সমাজকর্মে নির্দেশনা ও কাউন্সেলিং (মাস্টার্স শেষ পর্ব) সাজেশনঃ
স্টার্স শেষ পর্ব
বিভাগ: সমাজকর্ম
বিষয়: সমাজকর্মে নির্দেশনা ও কাউন্সেলিং
বিষয় কোড: ৩১২১১৩
সমাজকর্মে নির্দেশনা ও কাউন্সেলিং সাজেশন প্রশ্নোত্তরঃ
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. Choosing Vocation’গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Choosing Vocation’গ্রন্থটির রচয়িতা- Frank Pearson.
২. নির্দেশনার প্রবর্তক কাকে বলা হয়?
উত্তর : নির্দেশনার প্রবর্তক বলা হয়- Frank Pearson.
৩. ‘Guidance’কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : ‘Guidance’ এসেছে- এঁরফ থেকে।
৪. ‘APA’ এর পূর্ণরূপ কী?
উত্তর : ‘APA’ এর পূর্ণরূপ- American Psychological Asociation.
৫. পেশাগত সম্পর্ক কী?
উত্তর : যাহায্যার্থী ও পেশাদার সমাজকর্মীর সম্পর্ক স্থাপন।
৬. সাড়াদান কী?
উত্তর : সাহায্যার্থীর আবেগ অনুভূতি কান্নাজড়িত, উৎফুল্ল অবস্থার প্রতি সমাজকর্মীর প্রতিক্রিয়াকে সাড়াদান বলে।
৭. ম্যানুয়াল কী?
উত্তর : কর্মসম্পাদনের নির্দেশনাবলি।
৮. Communication শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তর : Communication শব্দটি- ল্যাটিন শব্দ Common থেকে।
৯. Bio শব্দের অর্থ কী?
উত্তর : Bio শব্দের অর্থ- জৈব।
১০. গেস্টাল তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর : গেস্টাল তত্ত্বের প্রবর্তক- ফ্লেডেরিক পার্লস।
১১. করণ শিক্ষণ নিয়ে কে গবেষণা করেন?
উত্তর : করণ শিক্ষণ নিয়ে গবেষণা করেন- বি, এফ, স্কীনার।
১২. ‘Intake’ শব্দটির অর্থ কী?
উত্তর : Intake’ শব্দটির অর্থ- ক্লায়েটাক গ্রহন।
১৩. NASW – এর পূর্ণরূপ কী?
উত্তর : NASW – এর পূর্ণরূপ- National Association of Social Worker.
১৪. সমাজকর্মীর সাথে সমস্যাগ্রস্ত ব্যক্তির পেশাগত সম্পর্ককে কী বলে?
উত্তর : সমাজকর্মীর সাথে সমস্যাগ্রস্ত ব্যক্তির পেশাগত সম্পর্ককে বলে- Rapport.
সমাজকর্মে নির্দেশনা ও কাউন্সেলিং সাজেশন প্রশ্নোত্তরঃ
১৫. ‘Counseling’ প্রক্রিয়ার উপাদান কয়টি?
উত্তর : ‘Counseling’ প্রক্রিয়ার উপাদান ৫টি।
আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১৬. Rapport শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : Rapport শব্দটি প্রথম ব্যবহার করেন- Miss Verginia Robinon.
১৭. Elements of Social Welfare’ গ্রন্থটি কার?
উত্তর : Elements of Social Welfare’ গ্রন্থটি- Prof. Ali Akbar.
১৮. পর্যবেক্ষণ বলতে কী বুঝায়?
উত্তর : পর্যবেক্ষণ বলতে- মানবীয় আচরণকে দেখে শুনে বুঝে পর্যাবেক্ষণ করা।
১৯. কাউন্সেলিং এর লক্ষ্য কী?
উত্তর : এক প্রকার নির্দেশনা যা ব্যক্তিকে সামঞ্জস্য বিধানে সহায়তা করে।
২০. Guidance শব্দটির অর্থ কী?
উত্তর : Guidance শব্দটির অর্থ- নির্দেশনা।
২১. DASIE মডেলের কয়টি ধাপ আছে?
উত্তর : DASIE মডেলের ৫টি ধাপ আছে ।
২২. ID কি?
উত্তর : মানুষের সহজাত প্রবৃত্তি।
২৩. গেস্টাল কাউন্সেলিং এর জনক কে?
