হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: হিসাব বিজ্ঞান এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
অধ্যায়ঃ দ্বিতীয়
১। যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেসকল ঘটনাকে কী বলে?
(ক) ক্রয় (খ) লেনদেন
(গ) সেবা (ঘ) বিক্রয়
২। প্রাচীনকাল থেকে মানুষের জীবনে ব্যবস্থার প্রয়োজন অত্যাধিক?
(ক) সমাজ (খ) অর্থনৈতিক
(গ) হিসাব (ঘ) বিপণন
৩। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী?
(ক) দেনা-পাওনা (খ) চাওয়া-পাওয়া
(গ) গ্রহণ-বর্জন (ঘ) গ্রহণ-প্রদান
৪। ‘মিম শাড়ী ক্রয়ের জন্যে রিমাকে ১,০০০ টাকা দিলো’, এখানে মিমের ভূমিকা কীরূপ?
(ক) সুবিধা গ্রহণকারী (খ) সুবিধা প্রদানকারী
(গ) স্বত্বাধিকারী (ঘ) পাওনাদার
৫। ‘প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়’- উক্তিটিকে কী বলা যায়?
(ক) লেনদের গুরত্ব (খ) ঘটনার গুরুত্ব
(গ) লেনদেনের বৈশিষ্ট্য (ঘ) ঘটনার বৈশিষ্ট্য
৬। লেনদেন সর্বদা কীসের পরিবর্তন আনে?
(ক) মোট সম্পত্তির (খ) মোট দায়ের
(গ) মোট মুনাফার (ঘ) আর্থিক অবস্থার
৭। প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ জড়িত থাকে?
(ক) একটি (খ) দুটি
(গ) তিনটি (ঘ) চারটি
- আরো পড়ুন:- হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
- আরো পড়ুন:- PDF পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় জ্ঞানমূলক MCQ
- আরো পড়ুন:- পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
৮। “দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না”- লেনদেনের এই বৈশিষ্ট্যকে কী বলে?
(ক) দাতা-গ্রহীতা (খ) স্বয়ংসম্পূর্ণতা
(গ) পরিপূর্ণতা (ঘ) দ্বৈতসত্তা
৯। লেনদেনের দ্বৈতসত্তা বলতে কী বোঝায়?
(ক) একটি পক্ষ বা হিসাব (খ) দু’বার হিসাব লিখন
(গ) দুটি পক্ষ বা হিসাব (ঘ) দুতরফা দাখিলা পদ্ধতি
১০। সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারের ফলে যে মূল্যহ্রাস হয় তাকে কী বলে?
(ক) ব্যয় (খ) ক্ষতি
(গ) অবচয় (ঘ) মূল্যহ্রাস
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
মিস. রিয়া নগদ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। কিছু দিন পর তিনি ৩০,০০০ টাকা দিয়ে ব্যবসায়ের জন্যে একটি ফটোকপি মেশিন ক্রয় করেন। তাছাড়া তাকে পাওনাদারের ৩,০০০ টাকা ও কর্মচারীর বেতন ৫,০০০ টাকা পরিশোধ করতে হয়।
১১। মিস রিয়ার ব্যবসায়ে প্রারম্ভিক মূলধন কত?
(ক) ৫০,০০০ টাকা (খ) ৮০,০০০ টাকা
(গ) ৮৩,০০০ টাকা (ঘ) ৮৮,০০০ টাকা
১২। মিস. রিয়ার ব্যবসায়ে সংঘটিত শেষের ঘটনা দু’টি দ্বারা-
র. সম্পদ হ্রাস পেয়েছে রর.দায় হ্রাস পেয়েছে
ররর.মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১৩। কর্মচারীদের বেতন ১০,০০০ টাকা এবং ঈদ বোনাস বাবদ ৫,০০০ টাকা প্রদান করা হয়। এই ঘটনাটি হিসাব সমীকরণে যে পরিবর্তন আনবে তা হলো-
র. অ ১৫,০০০ টাকা
রর. ঊ ১৫,০০০ টাকা
ররর.খ ১০,০০০ টাকা ও ঊ ৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১৪। যে সমীকরণের মাধ্যমে মোট সম্পদের পরিমাণ, মালিকানা স্বত্ব ও বর্হিদায়ের সমতা প্রমাণ করা হয় তাকে কী বলে?
