স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (৬ষ্ঠ-অতিসংক্ষিপ্ত) প্রশ্নোত্তর ও সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অনার্স প্রথম পর্ব
বিভাগ: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
বিষয় : জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন
বিষয় কোড: ২১১৫০১
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. জাতীয়তাবাদ কী?
উত্তর : একটি জাতি যখন তার স্বাজাত্যবোধ বা চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে সমাজ-সংস্কৃতিতে ঐক্যবদ্ধ চেতনার প্রতিফলন ঘটায় তখন তাকে জাতীয়তাবাদ বলে ।
২. জাতীয়তাবাদের ইংরেজি প্রতিশব্দ লেখ ।
উত্তর : জাতীয়তাবাদের ইংরেজি প্রতিশব্দ হলো Nationalism.
৩. “জাতীয়তাবাদ হলো এক প্রকার মানসিক ঐক্যবোধে উদ্বুদ্ধ জনসমাজ এবং ঐ ঐক্যবোধ উক্ত জনসমাজকে অবশিষ্ট মানবসমাজ থেকে পৃথক করে।” – উক্তিটি কার?
উত্তর : উক্তিটি অধ্যাপক হ্যারল্ড জে. লাস্কির।
৪. “জাতীয়তাবাদ হলো জাতীয়তা ও দেশপ্রেম— এ দুটি বিষয়ের এক আবেগপূর্ণ সমন্বয় ও অতিরঞ্জিতকরণ।”- উক্তিটি কার?
উত্তর : উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানী হায়েসের।
৫. ‘The Discovery of India’ গ্রন্থটি কার?
উত্তর : ‘ঞযব উরংপড়াবৎু ড়ভ ওহফরধ’ গ্রন্থটি পণ্ডিত জওহরলাল নেহেরুর।
৬. বাঙালি জাতীয়তাবাদ কী?
উত্তর : বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এ অঞ্চলের মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধ চেতনার জন্ম হয় তাকে বাঙালি জাতীয়তাবাদ বলে।
৭. কোন বিষয়কে কেন্দ্র করে ভারতবর্ষে হিন্দু ও মুসলিম জাতীয়তাবাদ সৃষ্টি হয়?
উত্তর : ধর্ম ও ধর্মীয় সংস্কৃতিকে কেন্দ্র করে ভারতবর্ষে হিন্দু ও মুসলিম জাতীয়তাবাদ সৃষ্টি হয় ।
৮.পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের দাবি উত্থাপিত হয় কত সালে?
উত্তর : পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের দাবি উত্থাপিত হয় ১৯৪৭ সালে ।
৯. বাঙালিরা মাতৃভাষা বাংলার প্রশ্নে ঐক্যবদ্ধ হয় কত সালে?
উত্তর : বাঙালিরা মাতৃভাষা বাংলার প্রশ্নে ঐক্যবদ্ধ হয় ১৯৫২ সালে ।
১০. কত সালের নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ আরও জোরদার হয়?
উত্তর : ১৯৫৪ সালের ৮ মার্চের নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ আরও জোরদার হয় ।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (৬ষ্ঠ-অতিসংক্ষিপ্ত)
১১. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে কত সালের নির্বাচনকে মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর : বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ১৯৭০ সালের নির্বাচনকে মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।
১২. বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে কোন?
উত্তর : বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ৯ ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে।
১৩. পাকিস্তানি শাসকগোষ্ঠী এদেশীয় সংস্কৃতিতে সর্বপ্রথম আগ্রাসন চালায় কোন ক্ষেত্রে?
উত্তর : পাকিস্তানি শাসকগোষ্ঠী এদেশীয় সংস্কৃতিতে সর্বপ্রথম আগ্রাসন চালায় ভাষার ওপর ।
১৪. আইয়ুব সরকার কোন হরফে বাংলা বর্ণমালা প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করে?
উত্তর : আইয়ুব সরকার রোমান হরফে বাংলা বর্ণমালা প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করে ।
১৫.কে প্রথম রোমান হরফে বাংলা বর্ণমালা প্রবর্তনের প্রতিবাদ করেন?
উত্তর : প্রথম রোমান হরফে বাংলা বর্ণমালা প্রবর্তনের প্রতিবাদ করেন ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ ।
১৬. ‘ছায়ানট’ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর : ‘ছায়ানট’ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল সংস্কৃতি ও সংগীতচর্চায় বাংলার ঐতিহ্যকে লালন করা ।
১৭. ‘ছায়ানট’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ‘ছায়ানট’ প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
১৮. কে ছায়ানটের প্রতিষ্ঠাতা?
