SSC | বাংলা ১ম | অধ্যায়ঃ সপ্তম-মানুষ | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলা ১ম পত্রের সেইদিন এই মাঠ অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলা ১ম পত্রের সেইদিন এই মাঠ অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ সপ্তম-মানুষ
১। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৯৬ (খ) ১৮৯৭
(গ) ১৮৯৮ (ঘ) ১৮৯৯
২। কাজী নজরুল ইসলাম বাংলা কোন মাসে জন্মগ্রহণ করেন?
(ক) ফাল্গুন (খ) বৈশাখ
(গ) জ্যৈষ্ঠ (ঘ) শ্রাবণ
৩। কাজী নজরুল কত সালে বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন?
(ক) ১৯০৪ (খ) ১৯১৫
(গ) ১৯১৭ (ঘ) ১৯৪২
৪। কাজী নজরুল সেনাবাহিনীর যে দলে যোগ দিয়েছিলেন তার নাম কী?
(ক) ইস্ট বেঙ্গল (খ) ইস্ট পাকিস্তান
(গ) বাঙালি পল্টন (ঘ) ইস্ট পল্টন
৫। ইংরেজি কোন সনে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
(ক) ১৯৩৯ (খ) ১৮৪০
(গ) ১৯৪১ (ঘ) ১৯৪২
৬। কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ কোনটি?
(ক) যুগবাণী (খ) সিন্ধু হিন্দোল
(গ) কুহেলিকা (ঘ) শিউলিমালা
৭। ‘রাজবন্দীর জবানবন্দী’ কোন ধরনের রচনা?
(ক) প্রবন্ধ গ্রন্থ (খ) গল্প গ্রন্থ
(গ) উপন্যাস (ঘ) কাব্যগ্রন্থ
৮। বাঙালি পল্টনে যোগ দিয়ে কাজী নজরুল ইসলাম কোথায় গিয়েছিলেন?
(ক) করাচি (খ) ইসলামাবাদ
(গ) মুলতান (ঘ) এলাহাবাদ
৯। কাজী নজরুল ইসলাম কত তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
(ক) ১৯৭৪ সালে ২৯শে আগস্ট
(খ) ১৯৭৫ সালে ২৯ শে আগস্ট
(গ) ১৯৭৬ সালে ২৯শে আগস্ট
(ঘ) ১৯৭৭ সালে ২৯শে আগস্ট
১০। কবি কাজী নজরুলকে কোন মর্যাদায় সমাহিত হয়?
(ক) সাহিত্যিক মর্যাদায় (খ) বুদ্ধিজীবী মর্যাদায়
(গ) মুক্তিযোদ্ধার মর্যাদায় (ঘ) সামরিক মর্যাদায়
১১। কাজী নজরুল তাঁর কবিতায় বিশিষ্টতার সাক্ষ্য রেখেছেন যে ধরনের শব্দ ব্যবহারের মাধ্যমে-
i. ফরাসি ii.আরবি
iii.ফারসি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১২। ‘মানুষ’ কবিতায় কবি কার চেয়ে বড় কিছু নেই বলেছেন?
(ক) ধর্মের (খ) মানুষের
(গ) গোত্রের (ঘ) বর্ণের
১৩। কার বরে আজ রাজা-টাজা হয়ে যাবে বলে পুরোহিত ভেবেছিল?
(ক) গুরুজনের (খ) মা-বাবার
(গ) দেবতার (ঘ) ভাগ্যের
১৪। ‘মানুষ’ কবিতার পথিকের বন্ত্র কিরূপ ছিল?
(ক) ছেঁড়া (খ) জীর্ণ
(গ) শীর্ণ (ঘ) নতুন
১৫। মসজিদে কী ঢুকিয়ে মোল্লা সাহেব তালা লাগিয়ে দিয়েছে?
(ক) গোস্ত-রুটি (খ) খিচুড়ি
(গ) হালুয়া-রুটি (ঘ) মিষ্টান্ন
১৬। খোদার ঘরের সব দ্বার খোলা রাখার জন্য কবি কী চালাতে বলেছেন?
