ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৬ | সৃজনশীল প্রশ্ন ২১-২৫ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
প্রশ্ন ২১: জনাব কামাল গত মাসের দোকান ভাড়া বাবাদ ৩ জন দোকানদারের নিকট থেকে ১৫,০০০ টাকার ৩টি চেক পেয়েছে। চেকগুলোতে ‘জনাব কামাল থবা বাহককে’ শব্দগুলো লেখা ছিল। তিনি চেকগুলোর বাম কোণায় দুটো রেখা টেনে দিয়ে জনতা ব্যাংকে জমাদানের জন্য তাঁর ছোট ভাইকে দিলেন। তাঁর ছোট ভাই চেকগুলো ব্যাংকে জমা দিয়ে নগদ অর্থ দাবি করলে ব্যাংক তাঁর দাবি প্রত্যাখ্যান করে। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক.বিনিময় বিল কী?১
খ.চেকের নুমোদন প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো।২
গ.জনাব কামাল দোকানদারের নিকট থেকে কোন ধরনের চেক পেয়েছেন? ব্যাখ্যা করো।৩
ঘ.জনাব কামাল কর্তৃক চেকের বাম কোণায় রেখা টেনে দেয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।৪
২১ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধে দেনাদারের প্রতি পাওনাদারের লিখিত নির্দেশকে বিনিময় বিল বলে।
খ উত্তর: হস্তান্তরের উদ্দেশ্যে চেকের আদেষ্টা কর্তৃক চেকের উল্টো পিঠে কোনো কিছু লিখে বা না লিখে স্বাক্ষর করাকে চেকের নুমোদন বলে।
চেকের নুমোদন দ্বারা চেকের মালিকানা পরিবর্তন নিশ্চিত হওয়ায় চেক হস্তান্তরে চেকের নুমোদন গুরুত্বপূর্ণ। বাহক চেক শুধু প্রদানের মাধ্যমে নুমোদন হলেও হুকুম চেকের উল্টো পিঠে বশ্যই বৈধ ধিকারী দ্বারা স্বাক্ষরিত হতে হয়। চেকের নুমোদন বশ্যই সম্পূর্ণ চেকের জন্য হয়ে থাকে।
গ উত্তর: জনাব কামাল তার দোকানদারদের কাছ থেকে তিনটি বাহক চেক পেয়েছেন।
প্রাপকের নামের শেষে ‘থবা বাহককে’ কথাটি উলেখ করে বাহক চেকের মাধ্যমে অর্থ পরিশোধের নির্দেশ দেয়া হয়। প্রাপকের নাম যাই হোক না কেন ব্যাংকের কাউন্টারে চেক উপস্থাপনকারীকে ব্যাংক অর্থ পরিশোধে বাধ্য থাকে।
উদ্দীপকে জনাব কামাল দোকানের মালিক। তিনি তার দোকানদারদের কাছ থেকে মোট ৪৫,০০০ টাকার তিনটি চেক পেয়েছেন। চেকগুলোতে জনাব কামাল থবা বাহককে কথাটি উলেখ ছিল। অর্থাৎ তার চেকগুলো বাহক চেক। কেননা কেবল বাহক চেকেই প্রাপকের নামের শেষে ‘থবা বাহককে’ কথাটি লেখা থাকে।
ঘ উত্তর: জনাব কামাল চেকের বাম কোণায় দুটি করে রেখা টেনে চেকগুলোকে দাগকাটা চেকে রূপান্তরিত করেছেন।
বাহক বা হুকুম চেকের উপরে বাম কোণায় আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টেনে দাগকাটা চেকে রূপান্তর করা যায়। দাগকাটা চেকের অর্থ সরাসরি সংগ্রহ করা যায় না। প্রাপকের হিসাবে জমা দিয়ে এর অর্থ উত্তোলন করতে হয়।
