SSC | বাংলা ১ম | সেইদিন এই মাঠ | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলা ১ম পত্রের সেইদিন এই মাঠ অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলা ১ম পত্রের সেইদিন এই মাঠ অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ অষ্টম-সেইদিন এই মাঠ
১। জীবনানন্দ দাশ কোন শহরে জন্মগ্রহণ করেন?
(ক) ঢাকা (খ) রাজশাহী
(গ) বরিশাল (ঘ) সিলেট
২। জীবনানন্দ দাশের জননীর নাম কী?
(ক) কুসুমকুমারী দাশ (খ) কুসুম রানি দাশ
(গ) কুসুম কানন দাশ (ঘ) কুসুম বালা দাশ
৩। জীবনানন্দ দাশের জননী চারিত্রক দিক হতে কী ছিলেন?
(ক) চারণ কবি (খ) গীতিকবি
(গ) পল্লিকবি (ঘ) স্বভাবকবি
৪। জীবনানন্দ দাশ কলকাতার কোন কলেজ থেকে শিক্ষালাভ করেন?
(ক) প্রেসিডেন্সি কলেজ (খ) রিপন কলেজ
(গ) কলকাতা কলেজ (ঘ) সেন্ট ডেভিয়ার্স কলেজ
৫। জীবনানন্দ দাশ কত খ্রিষ্টাব্দে এম.এ ডিগ্রি লাভ করেন?
(ক) ১৯২০ (খ) ১৯২১
(গ) ১৯২২ (ঘ) ১৯২৩
৬। জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
৭। জীবনানন্দ দাশ কোন পেশায় নিযুক্ত ছিলেন?
(ক) সাংবাদিকতা (খ) সম্পাদনা
(গ) অধ্যাপনা (ঘ) ব্যবসা
৮। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
(ক) চক্রবাক (খ) ঝিঙেফুল
(গ) মালঞ্চ (ঘ) মহাপৃথিবী
৯। জীবনানন্দ দাশ কোথায় মৃত্যুবরণ করেন?
(ক) বরিশাল (খ) কলকাতা
(গ) শিলিগুড়ি (ঘ) খুলনা
১০। ‘সেইদিন এই মাঠ’ কী হবে না বলে কবি মনে করেন?
(ক) শান্ত (খ) স্তব্ধ
(গ) স্থবির (ঘ) বন্ধ
১১। যখন কবি থাকবেন না তখন কী হবে বলে কবি ব্যক্ত করেছেন?
(ক) নদী (খ) নক্ষত্র
(গ) মাঠ (ঘ) বাতি
১২। ‘সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’ পঙ্ক্তিটিতে কবি মাঠ বলতে কী বুঝিয়েছেন?
(ক) পৃথিবীর কোলাহল (খ) প্রকৃতির সৌন্দার্য
(গ) সভ্যতার অবস্থান (ঘ) মানুষের স্বপ্নভ‚মি
১৩। ‘সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।’- পঙ্ক্তিটিতে কবি জীবনানন্দ দাশের যে অনুভ‚তির বহিঃপ্রকাশ ঘটেছে?
(ক) প্রকৃতিপ্রেম (খ) আংশকা
(গ) মমত্ববোধ (ঘ) আকাক্সক্ষা
১৪। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় বর্ণিত ফুলের নাম কী?
(ক) গোলাপ (খ) শিউলী
(গ) চালতা (ঘ) কদম
১৫। শিশিরের জলে ভেজা চালতা ফুলের সৌন্দর্য কীরকম?
(ক) প্রাণময় (খ) ঐশ্বর্যময়
(গ) ¯িœগ্ধময় (ঘ) রহস্যময়
১৬। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় নরম গন্ধের ঢেউয়ে কোনটি ভেজার কথা বলা হয়েছে?
(ক) গোলাপ ফুল (খ) কদম ফুল
(গ) চালতা ফুল (ঘ) পদ্ম ফুল
১৭। কবির মতে শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের মতো গন্ধের ঢেউ কতটা সময় প্রবাহিত হবে?
(ক) কিছুকালব্যাপী (খ) যুগান্তরব্যাপী
(গ) অনন্তকালব্যাপী (ঘ) বছরব্যাপী
১৮। শিশিরের জলে চালতা ফুল ভিজে কী ধরনের সৌন্দর্য সৃষ্টি করে?
(ক) গভীরতম (খ) চিরস্থায়ী
(গ) রহস্যময় (ঘ) অকল্পনীয়
১৯। শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউকে নরম বলা হয়েছে কেন?