(ক) দা-বটি (খ) অস্ত্র-শস্ত্র
(গ) হাতুড়ি-শাবল (ঘ) মর্টার-মেশিনগান
১৭। মন্দিরের দরজা খুলে পুরোহিত কাকে দেখতে পেল?
(ক) রাজাকে (খ) পূজারীকে
(গ) দেবতাকে (ঘ) ভুখাকে
১৮। ‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়’-কথাটি কার?
(ক) পথিকের (খ) ভুখারির
(গ) কালাপাহাড়ের (ঘ) রাজার
১৯। ‘আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু’ কথাটি কে বলেছিল?
(ক) মোল্লা সাহেব (খ) পুজারী
(গ) পুরোহিত (ঘ) মুসাফির
২০। ‘বাবা, আমি ভুখা ফাকা আছি আজ নিয়ে সাত দিন!-মুসাফির এ কথা কাকে ডেকে বলেছিল?
(ক) পুরোহিতকে (খ) দারোয়ানকে
(গ) মোল্লা সাহেবকে (ঘ) মুয়াজ্জিনকে
২১। ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু’-এ কথাটি কার?
(ক) পুরোহিতের (খ) পথিকের
(গ) মোল্লা সাহেবের (ঘ) মুসাফিরের
২২। ‘সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি-এখানে ‘তিনি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) মোল্লা সাহেবকে (খ) পুরোহিতকে
(গ) সৃষ্টাকে (ঘ) ঠাকুরকে
২৩। ‘ভ্যালা হলো দেখি লেঠা’-এ কথায় মোল্লা সাহেবের কী প্রকাশ পায়?
(ক) নিষ্ঠুরতা (খ) বিরক্তি
(গ) ঘৃণা (ঘ) অসহায়তা
২৪। ‘ভেঙ্গে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার!’ এ চরণে কী প্রকাশ পায়?
(ক) প্রতিরোধ (খ) ঈর্ষা
(গ) প্রতিবাদ (ঘ) বিদ্বেষ
২৫। ‘তা হলে শালা সোজা পথ দেখ’- এ কথায় প্রকাশ পায়-
(ক) ঘৃণা (খ) নিষ্ঠুরতা
(গ) ধৃষ্টতা (ঘ) অকৃতজ্ঞতা
২৬। ‘মানুষ’ কবিতার পান্থ বা মুসাফির কোন বৈষম্যের শিকার হয়েছে?
(ক) ধর্মীয় (খ) গোত্রীয়
(গ) বর্ণ (ঘ) সামাজিক
২৭। ‘দেবতার বরে আজ রাজা-টাজা হয়ে যাবে নিশ্চয়!’- এখানে ‘রাজা-টাজা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) স¤্রাট (খ) রাজার প্রতিনিধি
(গ) ধনী ব্যক্তি (ঘ) ব্রাহ্মণ
২৮। মোল্লা সাহেবের কাজে কোনটিকে সবার ওপরে স্থান দেওয়া হয়েছে?
(ক) মানুষকে (খ) ধর্মকে
(গ) গোত্রকে (ঘ) বর্ণকে
২৯। ‘মানুষ’ কবিতায় কবি মানুষে-মানুষে যে অভেদের কথা বলেছেন তা হলো-
i. দেশ-কাল ii.ধর্ম-জাতি
iii.নারী-পুরুষ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩০। ‘বাবা, আমি ভুখা ফাকা আছি আজ নিয়ে সাত দিন’- চরণটিতে উল্লিখিত মুসাফির ছিল-
i. অনাহারী ii.বিবস্ত্র
iii.ক্ষুধার্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩১। ‘গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা’- মোল্লার এ আচরণে প্রকাশ পেয়েছে-
i. স্বার্থপরতা ii.হৃদয়হীনতা
iii.অকৃতজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
¯্রষ্টার সৃষ্টি মানুষকে উপেক্ষা ও অবজ্ঞা করে কেবল ¯্রষ্টার বন্দনা করলে ¯্রষ্টা খুশি হন না। মানুষের ধর্মসাধনায় সাফল্য আসে দীনহীন মানুষের সেবার মধ্য দিয়ে। রোগকাতর মানুষের পরিচর্যার মধ্য দিয়ে, নিরন্ন মানুষকে ক্ষুধার অন্ন জুগিয়ে মানুষ ¯্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারে।
৩২। উদ্দীপকের বক্তব্যের বিপরীত মানসিকতা ‘মানুষ’ কবিতার কোন চরিত্রের মধ্যে লক্ষ করা যায়?