উদ্দীপকে জনাব কামাল তার দোকানদারদের কাছ থেকে তিনটি বাহক চেক পেয়েছেন। তিনি চেক তিনটির বাম কোণায় দুটি করে রেখা টেনে তা দাগকাটা চেকে পরিণত করেন। পরবর্তীতে চেকগুলো জনতা ব্যাংকে জমা দেয়ার জন্য তিনি তার ছোট ভাইয়ের কাছে হস্তান্তর করেন। তার ভাই চেক জমা দিয়ে নগদ অর্থ দাবি করলে ব্যাংক তার দাবি প্রত্যাখ্যান করে।
দাগকাটা চেকের অর্থ প্রাপকের হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয়। তাই এটি ধিক নিরাপদ। উদ্দীপকে জনাব কামাল তার প্রাপ্ত চেকগুলোতে দাগ কেটেছেন। এর ফলে যে কেউ এর অর্থ সংগ্রহ করতে পারবে না। তাই তার চেকের অর্থ চুরি বা জালিয়াতির কোনো সুযোগ নেই। সুতরাং জনাব কামাল কর্তৃক চেকের কোণায় রেখা টেনে দেয়া বশ্যই যৌক্তিক হয়েছে।
প্রশ্ন ২২: মিস উমা তার আমানত থেকে ২০ হাজার টাকা উত্তোলনের জন্য সোনালী ব্যাংক লি.-এর ফার্গ উত্তর:েট শাখায় গেলেন। চেকে তার নাম লিখার স্থানের পাশে “থবা বাহককে” শব্দ দুটি লিখা। তিনি ক্যাশ কাউন্টারে চেকটি জমা দিতে গেলে সেখানকার কর্ক উত্তর:র্তা তাকে ন্য আরেকজন কর্ক উত্তর:র্তার কাছে চেকটি জমা দিতে বলেন। কর্ক উত্তর:র্তা তাকে একটি টোকেন নম্বর দিল এবং পেক্ষা করতে বলল। প্রায় এক ঘণ্টা পর মিস উমা অর্থ উত্তোলন করতে সক্ষম হলেন। [হলি ক্রস কলেজ, ঢাকা]
ক.দখলহীন বন্ধক কী?১
খ.ব্যাংকের ড্রাফট ও পে-র্ডার এর মধ্যে তুলনামূলক আলোচনা করো।২
গ.উদ্দীপকে কোন ধরনের চেকের কথা বলা হয়েছে তার সুবিধা সুবিধা আলোচনা করো।৩
ঘ.উদ্দীপকের ব্যাংকটি যদি আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যাংক হতো তবে মিস উমা গ্রাহক হিসেবে কীভাবে উপকৃত হতেন আলোচনা করো।৪
২২ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: পণ্য ব্যাংকের দখলে না থেকে ঋণগ্রহীতার দখলে থাকলে তাকে দখলহীন বন্ধক বলে।
খ উত্তর: ব্যাংক ড্রাফট ও পে-র্ডার দুটি দলিলই ব্যাংকের সাথে সম্পৃক্ত হলেও এদের মাঝে যথেষ্ট পাঅর্থক্য বিদ্যমান। নিচে ব্যাংক ড্রাফট ও পে-র্ডারের পাঅর্থক্য তুলে ধরা হলো
পা^ট্টএকঞ্ঝর বিষয় ব্যাংক ড্রাফট পে-র্ডার
হস্তান্তরযোগ্যতা ব্যাংক ড্রাফট একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যা চাহিবামাত্র হস্তান্তরযোগ্য। পে-র্ডার হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয়। তাই চাহিবামাত্র এটি হস্তান্তরযোগ্য নয়।
পক্ষ ব্যাংক ড্রাফটের পক্ষ প্রধানত ৩টি। যথা: প্রস্তুতকারী, প্রাপক ও প্রদানকারী। পে-র্ডারের পক্ষ প্রধানত ২টি। যথা: প্রস্তুতকারী ও প্রাপক।