(ক) সুগন্ধ বোঝাতে (খ) ¯িœগ্ধতা বোঝাতে
(গ) সৌন্দার্য বোঝাতে (ঘ) স্বাভাবিক বোঝাতে
২০। ‘আমি চলে যাব’ কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন?
(ক) গ্রামে (খ) শহরে
(গ) পরপারে (ঘ) বিদেশে
২১। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে?
(ক) ময়না (খ) ল²ীপেঁচা
(গ) সাদা বক (ঘ) ময়ূর
২২। ‘ল²ীপেচাঁ গান গাবে নাকি তার ল²ীটির তরে?’-এখানে ‘ল²ীপেঁচার গান’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) প্রণয়বার্তা (খ) আগমনীবার্তা
(গ) মঙ্গলবার্তা (ঘ) আনন্দবার্তা
২৩। ‘চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব’- পঙ্ক্তিটিতে কবি বিস্ময়কর শক্তিতে প্রকৃতির কোন দিকটিকে উপস্থাপন করেছেন?
(ক) চিরকালীন ক্ষয়িষ্ণুতা (খ) চিরকালীন সৌন্দর্য
(গ) চিরকালীন রহস্য (ঘ) চিরকালীন ব্যস্ততা
২৪। ‘সেইদিন এই মাঠ’ কবিতার কবি চারদিকে কী ধরনের কলরবের কথা বলেছেন?
(ক) শান্ত কলরব (খ) উচ্চ কলরব
(গ) মুগ্ধ কলরব (ঘ) মৃদু কলরব
২৫। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় উল্লিখিত গন্ধটা কেমন?
(ক) সোঁদা (খ) ভিজে
(গ) ঝাঁঝালো (ঘ) মিষ্টি
২৬। ‘সব কিছু যেমন আছে তেমনি রবে যদিও আমি থাকব না।’ উক্তিটি কবিতার-
(ক) মূলভাব (খ) খন্ডিতভাব
(গ) বিপরীতভাব (ঘ) সারাংশ
২৭। জীবনানন্দ দাশ কী হিসেবে পরিচিতি লাভ করেন?
(ক) পল্লিকবি (খ) প্রকৃতির কবি
(গ) বিদ্রোহী কবি (ঘ) মরমী কবি
২৮। প্রকৃতি কী দিয়ে মানুষের স্বপ্ন সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যায়?
(ক) বিচিত্র বিবর্তন (খ) গভীর মমত্ব
(গ) অফুরন্ত ঐশ্বর্য (ঘ) রহস্যময় আবির্ভাব
২৯। প্রকৃতি তার আপন রূপ রস গন্ধ নিয়ে কী হয়ে উঠেছে?
(ক) ক্ষণস্থায়ী (খ) চিরস্থায়ী
(গ) স্বপ্নময় (ঘ) প্রাণময়
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:
‘রাতে মালিটা মারা গেল। সকালে তাকিয়ে দেখি, বাগানভরা উপচেপড়া ফুল। মনে হলো, হায়! এতদিনের সেবকের কথা একবার মনেও করল না।
৩০। উদ্দীপকে ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন ভাব ধরা পড়েছে?
(ক) কেউ কাউকে মনে রাখে না
(খ) মৃত্যু পৃথিবীর বহমানতা রোধে অক্ষম
(গ) থেমে থাকার সময় নেই কারো
(ঘ) শোক নয়, গতিই হচ্ছে জীবনধর্ম
৩১। যে চরণে বা চরণগুচ্ছে ভাবটি প্রতিভাত-
i. পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল
ii.সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
iii.আমি চলে যাব বলে চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
তোমার খেলা জমবে নিতুই আমার হবে বন্ধ,
তোমার সাথে প্রভু আমার এখানটাতেই দ্ব›দ্ব।”
৩২। ‘সেইদিন এই মাঠ’ কবিতার যে চরণের সাথে উদ্দীপকটি সখ্য নির্দেশ করে-
i. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
ii.পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল
iii.এশিরিয়া ধুলো আজ-বেবিলন ছাই হয়ে আছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৩। যে দৃষ্টিকোণ থেকে সখ্যের বিষয়টি বিবেচনা করা যায় তা হলো-
(ক) মানুষ মরে গিয়ে বাঁচে
(খ) জন্ম-মৃত্যু সব প্রকৃতির ইচ্ছে
(গ) জীবন থেমে যায়, প্রকৃতি নয়
(ঘ) আসা-যাওয়াই জীবনের ধর্ম
৩৪। ‘এশিরিয়া’ কী?
