ্লেষণ কী?
উত্তর: অনুপাত বিশ্লেষণ হচ্ছে একটি গাণিতিক প্রক্রিয়া বা
পরিসংখ্যানজনিত মানদণ্ড, যার মাধ্যমে দুটি প্রাসঙ্গিক সম্পর্কযুক্ত বিষয়ের মধ্য তুলনামূলকভাবে বিচার করা হয় অথবা
সংখ্যাগত ভাবে প্রকাশ করা হয়।
৪০. এসিড টেস্ট অনুপাত কী?
অথবা, অগ্রিপরীক্ষা অনুপাত কী?
উত্তর: এসি টেস্ট অনুপাত হলো কোম্পানির স্বল্পমেয়াদী তারল্য দ্রুত পরিমাপ করার একটি পদ্ধতি, যা তরল সম্পত্তি ও তরল।
দায়ের মধ্য তুলনা করে বের করা হয়।
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
১ম বর্ষ সাজেশন –
৪১. সম্পত্তির আবর্তন কী?
উত্তর: সম্পত্তির আবর্তন হলাে বিক্রয় বৃদ্ধি করতে কোম্পানি তার সম্পদসমৃহকে কীরূপ দক্ষতার সাথে ব্যবহার করবে তার
পরিমাপক। যেটি নিট বিক্রয় কে গড় সম্পত্তি দ্বারা ভাগ করে নির্ণয় করা হয়।
৪২. চলতি অনুপাতের আদ়র্শ মান কত?
উত্তর: চলতি অনুপাতের আদশ মান হচ্ছে ২:১।
৪৩. ত্বরিত অনুপাতের আদর্শ মান কত?
উত্তর : ত্বরিত অনুপাতের আদর্শ মান হচ্ছে ১:১।
৪৪. মােট লাভ অনুপাতের আদর্শ মান কত?
উত্তর : মোট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে ২০% থেকে ৩০%।
৪৫. তারল্য কী?
উত্তর: ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বল্লমেয়াদি দায় পরিশোধ ক্ষমতাকে
তারল্য বলে।
৪৬. প্রদান অনুপাত কাকে বলে?
উত্তর : যে অনুপাতের মাধ্যমে শেয়ার প্রতি আয়ের কী পরিমাণ
অংশ লভ্যাংশ আকারে শেয়ারহােন্ডারদের পরিশােধ করা হবে তা
নিণয় করা হয় তাকে প্রদান বা চধুড়ঁঃ অনুপাত বলে।
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য গুলো বর্ণনা কর।
২. হিসাব বিজ্ঞানের সাধারণ গত কাঠামো কি?
৩. “একতরফা দাখিলা পদ্ধতি প্রকৃতপক্ষে একতরফা, দুতরফা, এবং বিনাতরফা দাখিলা পদ্ধতির সংমিশ্রণ”- ব্যাখ্যা কর।
৪. মৌলিক হিসাব সমীকরণ কি? ব্যাখ্যা কর।
৫. সমন্বয় দাখিলা কি?
৬. বিশেষ জাবেদা কি? বিশেষ জাবেদার প্রকারভেদ আলোচনা কর।
৭. ব্যাংক সমন্বয় বিবরণী কি?
৮. চলতি দায় কত প্রকার? উদাহরণসহ ব্যাখ্যা কর।
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
৯. প্রাপ্য হিসাবের সাথে জড়িত পক্ষসমূহ কি কি? আলোচনা কর।
১০. প্রদেয় নোট ও প্রদেয় হিসেবের পার্থক্য লেখ।
১১. আর্থিক বিবরণের সংজ্ঞা দাও।
অথবা, আর্থিক বিবরণী বলতে কি বুঝ?
১২. অনুপাত এর সংগা দাও।
হিসাববিজ্ঞান –
১৩. Presented below is the accounting equation. Find out the missing amounts:
Assets = Liabilities + Owner’s equity
Tk. 65,000 = Tk. 40,000 +?
?=Tk. 75,000 + Tk. 20,000
iii. Tk. 82,000 =?+ Tk. 42,000
১৪. The following transactions are obtained from the books of Sagar-Saikat for the month of December, 2015:
Dec 1 He invested Cash Tk. 2,50,000, Furniture Tk. 30,000 and Equipment Tk. 50,000 into the business.