ধরন ব্যাক ড্রাফট প্রধানত দুই ধরনের। যথা: দেশি ও বিদেশি ব্যাংক ড্রাফট। পে-র্ডারের কোনো শ্রেণিবিভাগ নেই।
কমিশন ব্যাংক ড্রাফটের ওপর সাধারণত বেশি হারে কমিশন ধার্য করা হয়। পে-র্ডারের ক্ষেত্র কম হারে কমিশন ধার্য করা হয়।
গ উত্তর: উদ্দীপকে বাহক চেকের কথা বলা হয়েছে।
প্রাপকের নামের শেষে থবা বাহককে শব্দটি উলেখ করে যে চেকের মাধ্যমে অর্থ প্রদানের নির্দেশ দেয়া হয় তাকে বাহক চেক বলে। উদ্দীপকে মিস উমা নিজ নামে একটি চেক তৈরি করেন। চেকে প্রাপকের নামের স্থানের পাশে থবা বাহককে শব্দদ্বয়ের উলেখ ছিল। যা মূলত বাহক চেকের বৈশিষ্ট্য।
বাহক চেকের প্রধান সুবিধা হচ্ছে বাহক চেকের মাধ্যমে সহজে লেনদেন নিষ্পত্তি করা যায়। যে কেউ ইচ্ছা করলেই এ চেকের অর্থ সংগ্রহ করতে পারে। নুমোদন ছাড়াই এ চেক হস্তান্তর করা যায়। সুবিধার পাশাপাশি বাহক চেকের নেক সুবিধা রয়েছে। যেমন: বাহক চেক তুলনামূলক কম নিরাপদ। বাহক চেকে চুরি বা জালিয়াতি সনাক্ত করার কোনো ব্যবস্থা থাকে না। যে কেউ উপস্থাপন করেই এই চেকের অর্থ উত্তোলন করতে পারে ফলে এ চেকের নিরাপত্তা সবচেয়ে কম।
ঘ উত্তর: উদ্দীপকের ব্যাংকটি যদি আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যাংক হতো তাহলে মিস উমাকে প্রায় এক ঘণ্টা পেক্ষা করতে হতো না।
ব্যাংক যদি আধুনিক প্রযুক্তি সম্পন্ন না হয় তাহলে ব্যাংক সনাতন পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করে। সনাতন ব্যাংকিং পদ্ধতিতে সব হিসাব নিকাশ হাতে কলমে করা হয়। তখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে দীর্ঘক্ষণ পেক্ষা করতে হয় কারণ সনাতন পদ্ধতিতে ব্যাংকিং নেক সময়সাপেক্ষ।
উদ্দীপকের মিস উমাকে টোকেন নিয়ে প্রায় এক ঘণ্টা পেক্ষা করে টাকা উত্তোলন করতে হয়। কারণ ব্যাংকটি সনাতন পদ্ধতিতে পরিচালিত।
আধুনিক পদ্ধতিতে ব্যাংক পরিচালিত হলে যেকোনো হিসাবের তথ্য খুঁজে পেতে সহজ হয়। তখন ব্যাংকের সাথে লেনদেন করতে নেক কম সময় লাগে। ফলে যারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চান বা টাকা জমা দিতে চান কাউকেই পেক্ষা করতে হয় না। উদ্দীপকে আধুনিক পদ্ধতিতে ব্যাংকিং হলে মিস উমাকে এক ঘণ্টা পেক্ষা করতে হতো না। কারণ আধুনিক পদ্ধতিতে ব্যাংক লেনদেনগুলো দ্রুত সম্পন্ন করতে পারে।
প্রশ্ন ২৩: জনাব ইমরান জনতা ব্যাংক লি. থেকে ৩০ কোটি টাকার ঋণ গ্রহণ করেছেন। ঋণের বিপরীতে জামানত হিসেবে ৪২ কোটি টাকা মূল্যের একটি জমি গ্রহণ করেছেন। জনাব ইমরান তার ঋণ আমানত হিসাব থেকে অর্থ উত্তোলনের জন্য ব্যাংকের কাছ থেকে ৫০ পাতার একটি চেক বই গ্রহণ করেছেন। তার প্রস্তুতকৃত একটি চেকের পাতা ব্যাংকে যাবার পথে হারিয়ে গিয়েছে। এতে তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। [হলি ক্রস কলেজ, ঢাকা]