(ক) একটি মহাদেশের নাম (খ) একটি সংস্কৃতির নাম
(গ) একটি জাতিগোষ্ঠীর নাম (ঘ) একটি সভ্যতার নাম
৩৫। ‘বেবিলন’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) বেবিলনীয় সংস্কৃতি (খ) বেবিরনীয় ভ‚খন্ড
(গ) বেবিলনীয় সভ্যতা (ঘ) একটি সভ্যতার নাম
৩৬। ‘সেইদিন এই মাঠ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) বনলতা সেন (খ) রূপসী বাংলা
(গ) ঝরা পালক (ঘ) ধূসর পান্ডুলিপি
৩৭। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় মোট ক’টি চরণ আছে?
(ক) দশ (খ) এগারো
(গ) বারো (ঘ) তেরো
৩৮। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কটি সভ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে?
(ক) দুটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
৩৯। সভ্যতা একইসাথে যে দুটি বিপরীত বৈশিষ্ট্যের ধারক-
i. ক্ষয় ও বিনির্মাণ ii.ভাঙা ও গড়া
iii.জীবন ও মৃত্যু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪০। মরণশীল ব্যক্তি মানুষের মৃত্যুর সাথে সাথে প্রকৃতির যে দিকটি পরিবর্তন হয় না-
i. প্রাণময় সৌন্দার্য ii.চিরকালীন ব্যস্ততা
iii.নিত্যকার বিনির্মাণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
- আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- বাংলা ১ম: বই পড়া গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- (PDF) পল্লিসাহিত্য কবিতার জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
- SSC-জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সব প্রশ্নের উত্তর | কপোতাক্ষ নদ
- বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- ঝর্ণার গান কবিতার সৃজনশীল ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
অধ্যায়ঃ অষ্টম
উত্তর পত্র
১-গ ২-ক ৩-ঘ ৪-ক ৫-খ ৬-খ ৭-গ ৮-ঘ ৯-ক ১০-খ
১১-গ ১২-ক ১৩-ঘ ১৪-গ ১৫-ঘ ১৬-গ ১৭-গ ১৮-গ ১৯-খ ২০-গ
২১-খ ২২-গ ২৩-খ ২৪-ঘ ২৫-খ ২৬-ক ২৭-খ ২৮-গ ২৯-ঘ ৩০-খ
৩১-গ ৩২-ক ৩৩-গ ৩৪-ঘ ৩৫-গ ৩৬-খ ৩৭-ঘ ৩৮-ক ৩৯-ক ৪০-ঘ
০১। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় নিচের কোনটি কখনো স্থব্ধ হবে না?
ক. মানুষের জীবন খ. পৃথিবীর নিয়ম
গ. মানুষের কর্ম ঘ. প্রকৃতির সৌন্দর্য
০২। নদী-নক্ষত্রের তলে কবি কী দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন?
ক. স্বপ্ন
খ. জোৎস্নার খেলা
গ. আলো আঁধারের লুকোচুরি
ঘ. তারার মেলা
০৩। ‘রুপসী বাংলার কবি’ বলতে কাকে বোঝায়?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জসিমউদ্দ্নি
গ. জীবনানন্দ দাশ
ঘ. আল মাহমুদ
০৪। ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা?
ক. আল মাহমুদ
খ. রফিক আজাদ
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. জীবনানন্দ দাশ
০৫। জীবনানন্দ দাশ প্রধানত কোন ধরনের কবি?
ক. ছন্দের কবি খ. ভাবের কবি
গ. প্রকৃতির কবি ঘ. মানুষের কবি
০৬। চালতাফুল শিশিরের জলে ভেজার পর কী প্রবাহিত হয়?
ক. সুবাশ খ. শীতল গন্ধের ঢেউ
গ. নরম গন্ধের ঢেউ ঘ. বাতাস
০৭। কবি চরের খুব কাছে কী লক্ষ করলেন?
ক. খেয়ানৌকা খ. শীতল বাতাস
গ. বালিয়াড়ির স্তুপ ঘ. কাশফুল
০৮। ‘সেদিনো দেখিবে স্বপ্ন’-এতে ইঙ্গিত করা হয়েছে-
ক. অতীতকে খ. বর্তমানকে
গ. ভবিষ্যৎকে
ঘ. বর্তমান ও ভবিষ্যৎ কে
০৯। চালতাফুলের কথা কোন কবিতার রয়েছে?
ক. আমার পরিচয় খ. পলিজননী
গ. বৃষ্টি ঘ. সেইদিন এই মাঠ
১০। লক্ষীপেঁচা অবিরতবাবে গান গেয়ে যাবে কার তরে?
