শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | অধ্যায় ২য় | ইবাদত বহুনির্বাচনি | PDF : চতুর্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টির ২য় অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
ইবাদত
সাধারণ
১. আল্লাহর কথামতো চলা হলো
ক.সালাত
খ.ইবাদত
গ.তাহারাত
ঘ.আযান
২. মহান আল্লাহ তায়ালা ইবাদত শব্দ দ্বারা কয়টি বিষয়কে বুঝিয়েছেন?
ক.তিনটি
খ.চারটি
গ.পাঁচটি
ঘ.ছয়টি
৩. আমরা সালাতের প্রতি রাকআতে কোন সূরা পড়ি?
ক.সূরা ইখলাছ
খ.সূরা ফালাক
গ.সূরা নাছ
ঘ.সূরা ফাতিহা
৪. আমরা কার ইবাদত করি?
ক.নবি-রাসুলদের
খ.পীর আউলিয়াদের
গ.ফেরেশতাদের
ঘ.মহান আল্লাহর
৫. আমাদের প্রিয় নবি (স.) এবং পূর্ববর্তী সকল নবির শিক্ষার সার কথা কি ছিল?
ক. আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কর না
খ. সর্বশেষ নবি ছাড়া কারো অনুসরণ কর না
গ. সর্বশেষ কিতাব ছাড়া অন্য কিতাব পড়বে না
ঘ. আখিরাত ছাড়া অন্য কিছু জেনো না
তাহারাত
৬. পবিত্রতা ইমানের অঙ্গ- এ উক্তিটি কার?
ক.মহান আল্লাহর
খ.মহানবি (স.)-এর
গ.ফেরেশতার
ঘ.ইমাম গাজ্জালির
৭. পাক পবিত্র থাকাকেই-
ক. তাহারাত বলে
খ. ইমান বলে
গ. আকাইদ বলে
ঘ. তাইয়াম্মুম বলে
ওযু
৮. কুরআন মজিদে আল্লাহ তায়ালা সালাত আদায়ের আগে কী করার নির্দেশ দিয়েছেন?
ক.ওযু
খ.গোসল
গ.তাইয়াম্মুম
ঘ.ধ্যান
৯. ওযুর সুন্নত কয়টি?
ক.৯টি
খ.১০টি
গ.১১টি
ঘ.১২টি
১০. সালাতের আগে ওযু করা কী?
ক.ফরজ
খ.ওয়াজিব
গ.সুন্নত
ঘ.মুস্তহাব
১১. কোনটি ওযুর ফরজ?
ক.নিয়ত করা
খ.তিনবার কুলি করা
গ.কুনইসহ উভয় হাত ধোয়া
ঘ. বিস্মিল্লাহ বলা
ওযু নষ্ট হওয়ার কারণ
১২. কয়টি কারণে ওযু নষ্ট হয়?
ক.৩টি
খ.৪টি
গ.৫টি
ঘ.৬টি
১৩. ওযু করা কী?
ক.ফরজ
খ.সুন্নত
গ.ওয়াজিব
ঘ.মুস্তাহাব
১৪. কোনটি ওযু নষ্ট হওয়ার কারণ?
ক.অজ্ঞান হওয়া
খ.খানা খাওয়া
গ.পান করা
ঘ.মিথ্যা বলা
গোসল
১৫. গোসলের ফরজ কয়টি?
ক.তিনটি
খ.চারটি
গ.পাঁচটি
ঘ.ছয়টি
১৬. গোসল করা কার হুকুম?
ক.মায়ের
খ.শিক্ষকের
গ.আল্লাহর
ঘ.রাসুলের
১৭. কোনটি গোসলের ফরজ?
ক.গড়াগড়াসহ কুলি করা
খ.প্রত্যেক অঙ্গ তিন বার ধোয়া
গ.গিড়া সহ উভয় পা ধোয়া
ঘ.নিয়ত করা
আযান
১৮. সর্বপ্রথম মহানবি (স.) কাকে আযান দিতে বলেছিলেন?