ক.ওয়ান স্টপ সার্ভিস কী?১
খ.“বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে” এ ধারণাটির ক্ষেত্রে কী কী শর্তের উপস্থিতি আবশ্যক?২
গ.জনাব ইমরানের হারানো চেকটির জন্য করণীয় কী? আলোচনা করো।৩
ঘ.উদ্দীপকে জনাব ইমরান যে ধরনের আমানত ব্যবহার করেছেন, তার কোন বৈশিষ্ট্য ব্যাংক বিবেচনা করেছে বলে তুমি মনে করো আলোচনা করো।৪
২৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: ওয়ান স্টপ সার্ভিস বলতে একজন ব্যাংক কর্ক উত্তর:র্তার কাছ থেকে গ্রাহকের প্রয়োজনীয় সব সার্ভিস লাভকে বোঝায়।
খ উত্তর: বাণিজ্যিক ব্যাংকের ন্যতম কাজ হলো ঋণ আমানত সৃষ্টি করা।
ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে আবশ্যকীয় শর্তগুলো হলো দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংক ও তাদের সংখ্য শাখা থাকতে হবে। বাজারে অর্থের সরবরাহ পর্যাপ্ত থাকবে এবং তা বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঘিরে আবর্তিত হবে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের ঋণদান নীতি কার্যকর থাকবে ও ব্যাংকের মাধ্যমে লেনদেনে জনগণের সচেতনতা থাকতে হবে।
গ উত্তর: জনাব ইমরানের হারানো চেকের জন্য সর্বপ্রথম ব্যাংক কর্তৃপক্ষকে বহিত করা উচিত।
প্রস্তুতের পর বা ব্যাংকে উপস্থাপনের পূর্বে চেক হারিয়ে গেলে তাকে হারানো চেক বলে। চেক হারিয়ে যাবার পর যদি সে বিষয়ে ব্যাংক বহিত হওয়ার পূর্বেই চেকের টাকা ব্যাংক পরিশোধ করে ফেলে তবে সেক্ষেত্রে ব্যাংক এবং ক উত্তর:্কেল উভয়ই প্রতারণার স্বীকার হয়। যা উভয় পক্ষের জন্যই ক্ষতি করে।
জনাব ইমরান তার ঋণ আমানত হিসাব থেকে অর্থ তোলার জন্য জনতা ব্যাংক থেকে ৫০ পাতার একটি চেক বই নিয়েছেন। তবে তার প্রস্তুত করা একটি চেকের পাতা হারিয়ে গেছে।
এক্ষেত্রে জনাব ইমরানকে বশ্যই এ বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের নিকট চেকের নম্বর, চেক ইস্যুর তারিখ, চেকের মেয়াদকাল, চেকে উলিখিত টাকার পরিমাণ, চেক হারানোর তারিখ ইত্যাদি তথ্য উলেখপূর্বক একটি আবেদনপত্র জমা দিতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ উক্ত বিষয়ে বহিত হওয়ার পর উক্ত চেকের টাকা পরিশোধের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করবে।