ক. জীবনের খ. লক্ষীটির
গ. সময়ের ঘ. বিবর্তনের
১১। লক্ষীপেঁচাকে কীসের জন্য উদাত্ত আহŸান জানানো হয়েছে?
ক. গান গাওয়ার
খ. আকাশে উড়ার জন্যে
গ. ডানা মেলার জন্য
ঘ. স্বপ্নের তরীতে উড়ার জন্যে
১২। চালতাফুল কীসের জলে ভিজে?
ক. বৃষ্টির জলে খ. শিশিরের জলে
গ. নদীর জলে ঘ. ঝরণার জলে
১৩। কোন কবিতায় এশিরিয়া ধুলোর কথা বলা হয়েছে?
ক. বৃষ্টি খ. পলী জননী
গ. সেইদিন এই মাঠ ঘ. আমার পরিচয়
১৪। খেয়ানৌকাগুলোকে কোথায় দেখা যায়?
ক. নদীর জল খ. চরের খুব কাছে
গ. চরের ওপরে ঘ. সমুদ্রে
১৫। জীবনান্দ দাশের জননী কোন ধরনের কবি ছিলেন?
ক. স্বভাবকবি খ. গীতিকবি
গ. চারণকবি ঘ. গ্রাম্যকবি
১৬। ‘সেই দিন এই মাঠ’ কোনটি হবে না বলে কবি ধারণা করেন?
ক. বন্ধ খ. স্তব্ধ
গ. ক্ষান্ত ঘ. স্থবির
১৭। মানুষ কোথায় বসে স্বপ্ন দেখবে?
ক. নরম আসেন খ. আকাশের নিচে
গ. ঘরের চালে ঘ. নক্ষত্রের তলে
১৮। ‘‘সব কিছু যেমন আচে তেমনি রবে যদিও আমি থাকব না।”উক্তিটি কবিতার কী বলা যায়?
ক. বৈপরীত্ত¡ভাব খ. খন্তিতভাবে
গ. মূলভাব ঘ. আলোচ্যভাবে
১৯। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু থাকলেও কিসের মৃত্যু অসম্ভব?
ক. স্বপ্নের খ. পশুর
গ. পাখির ঘ. সভ্যতার
২০। কবি জীবনান্দশ দাশ ইংরেজি সালের কততম মাসে মৃত্যুবরণ করেন?
ক. সপ্তম খ. অষ্টম
গ. নবম ঘ. দশম
২১। ‘সেইদিন এই মাঠ’ কবিতার কবি প্রকৃতির মাহাতœ্যকে উপস্থাপন করেছেন-
i. গভীর তৃপ্তির সঙ্গে
ii. নদীর সৌন্দর্য
iii. প্রকৃতির সৌন্দর্য
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২২। পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। কারণ-
i. এগুলো প্রকৃতিতে গড়া
ii. এগুলোর মানুষের গড়া
iii. এগুলো কৃত্রিমভাবে গড়া
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৩। জীবনানন্দ দাশের ‘সেই দিন এই মাঠ’ কবিতায় যে চিত্র প্রতিফলিত হয়েছে তা হলো-
i. প্রকৃতির ভারসাম্য
ii. প্রকৃতির রূপ-বৈচিত্র্য
iii. প্রকৃতির সৌন্দর্য্য
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও।
বৃদ্ধ নওশের আলী একজন পরিশ্রমী কৃষক। দীর্ঘ পঞ্চাশ বছর যাবত তিনি তার জমিতে ফসল ফলিয়েছেন। সেইদিন তিনি জমিতে সার প্রয়োগ করে ফেরার সময় হৃদরোগে মারা যান। অথচ অবাকের বিষয় আজ নওশের আলী নেই কিন্তু তার ফসল গুলো স্বাভাবিকভাইে বাড়ছে।
২৪। উদ্দীপকটিতে ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন ভাবটির ইঙ্গিত পাওয়া যায়?
ক. শোক নয়, গতিই জীবন ধর্ম
খ. মৃত্যু বহমানতা রোধে অক্ষম
গ. থেমে থাকার সময় নেই কারো
ঘ. কেউ কাউকে মনে রাখে না
২৫। উক্ত ভাবটি ‘সেইদিন এই মাঠ’ কবিতার যে চরণ বা চরণগুলোতে ফুটে ওঠেছে, তা হচ্ছে-
i. সেই দিন এই মাঠ, স্তদ্ধ হবে নাকো জানি
ii. পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল
iii. আমি চলে যাব বলে চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জল
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।