ক.হযরত আবু বকর (রা) কে
খ.হযরত আবদুল্লাহ (রা) কে
গ.হযরত উমর (রা) কে
ঘ.হযরত বিলাল (রা) কে
১৯. ইসলামের প্রথম মুয়াজ্জিন কে?
ক.হযরত আবদুল্লাহ (রা)
খ.হযরত বিলাল (রা)
গ.হযরত আলী (রা)
ঘ.হযরত উমর (রা)
২০. আযানের শেষে কী করতে হয়?
ক.পাক-পবিত্র হতে হয়
খ.আযানের দোয়া পড়তে হয়
গ.ওযু করতে হয়
ঘ.গোসল করতে হয়
২১. প্রতিদিন মুয়াজ্জিন কতবার আযান দেন?
ক.৩ বার
খ.৪ বার
গ.৫ বার
ঘ.৬ বার
২২. আযানে আল্লাহু আকবার শব্দটি মোট কতবার বলতে হয়?
ক.৪ বার
খ.৬ বার
গ.৮ বার
ঘ.২ বার
২৩. আল্লাহু আকবার অর্থ কী?
ক.আল্লাহ সবচেয়ে বড়
খ.আল্লাহ মহান
গ.আল্লাহ সর্বশক্তিমান
ঘ.আল্লাহ দয়ালু
২৪. হাইইয়া আলাস সালাহ অর্থ কী?
ক.সালাত আদায়ের জন্য এসো
খ.কল্যাণ ও মঙ্গলের জন্য এসো
গ.সেবার জন্য এসো
ঘ.শান্তির জন্য এসো
২৫. আসসালাতু খাইরুম মিনান নাউম অর্থ কী?
ক.ঘুমের চেয়ে সালাত উত্তম
খ. সালাতের চেয়ে ঘুম উত্তম
গ.সালাতের চেয়ে আযান উত্তম
ঘ.আযানের চেয়ে সালাত উত্তম।
২৬. আমাদের জাতীয় কবির নাম কী?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর
খ.কাজী নজরুল ইসলাম
গ.কবি কায়কোবাদ
ঘ.কবি ফররুখ আহমদ
ইকামত
২৭. ইকামতে ‘কাদকামাতিস সালাহ’ কয়বার বলতে হয়?
ক.১ বার
খ. ২ বার
গ.৩ বার
ঘ.৪ বার
২৮. ইকামত কী শুরুর ঘোষণা?
ক.সালাত
খ.জামাআত
গ.খুতবা
ঘ.দোয়া
২৯. ক্বাদ কামাতিস সালাহ অর্থ কী?
ক.সালাত শুরু হলো
খ.আযান শুরু হলো
গ.সালাত শেষ হলো
ঘ.আযান শেষ হলো
তাশাহহুদ
৩০. তাশাহহুদ কী?
ক.দোয়া
খ.দরুদ
গ.কৃতজ্ঞতা
ঘ.অঙ্গীকার
৩১. সালাতে তাশাহহুদের পর কী পড়তে হয়?
ক.দোয়া মাসুরা
খ.দোয়ায়ে কুনুত
গ.দরুদ শরিফ
ঘ.কুনুতে নাজেলা
দোয়া মাসুরা
৩২. কুরআন-হাদিসে বর্ণিত দোয়াগুলোকে কী বলে?
ক.দোয়ায়ে মাসুরা
খ.দোয়ায়ে কুনুত
গ.দোয়ায়ে আযকার
ঘ.দোয়ায়ে মাসনুনা
৩৩. নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াময়। ক্ষমা ও দয়া কার গুণ?
ক.মহানবির
খ.মহান আল্লাহর
গ.আব্বা-আম্মার
ঘ.দাদা-দাদির
সালাম
৩৪. সালাম অর্থ কী?
ক.কল্যাণ
খ.মঙ্গল
গ.শান্তি
ঘ.ক্ষমা
৩৫. সালাতে প্রথমে কোন দিকে সালাম ফেরাতে হয়?
ক.বাম দিকে
খ.ডান দিকে
গ.সামনের দিকে
ঘ.পেছনের দিকে
৩৬. সালাতের সর্বশেষ কাজ কোনটি?
