সুভা গল্পের নৈর্ব্যত্তিক প্রশ্নোত্তর সমুহ -বাংলা ১ম পত্র (PDF) সহ একসাথে পেতে ঘুরে আসুন আমাদের ওয়েব সাইটে । এখানে আপনারা সকল শ্রেণীর প্রশ্নোত্তর গুলো পাবেন একসাথে ।। PDF সহ ডাউনলোড করুন MCQ প্রশ্নোত্তর ।
এছাড়াও বাংলা ১ম পত্রের সকল অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোত্তর পাবেন আমাদের এখানে । আরো পাবেন এসএসসি- SSC এর যেকোন বিভাগের বহু নির্বাচনী, অতিসংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোত্তর সমুহ।
আমাদের ওয়েব সাইট থেকে গুরুত্বপূর্ণ সকল সাজেশন সম্পর্কে জানতে পারবেন । সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায় প্রথম: সুভা গল্পের নৈর্ব্যত্তিক প্রশ্নোত্তর সমুহ -বাংলা ১ম পত্র (PDF)
- বাংলা ১ম:অন্ধবধূ কবিতার সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নোত্তর (PDF)
- অধ্যায় তৃতীয়: জীবন সঙ্গীত বহু নির্বাচনী -বাংলা ১ম পত্র (PDF)
১। শেষের কবিতা কোন ধরনের রচনা?
ক. কাব্যগ্রন্থ খ. প্রবন্ধ
গ. উপন্যাস ঘ. নাটক
২। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
ক. দ্বারকানাথ ঠাকুর খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর ঘ. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
৩। রবীনন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
ক. ঢাকায় খ. পতিসরে
গ. ঝিনাইদহে ঘ. কলকাতায়
৪। বাণীকণ্ঠ সুভাকে বেশি ভালোবাসতেন কেন?
ক. ছোট সন্তান বলে
খ. প্রতিবন্ধী হওয়ায়
গ. সবার দুশ্চিন্তা কারণে
ঘ. সে আপনাকে গোপন করতো বলে
৫। রবনীন্দ্রনাথ ঠাকুর চোখের ভাষাকে বলেছেন
ক. স্বচ্ছ আকাশ খ. উদয়াস্ত সূর্য
গ. ঘূর্ণায়ন চন্দ্রালোক ঘ. সুবিস্তীর্ণ রৌদ্র
৬। মুক শব্দের অর্থ কী?
ক. কথা খ. বধির
গ. মুখমন্ডল ঘ. ভাষা
৭। প্রতাপ সুভাকে সু বলে ডাকার মধ্যে দিয়ে কী প্রকাশ পেত?
ক. শাসন খ. অবহেলা
গ. আদর ঘ. কর্তৃত্ব
৮। সুভার ভাষার অভাব পুরণ করে দেয় কে?
ক. প্রতাপ খ. প্রকৃতি
গ. পোষাপ্রাণী ঘ. বাণীকন্ঠ
৯। সুভা কোথায় বসে প্রতাপেরমাছ ধরা দেখতো
ক. কাঠাল তলায় খ. তেতুল তলায়
গ. খেয়া ঘাটে ঘ. কলার বাগানে
১০। সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?
ক.প্রতিবন্ধী হওয়ায় খ. কথা না শোনায়
গ. অলস হওয়ায় ঘ. বাবার আদারের হওয়ায়
১১। আমাকে সবাই ভুলিলে বাচি সুভার এরুপ মনোভাবের কারণ কী?
ক. সবার অবহেলা খ. নিজের প্রতিবন্ধকতা
গ. মায়ের অবহেলা ঘ. প্রতাপের উপেক্ষা
১২। বাক্য হীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতোকী আছে?
ক. বিজন মহত্ত¡ খ. নদীর কলধ্বনি
গ. সুবিস্তীর্ণ রৌদ্র ঘ. বিজন মূর্তি
১৩। নৌকাই মাত্রেরই দৃষ্টি আকর্ষন করতো কোনটিকে?