ঘ উত্তর: উদ্দীপকে জনাব ইমরান ঋণ আমানত ব্যবহার করেছেন। ব্যাংক সরাসরি ঋণের টাকা পরিশোধ না করে আমানত হিসাবের মাধ্যমে টাকা পরিশোধ করে ঋণ আমানত সৃষ্টি করেছে।
বাণিজ্যিক ব্যাংকের নোট ছাপানোর কোনো ক্ষমতা নেই। সে কারণে বাণিজ্যিক ব্যাংক একই অর্থ থেকে বারবার আমানত সৃষ্টি করে। ফলে ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি পায়। এ প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যাংক গ্রাহককে নগদে ঋণ না দিয়ে তা আমানতি হিসাবে স্থানান্তর করে দেয়। আর এ ঋণকৃত অর্থ বারবার ঋণ থেকে আমানত এবং আমানত থেকে ঋণ তৈরি করে।
উদ্দীপকে জনাব ইমরান ঋণ আমানত ব্যবহার করেছেন। ব্যাংক ঋণ প্রদানের মাধ্যমে আমানত সৃষ্টি এই কৌশল এখানে ব্যবহার করেছে। কারণ ব্যাংক প্রথমে জনাব ইমরানের ঋণ মঞ্জুর করেছে এবং মঞ্জুরকৃত ঋণের টাকা নগদে না দিয়ে জনাব ইমরানের আমানত হিসাবে স্থানান্তর করে দেয়। যা ঋণ আমানত সৃষ্টির ঋণ প্রদানের মাধ্যমে আমানত সৃষ্টির কৌশল।
বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে কয়েকটি কৌশল বলম্বন করে থাকে। যেমন: ঋণ প্রদানের মাধ্যমে আমানত সৃষ্টি, আমানতকৃত অর্থ হতে ঋণ সৃষ্টি, বিল বাট্টাকরণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি ইত্যাদি। এদের মধ্যে ঋণ প্রদানের মাধ্যমে আমানত সৃষ্টি বিশেষভাবে উলেখযোগ্য। কারণ বাণিজ্যিক ব্যাংক এই পদ্ধতি তুলনামূলকভাবে বেশি ব্যবহার করে।
প্রশ্ন ২৪: জনাব সিয়াম বিক্রিত পণ্যের মূল্য বাবদ জনাব তামিমের কাছ থেকে একটি চেক পান। ২০ আগস্ট ২০১৭ তারিখে তিনি ব্যাংকে চেকটি উপস্থাপন করেন কিন্তু ব্যাংক তা প্রত্যাখ্যান করে।
ঝঁৎসধ ইধহশ খঃফ.
গরৎঢ়ঁৎ-১০, ইৎধহপয
গরৎঢ়ঁৎ, উযধশধ
ঝই ঘড়. ০৩৪০২৬
উধঃব৩০০১২০১৭
চধু ঃড় গৎ. ঝরধস ড়ৎ ইবধৎবৎ ঃযব ংঁস ড়ভ ঞধশধ ঙহব খধপ ঙহষু.
ঞশ. ১০০০০০/=
গফ. ঞধসরস
ঝই /ঈ: ২৬৯৮৫৪০২
ঞধসরস
………..
ঝরমহধঃঁৎব
[ঢাকা কমার্স কলেজ]
ক.চেক কী?১
খ.চেক হারিয়ে গেলে কী করা উচিত?২
গ.উদ্দীপকে সুরমা ব্যাংক লি. কেন চেকটি প্রত্যাখান করেছে? ব্যাখ্যা করো।৩
ঘ.জনাব সিয়ামের চেকটি নগদায়নের ক্ষেত্রে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।৪
২৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: আমানতকারী কর্তৃক ব্যাংকের ওপর লিখিত শর্তহীন নির্দেশকে চেক বলে।
খ উত্তর: চেক হারিয়ে গেলে সর্বপ্রথম ব্যাংক কর্তৃপক্ষকে জানানো উচিত।
সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের নিকট চেকের নম্বর, ইস্যুর তারিখ, মেয়াদকাল, চেকে উলিখিত টাকার পরিমাণ ইত্যাদি তথ্য উলেখপূর্বক একটি আবেদনপত্র জমা দিতে হবে। ব্যাংক বিষয়টি বহিত হওয়ার পর উক্ত চেকের টাকা পরিশোধে নিষেধাজ্ঞা জারি করে।
