শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | তৃতীয় অধ্যায় – আখলাক বহুনির্বাচনি | PDF : চতুর্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টির তৃতীয় অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর :
আখলাক
১. মন্দ-স্বভাব ও খারাপ চরিত্রকে কী বলে?
ক. অসৎ চরিত্র
খ. অসৎ ব্যক্তি
গ. মিথ্যাবাদী
ঘ. পরনিন্দুক
২. কোনটি সৎ চরিত্রের উদাহরণ?
ক. শিক্ষককে সম্মান করা
খ. ছোটদের কষ্ট দেয়া
গ. পরনিন্দা করা
ঘ. ধনী লোকদের সম্মান করা
৩. ‘সত্যিকার মুমিন তারাই, যাদের চরিত্র সুন্দর।’-উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহতায়ালা
খ. মহানবি (স.)
গ. আব্দুল কাদির জিলানী (রহ.)
ঘ. ইমাম গাজ্জালী (রহ.)
৪. ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ’-এটি কার বাণী?
ক. আল্লাহর
খ. মহানবি (স.)-এর
গ. শিক্ষকের
ঘ. জ্ঞানীদের
৫. আমাদের মহানবি (স.) কেমন চরিত্রের অধিকারী ছিলেন?
ক. কোমল চরিত্রের
খ. কঠোর চরিত্রের
গ. উত্তম চরিত্রের
ঘ. মধুর চরিত্রের
আব্বা-আম্মাকে সম্মান করা [ পৃষ্ঠা নং -৪১ ]
৬. আমাদের সবচেয়ে আপনজন কারা? চ
ক. আব্বা-আম্মা
খ. দাদা-দাদি
গ. নানা-নানি
ঘ. চাচা-চাচি
৭. মহান আল্লাহ কাদের সাথে সুন্দর সুন্দর কথা বলার নির্দেশ দিয়েছেন?
ক. শিক্ষকদের সাথে
খ. বড়দের সাথে
গ. আব্বা-আম্মার সাথে
ঘ. ছোটদের সাথে
৮. মহানবি (স.) কার পায়ের নিচে সন্তানের জান্নাত বলেছেন?
ক. বাবার
খ. মায়ের
গ. ওস্তাদের
ঘ. ভাইয়ের
৯. বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা কী করব?
ক. তাড়াতাড়ি বের হব
খ. জোড়ে জোড়ে চিৎকার করব
গ. আব্বা-আম্মাকে ছালাম দিব
ঘ. কাউকে ছিু বলব না
১০. আমরা সব সময় কাদের ভালো খাওয়া-পরার ব্যবস্থা করব?
ক. চাচা-চাচির
খ. প্রতিবেশীর
গ. আব্বা-আম্মার
ঘ. বন্ধু-বান্ধবের
১১. ‘আব্বা-আম্মার সাথে উত্তম ব্যবহার কর।’ উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহতায়ালা
খ. মহানবি (স.)
গ. হযরত আলী (রা.)
ঘ. হযরত উমর (রা.)
শিক্ষকের সম্মান করা
১২. কে আমাদের প্রকৃত মানুষরূপে গড়ে তোলে?
ক. বন্ধু-বান্ধব
খ. দাদা-দাদি
গ. শিক্ষক.
ঘ. প্রতিবেশী
১৩. কে আমাদের কুরআন, সালাত ও আদব-কায়দা শেখান?
ক. শিক্ষক.
খ. চাচা-চাচি
গ. প্রতিবেশী
ঘ. ভাই-বোন
বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা
১৪. আমাদের বাড়ির যেসব কাজের লোক. বয়সে বড়, আমরা তাদের কী করব?
ক. আদেশ করব
খ. স্নেহ করব
গ. সম্মান করব
ঘ. অশ্রদ্ধা করব
১৫. বয়সে ছোটদের আমরা কী করব?
ক. আদর করব
খ. ভয় দেখাব
গ. গান শোনাব
ঘ. সবসময় পড়তে বলব
১৬. যানবাহনে বৃদ্ধ লোকদের দাঁড়িয়ে থাকতে দেখলে আমরা কী করব?
