PDF : সাধারণ বিজ্ঞান হতে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমুহ : SSC- সাধারণ বিজ্ঞান হতে যেকোনো ধরনের সৃজনশীল প্রশ্ন-গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য সাধারণ বিজ্ঞান হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন সমুহ আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
PDF : সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ৩২ থেকে ৪০ : SSC
প্রশ্ন-৩২ 🢖 একের অধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি কোনো দেশেই অন্য দেশের অনুমতি ছাড়া একতরফাভাবে ব্যবহার করতে পারে না। এই রীতি অনুযায়ী দেশসমূহ ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গতভাবে নিজ নিজ দেশের মধ্য দিয়ে প্রবাহিত অংশের পানি ব্যবহার করতে পারে।
ক. ১ কিউবিক মিটার পানির ভর কত?
খ. পানিতে ঢ়ঐ এর মান কমে গেলে কী ঘটবে?
গ. ভারত কর্তৃক পানির গতিপথ পরিবর্তনে বাংলাদেশ কী ধরনের হুমকির সম্মুখীন?
ঘ. আন্তর্জাতিক পানি প্রবাহের সার্বজনীনতা আলোচনা কর।
প্রশ্ন-৩৩ 🢖 পানিদূষণের ক্ষতিকর প্রভাব শ্রেণিশিক্ষকের কাছ থেকে জেনে আয়েশার সহপাঠীদের কয়েকজন এ ব্যাপারে হাতে কলমে কাজ করতে উদ্বুদ্ধ হলো। এজন্য তারা প্রতিরোধের কার্যক্রম পরিচালনার জন্য একটি কৌশলপত্র প্রণয়ন করে স্কুলের আশপাশের এলাকাকে তাদের কাজের ক্ষেত্র হিসেবে বেছে নেয়। এলাকায় অল্পদিনের মধ্যেই তারা সাড়া ফেলতে সক্ষম হলো।
ক. ঊঞচ কী?
খ. জলাভ‚মি রক্ষা করা অপরিহার্য কেন?
গ. আয়েশার সহপাঠীদের পানিদূষণ প্রতিরোধের কৌশলপত্রের মতো তুমি একটি কৌশলপত্র তৈরি কর।
ঘ. আয়েশার সহপাঠীদের উদ্বুদ্ধ হওয়ার পেছনে কী কারণ নিহিত আছে একটি যুক্তিতর্ক উপস্থাপন কর।
প্রশ্ন-৩৪ 🢖 সানি ও জুবায়েরকে নিয়ে একদিন তার দাদু নদী পাড়ে বেড়াতে গেলেন। সানি নদীর স্বচ্ছ পানি দেখে বিমোহিত হলো। দাদু বললেন, নদীর পানি দেখতে পরিষ্কার হলেও তা পান করার জন্য নিরাপদ নয়।
ক. আমাদের দেশের একটি মরা নদীর নাম লেখ।
খ. বৈশ্বিক উষ্ণতা বাংলাদেশের মিঠা পানিতে কী প্রভাব ফেলবে?
গ. নদী কীভাবে দূষিত হয় তা চিহ্নিত কর।
ঘ. নদীর পানি নিরাপদের উপায় কী হতে পারে তা আলোচনা কর।
প্রশ্ন-৩৫ 🢖 কিছুদিন আগে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায় যে, বাংলাদেশের গড় তাপমাত্রা গত ২০ বছরে প্রায় ০.৫০ সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। পরিবেশবাদীরা এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন কীভাবে এ অবস্থা ঠেকানো যায়?
ক. আর্সেনিক কী?
খ. পানির পুনঃআবর্তন না হলে কী ধরনের সমস্যা তৈরি হতো?
গ. উদ্দীপকের পরিবেশবাদী সংগঠনগুলো শঙ্কিত কেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের অবস্থা এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বাংলাদেশ ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হবে-বিশ্লেষণ কর।
প্রশ্ন-৩৬ 🢖 ধামরাই নদীর তীর ঘেঁসে গড়ে উঠেছে অনেকগুলো শিল্প কারখানা। এতে নদীটির পানি দূষিত হয়ে পড়েছে। এতে প্রতি ১০০ লিটার পানিতে দ্রবীভ‚ত অক্সিজেনের পরিমাণ প্রায় ৩ মিলিগ্রাম। এ পানি ব্যবহারে নানা রকম চর্মরোগ সহ টাইফয়েড, আমাশয়, কিডনি রোগ ইত্যাদি হচ্ছে।
ক. ঢ়ঐ কী?
খ. “পানি উভধর্মী পদার্থ”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য যথেষ্ট কিনা- ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত রোগ সমূহ সৃষ্টিতে নদীটির পানি কীভাবে যুক্ত? এক্ষেত্রে সম্ভাব্য মতামত দাও।
প্রশ্ন-৩৭ 🢖 ইমনের বাড়ির পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে। নদীটির পানি ঘোলাটে। এ নদীর পানির ঢ়ঐ পরীক্ষা করে পাওয়া গেছে ৪.৮। নদীটিতে তেমন কোন জলজ উদ্ভিদ ও প্রাণী নেই।
ক. ঢ়ঐ কী?
খ. পানির পুনঃআবর্তন জরুরি কেন?
গ. নদীটিতে জলজ প্রাণী না থাকার কারণ ব্যাখ্যা কর।
ঘ. নদীটির পানির মানদণ্ড যাচাই কর।
প্রশ্ন-৩৮ 🢖 আমাদের দেশে দক্ষিণা লে সমুদ্র উপক‚লের মিঠা পানির উৎস দিন দিন কৃষি কাজে ও দৈনন্দিন জীবনে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।
ক. বিশুদ্ধ পানির ঢ়ঐ কত?