উত্তর : গেস্টাল কাউন্সেলিং এর জনক- ফ্লেডেরিক পার্লস।
২৪. শ্রবণ দক্ষতা কী?
উত্তর : শোনার ক্ষেত্রে দক্ষতা।
২৫. SWAC – এর পূর্ণরূপ কী?
উত্তর : SWAC – এর পূর্ণরূপ- Society for the Welfare of the Disablol Children.
২৬. Autism কোন ধরণের?
উত্তর : অটিজম হলো শিশুর মনোবিকাশগত ব্যধিলতা।
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১. নির্দেশনার সংজ্ঞা দাও।
২. দলীয় কাউন্সেলিং কী?
৩. কাউন্সেলিং এর শ্রেণিবিভাগ দেখাও।
৪. ডাসি মডেল কি?
৫. তিন ধাপ মডেলের গুরুত্ব লিখ।
৬. যোগাযোগের প্রতিবন্ধকতা লিখ।
৭. গ্রুপ লিপিবদ্ধকরণের সংজ্ঞা দাও।
৮. সাড়াদান কী?
৯. নির্দেশনার ২টি বৈশিষ্ট্য লিখ।
১০. নির্দেশনার নীতিসমূহের নাম লিখ।
সমাজকর্মে নির্দেশনা ও কাউন্সেলিং সাজেশন প্রশ্নোত্তরঃ
আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১১. র্যাপো এর বৈশিষ্ট্যসমূহ কী?
১২. পর্যবেক্ষণের প্রক্রিয়াগুলো আলোচনা কর।
১৩. গেস্টাল্ট কাউন্সেলিং কী?
১৪. মনঃসমীক্ষণ তত্ত্বের প্রতিরক্ষা কৌশলগুলো লিখ।
১৫. কাউন্সেলিং এর পেশাগত নৈতিক মানদ- লিখ।
১৬. কাউন্সেলিং ও নির্দেশনার মধ্যে বৈসাদৃশ্য কর।
১৭. মোনো চিকিৎসার কৌশলগুলো কি?
১৮. পর্যবেক্ষণের সীমাবদ্ধতাগুলো লিখ।
১৯. মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং কি?
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. কাউন্সেলিং এর ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর।
২. কাউন্সেলিং এর ধাপসমূহ আলোচনা কর।
৩. উত্তম যোগাযোগের আবশ্যকীয় শর্তাবলি বর্ণনা কর।
৪. র্যাপো কী? র্যাপোর লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
৫. পর্যবেক্ষণ কাকে বলে? পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
৬. বায়োকেমিক্যাল মডেল কাকে বলে? আলোচনা কর।
৭. মনঃসমীক্ষণ তত্ত্ব কী? আলোচনা কর।
৮. পেশার সংজ্ঞা দাও। পেশার বৈশিষ্ট্য আলোচনা কর।
৯. সমাজকর্ম অনুশীলনে কাউন্সেলিং বা নীতিমালা উল্লেখ কর।
সমাজকর্মে নির্দেশনা ও কাউন্সেলিং সাজেশন প্রশ্নোত্তরঃ
আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১০. সাহায্যকারী পেশা হিসেবে কাউন্সেলিং এর বিবরণ দাও।
১১. সমাজকর্ম অনুশীলনে একজন আদর্শ কাউন্সিলের সমস্যা সমাধানকারী দক্ষতাসমূহ আলোচনা কর।
১২. কিশোর অপরাধ বলতে কি বুঝ? আলোচনা কর।
১৩. প্রতিবন্ধী বলতে কী বুঝ? প্রতিবন্ধী কল্যাণে কাউন্সেলিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
১৪. নির্দেশনা কী? নির্দেশনার নীতিসমূহ আলোচনা কর।
১৫. রর্জার্স প্রদত্ত কাউন্সেলিং প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা কর।
১৬. প্রবীণ কল্যাণ বলতে কী বুঝ? প্রবীণ কল্যাণের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
সমাজকর্মে নির্দেশনা ও কাউন্সেলিং বিষয় সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।