সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দিবস ও চুক্তি > প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী (প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি তে কাজে লাগবে এমন সকল সাম্প্রতিক আন্তর্জাতিক ও দেশি বিষয়ক নিয়ে নানা বিষয়ে সাধারণ জ্ঞান ২০২৩ আপডেট নিয়ে আজকের এ আয়োজন।
এই পোস্টে আপনারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে, আরো পাবেন সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির সাধারণ জ্ঞান, বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিগত বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২১, বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ব্যাংকে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২, বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান, হ্যান্ডবুক আন্তর্জাতিক বিষয়াবলি,
[box type=”note” align=”aligncenter” class=”” width=””]বি:দ্র: উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল (jagorikacademy@gmail.com) করুন, আপডেট করে দেওয়া হবে।[/box]
দিবস ও চুক্তি
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস–১০ জানুয়ারি
শহীদ আসাদ দিবস-২০ জানুয়ারি
শহীদ দিবস/’আন্তঃ মাতৃভাষা দিবস–২১ ফেব্রুয়ারি
জাতীয় পতাকা দিবস-২ মার্চ
জাতীয় পাট দিবস- ৬ মার্চ 6. রাষ্ট্রভাষা দিবস–১১ মার্চ
জাতীয় শিশু দিবস (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন)–১৭ মার্চ
স্বাধীনতা দিবস/জাতীয় দিবস-২৬ মার্চ
বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল
পিএসসি(পাবলিক সার্ভিস কমিশন) প্রতিষ্ঠা | দিবস- ৮ এপ্রিল
মুজিবনগর দিবস–১৭ এপ্রিল
জাতীয় চা দিবস ৪ জুন
সাধারণ জ্ঞান: সংবিধান ও জাতীয় সংসদ নিয়ে ৫০টি প্রশ্ন-উত্তর
পরিবেশ দিবস–৫ জুন।
ছয়দফা দিবস–৭ জুন
পলাশী দিবস–২৩ জুন
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস–১ জুলাই
বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর ১১ই জুলাই
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ২০অক্টোবর
জাতীয় শােক দিবস (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়)–১৫ আগস্ট
জেলহত্যা দিবস–৩ নভেম্বর
সংবিধান দিবস–৪ নভেম্বর
জাতীয় সংহতি ও বিপ্লব দিবস–৭ নভেম্বর
শহীদ নূর হােসেন দিবস–১০ নভেম্বর
সশস্ত্র বাহিনী দিবস- ২১ নভেম্বর
জাতীয় আয়কর দিবস- ৩০ নভেম্বর,
মুক্তিযােদ্ধা দিস – ১ ডিসেম্বর।
প্রতিবন্ধী দিবস– ৩ ডিসেম্বর
স্বৈরাচার পতন দিবস–৬ ডিসেম্বর
বেগম রােকেয়া দিবস–৯ ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস–১৪ ডিসেম্বর
বিজয় দিবস–১৬ ডিসেম্বর
বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় –১৯ মার্চ, ১৯৭২
বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় – | ২৫ বছরের জন্য
ভারতের সাথে বাংলাদেশ প্রথম বাণিজ্য চুক্তি | করে কবে? ২৮ মার্চ ১৯৭২
ফারাক্কা বাঁধ চালু হয় – ১৯৭৫ সালে
জাতিসংঘে ফারাক্কা ইস্যু উত্থাপন করা হয় – | ৩১ তম অধিবেশনে
গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ ডিসেম্বর, ১৯৯৬
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর: দেশের বন্দর ও সমুদ্র সৈকত
গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ৩০ বছরের জন্য।
গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর | করে- শেখ হাসিনা তা
গঙ্গা পানি চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করে –দেব গৌড়া
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – ২ ডিসেম্বর, ১৯৯৭
পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করে – বাংলাদেশ সরকারের পক্ষে চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ
পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বােধিপ্রিয় লারমা (সন্তু লারমা )
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে
শান্তি বাহিনী প্রথম অস্ত্র সমর্পণ করে – ১০ | জানুয়ারি, ১৯৯৮
শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় – ৫ মার্চ, ১৯৯৮
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী আঞ্চলিক পরিষদের সদস্য সংখ্যা – ২২ জন
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ মর্যাদা – একজন প্রতিমন্ত্রীর সমান
SOFA 47 974 – Status of Forces Agreement
HANA এর পূর্ণরূপ — Humanitarian
Assistance Needs Assessment
HANA চুক্তি স্বাক্ষরিত হয় – আগষ্ট ১৯৯৮ সালে (বাংলাদেশ-যুক্তরাষ্ট্র)
CTBT চুক্তি স্বাক্ষরিত করে – ২৪ অক্টোবর, | ১৯৯৬ সালে
CTBT চুক্তি চুক্তি স্বাক্ষরকারী – ১২৯ তম দেশ
CTBT চুক্তি অনুমােদন করে – ৭ মার্চ, ২০০০
CTBT চুক্তি অনুমােদনকরী – ২৮ তম