খ. পানি ঘোলা হওয়ার ফলে জলজ উদ্ভিদের কী সমস্যা হতে পারে ব্যাখ্যা কর।
গ. দৈনন্দিন জীবনে উক্ত পানির উপযোগিতা ও প্রভাব বিশ্লেষণ কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যার কারণ ও এর জন্য দায়ী উপাদান সম্পর্কে মতামত দাও।
প্রশ্ন-৩৯ 🢖 সমুদ্রের পানি নিয়ে গবেষণাকারী এক দল গবেষক পরীক্ষা করে অন্যান্য বৈশিষ্ট্যের সাথে সমুদ্রের তাপমাত্রাও পরিমাপ করল। তারা জানতে পারল বর্তমান এই তাপমাত্রা ১০০ বছর আগের তাপমাত্রার চেয়ে বেশি। তারা বুঝতে পারল এটা ভালো লক্ষণ নয়, তাই তারা চিন্তিত হয়ে পড়ল।
ক. বিøচিং পাউডারের সংকেত লেখ।
খ. পানিকে উভধর্মী বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. গবেষকদের চিন্তার কারণ ব্যাখ্যা কর।
ঘ. গবেষকদের গবেষণায় প্রাপ্ত ফলাফলের সাথে বৈশ্বিক উষ্ণতার সম্পর্ক স্থাপন কর।
প্রশ্ন -৪০ 🢖 নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
অ একটি তরল পদার্থ যা মানবদেহে শতকরা ৬৫-৭৫ ভাগ আছে। বিশুদ্ধ অবস্থার এর ঢ়ঐ মান ৭। [অধ্যায় : ১ম ও ২য়]
ক. প্রতিদিন কত গ্রাম আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচ্চতা?
খ. অ যৌগের নির্দিষ্ট মানদণ্ড থাকা প্রয়োজন কেন?
গ. অ যৌগের উৎস ও তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা কর।
ঘ. মানবদেহে অ এর ভ‚মিকা বিশ্লেষণ কর।
PDF File সহ -সাধারণ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর : SSC
পানি: জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর: সাধারণ বিজ্ঞান-PDF
🢖🢔 ৪০নং প্রশ্নের উত্তর 🢖🢔
ক. প্রতিদিন ২০Ñ৩০ গ্রাম আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত।
খ. উদ্দীপকে উল্লেখ করা হয়েছে অ তরলটির ঢ়ঐ মান ৭ এবং মানব দেহের ৬৫-৭৫ ভাগ। এটি পানির ধর্ম। সুতরাং অ যৌগটি পানি। পানি জীবকোষের অন্যতম উপাদান। জীব দেহে যাবতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো স্বাভাবিক মানদণ্ডের যেমন : ঢ়ঐ, স্বাদ ও বর্ণ, তাপমাত্রা এবং দূষণ মুক্ত পানি দ্বারা নিয়ন্ত্রিত। পানির মানদণ্ড যদি যথাযথ না থাকে তা হলে জলজ প্রাণীদের মারাত্মক ক্ষতি হয়। এজন্য ‘অ’ যৌগ অর্থাৎ পানির নির্দিষ্ট মানদণ্ড থাকা প্রয়োজন।
গ. উদ্দীপকের অ যৌগ অর্থাৎ পানি বিশুদ্ধ অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তবে এতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন লবণ অথবা এসিড দ্রবীভ‚ত থাকলে তড়িৎ পরিবহন করে। পানি উভধর্মী অক্সাইড। কারণ পানি এসিড ও ক্ষার হিসেবে আচরণ করতে পারে।
পানির ঢ়ঐ ৭ এর কম হলে এসিডিক এবং ঢ়ঐ ৭ এর বেশি হলে ক্ষারীয় হয়। সাধারণত নদনদীর পানি ক্ষারীয় হয়। কারণ নদীর পানিতে সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম প্রভৃতির ক্লোরাইড, সালফেট, কার্বনেট মিশ্রিত থাকে। সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইড এর পরিমাণ বেশি তাই লবণাক্ত। এই পানি তড়িৎ পরিবহন করে।
ঘ. উদ্দীপকে অ যৌগ অর্থাৎ মানবদেহের জন্য পানি অপরিহার্য। দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না। আমাদের দৈহিক ওজনের ৬০Ñ৭৫% পানি। আমাদের রক্ত, মাংস, স্নায়ু, দাঁত হাড় ইত্যাদি প্রতিটি অঙ্গ গঠনের জন্য পানির প্রয়োজন।
দেহকোষ গঠন ও কোষের যাবতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো পানি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। পানির মাধ্যমে শরীর গঠনের নানা প্রয়োজনীয় উপাদান দেহের সর্বত্র পরিবাহিত হয়। এটি জীবদেহে দ্রাবণের কাজ করে। পানি খাদ্য উপাদানের পরিপাক ও পরিশোষণে সাহায্য করে। বিপাকের ফলে দেহে উৎপন্ন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি শরীরের জন্য ক্ষতিকর বিষাক্ত পদার্থগুলোকে পানি মূত্র ও ঘাম হিসেবে দেহ থেকে নিষ্কাশন করে। এছাড়া পানি দেহ থেকে ঘাম নিঃসরণে ও বাষ্পীভবনের দ্বারা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে।
অতএব, সুস্থ ও কর্মক্ষম রাখতে মানবদেহের বিশুদ্ধ পানির গুরুত্ব সর্বাধিক।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।