গ উত্তর: উদ্দীপকে সুরমা ব্যাংক লি. চেকটি প্রত্যাখ্যান করেছে কারণ চেকটি ছিল বাসি চেক।
কোনো চেক প্রস্তুতের ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে ব্যাংকে উপস্থাপন না করলে সেই চেককে বাসি চেক বলা হয়। চেক বাসি হলে তা বাতিল চেকে পরিণত হয়। কারণ ব্যাংক বাসি চেকের টাকা প্রদান করে না।
উদ্দীপকে জনাব সিয়াম বিক্রিত পণ্যের মূল্য বাবদ জনাব তামিমের কাছ থেকে যে চেক পান সেটি তৈরি করা হয়েছিল ৩০/০১/২০১৭ তে। চেকটি উপস্থাপন করা হয়েছিল ২০/০৮/২০১৭ তে। সুতরাং চেকটি ৬ মাস বা ১৮০ দিনের পর ব্যাংকে উপস্থাপন করা হয়েছিল। যা বাসি চেকে পরিণত হয়। বাসি চেক হওয়ায় কারণে সুরমা ব্যাংক লি. চেকটি প্রত্যাখ্যান করেছে।
ঘ উত্তর: জনাব সিয়ামের চেকটি নগদায়নের ক্ষেত্রে জনাব তামিমের নিকট থেকে চেকের নতুন তারিখ ইস্যু করে নিতে হবে।
কোনো চেক ইস্যুকৃত তারিখ থেকে ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে ব্যাংকে উপস্থাপিত না হলে তাকে বাসি চেক বলা হয়। বাসি চেককে বাতিল চেকও বলা হয়।
উদ্দীপকে জনাব সিয়াম, জনাব তামিমের কাছ থেকে একটি চেক পান। চেকে অর্থ উঠানোর তারিখ হিসেবে ৩০-০১-২০১৭ উলেখ ছিল। তবে জনাব সিয়াম চেকটি ২০-০৮-২০১৭ তারিখে উপস্থাপন করেন।
জনাব সিয়ামের চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিল কারণ চেকটি বাসি চেক ছিল। এখন, চেকটি নগদায়নের ক্ষেত্রে জনাব সিয়াক উত্তর:ে পুনরায় জনাব তামিমের কাছ থেকে চেক ইস্যু করিয়ে নিতে হবে থবা ইস্যুকৃত তারিখ নতুন করে ইস্যু করিয়ে উক্ত স্থানে জনাব তামিমের স্বাক্ষর নিতে হবে।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
প্রশ্ন ২৫: জনাব করিম একজন কাপড় ব্যবসায়ী। কাপড় কেনাবেচার টাকা তিনি চেকের মাধ্যমে লেনদেন করেন। জনাব করিম তার পাওনাদার জনাব রহিমের বরাবর একটি চেক ইস্যু করেন। চেকে “কেবলমাত্র জনাব রহিক উত্তর:ে প্রদেয়” লেখা ছিল। জনাব করিম তার ন্য এক পাওনাদার মিজানকে একটি চেক ইস্যু করেন যার বাম কোণে আড়াআড়িভাবে দুটি দাগ টানা ছিল এবং দাগের মধ্যে “সোনালী ব্যাংক প্রাপকের হিসাব” উলেখ ছিল। [সফিউদ্দীন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর]
ক.চেকের মর্যাদা কী?১
খ.বিনিময় বিল পেক্ষা চেকের ব্যবহার সার্বজনীন কেন? বুঝিয়ে লেখ।২
গ.জনাব করিম তার পাওনাদার জনাব রহিক উত্তর:ে কোন ধরনের চেক ইস্যু করেছেন? ব্যাখ্যা করো।৩