(ক) ক্ষুধার ঠাকুর (খ) রাজা
(গ) মুসাফির (ঘ) মোল্লা সাহেব
৩৩। উদ্দীপকের মূলবক্তব্য ফুটে উঠেছে ‘মানুষ’ কবিতার যে চরণে-
i. মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান
ii.নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি
iii.সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:
জাতিতে জাতিতে ধর্মে নিশিদিন হিংসা ও বিদ্বেষ মানুষে করিছে ক্ষুদ্র, বিষাইছে বিশ্বের আকাশ বর্বরের হিং¯্র নীতি, ঘৃণা দেয় বিকৃত নির্দেশ।
৩৪। উদ্দীপকটিতে ‘মানুষ’ কবিতার কোন চরিত্রদ্বয়ের মানসিকতা ফুটে উঠেছে?
(ক) পান্থ ও মুসাফির (খ) রাজা-টাজা
(গ) ক্ষুধার ঠাকুর ও দেবতার (ঘ) পুরোহিত ও মোল্লার
৩৫। চরিত্রদ্বয়ের যে কাজে উদ্দীপকের বক্তব্য প্রকাশ পায় তা হলো-
i. সহসা বন্ধ হলো দ্বার
ii.ভ্যালা হলো দেখি লেঠা
iii.তা হলে শালা সোজা পথ দেখ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৬। কারো কারো মতে, কালাপাহাড় কোন সম্প্রদায়ের ছিলেন?
(ক) ক্ষত্রিয় (খ) শূদ্র
(গ) ব্রাহ্মণ (ঘ) বৈশ্য
৩৭। ‘মহীয়ান’ শব্দের অর্থ কী?
(ক) মহত্ত¡ (খ) গরীয়ান
(গ) সুমহান (ঘ) মহাজ্ঞানী
৩৮। ‘পুরত’ বলা হয় কাকে?
(ক) দেবতাকে (খ) পূজারীকে
(গ) রাজাকে (ঘ) পুরোহিতকে
৩৯। ‘মানুষ’ কবিতাটি কে রচনা করেছেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) সুকুমার রায়
(গ) কাজী নজরুল ইসলাম (ঘ) আহসান হাবীব
৪০। ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) ঝিঙে ফুল (খ) মৃত্যুক্ষুধা
(গ) সাম্যবাদী (ঘ) প্রলয়শিখা
- আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- বাংলা ১ম: বই পড়া গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- (PDF) পল্লিসাহিত্য কবিতার জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
- SSC-জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সব প্রশ্নের উত্তর | কপোতাক্ষ নদ
- বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- ঝর্ণার গান কবিতার সৃজনশীল ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
অধ্যায়ঃ সপ্তম
উত্তর পত্র
১-ঘ ২-গ ৩-গ ৪-গ ৫-ঘ ৬-ক ৭-ক ৮-ক ৯-গ ১০-ঘ
১১-গ ১২-খ ১৩-গ ১৪-খ ১৫-ক ১৬-গ ১৭-ঘ ১৮-খ ১৯-ঘ ২০-গ
২১-ঘ ২২-গ ২৩-খ ২৪-গ ২৫-খ ২৬-ক ২৭-গ ২৮-খ ২৯-ক ৩০-খ
৩১-ক ৩২-ঘ ৩৩-খ ৩৪-ঘ ৩৫-ঘ ৩৬-খ ৩৭-গ ৩৮-ঘ ৩৯-গ ৪০-গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।