ক. সালাম দেব
খ. বসতে দেব
গ. পরামর্শ দেব
ঘ. কুশল জানাব
১৭. “যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান দেখায় না, সে আমার উম্মত না”- এ উক্তিটি কার? চ
ক. মহানবি (স.)-এর
খ. হযরত আবু বক্কর (রা)-এর
গ. হযরত উসমান (রা)-এর
ঘ. হযরত আলী (রা)-এর
১৮. মহানবি (স.) বড়দের কী করতেন?
ক. সম্মান করতেন
খ. স্নেহ করতেন
গ. নিন্দা করতেন
ঘ. ঘৃণা করতেন
১৯. মহানবি (স.) ছোটদের কী করতেন?
ক. শাসন করতেন
খ. আদর করতেন
গ. উপদেশ দিতেন
ঘ. ভয় দেখাতেন
২০. আমরা কাদের স্নেহ করব?
ক. বৃদ্ধদের
খ. ছোটদের
গ. গরিবদের
ঘ. আত্মীয়দের
প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার
২১. বাস, ট্রেন, লঞ্চ, স্টিমারের সহযাত্রীরা আমাদের কী?
ক. আত্মীয়-স্বজন
খ. বন্ধু-বান্ধব
গ. প্রতিবেশী
ঘ. মেহমান
২২. প্রতিবেশী ক্ষুধার্ত হলে কী করব?
ক. সান্ত¡না দেব
খ. খাবার দেব
গ. উপদেশ দেব
ঘ. অনশন করব
২৩. “যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মুমিন নয়”- উক্তিটি কার? ছ
ক. আল্লাহ তায়ালার
খ. মহানবি (স.)-এর
গ. ফেরেশতার
ঘ. হযরত ইবরাহীম (আ.)-এর
২৪. কোনটি করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন?
ক. প্রতিবেশীর সাথে ঝগড়া করলে
খ. সত্য কথা বললে
গ. আত্মীয়-স্বজনকে ভালোবাসলে
ঘ. পড়াশোনা করলে
২৫. প্রতিবেশী অন্য ধর্মের লোক. হলে তাদের সাথে কীরূপ ব্যবহার করব?
ক. খারাপ ব্যবহার
খ. সুন্দর ব্যবহার
গ. দুর্ব্যবহার
ঘ. হিংসাত্মক. ব্যবহার
২৬. “আল্লাহর কাছে কেমন প্রতিবেশী সবচেয়ে উত্তম?
ক. যে প্রতিবেশীর খবর রাখে না
খ. যে তার প্রতিবেশীর কাছে উত্তম
গ. যে প্রতিবেশী বাবা-মাকে সম্মান করে
ঘ. যে প্রতিবেশীর অনেক. সম্পদ আছে
২৭. প্রতিবেশীর মৃত্যু হলে আমরা কী করব?
ক. জানাজায় শরিক. হব
খ. বাসায় বসে থাকব
গ. আনন্দ করব
ঘ. কালো পতাকা টানব
২৮. অসুখ-বিসুখ. ও রোগশোক. আল্লাহর পক্ষ থেকে কার জন্য একটি পরীক্ষা?
ক. মুমিনের জন্য
খ. কাফেরের জন্য
গ. ধনীর জন্য
ঘ. গরিবের জন্য
রোগীর সেবা করা [ পৃষ্ঠা নং -৪৫ ]
২৯.জ্বর হলে কোথায় পানি দেওয়া প্রয়োজন?
ক. শরীরে
খ. মাথায়
গ. হাতে
ঘ. পায়ে
৩০. “তোমরা রোগীর সেবা কর”- এ বাণীটি কার?
ক. আল্লাহর
খ. রাসুল (স.)-এর
গ. ফেরেশতার
ঘ. মুমিনের
৩১. অসুখ-বিসুখ. ও রোগ-শোক. মুমিনের জন্য কী?
ক. পরিতাপের বিষয়
খ. ক্ষতির বিষয়
গ. পরীক্ষা স্বরূপ
ঘ. দুঃখের বিষয়
সত্য কথা বলা [ পৃষ্ঠা নং -৪৬ ]
৩২. “সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস করে”- উক্তিটি কার?