স্থলমাইন চুক্তিতে স্বাক্ষর করে = ৮ মে, ১৯৯৯
বাংলাদেশ-মায়ানমার মধ্যে স্থল সীমান্ত চুক্তি | স্বাক্ষরিত হয় – ১২ নভেম্বর , ১৯৯৮
বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল চুক্তি
স্বাক্ষরিত হয় – ৪ জুলাই, ২০০০
বাংলাদেশ-সিংগাপুর বাণিজ্য সহযােগিতা চুক্তি
স্বাক্ষরিত হয় – ৩০ আগষ্ট, ২০০০
বাংলাদেশ-থাইল্যান্ড আসামি প্রত্যার্পণ চুক্তি | স্বাক্ষরিত হয় – ৯ জুলাই, ১৯৯৮
ঢাকা-কলকাতা বাস চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়। | – ১৭ জুন, ১৯৯৯ সাল।
পূর্ণ রূপ
NEOC – National Emergency Operation center
BADC- Bangladesh Agricultural Development Corporation
BARD-Bangladesh Academy for Rural Development
CIRDAP–Center on Integrated Rural Development for Asia and the Pacific
CDRB-Center for Development Research of Bangladesh
CIP–Commercially Important Persons
NAPE-National Academy for Primary Education
ECNEC- Executive committee of the national economic council
ICDDRB- International Center for Diarrhoeal Disease Research, Bangladesh
NAEM- National Academy for Educational Management
NIPORT-National Institute of Population Research and Training
PDEU-Population Development and Evaluation
RRC-Regulatory Reform Commission
SPARSO- Space Research and Remote Sensing Organization
BCSIR-Bangladesh Council of Scientific and Industrial Research
PIN-Payable Identification Number
TIN- Taxpayers Identification Number
BASIS- Bangladesh Association of Software and Information Services
ঘূর্নিঝড়
সিডর (অর্থ-চোখ)—১৫ নভেম্বর, ২০০৭
নার্গিস (অর্থ-ফুল)— -২ মে, ২০০৮
রেশমি (অর্থ-কোমল)—২৬ অক্টোবর, ২০০৮
আইলা (অর্থ-ডলফিন)—২৫ মে, ২০০৯।
মহাসেন (অর্থ-সৌন্দৰ্য) —১৬ মে, ২০১৩
কোমেন (অর্থ-বিস্ফোরক)–৩০ জুলাই, ২০১৫
রােয়ানু (অর্থ-নারকেলের ছােবড়া)- ২১ মে, ২০১৬
মােরা (অর্থ-সাগরের তারা)- ৩০ মে, ২০১৭
ফণী (অর্থ-সাপ) – ৩ মে, ২০১৯
বুলবুল (অর্থ-একটি পাখি)- ৯ নভেম্বর, ২০১৯
আম্পান (অর্থ-আকাশ)-২১ মে, ২০২০ 12. ” যশ (অর্থ-হতাশা)- ২৬মে, ২০২১।
অপারেশন সমূহ
অপারেশন Searchlight – 1971 সালের 25 March বাঙ্গালিদের ওপর পাকিস্তানের বর্বর ও নির্মম হামলা।
অপারেশন Jackpot – 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী নৌ শক্তিকে ধ্বংস করার জন্য পরিচালিত অভিযান।
অপারেশন close Door – 1971 সালের মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযান।
অপারেশন CANGEL – 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় মার্কিন সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যক্রম এর সাংকেতিক নাম।|
সাধারণ জ্ঞান : বাংলাদেশ যে সংগঠনের সাথে জড়িত
অপারেশন Marina – 1991 সালে উপকূলীয় ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী কর্তৃক পরিচালিত ত্রাণ তৎপরতা।
অপারেশন Striking Force – 2002 সালে। নিষিদ্ধ ঘােষিত পলিথিন শপিং ব্যাগ নিয়ন্ত্রনের জন্য বিশেষ অভিযান।
অপারেশন Clean Heart – 16 Oct, 2002 – 9 Jan, 2003 পর্যন্ত বাংলাদেশে সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান।
অপারেশন CANGEL-2 – ২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর এর সময় মার্কিন সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যক্রম এর সাংকেতিক নাম।
অপারেশন নবযাত্রা – ২০০৭ সালে দেশব্যাপী ছবিসহ ভােটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচি।
অপারেশন মানুষের জন্য – ২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর আক্রান্ত এলাকায় মানুষের সাহায্য ও পুনর্গঠনে বিডিআর কর্তৃক পরিচালিত অভিযান।
অপারেশন রেবেল হান্ট – ২৫ ও ২৬ FEB, ২০০৯; বিডিআর সদর দপতর পিলখানায় হত্যাযজ্ঞে জড়িতদের গ্রেফতারি পরিচালিত অভিমান।
অপারেশন চ্যানেল রেইডার্স বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত চোরাচালান বিরােধী বিশেষ অভিযান।
অপারেশন ডালভাত – নিত্য প্রয়ােজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিডিআর কর্তৃক নির্দিষ্ট দামে পণ্য বিক্রি করার অভিযান।
অপারেশন নিত্যপণ্য – নিত্য প্রয়ােজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয়। পর্যায়ে রাখতে আনসার- বিডিপি কর্তৃক নির্দিষ্ট দামে পণ্য বিক্রি করার অভিযান।
অপারেশন জাটকা – 9 cmn এর কম length এর ইলিশ নিধন বন্ধ করতে বাংলাদেশ Coast Guard কর্তৃক পরিচালিত অভিযান।
অপারেশন Spider Wave = চোরাচালান দমনে। বাংলাদেশ Coast Guard কর্তৃক পরিচালিত অভিযান।
জাগোরিকে লিখুন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।