2 Received cash Tk. 1,50,000 providing service.
10 Purchased office supplies for cash Tk. 20,000 and on account Tk. 15,000.
15 Service provided on account Tk. 40,000.
20 Paid to accounts payable Tk. 10,000.
25 Paid salaries to employees Tk. 30,000.
31 Received cash from accounts receivable Tk. 35,000.
হিসাববিজ্ঞান নীতিমালা –
Required: Record the entries into General Journal.
Explanation is not required.
১৫. An inexperienced book-keeper prepared the following trial balance. Prepare a correct and good form of trial balance.
১৬. Pass Journal entries to rectify the following errors:
A credit sale of Tk. 600 to Faiyad has been wrongly passed through the purchase book.
Repairs of furmiture of Tk. 1,200 has bcen wrongly record in the furniture account.
iii. Tk. 1,500 withdrawn by the proprietor fo
for His personal use has been charged to salaries account.
Sales day book undercast by Tk. 1.800
A payment of Tk. 2,000 to a creditor
Debited to purchase account.
১৭. The Trial Balance of Faiyad Ltd. are as follows:
January 31, 2018
Taka
Service revenue 50,000
Prepaid rent (4 months) 20,000
Notes payable 40,000
Unearned revenue 90,000
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
Analysis reveals the following additional data pertaining to these accounts:
Unexpired rent for 3 months.
The notes paybale is a six months 10% note issued on January 1, 2018.
iii. Five customers paid for the company’s six month service package of Tk. 18.000 beginning in January.
These customers were serviced in January.
Faiyed Ltd. rendered other customers but unbilled at January 31, 2018 Totalled Tk. 7,000 prepare the adjusting entries for the month of January, 2018.
১৮. Niloy Ltd. has the following account balances at
the year ended December 31, 2018.
Honours 1st Year Principle of Accounting –
Service Revenue Tk. 90,000, Interest revenue Tk. 5.000, Commisşion revenue Tk. 10,000 Salaries
Expenses Tk. 60,000, Utilities Expenses Tk. 15,000,
Depreciation Expenses Tk. 12,000, Capital-Niloy
Tk. 1,50,000, Drawing-Niloy Tk. 8,000. Prepare necessary closing entries.
Ans. Link : See the Solution Lecture Handnote Series :
Chapter-4; Page-130; Problem-14
১৯. The following transactions of Kazi Rafiq cash
receipt for the month of July 2017 :
July 1 Kazi Rafiq brings cash Tk. 50,000 as capital.
2 Cash sales of merchandise Tk. 30,000 (cost Tk. 25.000).
3 A cheque for Tk. 19,500 is received from B Co. on payment of Tk. 20,000.
12 Cash sale of merchandise Tk. 26.000 (cost Tk. 20,000).
20 Cash received Tk. 10.000 on bills receivable.
25 A cheque for Tk. 25.400 received from C Co. in full settlement of Tk. 26,000,
31 Cash received Tk. 3,300 for interest.
You are required to jourmalize the transaction in cash receipt journal.
২০. Shahinur Ltd. completed these following transactions during November 2018:
1st Year Principle of Accounting –
2018
Nov. 1 Purchased merchandise from Taj company for Tk. 1,650, term 2/10, n/60.
3 Purchased office equipment from office out fitters Lid. for Tk. 600.
5 Purchased merchandise on credit Tk. 1,600 term 2/10, n/30.
6 Purchased on credit from New Company store supplies Tk. 500, office supplies Tk. 300 terin 2/10, n/45
9 Paid Taj company the bill for goods purchased on Nov, 1 less discount by cheque no 312.
14 Purchased merchandise from Taylor company Tk. 2,000 term 2/10, n/60.
15 Paid salary Tk. 900 cheque no 313.
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
17 Received merchandise from Taylor Co. Tk. 1,450 term 2/10, n/60.
21 Sent Taylor Co. cheque no 314 in payment of invoice of 14th November less discount.
22 Cash sales Tk. 1,350.
24 Sent Taylor Co. cheque no 315 in payment of Nov. 17 less discount.
26 Issued cheque no. 316 payable for payroll Tk. 400.
28 Issued cheque no. 317 for rent Tk. 1,200.
30 Cash sales Tk. 1,500.
Required : Prepare the purchase journal and the cash
payment journal for the month of Novermber 2018.