ক. হযরত আদম (আ.)
খ. হযরত ইবরাহীম (আ.)
গ. হযরত জিবরাইল (আ.)
ঘ. হযরত মুহাম্মদ (স.)
৩৩. আরবিতে ‘কাযিব’ বলা হয় কাকে?
ক. সত্যবাদীকে
খ. মিথ্যাবাদীকে
গ. চোরকে
ঘ. ডাকাতকে
৩৪. “তোমরা সব সময় সত্য বলবে। কেননা সত্য পুণ্যের পথে নিয়ে যায়। আর পুণ্য জান্নাতে নিয়ে যায়”- উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহ তায়ালা
খ. মহানবি (স.)
গ. ইমাম গাজ্জালি (র.)
ঘ. বড়পীর আব্দুল কাদের জিলানী (র.)
৩৫. আরবিতে ‘সাদিক’ বলা হয় কাকে?
ক. মিথ্যাবাদীকে
খ. সত্যবাদীকে
গ. আমানতদারকে
ঘ. বিশ্বাসীকে
৩৬. সত্য বলা কী?
ক. নেকির কাজ
খ. সৎ গুণ
গ. মহৎ গুণ
ঘ. শ্রেষ্ঠ গুণ
৩৭. সকল পাপের মূল কী?
ক. লোভ
খ. গিবত
গ. মিথ্যা
ঘ. হিংসা
৩৮. পৃথিবীতে সকলের কাছে প্রিয় কে?
ক. ধনী ব্যক্তি
খ. সত্যবাদী ব্যক্তি
গ. ইয়াতিম ব্যক্তি
ঘ. হিংসাকারী ব্যক্তি
৩৯. আল্লাহ কাকে ভালোবাসেন?
ক. কৃপণ ইবাদতকারীকে
খ. জাহিল ধনীকে
গ. সত্যবাদীকে
ঘ. খোটাদানকারীকে
ওয়াদা পালন করা [ পৃষ্ঠা নং -৪৭ ]
৪০. “হে মুমিনগণ! তোমরা ওয়াদা পূরণ কর”- উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহ তায়ালা
খ. মহানবি (স.)
গ. হযরত আলী (রা)
ঘ. হযরত উসমান (রা)
৪১. ওয়াদা পালন করার অর্থ কী?
ক. কর্জ নিয়ে তা পরিশোধ করা
খ. কথা দিয়ে কথা রাখা
গ. ভালো কথা বলা
ঘ. সত্য সাক্ষ্য দেওয়া
৪২. ওয়াদা পালন না করলে
ক. কর্ম থাকে না
খ. ধর্ম থাকে না
গ. শক্তি থাকে না
ঘ. বিশ্বাস থাকে না
৪৩. যে ওয়াদা পালন করে না, তার
ক. শাস্তি নেই
খ. ইমান নেই
গ. সম্পদ নেই
ঘ. জীবনের দাম নেই
৪৪. ‘কার ধর্ম নেই’-
ক. যে দান করে না
খ. যে ওয়াদা পালন করে না
গ. যে হালাল খাবার খায় না
ঘ. যে অন্যের সাহায্য করে না
লোভ না করা
৪৫. “লোভে পাপ, পাপে মৃত্যু” এটি হলো=
ক. হাদিসের কথা
খ. কুরআনের কথা
গ. জ্ঞানীদের কথা
ঘ. বাংলা প্রবচন
৪৬. কার মধুর কণ্ঠে কিতাব শোনার জন্য সমুদ্রের মাছ তীরে উঠে আসত?
ক. হযরত মুসা (আ.)-এর
খ. হযরত ঈসা (আ.)-এর
গ. হযরত দাউদ (আ.)-এর
ঘ. হযরত মুহাম্মদ (স.)-এর
৪৭. লোভের কারণে মানুষ কিসে লিপ্ত হয়?
ক. অন্যায় কাজে
খ. উন্নয়নমূলক. কাজে
গ. ভালো কাজে
ঘ. সব ধরনের কাজে
৪৮. কোন নবির অনুসারীদের শনিবার মাছ ধরা নিষেধ ছিল?