ক. দ্ইু ধারের লোকালয়
খ. স্রোতস্বনী নদী
গ. তরুচ্ছায় উচ্চ তট
ঘ. বাণীককণ্ঠের গার্হস্থ্য সচ্ছলতা
১৪। সাধারণ বালক বালিকার সুভাবে ভয় করতো কেন?
ক. সুভার নীরবতার জন্য
খ.সুভার অহংকারের জন্য
গ. সুভা কথা বলত না বলে
ঘ. সমবসীর সাথে না মেশায়
১৫। সুভা গল্পটি কোন ভাষারীতির লিখিত?
ক. সাধু খ. চলিত
গ. প্রমিত ঘ. আঞ্চলিক
১৬। সুভানদীতীরে কখন আসে?
ক. যখন তখন খ. মা বকা দিয়ে
গ. মন খারাপ থাকলে ঘ. কাজকর্মের অবসরে
১৭। সজন জগৎ কখন বিজন মূর্তি ধারণ করতো?
ক. মধ্যাহ্নে খ. অপরাহ্নে
গ. সায়াহ্নে ঘ. প্রভাতে
১৮। সুভা দিনের মধ্যে নিয়মিত গোয়াল ঘরে কতবার যেত?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
১৯। গাভী দুটি সুভাকে কীভাবে সান্ত¡না দিতো?
ক. গা চেটে খ. পা চেটে
গ. বাহুতে শিং ঘষে ঘ. হাম্বার রব করে
২০। প্রতাপের প্রধান শখ
ক. নদীতে সাতার কাটা
খ. বনে বাদারে ঘুরে বেড়াতো
গ. ছিপ ফেলে মাছ ধরা
ঘ. বিড়ালশাবক পোষা
২১। সুভা বিধাতার কাছে আলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো কেন?
ক. প্রতাপের বিস্ময় জাগাতে খ. প্রতাপকে ভয় দেখাতে
গ. প্রতাপের কল্যাণ করতে ঘ. প্রতাপের মন জয় করতে
২২। সমাজের লোকেরা বানীকণ্ঠকে একঘর করতে চায় কেন?
ক. কসুভার বিয়ে না দেওয়ায়
খ. সুভা নিজের মতো ঘুরে বেড়ানোর কারণে
গ. প্রতাপের সাথে কথা বলার কারণে
ঘ. সুভার বিয়ের বয়স পার হওয়ায়
২৩। সুভা গল্পটির রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক. চোখের বালি খ. ঘরে বাইরে
গ. যোগাযোগ ঘ. গল্পচ্ছু
২৪। সুভা কোথায় মুক্তির আনন্দ পায়
ক. প্রকৃতির কাছে খ. অবলা প্রাণীর কাছে
গ. প্রতাপের কাছে ঘ. বাবার কাছে
২৫। গন্ডদেশ শব্দের অর্থ কী?
ক. কপাল খ. গাল
গ. ভিন্নদেশ ঘ. পিঠ
২৬। দুই বেলাই মাছ ভাত খায় এ কথার দ্বারা বাণীকণ্ঠে কোন অবস্থাকে বোঝানো হয়েছে?