Principle of Accounting Honours 1st Year –
২১. The chart of accounts of LR Company includes
the following selected accounts:
112 Accounts receivable 401 Sales revenue
120 Inventory 412 Sales return and
126 Supplies allowance
157 Equipment 505 cost of goods sold
201 Accounts payable 610 Advertising expense
In July the following selected transaction where completed. All purchases and sales were on account. The cost of all merchandise sold was 70% of the sales price.
July- 1 Purchased merchandise from Bonn Company Tk. 8,000,
2 Received freight bill from Shawon Shipping on Bonna purchase Tk. 400.
3 Made sales to Rubi Comapny Tk. 1,300 and to Massud Bros. Tk. 1,500.
5 Purchased merchandise from Kona Company Tk. 3,200.
8 Received credit on merchandise returned to Kona Company Tk. 300.
13 Purchased store supplies from Maliha supply Tk. 720.
15 Purchased merchandise from Bonna company Tk. 3,600 and from Ani Company Tk. 4,300.
16 Made sales to Parvez Company Tk. 3,450 and to Masud Bros. Tk. 1,870.
18 Received bill for advertising from Modern advertisements Tk. 600.
Principle of Accounting –
22 Granted allowance to Masud Bors. for merchandise damaged in shipment Tk. 70.
26 Purchased equipment from Zara supply Tk. 900.
28 Received freight bill from Shawon shipping on Ani purchase of July 15.
30 Sales were made to Parvez company Tk. 5,600.
Instructions : Journalize the transactions above in a purchase journal, sales journal and a general journal. The purchase journal should have following column headings : Date, Account Credited (Debited) Ref, A/C payable Cr., Inventory Dr., and other Accounts Dr.
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
২২. From the following information prepare a bank reconciliation statement of Pubali Ltd. at December 31, 2014.
Bank balance as per bank statement Tk. 96,179.
Deposit in transit Tk. 54,700. Outstanding cheques Tk. 1,29,478. Bank error (deposit understate) Tk. 10,000.
NSF cheques from customer debited to account by bank Tk. 2,300.
Bank service charges for December Tk. 75 Error of depositor’s books (cheque written to pay creditor recorded at Tk. 300 but written at Tk. 30 for noly Tk. 270.
Bank balance as per depositor’s record Tk. 33,506.
Required.
Prpare a bank reconciliation statement,
Journalize the necessary entries.
২৩. The ledger of Suman Co. at the end of the current year shows:
Taka
Accounts receivable 80,000
Sales 9,40,000
Sales returns and allowances 40,000
If allowance for for doubtful accounts has a debit balance of Tk. 1,000 in Trial Balance, then Journalize the adjusting entry at Decembar 31, assuming bad dabts are expended to be – i. 2% of net sales & ii. 2.5% of accounts receivable.
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
Principle of Accounting সাজেশন –
২৪. Mr. Raiyan is the owner of “Raiyan Travel Ltd.” He has completed the following financial information of December 31, 2018:
Revenues earned during 2018 2,00,000
Expenses during 2018 1,40,000
Accounts payable 12,000
Cash in Hand 20,000
Original cost of Equipment 1,20,000
Market value of Equipment 1,60,000
Notes payable 58,000
Supplies on hand 3,000
Determine Mr. Raiyan’s net income the Raiyan Travels Ltd. for 2018 and ascertain beginning capital.
১. মুল্যবাধ ও জবাবদিহিতা সৃষ্টতে হিসাববিজ্ঞানের ভূমিকা আলোেচনা কর।
২. হিসাব বিজ্ঞানের ধারণা ও নীতি আলোচনা কর।
অথবা, হিসাববিজ্ঞানের পাঁচটি নীতি আলােচনা কর।
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
৩. দুতরফা দাখিলের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
অথবা, দুতরফা দাখিলার মূলনীতিগুলোে আ
৪. হিসাবচক্রের বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর।
অথবা, আধুনিক হিসাব চক্রের ধাপসমূহ লেখ।
Principle of Accounting পিডিএফ সাজেশনঃ
৫, সমন্বয় দাখিলা দেওয়ার উদ্দেশ্য কী?