(ক) হিসাব পর্যালোচনা (খ) হিসাব বিশ্লেষণ
(গ) হিসাব ব্যাখ্যা করণ (ঘ) হিসাব সমীকরণ
১৫। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহৃত পরিসম্পদকে কী বলে?
(ক) দায় (খ) মূলধন
(গ) সম্পদ (ঘ) স্বত্ত্বাধিকার
১৬। কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের সর্বনি¤œ কয়টি উপাদানের পরিবর্তন ঘটবে?
(ক) ১টি (খ) ৩টি
(গ) ৫টি (ঘ) ৬টি
১৭। সম্পত্তির ওপর মালিকের দাবিকে কী বলা হয়?
(ক) মূলধন (খ) মালিকানা স্বত্ব
(গ) পাওনাদার (ঘ) মুনাফা
১৮। যন্ত্রপাতি সংস্থাপনের জন্যে মজুরি প্রদান করা হলো ১,০০০ টাকা। এক্ষেত্রে ডেবিট হবে কোনটি?
(ক) মজুরি হিসাব (খ) যন্ত্রপাতি
(গ) মেরামত হিসাব (ঘ) সংস্থাপন ব্যয় হিসাব
১৯। সম্পদ বলতে বুঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা-
র. ব্যবসায়ের মালিকানাধীন থাকে
রর.মুনাফা অর্জনে ব্যবহৃত হয়
ররর.দীর্ঘমেয়াদি সুবিধা প্রদান করে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২০। অফিসের জন্যে ২,০০০ টাকার আসবাবপত্র ক্রয় এই ঘটনা দ্বারা ব্যবসায়ের-
র. আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে
রর.নগদ অর্থ হ্রাস পেয়েছে
ররর.স্থায়ী সম্পদ বৃদ্ধি ও চলতি সম্পদ হ্রাস পেয়েছে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
২০০৯ সালের ১ মার্চ মি. রহমান ৫০,০০০ টাকা নগদ, ২০,০০০ টাকার যন্ত্রপাতি, ৫,০০০ টাকার পণ্যদ্রব্য এবং ২৫,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন।
২১। উপরোক্ত লেনদেন থেকে ১ মার্চ ২০০৯ তারিখে মি. রহমানের মূলধনের পরিমাণ কত?
(ক) ৭০,০০০ টাকা (খ) ৭৫,০০০ টাকা
(গ) ৮০,০০০ টাকা (ঘ) ১,০০,০০০ টাকা
২২। উপরোক্ত লেনদেনে মোট সম্পদের পরিমাণ কত?
(ক) ৭৫,০০০ টাকা (খ) ৮৫,০০০ টাকা
(গ) ৯৫,০০০ টাকা (ঘ) ১,০০,০০০ টাকা
২৩। প্রত্যেকটি লেনদেনের স্বপক্ষে কী থাকবে?
(ক) ভাউচার (খ) ক্যাশমেমো
(গ) প্রমাণ পত্র (ঘ) চালান
২৪। ব্যবসায় প্রতিষ্ঠানে দৈনন্দিন ঘটনা লেনদেনের কী হিসাবে পরিচিত?
(ক) দলিল (খ) ভিত্তি (গ) উৎস (ঘ) বৈশিষ্ট্য
২৫। কোনটি ব্যবসায়িক লেনদেনের উৎস?
(ক) মাল বিক্রয় (খ) ভাউচার
(গ) ডেবিট নোট (ঘ) ক্রেডিট নোট
২৬। প্রতিষ্ঠানের লেনদেনসমূহ হিসাব বইয়ে লিপিবদ্ধ হয় কার প্রয়োজনে?
(ক) প্রতিষ্ঠানের (খ) বিপণন বিভাগের
(গ) হিসাব বিভাগের (ঘ) মালিকপক্ষের
২৭। বিক্রেতা কর্তৃক ক্রেতাকে প্রেরিত লিখিত দলিল কোনটি?
(ক) ভাউচার (খ) দেনালিপি
(গ) স্মারকলিপি (ঘ) চালান
২৮। জনাব মাহাবুল ২,০০০টি পণ্য প্রতিটি ৩০ টাকা দরে বিক্রয় করলেন। তিনি ১০% কারবারি বাট্টা দিলেন। এক্ষেত্রে চালান বইয়ে মোট কৃত টাকা লিপিবদ্ধ হবে?
(ক) ৫৪,০০০ টাকা (খ) ৬০,০০০ টাকা
(গ) ৬০,২০০ টাকা (ঘ) ৬৬,০০০ টাকা
২৯। ভাউচার কয় প্রকার?