ক.দোয়া পড়া
খ.তাশাহহুদ পড়া
খ.দরুদ পড়া
ঘ.সালাম ফেরানো
মুনাজাত
৩৭. আল্লাহতায়ালার কাছে আবেদন-নিবেদন ও কাকুতি-মিনতি করাকে কী বলে?
ক.দরুদ
খ. দোয়া মাছুরা
গ.মুনাজাত
ঘ.ইস্তিগফার
৩৮. মুনাজাত কবুল হওয়ার উপযুক্ত সময় কখন?
ক.সালাত শেষে
খ.আযান শেষে
গ.তাশাহহুদের পরে
ঘ.ইকামতের পরে
সালাত
৩৯. সালাতের নিয়মগুলো পালন করা কী?
ক.ফরজ
খ.ওয়াজিব
গ.সুন্নত
ঘ.মুস্তাহাব
সালাতের আহকাম
৪০. সালাত শুরুর আগের সাতটি ফরজ কাজ করতে হয়। এগুলোকে সালাতের কী বলা হয়? ছ
ক.আরকান
খ.আহকাম
গ.সুন্নত
ঘ.ওয়াজিব
৪১. নিয়ত করা কী?
ক.সুন্নত
খ.ওয়াজিব
গ.ফরজ
ঘ.মুস্তাহাব
সালাতের ওয়াক্ত
৪২. সময়মতো সালাত আদায় করা মুমিনের জন্য কী? জ
ক.ওয়াজিব
খ.সুন্নত
গ.ফরজ
ঘ.মুস্তাহাব
৪৩. “সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য ফরজ”Ñ এটি কার বাণী? চ
ক.আল্লাহর
খ. রাসুলের
গ.ইমামের
ঘ.সাহাবির
৪৪. সূর্য উঠার পূর্বমুহূর্তে কোন সালাতের ওয়াক্ত শেষ হয়? ঝ
ক.যোহর
খ.আসর
গ.মাগরিব
ঘ.ফজর
সালাতের আরকান
৪৫. সালাতের ভেতরের সাতটি ফরজ কাজকে কী বলা হয়?
ক.আহকাম
খ.আরকান
গ.তাকবির
ঘ.কিয়াম
সালাত আদায়ের নিয়ম
৪৬. রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে কী বলতে হয়?
ক.আল্লাহুআকবার
খ.আলহামদুল্লিাহ
গ.রব্বানা রাকাল হামদ
ঘ.সামিয়াল্লাহুলিমান হামিদাহ
৪৭. সবচেয়ে বড় ইবাদত কোনটি?
ক. সালাত
খ.যাকাত
গ.হজ
ঘ. রোজা
৪৮. রুকুতে কয়বার রুকুর তাসবিহ পড়তে হবে?
ক.৫ বার
খ.৪ বার
গ.৩ বার
ঘ.২ বার
৪৯. আমরা কার মতো সালাত আদায় করব?
কমহানবির মতো
খসাহাবির মতো
গইমামের মতো
ঘআব্বা-আম্মার মতো
৫০. সিজদাহর তাসবিহ কোনটি?
ক.সুবহানা রাব্বিয়াল আযীম
খ.সুবহানা রাব্বিয়াল আলা
গ.রাব্বানা লাকাল হামদ
ঘ.সুবহান আল্লাহ
৫১. ফরজ সালাতের তৃতীয় ও চতুর্থ রাকআতে শুধু কী পাঠ করতে হয়?
ক.সূরা ফাতিহা
খ.সূরা ইখলাস
গ.সূরা কাফিরুন
ঘ.সূরা ফালাক
জুমুআর সালাত
৫২. কোন সালাত জামাত ছাড়া আদায় হয় না?
ক.যোহর সালাত
খ. জুম্মার সালাত
গ.জানাজার সালাত
ঘ.তাহাজ্জুদ সালাত
৫৩. “জুমুআর দিন আযান হলে সালাতের জন্য দ্রæত যাও”- এটি কার বাণী?
