হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: হিসাব বিজ্ঞান এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
এসএসসি এসাইনমেন্ট সমাধান ২০২৩ হিসাববিজ্ঞান
পৌরনীতি-নাগরিকতা ১ অধ্যায়:সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
পৌরনীতি-নাগরিকতা ১ অধ্যায়:জ্ঞানমূলক MCQ
পৌরনীতি-নাগরিকতা ১ অধ্যায়:সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
পৌরনীতি-নাগরিকতা ১ অধ্যায়:বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
অধ্যায়ঃ প্রথম
১। সমাজের প্রতিটি ক্ষেত্রে কোন ধরনের ঘটনা পরিলক্ষিত হয়?
(ক) সম্পত্তি সংক্রান্ত (খ) ব্যক্তি সংক্রান্ত
(গ) অর্থ সংক্রান্ত (ঘ) আয়-ব্যয় সংক্রান্ত
২। আর্থিক ঘটনার ফলাফলের প্রভাব নিরূপণ পদ্ধতি ও কৌশল আলোচনা করে কোনটি?
(ক) হিসাববিজ্ঞান (খ) হিসাব সংরক্ষণ
(গ) হিসাব সচেতনতা (ঘ) হিসাব বিশ্লেষণ
৩। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের অর্থ সংক্রান্ত ঘটনাসমূহ কীরূপ?
(ক) সীমিত (খ) অগণিত ও বৈচিত্র্যময়
(গ) সীমিত ও বৈচিত্র্যময় (ঘ) অপ্রয়োজনীয়
৪। কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক কার্যাবলী হিসেবে চিহ্নিত হবে?
(ক) লেনদেশ বিশ্লেষণ (খ) দায়-দেনা পরিশোধ
(গ) আয়-ব্যয় প্রস্তুত (ঘ) আর্থিক বিবরণী প্রস্তুত
৫। আর্থিক কার্যাবলীর ফলাফল জানতে কোন বিষয়টি প্রয়োজন?
(ক) অর্থায়ন (খ) ব্যাংকিং
(গ) হিসাববিজ্ঞান (ঘ) ব্যবস্থাপনা
৬। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণে কোনটি সর্বাধিক প্রয়োজন?
(ক) লেনদেন সংঘটন (খ) লেনদেন লিপিবদ্ধকরণ
(গ) লেনদেন শ্রেণিবদ্ধকরণ (ঘ) রেওয়ামিল প্রস্তুতকরণ
৭। ব্যবসায়ের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা কীভাবে জানা যায়?
(ক) খরচের মাধ্যমে (খ) ক্রয়ের মাধ্যমে
(গ) বিক্রয়ের মাধ্যমে (ঘ) হিসাব রাখার মাধ্যমে
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
- আরো পড়ুন:- PDF পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় জ্ঞানমূলক MCQ
- আরো পড়ুন:- পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
৮। কোনটির মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের কাক্সিক্ষত ফলাফল অর্জন সম্ভব?
(ক) সম্পদ ক্রয়ের ফলে (খ) সঠিক সিদ্ধান্ত নিলে
(গ) ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে (ঘ) পণ্য ক্রয়ের মাধ্যমে
৯। প্রতিষ্ঠানকে তৃতীয় পক্ষের নিকট বিশ্বাসযোগ্য করে তুলতে সহায়ক কোনটি?
(ক) হিসাব (খ) লেনদেন (গ) জাবেদা (ঘ) রেওয়ামিল
১০। প্রতিষ্ঠানের মূল্য সংযোজন কর ও আবগারি শুল্ক ধার্যের ভিত্তি কোনটি?
(ক) মূলধন (খ) সঞ্চয় (গ) ব্যয় (ঘ) আয়
১১। সরকারের রাজস্ব আদায় এবং বিভিন্ন খাতে ব্যবহার করার জন্যে কোনটি সহায়ক ভূমিকা পালন করে?
(ক) হিসাবরক্ষক (খ) কর আদায়কারী
(গ) হিসাব বিজ্ঞান (ঘ) ব্যাংক
১২। সুন্দর-সুশৃংখল ও মিতব্যয়ী জীবন গঠনে কোনটি প্রয়োজন?
(ক) হিসাব রাখা (খ) গবেষণা করা
(গ) হিসাববিজ্ঞান (ঘ) ব্যাংক
১৩। ব্যবসায় প্রতিষ্ঠান হিসাবরক্ষণ দ্বারা ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি রোধ করা সম্ভব হয়?