উত্তর : সংগীতশিল্পী সানজীদা খাতুন ছায়ানটের প্রতিষ্ঠাতা ।
১৯. পাকিস্তানি শাসকগণ পূর্ব পাকিস্তানে রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালনে নিষেধজ্ঞা আরোপের চেষ্টা করে কত সালে?
উত্তর : পাকিস্তানি শাসকগণ পূর্ব পাকিস্তানে রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালনে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করে ১৯৬১ সালে।
২০. কত সালে পাকিস্তানে প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত নিষিদ্ধ ঘোষণা করা হয়?
উত্তরঃ ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় পাকিস্তানে প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত নিষিদ্ধ ঘোষণা করা হয়।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (৬ষ্ঠ-অতিসংক্ষিপ্ত)
২১. রবীন্দ্রনাথের পক্ষাবলম্বনকারীদের ‘ঐড়ষিরহম ওফরড়ঃ’ বলে অভিহিত করেন কে?
উত্তর : রবীন্দ্রনাথের পক্ষাবলম্বনকারীদের ‘ঐড়ষিরহম ওফরড়ঃ’ বলে অভিহিত করেন আব্দুস সবুর খান।
২২. কত সালে পাকিস্তানে দ্বিতীয়বারের মতো রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করা হয়?
উত্তর : ১৯৬৭ সালের আগস্ট মাসে দ্বিতীয়বারের মতো রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করা হয়।
২৩. কত সালে আইয়ুব খান সরকার বাংলা নববর্ষ উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে ?
উত্তর : ১৯৬৭ সালে আইয়ুব খান সরকার বাংলা নববর্ষ উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে ।
২৪. আব্দুল মান্নান সৈয়দের কোন বইটি পাকিস্তান সরকার নিষিদ্ধ করে?
উত্তর : আব্দুল মান্নান সৈয়দের ‘সত্যের মত বদমাশ’ বইটি পাকিস্তান সরকার নিষিদ্ধ করে।
২৫. বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে কত সালে?
উত্তর : বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে ১৯৫৬ সালে।
- অনার্স ১মঃ ৩য় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (২১১৫০১)
- অনার্স ১মঃ ৩য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (২১১৫০১)
- অনার্স ১মঃ ৩য় অধ্যায় রচনামূলক প্রশ্নোত্তর (২১১৫০১) (পর্ব-১)
২৬. বাংলাদেশের স্বাধীনতার মূলভিত্তি কী ছিল?
উত্তর : বাংলাদেশের স্বাধীনতার মূলভিত্তি ছিল ৬ দফা দাবি ৬
২৭. ৬ দফা ঘোষণা করেন কে?
উত্তর : ৬ দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৮. বঙ্গবন্ধু ৬ দফা দাবি উত্থাপন করেন কখন?
উত্তর : বঙ্গবন্ধু ৬ দফা দাবি উত্থাপন করেন ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি ।
২৯. . ঐতিহাসিক ৬ দফা কবে, কোথায় ঘোষিত হয়। অথবা, ঐতিহাসিক ৬ দফা কোথায় ঘোষিত হয়?
উত্তর : ঐতিহাসিক ৬ দফা ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয়।
৩০. শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবির মূল বিষয়বস্তু কী ছিল?
উত্তর : শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবির মূল বিষয়বস্তু ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (৬ষ্ঠ-অতিসংক্ষিপ্ত)
৩১. বাংলাদেশের স্বাধীনতার বীজ কোন কর্মসূচির মধ্যে নিহিত ছিল?
উত্তর : বাংলাদেশের স্বাধীনতার বীজ ৬ দফা কর্মসূচির মধ্যে নিহিত ছিল ।
৩২. কোন কর্মসূচিকে শেখ মুজিবুর রহমান ‘আমাদের (বাঙালির) বাঁচার দাবি’ বলে আখ্যায়িত করেন?
উত্তর : ৬ দফা কর্মসূচিকে শেখ মুজিবুর রহমান ‘আমাদের (বাঙালির) বাঁচার দাবি’ বলে আখ্যায়িত করেন।
৩৩, ৬ দফার প্রথম দফাটি কোনটি?