ক. হযরত মুসা (আ.)-এর
খ. হযরত ঈসা (আ.)-এর
গ. হযরত আইয়ুব (আ.)-এর
ঘ. হযরত দাউদ (আ.)-এর
অপচয় না করা
৪৯. বিনা প্রয়োজনে কোনো কিছু নষ্ট করাকে কী বলে?
ক. অপচয়
খ. গিবত
গ. মহানুভবতা
ঘ. উদারতা
৫০. “নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই”- এটি কার বাণী?
ক. আল্লাহ তায়ালার
খ. রাসুলুল্লাহ (স.)-এর
গ. হযরত আবু বকর (রা)-এর
ঘ. হযরত উমর (রা)-এর
৫১. অপচয় করা
ক. ভালো কাজ
খ. স্বাভাবিক
গ. ছোট পাপ
ঘ. বড় পাপ
৫২. ব্যক্তিগত ও জাতীয় সম্পদ রক্ষা পাবে কীভাবে?
ক. ইচ্ছামতো সম্পদ ব্যবহার করলে
খ. অপব্যায়ী হলে
গ. অপচয় না করলে
ঘ. ঘরে ঘরে পাহারা বসালে
পরনিন্দা না করা
৫৩. কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলা কী?
ক. আলোচনা
খ. সমাধান
গ. গিবত
ঘ. সংশোধন
৫৪. “তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না”- উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহ তায়ালা
খ রাসুল (স.)
গ. হযরত আবু বকর (রা)
ঘ. হযরত আলী (রা)
৫৫. গিবত বা পরনিন্দা করাকে আল্লাহ তায়ালা কিসের সাথে তুলনা করেছেন? ছ
ক. মৃত গরুর গোশত খাওয়ার সাথে
খ. মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে
গ. মৃত বন্ধুর গোশত খাওয়ার সাথে
ঘ. মৃত মায়ের গোশত খাওয়ার সাথে
৫৬. পরনিন্দা করা ইসলামে
ক. সগীরা গুনাহ
খ. কবীরা গুনাহ
গ. হারাম
ঘ. মাকরুহ
৫৭. পরনিন্দার কারণে কী সৃষ্টি হয়?
ক. শত্রæতা
খ. আত্মীয়তা
গ. ঘনিষ্ঠতা
ঘ. হৃদয়তা
৫৮. ‘পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না।’ উক্তিটি কার?
ক. আল্লাহতায়ালার
খ. মহানবি (স.)-এর
গ. হযরত আলী (রা.)-এর
ঘ. হযরত ওসমান (রা.)-এর
৫৯. পরনিন্দার আরবি কী?
ক. গিবত
খ. হিরস
গ. এসরাফ
ঘ. সিদক
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
যোগ্যতাভিত্তিক
শিখনফল : আদর্শ চরিত্র সম্পর্কে জানতে পারব।
৬০. সামাদ উত্তম চরিত্রের অধিকারী হতে চায়। কার আদর্শ অনুসরণ করলে সে সবচেয়ে ভালো চরিত্রের অধিকারী হতে পারবে? জ
ক. বন্ধুর
খ. প্রতিবেশীর
গ. মহানবি (স.)-এর
ঘ. বাবার
শিখনফল : অসৎ চরিত্র সম্পর্কে জানতে পারব।
৬১. শান্তা তার বাবা-মাকে অনেক. শ্রদ্ধা করত। কিন্তু তাঁরা বৃদ্ধ হয়ে যাওয়ার পর থেকে শান্তা তাঁদের খোঁজ-খবর রাখে না। শান্তাকে বলা যায়Ñ জ
ক. সচ্চরিত্র
খ. মুমিন
গ. অসৎ চরিত্র
ঘ. পরনিন্দুক
শিখনফল : সত্যবাদিতা সম্পর্কে জানতে পারব।
এই বিভাগে আরো পড়ুন
৬২. বশির কখনও মিথ্যা কথা বলে না। কথা দিয়ে কথা রাখে। তাকে সবাই
ক. ঘৃণা করবে
খ. অসম্মান করবে
গ. ভালোবাসবে
ঘ. অবিশ্বাস করবে
শিখনফল : লোভের ক্ষতি সম্পর্কে জানতে পারব।
৬৩. দাদা ঈদের সেলামি হিসেবে বাদলকে পঞ্চাশ টাকা ও বৃষ্টিকে পঞ্চাশ টাকা দিলেন। বাদল বৃষ্টির টাকা চুরি করে নেওয়ার কথা ভাবল। তার এই ভাবনার কারণ হলো- চ
ক. লোভ
খ. অহংকার
গ. গিবত
ঘ. অপচয়
শিখনফল : আব্বা-আম্মার সাথে করণীয় সম্পর্কে জানতে পারব।
৬৪. আব্বা-আম্মার কাজে ও চলাফেরায় আমরা সাহায্য করব। সন্তান হিসেবে এটি আমাদের
ক. দোষ
খ. গুণ
গ. কর্তব্য
ঘ. ইচ্ছা
শিখনফল : অপচয় সম্পর্কে জানতে পারব।
৬৫. বিনা প্রয়োজনে কোন কিছু নষ্ট করাকে অপচয় বলে। বিড়ি-সিগারেট কিসের অপচয় বলে তুমি মনে কর?