র. প্রতিষ্ঠানের প্রতারণা রর.প্রতিষ্ঠানের জালিয়াতি
ররর.মুনাফা জাতীয় খরচ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
ডা. রাকিব হাসান তার ক্লিনিকের আর্থিক লেনদেনের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেন। বছর শেষে তার ব্যক্তিগত কর নির্ধারণ প্রক্রিয়া সহজ ও স্বল্প সময়ে সম্ভব হয়। ফলে আয়কর কর্তৃপক্ষ তার হিসাব নিকাশ রাখার সন্তোষ প্রকাশ করেন।
১৪। অর্থের আদান প্রদান সঠিকভাবে লিপিবদ্ধ করা কিসের সংরক্ষণ করলে সহায়ক হবে-
(ক) ব্যবসায়ের (খ) দেনা-পাওনা
(গ) হিসাব লিপিবদ্ধকরণের (ঘ) হিসাব বিজ্ঞানের
১৫। ডা. রাকিব হাসানের ক্লিনিকের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করলে সহায়ক হবে-
র. বিক্রয় বৃদ্ধিতে রর.মূল্যবোধ সৃষ্টিতে
ররর.কর নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১৬। মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করার পাশাপাশ কোন পেশায় নিয়োজিত হয়?
(ক) ক্ষুদ্র শিল্প (খ) কৃষিকাজ
(গ) পণ্য উৎপাদন (ঘ) পণ্য প্রক্রিয়াজাতকরণ
১৭। বিনিময় প্রথা চালু হওয়ার কারণ কী?
(ক) মানুষের চাহিদা হ্রাস (খ) সমাজ বিস্তার লাভ
(গ) মানুষের জ্ঞানের প্রসার (ঘ) বিজ্ঞানের উন্নতি
১৮। বিনিময় প্রথা চালুর পরবর্তীতে কোনটির প্রচলন শুর” হয়?
(ক) শিল্পের (খ) কৃষির
(গ) মুদ্রার (ঘ) ছাপার
১৯। ব্যবসায়-বাণিজ্যে বিস্তার লাভ করার কারণ কোনটি?
(ক) মুদ্রার প্রচলন (খ) বিশ্বায়নের যুগ
(গ) বিনিময় প্রথার বিলোপ সাধন
(ঘ) হিসাববিজ্ঞানের ব্যবহার
২০। আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়?
(ক) ইংল্যান্ডে (খ) ভারতবর্ষে
(গ) ইতালিতে (ঘ) আমেরিকায়
২১। কত সালে লুকা প্যাসিওলি তার গ্রন্থ রচনা করেন?
(ক) ১৪৯৪ খ্রিষ্টপূর্ব (খ) ১৩৯৪ খ্রিষ্টাব্দে
(গ) ১৪৯৪ খিষ্ট্রাব্দে (ঘ) ১৫৯৮ খ্রিস্টাব্দে
২২। সভ্যতার সূচনাতে মানুষের হিসাব রাখার প্রক্রিয়া ছিলো
র. গাছের গায়ে দাগ কাটা
রর.গুহায় চিহ্ন অংকন করা
ররর.পাথরে চিহ্ন অংকন করা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
হিসাববিজ্ঞানের যাত্রা পাথরে বা গুহায় দাগ দিয়ে শুর” হলেও কালের বিবর্তনের ফলে প্রতিনিয়ত তা আধুনিকতার রূপ লাভ করছে। যে কোনো হিসাব মুহূর্তের মাঝেই নিরূপন করা সম্ভব হয় এবং যে কোনো প্রয়োজনে সেই সব তথ্য ব্যবহার করা সম্ভব হয়।
২৩। আধুনিক যুগে হিসাব সংক্রান্ত কাজ করা হয় কীভাবে?
(ক) ব্যাখ্যা লিখে (খ) মৌখিকভাবে
(গ) কম্পিউটারের সাহায্যে (ঘ) খাতায় লিখে
২৪। আধুনিক পদ্ধতিতে হিসাবরক্ষণের সুবিধা হলো-
র. সময় হ্রাস রর.শ্রম লাঘব
ররর.দ্র”ত সিদ্ধান্ত গ্রহণ করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২৫। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
(ক) হিসাব ব্যবস্থা (খ) তথ্য ব্যবস্থা
(গ) নিরীক্ষা ব্যবস্থা (ঘ) বিবরণী ব্যবস্থা
২৬। হিসাব সংক্রান্ত বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করা কার কাজ?
(ক) ব্যবস্থাপকের (খ) প্রকৌশলীর
(গ) হিসাবরক্ষকের (ঘ) পরিচালকের
২৭। কর্মচারী ও কর্মকর্তা হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী?
(ক) অভ্যন্তরীণ (খ) বাহ্যিক
(গ) অভ্যন্তরীণ ও বাহ্যিক(ঘ) হিসাব তথ্য ব্যবহার করে না
২৮। কারবারের ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন করেন-
র. মালিক রর.ব্যবস্থাপক
ররর.সরকার
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
হিসাববিজ্ঞানকে একটি ‘তথ্য ব্যবস্থা’ নামে অভিহিত করা হয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই লেনদেনসমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়।
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী ছাড়াও ঋণ প্রদানকারী, সরকার, কর্মকর্তা-কর্মচারী, হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারীসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবহার করে থাকে।
২৯। প্রতিষ্ঠান হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাবে তথ্য ব্যবহার করে কোনটি করে থাকেন?