ক. পারিবারিক সচ্ছলতা খ. ভোজনরসিকতা
গ. অতিথিপরায়ণতা ঘ. সন্তান বাৎসল্য
২৭। বাণীকন্ঠ চরিত্রে প্রকাশ পেয়েছে
i.অপত্য স্নেহ
ii.দায়িত্বশীলতা
iii.আভিজাত্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৮। প্রতাপ চরিত্রে প্রকাশ পেয়েছে
i.উদাসীনতা
ii.দায়িত্বহীনতা
iii.পরোপকারিতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৯। লেখক প্রতাপকে বলেছেন-
i.গৃহ সম্পর্কহীন সরকারিবাগান
ii.অকর্মণ্য সরকারি লোক
iii.সরকারি সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩০। সুভা নিজেকে গোপন করে রাখতে কারণ
i.সে নিজেকে বিধাতার অভিশাপ্ত মনে করায়
ii.সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিনতা প্রকাশ করায়
iii.তার মা তাকে নিজের ত্রটিস্বরুপ দেখায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩১। বিজন মুর্তি বলতে বোঝানো হয়েছে
i.বিমূর্ত ধারণাকে
ii.নির্জন প্রকৃতিকে
iii.নিস্তদ্ধ অবস্থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩২। ছোট নদীর সাথে সুভার তুলনার কারণ
i.সীমাবদ্ধ চলাচল
ii.পরোপকারে নিযুক্ত
iii.আনন্দ প্রকাশে স্বাচ্ছন্দ্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৩। আমাকে সবাই ভুলিলে বাচি সুভার এরুপ মনোভাবের কারণ
i.সবার অবহেলা
ii.নিজের প্রতিবন্ধকতা
iii.মায়ের অবহেলা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৪। সুভাকে সু ডাকার মধ্যদিয়ে প্রকাশ পেত প্রতাপের
i.তাচ্ছিল্য
ii.আদর
iii.কর্তৃত্ব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৫। বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো আছে
i.বিজন মহত্ত¡
ii.বিজন মূর্তি
iii.বিজন পরিবেশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়্ এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
সেই জন্যই কলিকতার গলিতে ঐ গরাদের ফাক দিয়া নির্বাক আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয়।
৩৬। উদ্দীপকের সাথে ভাবগত মিল আছে কোন বাক্যের?
ক. একটি বোবা প্রকৃতি এবং একটি বোরা মেয়ে মুখামুখি চুপ করিয়া বসিয়া থাকিত
খ. সে নির্জন দ্বিপ্রহেরর মতো শব্দহীন এবংসঙ্গীহীন
গ. এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন মহত্ত¡ আছে
ঘ. শব্দাতীত নক্ষত্রগুলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সংগীত
৩৭। এরুপ মিলের কারণৎ
i.একাতিত্ত
ii.অভিমান
iii. প্রকৃতি প্রীতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়্ এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
ফটিক গোটাকতক কাশ উৎপাটন করিয়া লাইয়া একটা অর্ধ নৌকায় গুলাইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল।
৩৮। উদ্দীপকের ফটিকের ভাব সুভা গল্পের প্রতাপের কোন দিকটি নিদের্শ করে?
ক. প্রকৃতি প্রীতি খ. অকর্মণ্যতা
গ. উদাসীনতা ঘ. বন্ধু বাৎসল্য
৩৯। উক্ত দিককিটর কারণে প্রতাপকে বলা হয়েছে?
i.সরকারি লোক
ii.সরকারি বাগান
iii. সুবিস্তীর্ণ রৌদ্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪০। সুভার ভাষার অভাব পূরণ করে
i.প্রকৃতি
ii.বাল্যসখীরা
iii.প্রতাপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর মালা:
১ | গ | ২ | খ | ৩ | ঘ | ৪ | খ | ৫ | ক |
৬ | খ | ৭ | গ | ৮ | খ | ৯ | খ | ১০ | ক |
১১ | খ | ১২ | ক | ১৩ | ঘ | ১৪ | ক | ১৫ | ক |
১৬ | ঘ | ১৭ | ক | ১৮ | গ | ১৯ | গ | ২০ | গ |
২১ | ক | ২২ | ঘ | ২৩ | ঘ | ২৪ | ক | ২৫ | খ |
২৬ | ক | ২৭ | ক | ২৮ | ক | ২৯ | ঘ | ৩০ | ক |
৩১ | গ | ৩২ | ঘ | ৩৩ | ক | ৩৪ | খ | ৩৫ | খ |
৩৬ | ক | ৩৭ | খ | ৩৮ | খ | ৩৯ | ক | ৪০ | ক |
PDF ফাইল
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।