সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর: দেশের বন্দর ও সমুদ্র সৈকত > প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী (প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি তে কাজে লাগবে এমন সকল সাম্প্রতিক আন্তর্জাতিক ও দেশি বিষয়ক নিয়ে নানা বিষয়ে সাধারণ জ্ঞান ২০২৩ আপডেট নিয়ে আজকের এ আয়োজন।
এই পোস্টে আপনারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে, আরো পাবেন সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির সাধারণ জ্ঞান, বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিগত বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২১, বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ব্যাংকে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২, বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান, হ্যান্ডবুক আন্তর্জাতিক বিষয়াবলি,
[box type=”note” align=”aligncenter” class=”” width=””]বি:দ্র: উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল (jagorikacademy@gmail.com) করুন, আপডেট করে দেওয়া হবে।[/box]
বন্দর
বাংলাদেশের সমুদ্রবন্দর দুটি – চট্টগ্রাম ও মংলা।
সবচেয়ে বড় সমুদ্র বন্দর – চট্টগ্রাম বন্দর ।
চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত কর্ণফুলী নদীতীরে।
চট্টগ্রাম সমুদ্র বন্দরের অস্তিত্ব পাওয়া যায়| খ্রিস্টপূর্ব ৪০০ বছর আগে
চট্টগ্রাম সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় -১৯৪৭ সালে
চট্টগ্রাম সমুদ্র বন্দর আরব বণিকদের কাছে সামুন্দা, সেটগাং নামে পরিচিত ।
পর্তুগীজ নাবিকদের কাছে–পাের্টগ্রান্ডি নামে পরিচিত।
মংলা সমুদ্র বন্দর অবস্থিত – পশুর নদীতীরে | (১৯৫০)।
মংলা বন্দরে জেটির সংখ্যা–উত্তর: ৫টি
সমুদ্র বন্দর সংকেত–উত্তর:১১টি।
সাধারণ জ্ঞান : বাংলাদেশ যে সংগঠনের সাথে জড়িত
প্রধান নদী বন্দর – নারায়নগঞ্জ
নদীবন্দর সংকেত –৪টি ।
এশিয়ার সবচেয়ে বৃহত্তম স্থলবন্দর কোনটি- বেনাপােল
সাতক্ষীরায় অবস্থিত একমাত্র স্থল বন্দর – ভােমরা
বিবির বাজার স্থলবন্দরটি – কুমিল্লা
হিলি ও বিরল স্থল বন্দর—দিনাজপুর ।
ধানুয়া কামালপুর স্থলবন্দর—জামালপুর ।
সৈকত
বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত? উত্তর: কক্সবাজার সমুদ্র সৈকত।
যে সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তদেখা যায় –উত্তর: কুয়াকাটা সমুদ্র সৈকত।
পাথর সমৃদ্ধ ইনানি বিচ’ অবস্থিত – কক্সবাজারে।
কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয় সাগরকন্যা।
কুয়াকাটা সমুদ্র সৈকত — পটুয়াখালী
কুয়কাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য–১৮কিমি।
কাপ্তাই হৃদ অবস্থিত – রাঙামাটিতে।
বৃহত্তম ব-দ্বীপ – সুন্দরবন
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ – বাংলাদেশ ।
বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ–ভোলা।
সাগর দ্বীপ বলা হয়–ভােলা কে।
তুজমদ্দিন দ্বীপ অবস্থিত–ভােলায় ।
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ–মহেশখালী
পর্তুগীজরা বসবাস করত- মনপুরা দ্বীপে (ভােলার)
নিঝুম দ্বীপের আয়তন—৯১ বর্গ কিমি ।
নিঝুম দ্বীপের পূর্ব নাম–বাউলার চর
ছেড়াদ্বীপের আয়তন–৩ বর্গকিমি ।
সেন্টমার্টন দ্বীপের আয়তন কত— বর্গকিমি ।
বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ –সেন্টমার্টিন | (ছেড়াদ্বীপ না থাকলে)
সেন্টমার্টন দ্বীপের অপর নাম—নারিকেল জিঞ্জিরা
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর: বাংলাদেশের নদী তীরবর্তী শহর
সেন্টমার্টিনের কাছে জেগে উঠা নতুন দ্বীপটির নাম –গােলাচর।
টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপের মাঝে অবস্থিত অংশটুকুর নাম–বাংলা চ্যানেল।
দক্ষিণ তালপট্টি দ্বীপের আয়তন — ৮ বর্গ কিমি
ভারতের নৌবাহিনী দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে– ১৯৮১ সালে।
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম– পূর্বাশা বা নিউমুন (ভারতীয়রা বলে)।
অসংখ্যা দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি— সুন্দরবন।
জাগোরিকে লিখুন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।