(ক) দুই প্রকার (খ) তিন প্রকার
(গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার
৩০। দোকান ভাড়া প্রদান করা হলে কোথায় লিপিবদ্ধ করতে হবে?
(ক) ডেবিট নোটে (খ) ক্রেডিট নোটে
(গ) ডেবিট ভাউচারে (ঘ) ক্রেডিট ভাউচারে
৩১। পণ্য বিক্রয় ও আয়ের জন্যে ব্যবহৃত ভাউচারকে কী বলে?
(ক) ডেবিট ভাউচার (খ) ক্রেডিট ভাউচার
(গ) নগদ ভাউচার (ঘ) অনগদ ভাউচার
৩২। নগদ মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কী ব্যবহৃত হয়?
(ক) ভাউচার (খ) ডেবিট নোট
(গ) ক্যাশমেমো (ঘ) ক্রেডিট নোট
- আরো পড়ুন:-পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
৩৩। ক্যাশমেমোর প্রথম কপি সরবরাহ করা হয় কাকে?
(ক) বিক্রেতাকে (খ) ক্রেতাকে
(গ) তৃতীয় পক্ষকে (ঘ) বাহককে
৩৪। ডেবিট নোট বা দেনা চিঠি তৈরি করেন কে?
(ক) বিক্রেতা (খ) পরিবেশক
(গ) ক্রেতা (ঘ) এজেন্ট
৩৫। ক্রেডিট নোট বলতে কী বোঝায়?
(ক) লেনদেনের ক্রেডিট হিসাব (খ) প্রাপ্ত বাট্টার হিসাব
(গ) বিক্রয় ফেরত সংক্রান্ত চিঠি (ঘ) আয় সংক্রান্ত হিসাব
৩৬। ব্যবসায়িক লেনদেনের দলিল হলো-
র. চালান রর.ভাউচার
ররর.ক্যাশমেমো
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৭-৩৯ নং প্রশ্নের উত্তর দাও:
মি. নাজমুল হক ১লা জানুয়ারি ২০১০ তারিখে পণ্য ক্রয় করেন ৫,০০০ টাকার। ৭ তারিখে পণ্য বিক্রয় করেন ১২,০০০ টাকার। ১২ তারিখের বিক্রয় কর্মীকে কমিশন প্রদান করেন ৭০০ টাকা।
৩৭। মি. নাজমুল ৫,০০০ টাকার পণ্য ক্রয়ের জন্যে কোন দলিল ব্যবহার করবেন?
(ক) ডেবিট ভাউচার (খ) ক্রেডিট ভাউচার
(গ) ডেবিট নোট (ঘ) ক্রেডিট নোট
৩৮। ১২,০০০ টাকা বিক্রয়ের জন্যে মি. নাজমুল কোন দলিলটি ব্যবহৃত করবেন?
(ক) ডেবিট ভাউচার (খ) ক্রেডিট ভাউচার
(গ) ডেবিট নোট (ঘ) ক্রেডিট নোট
৩৯। মি. নাজমুল কর্মীকে কমিশন প্রদান ৭০০ টাকা কোথায় লিপিবদ্ধ করবেন?
(ক) ডেবিট নোটে (খ) ক্রেডিট নোটে
(গ) ডেবিট ভাউচারে (ঘ) চালানে
৪০। চালানে উল্লেখ থাকে-
র. পণ্যের পরিমাণ দর রর.মূল্য পরিশোধের শর্ত
ররর.ক্রেতা ও বিক্রেতার নাম
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০২৩
শ্রেণি: বিষয়ঃ হিসাববিজ্ঞান অধ্যায়ঃ দ্বিতীয়
উত্তর পত্র
১-খ ২-গ ৩-ঘ ৪-খ ৫-গ ৬-ঘ ৭-খ ৮-ঘ ৯-গ ১০-গ
১১-ক ১২-ঘ ১৩-ক ১৪-ঘ ১৫-গ ১৬-ক ১৭-খ ১৮-খ ১৯-ঘ ২০-ঘ২১-খ ২২-ঘ ২৩-গ ২৪-গ ২৫-ক ২৬-ক ২৭-ঘ ২৮-ক ২৯-ক ৩০-গ
৩১-খ ৩২-গ ৩৩-খ ৩৪-গ ৩৫-গ ৩৬-ঘ ৩৭-ক ৩৮-খ ৩৯-গ ৪০-ঘ
————————————উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