অথবা সমন্বয় দাখিলার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বর্ণনা কর।
৬. নগদ ও বকেয়া ভিত্তিতে হিসাবরক্ষণের পার্থক্য দেখাও।
অথবা, বকেয়াভিত্তিক ও নগদভত্তিক হিসাব ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও।
৭. নিত্য মজুত ও কালান্তিক মজুত পদ্ধতির পার্থক্যগুলো দেখাও।
৮. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উপকারিতাগলাে বর্ণনা কর।
৯. নগদান বই ও পাস বইয়ের উদ্বত্তের গরমিলের কারণগুলোা আলােচন কর।
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
১০. অনাদায় দেনা সঞ্চিতি রাখার প্রয়োজনীয়তা বর্ণনা কর।
১১. আনুমানিক দায়ও সম্ভাব্য দায়ের মধ্যে পার্থক্য গুলো লেখ।
১২. আয় বিবরণীর উপাদানসমূহ আলোচনা কর।
১৩. উদ্বৃত্তপত্র কেন প্রস্তুত করা হয়?
১৪. আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ারসমূহ আলোচনা কর।
১৫. আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যাবলী আলোচনা কর।
১৬. তারল্য অনুপাত ও মুনাফার্জুন অনুপাত সংক্ষেপে ব্যাখ্যা কর।
১৭. The following transactions were experienced by
Khadiza’s Trading during November 2018 :
হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন –
2018
Nov 1 Khadiza invested Tk. 30,000 cash to start a new business.
3 The business borrowed Tk. 5,000 from a bank and note payable was signed.
5 Equipment costing Tk. 10,000 was purchased for Tk. 4,000 cash and note payable of Tk. 6,000.
8 Supplies costing Tk. 2,000 were purchased on account.
11 Tk. 1,500 payment was made on notes payable.
14 Cash revenue of Tk. 8,000 was collected.
20 Revenue of Tk. 2,000 was earned but not
yet collected.
23 Rent expenses of Tk. 1,200 was paid for cash.
25 Wages Tk. 1,000 and salaries Tk. 5,000 were paid for cash.
30 Supplies costing Tk. 1,500 were used out were used outof supplies purchased on November 8.
Required: Prepare the accounting equation
হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন –
১৮. Rectify the following errors by necessary journalI
entries :
The sales book has been overcast by Tk. 1000
The cost of white washing the office room Tk. 400 has been charged to the building account.
iii. A payment of Tk. 2,000 to a creditor has been
debited to the purchase account.
iv An amount of Tk. J,400 withdrawn by the proprietor for his personal expenditure has been debited wrongly as trade expenses.
১৯. Mr. Saiful is the owner of “‘Modern Computer Services'”. At the end of June 2018 his first to month of ownership Mr. Saiful is trying to The prepare a monthly financial statement. The following information relates to June of 2018.
At June 30, Mr. Saiful owed to empioyees Tk. 1,500 that will be paid on August 1, 2018.
On June 1, 2018 Mr. Saiful borrowed Tk. 48,000 from a local bank. on a 10 years mortgage. The annual interest rate is 10%.
Service Revenue unrecorded in June totalled Tk. 2,500.
Utility service expenses of Tk. 400 accrued.
Unexpired insurance premium totally taka. 800 has expired.
হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন –
Store supplies of Tk. 500 used.
Unearned revenue of Tk. 300 has been earned.
Required: Journaliza the adjusting intrist on June 30, 2018
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
২০. ABC Ltd. uses perpetual inventory system. the following data relates to ABC Ltd:
2018
July 1 Beginning inventory 400 untis @ Tk. 8.000. Tk. 3,200.
10 Purchase 1000 untis @ Tk. 9.000 Tk. 9,000.
15 Sales 1,000 untis.
20 Purchase 800 untis @ Tk. 9.5 Tk. 7,600.
25 Sales 800 untis.
30 Purchase 600 untis @ Tk. 10 Tk. 6,000.
The physical inventory count on July 31, 2018 shows 1,000 untis on hand.
Required :
Determine the cost of inventory on hand at July 31, 2018 and the cost of goods sold for July under this:
Last in first out (LIFO) method.
Weighted average cost method.