উত্তর : ৬ দফার প্রথম দফাটি হলো ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেল বা যুক্তরাষ্ট্রে পরিণত করতে হবে।
৩৪. উত্তর ৬ দফার প্রথম দফার মূল বিষয় ছিল
উত্তর : কে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি।
৩৫. ৬ দফার দ্বিতীয় দফার মূল বিষয় কী ছিল?
উত্তরঃ ৬ দফার দ্বিতীয় দফার মূল বিষয় ছিল কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা।
৩৬. ৬ দফার তৃতীয় দফার মূল বিষয় কী ছিল?
উত্তর : ৬ দফার তৃতীয় দফার মূল বিষয় ছিল মুদ্রা অর্থসংক্রান্ত ক্ষমতা।
৩৭. ৬ দফার চতুর্থ দফার মূল বিষয় কী ছিল?
উত্তর : ৬ দফার চতুর্থ দফার মূল বিষয় ছিল কর ও রাজস্ব সংক্রান্ত ক্ষমতা ।
৩৮. ৬ দফার পঞ্চম দফার মূল বিষয় কী ছিল?
উত্তর : ৬ দফার পঞ্চম দফার মূল বিষয় ছিল বৈদেশিক মুদ্রা ও বাণিজ্যসংক্রান্ত ক্ষমতা ।
৩৯.৬ দফার ষষ্ঠ দফার মূল বিষয় কী ছিল?
উত্তর : ৬ দফার ষষ্ঠ দফার মূল বিষয় ছিল প্রতিরক্ষাসংক্রান্ত ক্ষমতা।
৪০. কে ৬ দফাকে সিআইএ প্রণীত দলিল বলে আখ্যায়িত করেন? উত্তর : ন্যাপ (ভাসানী) সাধারণ সম্পাদক তোয়াহা ৬ দফাকে সিআইএ প্রণীত দলিল বলে আখ্যায়িত করেন ।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (৬ষ্ঠ-অতিসংক্ষিপ্ত)
৪১. PDM এর পূর্ণরূপ কি?
উত্তর : PDM এর পূর্ণরূপ হলো Pakistan Democratic Movement.
৪২. পিডিএম (PDM) কী?
উত্তর : ৬ দফা দাবির বিরোধিতা করে বিরোধী দলগুলো একত্রিত হয়ে যে ঐক্যজোট গঠন করে, তা পিডিএম (PDM) নামে পরিচিত ।
৪৩. কখন পিডিএম গঠিত হয়?
উত্তর : ১৯৬৭ সালের ৩০ এপ্রিল পিডিএম গঠিত হয় ।
৪৪. পিডিএম এর সভাপতি ও সাধারণ সম্পাদক কে ছিলেন?
উত্তর : পিডিএম এর সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে নবাবজাদা নসরুল্লাহ খান ও মাহমুদ আলী।
৪৫. ৬ দফা সম্পর্কে কে বলেছিলেন, “এটি আসলে এক দফাই?”
উত্তর : ৬ দফা সম্পর্কে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “এটি আসলে এক দফাই ।”
৪৬. পাকিস্তানের কোন নেতা ৬ দফা ঘোষণার জন্য বঙ্গবন্ধুকে হত্যার হুমকি দেন?
উত্তর পাকিস্তানের খান আব্দুল কাইয়ুম ৬ দফা ঘোষণার জন্য বঙ্গবন্ধুকে হত্যার হুমকি দেন ।
৪৭. কখন বঙ্গবন্ধু ৬ দফা প্রচারের জন্য গ্রেফতার হন?
উত্তর : বঙ্গবন্ধু ৬ দফা প্রচারের জন্য ১৯৬৬ সালের ৮ মে গ্রেফতার হন ।
৪৮. কোন কর্মসূচি বাঙালির ম্যাগনাকার্টা নামে পরিচিত?
উত্তর : ‘বাঙালির ম্যাগানাকার্টা’ বলা হয় ৬ দফা দাবিকে।
৪৯. আগরতলা মামলা কী?
উত্তর : ভারতের আগরতলায় বসে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্রের অভিযোগে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ১৯৬৮ সালের ৬ ও ১৮ জানুয়ারি যে মামলা দায়ের করা হয় তাই আগরতলা মামলা ।
৫০. আগরতলা মামলার আনুষ্ঠানিক নাম কী ছিল ?
উত্তর : আগরতলা মামলার আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।