ঘ.জনাব করিম তার পাওনাদার মিজানকে কোন ধরনের চেক ইস্যু করেছেন? এ ধরনের চেকের অর্থ উত্তোলনের ক্ষেত্রে করণীয় কী ব্যাখ্যা করো।৪
২৫ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: চেক ব্যাংকের কাছে উপস্থাপিত হওয়ার পর ব্যাংক যুক্তিসঙ্গত কোনো কারণে চেকের অর্থ পরিশোধ না করলে তাকে চেকের মর্যাদা বলে।
খ উত্তর: ব্যবহারগত ভিন্নতা ও সুবিধার কারণে বিনিময় বিল পেক্ষা চেকের ব্যবহার সার্বজনীন।
চেক হলো ব্যাংকের প্রতি গ্রাহকের অর্থ পরিশোধের লিখিত নির্দেশ। চেকে কোনো স্বীকৃতির প্রয়োজন হয় না। কেবল আদেষ্টার স্বাক্ষর থাকলেই ব্যাংক চেকের অর্থ পরিশোধে বাধ্য থাকে। ন্যদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধে দেনাদারের প্রতি পাওনাদারের লিখিত নির্দিশকে বিনিময় বিল বলে। বিনিময় বিলে আদেষ্টা ও আদিষ্ট উভয়েরই স্বাক্ষর থাকা আবশ্যক। এসব কারণে বিনিময় বিল পেক্ষা চেকের ব্যবহার সার্বজনীন।
গ উত্তর: জনাব করিম তার পাওনাদার জনাব রহিক উত্তর:ে হুকুম চেক ইস্যু করেছেন।
হুকুম চেকের মাধ্যমে প্রাপকের নামের পরে থবা আদেশ নুসারে কথাটির উলেখ থাকে। অর্থাৎ হুকুম চেকের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে এ চেকে প্রাপকের নাম উলেখ থাকে। ব্যাংক শুধু চেকে উলিখিত প্রাপককে চেকের টাকা পরিশোধে বাধ্য থাকে।
উদ্দীপকে জনাব করিম একজন কাপড় ব্যবসায়ী। কেনাবেচার টাকা তিনি চেকের মাধ্যমে লেনদেন করেন। জনাব করিম তার পাওনাদার জনাব রহিমের বরাবর একটি চেক ইস্যু করেন। চেকে ‘কেবল জনাব রহিক উত্তর:ে প্রদেয়’ কথাটির উলেখ ছিল। আর এ ধরনের কথার উলেখ থাকে কেবল হুকুম চেকে। তাই বলা যায়, পাওনাদার জনাব রহিক উত্তর:ে ইস্যু করা চেকটি হুকুম চেক ছিল।
ঘ উত্তর: জনাব করিম তার পাওনাদার মিজানকে বিশেষভাবে দাগকাটা চেক ইস্যু করেছেন।
বাহক চেক বা হুকুম চেকের উপরে বাক উত্তর:োণে আড়াআড়ি দুইটি রেখা ঙ্কন করলে তাকে দাগকাটা চেক বলে। ঙ্কিত দুই দাগের মধ্যে ব্যাংক শব্দটির উলেখ থাকলে তা বিশেষভাবে দাগকাটা চেক।
উদ্দীপকে জনাব করিম তার পাওনাদার মিজানকে একটি চেক ইস্যু করেন। চেক ইস্যুর সময় চেকের বাক উত্তর:োণে আড়াআড়ি দুটি দাগ টেনে দাগের মধ্যে “সোনালী ব্যাংক প্রাপকের হিসাব” উলেখ করে দেন। যা বিশেষভাবে দাগকাটা চেকের বৈশিষ্ট্য।
জনাব করিম তার পাওনাদার মিজানকে বিশেষভাবে দাগকাটা চেক প্রদান করেন। এ চেকের টাকা উত্তোলন করার জন্য মিজানকে উলিখিত ‘সোনালী ব্যাংক’ যেকোনো শাখায় তার হিসাবে চেকটি জমা দিতে হবে। যা সোনালী ব্যাংক তার হিসাবের মাধ্যমে পরিশোধ করবে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।