ক.আল্লাহর বাণী
খ.রাসুলের বাণী
গ.ইমামের বাণী
ঘ.বাদশার বাণী
৫৪. জুমুআর সালাত কয় রাকআত ফরজ?
ক.দুই রাকআত
খ.তিন রাকআত
গ.চার রাকআত
ঘ.ছয় রাকআত
৫৫. জুমুআর দিন গোসল করা, ভালো পোশাক পরা, আতর মাখা কী?
ক.সুন্নত
খ.মুস্তাহাব
গ.ওয়াজিব
ঘ.নিয়ম
৫৬. জুমুআর জন্য কয়টি আযান দেওয়া হয়?
ক.একটি
খ.দুইটি
গ.তিনটি
ঘ.চারটি
৫৭. জুমুআর দিন কোন সালাতের পরিবর্তে জুমুআর সালাত আদায় করতে হয়?
ক.যোহর
খ.আসর
গ.ইশরাক
ঘ.চাশত
৫৮. খুতবা শোনা কী?
ক.নফল
খ.সুন্নত
গ.মুস্তাহাব
ঘ.ওয়াজিব
৫৯. জুমুআর সালাত মোট কত রাকআত?
ক.আট রাকআত
খ.দশ রাকআত
গ.বার রাকআত
ঘ.ছয় রাকআত
ঈদের সালাত [ পৃষ্ঠা নং ৩৫ ]
৬০. বিশ্বের মুসলিমগণ কয়টি ঈদ উৎসব করেন?
ক.একটি
খ.দুইটি
গ.তিনটি
ঘ.চারটি
৬১. ঈদ হলো
ক.খাওয়ার দিন
খ.খুশির দিন
গ.ত্যাগের দিন
ঘ.দুঃখের দিন
৬২. ঈদের সালাত পড়া কী?
ক.ফরজ
খ.সুন্নত
গ.ওয়াজিব
ঘ.নফল
ঈদুল ফিতর
৬৩. কাদের উপর সাদাকায়ে ফিতর আদায় করা ওয়াজিব?
ক.ব্যবসায়ীদের উপর
খ. হাজীদের উপর
গ.ধনীদের উপর
ঘ.আলীমদের উপর
৬৪. কোনদিন সাদাকায়ে ফিতর আদার করা ওয়াজিব?
ক.হজ্জ্বের দিন
খ. ঈদুল ফিতরের দিন
গ.জুম্মার দিন
ঘ.আরাফার দিন
৬৫. ঈদুল ফিতরের সালাত আদায় করা কী?
ক.ফরজ
খ. ওয়াজিব
গ.সুন্নত
ঘ.নফল
৬৬. কোন সালাতে অতিরিক্ত ছয়টি তাকবির বলতে হয়?
ক.জানাজার সালাতে
খ. বিতর সালাতে
গ.ঈদের সালাতে
ঘ.সূর্যগ্রহণের সালাতে
৬৭. জিলহজ্জ্বের ৯ম তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ফরজ সালাত শেষে তাকবির বলা কি?
কফরজ
খ ওয়াজিব
গসুন্নত
ঘমুস্তাহাব
৬৮. রাস্তায় জোড়ে জোড়ে তাকবির বলা সুন্নত কোন দিন?
ক.ঈদুল ফিতরের দিন
খ. ঈদুল আযহার দিন
গ.আশুরার দিন
ঘ.শবে কদরের দিন
৬৯. ফিতর অর্থ কী?
ক.রোযা রাখা
খ.রোযা ভঙ্গ করা
গ.রোযা বাদ দেওয়া
ঘ.রোযা চালিয়ে যাওয়া
৭০. শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানগণ কী উৎসব পালন করেন?
ক.ঈদুল আযহার উৎসব
খ.ঈদুল ফিতরের উৎসব
গ.শবে মেরাজের উৎসব
ঘ.শবে বরাতের উৎসব
৭১. ঈদুল ফিতরের দিন ধনীদের উপর সাদকায়ে ফিতর আদায় করা কী?
ক.হালাল
খ.সুন্নত
গ.ওয়াজিব
ঘ.ফরজ
৭২. ঈদের দিনে রোযা রাখা কী?
