সাধারণ জ্ঞান: সংবিধান ও জাতীয় সংসদ নিয়ে ৫০টি প্রশ্ন-উত্তর > প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী (প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি তে কাজে লাগবে এমন সকল সাম্প্রতিক আন্তর্জাতিক ও দেশি বিষয়ক নিয়ে নানা বিষয়ে সাধারণ জ্ঞান ২০২৩ আপডেট নিয়ে আজকের এ আয়োজন।
এই পোস্টে আপনারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে, আরো পাবেন সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির সাধারণ জ্ঞান, বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিগত বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২১, বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ব্যাংকে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২, বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান, হ্যান্ডবুক আন্তর্জাতিক বিষয়াবলি,
[box type=”note” align=”aligncenter” class=”” width=””]বি:দ্র: উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল (jagorikacademy@gmail.com) করুন, আপডেট করে দেওয়া হবে।[/box]
বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর:- ২৩ মার্চ, ১৯৭২।
বাংলাদেশের সংবিধান কৰে উত্থাপিত হয়? | উত্তর:- ১২ অক্টোবর, ১৯৭২।
গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর:- ০৪ নভেম্বর,১৯৭২।
কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ বা কার্যকর হয়? উত্তর:- ১৬ ডিসেম্বর, ১৯৭২।
বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? উত্তর: সুপ্রিমকোর্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? উত্তর:- সংবিধান।
সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়? উত্তর:- ৩৪ জন।
সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? উত্তর: ডঃ কামাল হােসেন।
সাধারণ জ্ঞান: বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ MCQ
সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? উত্তর:- রাজিয়া বেগম।
বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে? উত্তর:- ২ টি। বাংলা ও ইংরেজি।
বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি? উত্তর: ৭ টি
‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ ঘােষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? উত্তর: ৭নং অনুচ্ছেদে
বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় আছে? উত্তর:- ১১ টি।
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি? উত্তর:- ১৫৩ টি।
কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে? উত্তর:- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।
বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? উত্তর:- আবদুর রাউফ।
রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? উত্তর:- ৫ বছর।
একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল? উত্তর:- ২ মেয়াদকাল।
কার উপর আদালতের কোন এখতিয়ার নেই? উত্তর:- রাষ্ট্রপতি।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর: দেশের বন্দর ও সমুদ্র সৈকত
জাতীয় সংসদের সভাপতি কে? বা জাতীয় সংসদের নেতা কে? উত্তর:- প্রধানমন্ত্রী
সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে? উত্তর:- ২২ অনুচ্ছেদ।
“সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে? উত্তর:- ২৭ অনুচেছদে।
সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে? উত্তর: ২৮ (২) নং অনুচ্ছেদে
সংবিধান সংশােধনের জন্য কত সংসদ সদস্যের ভােটের প্রয়ােজন হয়? উত্তর:-দুই তৃতীয়াংশ।
বাংলাদশের সংবিধানের এ পর্যন্ত্র মােট কতটি সংশােধনী আনা হয়েছে? উত্তর:- ১৭ টি।
বাংলাদেশের আইন সভার নাম কি? উত্তর: জাতীয় সংসদ।
বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘােষণা করতে পারেন? উত্তর: জাতীয় সংসদ।
ইংরেজীতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম – উত্তর: House of Nation |
জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? উত্তর:- লুই আই কান।
লুই আই কান কোন দেশের নাগরিক? উত্তর: যুক্তরাষ্ট্রের নাগরিক।
জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত? উত্তর:- ২১৫ একর।
জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? বা জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? উত্তর: ১৫৫ ফুট।
বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? উত্তর:- শাপলা ফুল।
বাংলাদেশের সংসদের মােট আসন সংখ্যা কতটি? উত্তর:- ৩৫০ টি।
বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি? উত্তর:- ৩০০ টি।
সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি? উত্তর:- ৫০ টি।
আন্তর্জাতিক বিষয়াবলী: সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি? উত্তর:-পঞ্চগড়-১।
বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি? উত্তর:- বান্দরবান। |
জাতীয় সংসদের কাস্টি ভােট বলা হয়? উত্তর:- স্পিকারের ভােটকে।
সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক মধ্যে ব্যবধান কতদিন? উত্তর:- ৬০ দিন।
সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ। অধিবশন আহবান করতে হবে? উত্তর:- ৩০ দিন।
সংসদ অধিবেশন কে আহবান করেন? উত্তর:- রাষ্ট্রপতি।
সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কত জন সংসদ হলে? উত্তর:- ৬০ জন।
একাধারে কত কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়? উত্তর:- ৯০ কার্যদিবস। |
বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে? উত্তর:- ৩৫ বছর।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? উত্তর:- ২৫ বছর।
জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? উত্তর:- ২৫ বছর।
সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে টেকনােক্র্যাট মন্ত্রী নিয়ােগ করা যায়? উত্তর: এক-দশমাংশ (১/১০)।
জাগোরিকে লিখুন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।