২১. Masud Motor Car uses alk perpetual inventory system. On 1 June 2016 nine car inventory of Tk. 2,88,000 which ‘A’ model 4 cars Tk. 30,000 per car, ‘B’ model 3 cars Tk. 32,000 per car and ‘C’ model 2 car Tk. 36,000 per car.
During June the following purchases and sells were made on Account :
June 05 Purchased three ‘A’ cars of Tk. 30,000 each.
” 09 Sold two ‘A’ cars for Tk. 36,400 each.
” 11 Purchase two ‘C’ cars for Tk. 36,000 each.
” 14 Sold one ‘A’ car for Tk. 37,000.
” 20 Purchashed two ‘B’ car for Tk. 32,000 each.
” 22 Returned on ‘B’ car purchased on 20 June for Tk. 32,000.
” 24 Sold three ‘C’ cars for Tk. 48,000 each.
” 28 Sold one ‘B’ car for Tk. 42,000.
Required : Jouranlise the transactions using a perpetual inventory system.
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন –
২২. The following transactions were happened in the Ababil and Co. during the month of March, 2016:
March 1 Purchased merchandise on account from Kabil and Co. Tk. 10,500; terms 2/10 n/30, FOB shipping points.
” 3 Returned merchandise for Tk. 500 purchase on March 1 for defects.
” 8 Sold merchandise on account to Habil and Co. Tk. 21,000 terms 2/10, n/30, FOB destination.
” 10 Paid transportation charge for March 8 sale Tk. 500.
” 11 Purchased merchandise from Nabil and Co. on account Tk. 16,000, terms 1/10, n//30. FOB destination.
” 12 Paid freight Tk. 1,500 by the appropriate party for March 11 purchase.
” 13 Paid the amount owned for March 11 purchase.
” 18 Received payment due for March 8 sales.
” 25 Sold merchandise to Sabil and Co. Tk. 5,000; terms 1/10, n/50 FOB shipping point.
” 26 Paid freight Tk. 400 by the appropriate party for March 25 sales.
Required : Record the above transactions in system.
হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন –
২৩. ABC Company uses a six column cash receipts journal. Cash receipts trensactions for the month of July 2015 were as follows:
July 1 Cash sales total Tk. 58, 5 Chaque for the 63,700 is received from Asif and company in payment of an invoice dated June 26 for Tk. 65,000 terms ,.
9 An additional investment of Tk. 50,000 in cash is made in the business by priprietor of ABC company.
- আরও পড়ুনঃ অনার্স সকল বিষয় সাজেশন
- আরও পড়ুনঃ পড়ালেখা বিষয়েক গুরুত্বপূর্ণ এক তথ্য ভান্ডার
10 Cash sales total Tk. 1,25,190 (Cost Tk. 75,110)
12 A Cheque for Tk. 72,750 is received from Rahim and company in payment of Tk. 75,000 invoice dated July 13 Terms , .
15 A customer advance of Tk. 7,000 cash is received for future sales.
20 Cash sales total Tk. 1,54,720 (Cost Tk. 92,430) 22 A cheque for Tk. 58,800 is received from Milton Company in payment of Tk. 60,000 invoice dated July, 13 Terms , .
29 Cash sales total Tk. 1,76,000 (Cost Tk. 1,05,960)
30 Cash of Tk. 2,000 is received on inteest earned for July.
Requied : A Journalise The transactions in Cash receipts Journal, B. Show the subsidiary ledger.
হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন –
২৪. The Cash Book of Eunus Ali Itd. on 30th June,
2016 showed a bank balance of Tk. 3,700 and on
that date the balance as per bank statement was
Tk. 6.000.
Other information :
- Cheque deposited for collection but not collected by Bank Tk. 1,529.
- Cheque issued was not presented for encashment Tk. 2,500.
- Bank charges Tk. 35 not entered in cash book.
- A cheque issued for Tk. 184 on account of advertising expense but not presentéd at Bank.
- A credit of Tk. 995 was directly given by the bank being proceeds of bill deposited by a customner. Amnount was Tk. 1,000 and bank charges Tk. 5 was not entered in cash book.
- Interest credited by bank Tk. 185 not entered in Cash Book.
Prepare a bank reconciliation statement using both balance correction method.
উক্ত বিষয় সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।