সাধারণ জ্ঞান : বাংলাদেশ যে সংগঠনের সাথে জড়িত> প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী (প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি তে কাজে লাগবে এমন সকল সাম্প্রতিক আন্তর্জাতিক ও দেশি বিষয়ক নিয়ে নানা বিষয়ে সাধারণ জ্ঞান ২০২৩ আপডেট নিয়ে আজকের এ আয়োজন।
এই পোস্টে আপনারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে, আরো পাবেন সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির সাধারণ জ্ঞান, বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিগত বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২১, বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ব্যাংকে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২, বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান, হ্যান্ডবুক আন্তর্জাতিক বিষয়াবলি,
[box type=”note” align=”aligncenter” class=”” width=””]বি:দ্র: উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল (jagorikacademy@gmail.com) করুন, আপডেট করে দেওয়া হবে।[/box]
বাংলাদেশ যে সংগঠনের সাথে জড়িত
সার্কভুক্ত যে দেশে সার্ক সম্মেলন হয়নি- আফগানিস্তান।
সার্কভুক্ত যে দেশে বিশ্ববিদ্যালয় নেই—মালদ্বীপ
সার্কভুক্ত যে দেশ আয়তনে/জনসংখ্যায় বড়
সার্কভুক্ত যে দেশের শিক্ষার হার সবচেয়ে বেশি– মালীপ ।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর: বাংলাদেশের নদী তীরবর্তী শহর
সার্কভুক্ত যে দেশের মাথাপিছু আয় সবচেয়ে | বেশি- মালদ্বীপ ।
সার্কভুক্ত যে দেশের নিজস্ব সেনাবাহীনি নেই – মালদ্বীপ ।
সার্কভুক্ত যে দেশে সমুদ্র বন্দর নেই –আফগানিস্তান, নেপাল, ভুটান ।
সার্কের প্রস্তাবক দেশ—বাংলাদেশ ।
সার্ক ব্যাংক গঠনের প্রস্তাবক দেশ — ভারত ।
সার্ক বিশ্ববিদ্যালয় –নয়া দিল্লি, ভারত ।
সদস্যপদ লাভ
প্রথম সদস্যপদ লাভ করে—কমনওয়েলথের
কমনওয়েলথের সদস্যপদ – ১৯৭২ সালে
(৩২তম সদস্য) IMF এর সদস্যপদ – ১৯৭২ সালে।
ILO এর সদস্যপদ – ১৯৭২ সালে ।
UNESCO এর সদস্যপদ – ১৯৭২ সালে।
WHO এর সদস্যপদ–১৯৭২সালে।
IBRD (World Bank) এর সদস্যপদ–১৯৭২ সালে।
NAM (জোট নিরপেক্ষ আন্দোলন) এর সদস্যপদ –১৯৭২সালে
আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার সদস্য পদ লাভ করে–১৯৭৩
জাতিসংঘের সদস্যপদ – ১৯৭৪ সালে (১৩৬তম সদস্য)
জাতিসংঘের যে অধিবেশনে সদস্যপদ –২৯
OIC এর সদস্যপদ – ১৯৭৪ সালে ।
INTERPOL এর সদস্যপদ – ১৯৭৬ সালে ।
সাধারণ জ্ঞান: বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ MCQ
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদস্যপদ—১৯৭৭ | সালে (সহযােগী)।
WOA (World Olympic Association.) সদস্যপদ লাভ করে– ১৯৮০সালে ।
WTO এর সদস্যপদ লাভ করে – ১৯৯৫ সালে(১২৪তম সদস্য) ।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ
২০০০সালে । 18. বাংলাদেশ CTBT অনুমােদন — ২০০০ সালে
AIIB এর সদস্যপদ – ২০১৫ সালে ।
NDB এর সদস্যপদ – ২০২১ সালে ।
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী – বিশ্বব্যাংক
জাগোরিকে লিখুন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।