(ক) লাভ-ক্ষতি নির্ণয় (খ) ঋণ প্রদান
(গ) ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ
(ঘ) বিনিয়োগ বৃদ্ধি
৩০। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা হিসাব তথ্য ব্যবহার করার উদ্দেশ্য কোনটি?
(ক) বেতন আদায়
(খ) প্রাপ্ত সুযোগ সুবিধার যথার্থতা যাচাই
(গ) কাজের গতিশীলতা বৃদ্ধি (ঘ) লভ্যাংশ আদায়
৩১। কোন কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক অর্থ ব্যয় করে থাকে?
(ক) আন্তর্জাতিক কোম্পানি
(খ) উৎপাদনকারী কোম্পানি
(গ) সামাজিক কোম্পানি (ঘ) তেল কোম্পানি
৩২। মুনাফা নির্ণয়ের পাশাপাশি হিসাববিজ্ঞান অবদান রাখে-
র. ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক সমাজের ক্ষতি রোধে
রর.পণ্য তৈরিতে দেশী কাঁচামাল ব্যবহার করে
ররর.গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩৩। মানুষ ভাল-মন্দ বিচার করে কীসের সাহায্যে?
(ক) ধারণার (খ) ব্যবহারের
(গ) মূল্যবোধের (ঘ) পর্যবেক্ষণের
৩৪। আর্থিক দুর্নীতি নিয়ন্ত্রণের দ্বারা কোনটি বৃদ্ধি সম্ভব?
(ক) হিসাবের গ্রহণযোগ্যতা (খ) হিসাবের উপযোগিতা
(গ) হিসাবের স্বচ্ছতা (ঘ) হিসাবের সামঞ্জস্যতা
৩৫। হিসাববিজ্ঞান ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধের পাশাপাশি কোনটি জাগ্রত করে?
(ক) নৈতিকতা (খ) শৃঙ্খলাবোধ
(গ) মূল্যবোধ (ঘ) কর্মস্পৃহা
- আরো পড়ুন:-পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
৩৬। সঠিক হিসাবরক্ষণ দ্বারা কোন ধরনের মানসিকতা সৃষ্টি হয়?
(ক) ব্যয় বুঝে আয় করা (খ) আয় বুঝে ব্যয় করা
(গ) ইচ্ছেমত ব্যয় করা (ঘ) অর্থ জালিয়াতি করা
৩৭। কোন ব্যবসায়ী সততা অবলম্বন করতে চাইলে তাকে কী হতে হবে?
(ক) হিসাব সচেতন (খ) ঋণ পরিশোধে সচেতন
(গ) ধর্ম ভীর” (ঘ) নিয়মানুবর্তী
৩৮। মানবজীবনের প্রতি ক্ষেত্রে জবাবদিহিতা সৃষ্টিতে অত্যন্ত গুর”ত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
(ক) ধর্মীয় অনুশাসন (খ) হিসাববিজ্ঞান
(গ) সামাজিক সচেতনতা (ঘ) নৈতিক চরিত্র
৩৯। প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট পরিশোধ সংক্রান্ত জবাবদিহি কার নিকট করতে হয়?
(ক) সমবায় সমিতির নিকট (খ) ব্যাংকের নিকট
(গ) সরকারের নিকট (ঘ) ডাকবিভাগের নিকট
৪০। হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি দ্বারা কর্তব্যরত ব্যক্তির কোনটি বিকশিত হয়?
(ক) দক্ষতা (খ) কর্মস্পৃহা (গ) যোগ্যতা (ঘ)দায়িত্ববোধ
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০২৩
শ্রেণি: বিষয়ঃ হিসাববিজ্ঞান অধ্যায়ঃ প্রথম
উত্তর পত্র
১-গ ২-ক ৩-খ ৪-খ ৫-গ ৬-খ ৭-ঘ ৮-খ ৯-ক ১০-গ
১১-গ ১২-ক ১৩-ক ১৪-ঘ ১৫-গ ১৬-খ ১৭-খ ১৮-গ ১৯-ক ২০-গ
২১-গ ২২-ঘ ২৩-গ ২৪-ঘ ২৫-খ ২৬-গ ২৭-খ ২৮-ক ২৯-গ ৩০-খ
৩১-ঘ ৩২-খ ৩৩-গ ৩৪-গ ৩৫-গ ৩৬-খ ৩৭-ক ৩৮-খ ৩৯-গ ৪০-ঘ.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