ক.ফরজ
খ.ওয়াজিব
গ.হালাল
ঘ.হারাম
ঈদের দিনের সুন্নত
৭৩. ঈদের সালাত মাঠে আদায় করা কী?
ক.সুন্নত
খ.নফল
গ.ওয়াজিব
ঘ.ফরজ
৭৪. ঈদের সালাত কোথায় আদায় করা সুন্নত?
ক.বাড়িতে
খ.মসজিদে
গ.মাঠে
ঘ.মাদ্রাসায়
৭৫. কয় তাকবিরে ঈদের সালাত আদায় করা ওয়াজিব?
ক.দুই তাকবিরে
খ.তিন তাকবিরে
গ.চার তাকবিরে
ঘ.ছয় তাকবিরে
ঈদের সালাত আদায় করার নিয়ম
৭৬. ঈদের সালাত শেষে ইমাম সাহেব কয়টি খুতবা দেন?
ক.১টি
খ.২টি
গ.৩টি
ঘ.৪টি
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
ঈদুল আযহা
৭৭. আল্লাহর নির্দেশে হযরত ইবরাহীম (আ.) কাকে কুবরানি করতে তৈরি হয়েছিলেন?
ক.পুত্র ইসমাঈলকে
খ.পুত্র ইসহাককে
গ.দুম্বাকে
ঘ.উটকে
৭৮. কার ত্যাগের স্মৃতিস্বরূপ মুসলমানের ওপর কুরবানি ওয়াজিব করা হয়েছে?
ক.হযরত ইবরাহীম (আ.)-এর
খ.হযরত মুহাম্মদ (স.)-এর
গ.হযরত ইসমাঈল (আ.)-এর
ঘ.হযরত আদম (আ.)-এর
৭৯. কোন মাসের দশম তারিখ ঈদুলআযহার দিন?
ক.যিলহজ মাসের
খ.জিলকদ মাসের
গ.রযব মাসের
ঘ.শাবান মাসের
৮০. কুরবানির গোশত কয় ভাগ করতে হয়?
ক.দুই ভাগ
খ.তিন ভাগ
গ.চার ভাগ
ঘ.সাত ভাগ
যোগ্যতাভিত্তিক
শিখনফল : জুমুআর সালাতের সুন্নত সম্পর্কে জানতে পারব।
৮১. তুমি ও তোমার ভাই জুমুআর সালাত আদায়ের জন্য গোসল ও খুশবু ব্যবহার করলে কেন?
ক. ওয়াজিব বলে
খ. সুন্নত বলে
গ. মুস্তাহাব বলে
ঘ. ফরজ বলে
৮২. তুমি জুমুআর দুই রাকআত সালাত জামাতে আদায় করার পর বাকী সালাত আদায় না করেই ঘরে চলে এলে। তোমার উক্ত কাজটি গণ্য হবে- ছ
ক. নেকি হিসেবে
খ. গুনাহ হিসেবে
গ. আরাম হিসেবে
ঘ. অনৈতিক হিসেবে
শিখনফল : ঈদের সালাতে সুন্নত সম্পর্কে জানতে পারব।
৮৩. তোমাকে ঈদের সালাত আদায় করতে ঈদগাহে যেতে হবে কেন?
ক. ঈদগাহে যাওয়া সুন্নত বলে
খ. ঈদগাহে না গেলে জামাত আদায় হয় না বলে
গ. ইমাম সাহেব মন্দ বলবে বলে
ঘ. গ্রামবাসী একত্রিত হয় বলে
৮৪. ঈদের দিন সালাম তিনটি কাজ করল ১। পরিষ্কার কাপড় পরল, ২। মাঠে সালাত আদায় করল, ৩। খুতবা না শুনে বাড়ি ফিরল কোন কাজটি করা সালামের উচিত হয়নি?
ক.প্রথমটি
খ.দ্বিতীয়টি
গ.তৃতীয়টি
ঘ.সবগুলোই
শিখনফল: ফরজ সালাতের হুকুম সম্পর্কে জানতে পারব।
৮৫. তোমার দাদিমা খুব অসুস্থতার কারণে দাঁড়িয়ে বা বসে সালাত আদায় করতে অক্ষম। এখন সে কী করবে? ঝ
ক. সালাত আদায় করা ছেড়ে দিবে
খ. মনে মনে সালাত আদায় করে নিবে
গ. অন্য কেউ তার সালাত আদায় করে দিবে
ঘ. শুয়ে শুয়ে সালাত আদায় করবে
শিখনফল : কুরবানির মুস্তাহাব সম্পর্কে জানতে পারব।
৮৬. তোমার বাবা কুরবানির গোশত তিন ভাগ করলেন কেন?
ক.পূর্বেকার লোকেরা করেছে বলে
খ. মানুষ খারাপ বলবে বলে
গ.তিন ভাগ করা মুস্তাহাব বলে
ঘ.আত্মীয়-স্বজন রাগ করবেন বলে
৮৭. একটি ঈদে মুসলমানগণ পশু কুরবানি করেন। এই ঈদকে বলা যায়
ক.ঈদুল ফিতর
খ.ঈদুলআযহা
গ.ঈদে মিলাদুন্নবী
ঘ.ঈদে মিলাদুন্নবি
শিখনফল : ওযুর গুরুত্ব সম্পর্কে জানতে পারব।
৮৮. তোমার বন্ধুর সালাত আদায় হয়নি কেন?
ক.গোসল করেনি বলে
খ. তায়াম্মুম করেনি বলে
গ.আযান দেয়নি বলে
ঘ.ওজু করেনি বলে
৮৯. তুমি সালাত আদায়ের জন্য ওযু করেছ। এমন সময়। তুমি বমি করলে। এখন সালাত আদায়ের জন্য তুমি কোনটি করবে? জ
ক.মুখ ধুয়ে নেবে
খ.গোসল করবে
গ.আবার ওযু করবে
ঘ.কিছুই করবে না
শিখনফল: গোসল করা আল্লাহর হুকুম সম্পর্কে জানতে পারব।
৯০. তুমি পবিত্রতা অর্জনের জন্য গোসল করবে কেন? চ
ক.আল্লাহর হুকুম বলে
খ. রাসূল (স.) হুকুম বলে
গ.শিক্ষককের হুকুম বলে
ঘ.পিতার হুকুম বলে
শিখনফল: আযানের বাক্যের অর্থ জানতে পারব।
৯১. মুয়াজ্জিনের হাইয়া আলাল ফালাহ বলার দ্বারা উদ্দেশ্য কি?
ক.কল্যাণ ও মঙ্গলের জন্য আহব্বান
খ. সালাতের জন্য আহব্বান
গ.জিহাদের জন্য আহব্বান
ঘ.জমিনে ছড়িয়ে পড়ার জন্য আহব্বান
শিখনফল: সালামের নিয়ম সম্পর্কে জানতে পারব।
৯২. তোমার প্রতিবেশীকে সালাম দিবে কেন?
ক.তোমার প্রতিবেশী ধনী বলে
খ. সে খারাপ বলবে বলে
গ.মুসলমানকে দেখলে সালাম দিতে হয় বলে
ঘ.সে তোমার চেয়ে বড় বলে।
৯৩. আল্লাহ তায়ালার ইবাদতের মাধ্যমে তাঁর সন্তুষ্টি আদায় করা যায়। নিচের কোনটি করলে আলাহ সন্তুষ্ট হবেন? ছ
ক.মানুষের ক্ষতি করলে
খ.প্রাণীদের প্রতি মমতা দেখালে
গ.মিথ্যা কথা বললে
ঘ.সালাত আদায়ে অবহেলা করলে
শিখনফল : তাশাহুদ সম্পর্কে জানতে পারব।
৯৪. সালাতের একটি অংশে প্রিয় নবি (স.) এবং আল্লাহর বান্দাদের জন্য আমরা দোয়া করি। এ অংশটির নামÑ ঝ
ক.ইকামত
খ.সালাম
গ.দোয়া মাসুরা
ঘ.তাশাহহুদ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।