ক. অর্থের অপচয়
খ. সময়ের অপচয়
গ. জ্ঞান-বুদ্ধির অপচয়
ঘ. জাতীয় সম্পদের অপচয়
শিখনফল: আখলাক. সম্পর্কে জানতে পারব।
৬৬. তোমার বন্ধুর চরিত্র সুন্দর। তাকে কী বলা যাবে?
ক. সত্যিকার মুমিন
খ. খাঁটি মুসলমান
গ. সঠিক. লোক
ঘ. চরিত্রবান লোক
শিখনফল: শিক্ষকের সম্মান করা সম্পর্কে জানব।
৬৭. তুমি ক্লাস থেকে বিশেষ কোনো প্রয়োজনে বাহিরে যাবে। এখন তোমার করণীয় হচ্ছে
ক. চুপি চুপি বের হয়ে যাওয়া
খ. শিক্ষকের অনুমতি নেয়া
গ. মিথ্যা অজুহাত দাড় করাবে
ঘ. ক্লাস দলনেতার কাছে বলে যাওয়া
৬৮. ((عـيـادة الـمـريـض এর সঠিক. অনুবাদ সঠিক. অনুবাদ কোনটি?
ক. তোমরা রোগীর সেবা কর
খ. তোমরা গরিবের সেবা কর
গ. তোমরা আত্মীয়ের সেবা কর
ঘ. তোমরা পথিকের সেবা কর
শিখনফল: প্রতিবেশীর অধিকার সম্পর্কে জানব।
৬৯. প্রতিবেশীদের শান্তি রক্ষা যায় কীভাবে?
ক. শান্তি চুক্তি করে
খ. অসুস্থ হলে সেবা করে
গ. সামাজিক. অধিকার ভঙ্গ. করে
ঘ. যাতায়াতের রাস্তা বন্ধ করে
শিখনফল: অপচয় রোধ করা সম্পর্কে জানতে পারব।
৭০. তুমি গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবে না, কারণ-
ক. জাতীয় সম্পদ নষ্ট হবে বলে
খ. সরকারি লোক. জেনে ফেলবে বলে
গ. দুর্ঘটনা ঘটবে বলে
ঘ. তোমার অনেক. টাকা বিল দিতে হবে বলে
শিখনফল: সালাম দেওয়ার নিয়ম জানবে।
৭১. তুমি বিকেলে খেলাধুলা করে বাড়ি ফিরে দেখলে তোমার আম্মা নুডুলস রান্না করছে। এমতাবস্থায় তুমি কী করবে? জ
ক. চুপচাপ বসে থাকবে
খ. আম্মাকে ক্ষুধার কথাবলবে
গ. প্রথমে সালাম দিবে
ঘ. আম্মার সাথে রাগারাগি করবে
শিখনফল: বড়দের প্রতি সম্মানবোধ জাগাবে।
৭২. তুমি স্কুলে যাওয়ার পথে খেয়াপাড়ারের সময় দেখলে তোমার প্রতিবেশী এক. মুরব্বি দাঁড়িয়ে আছেন। এখন তুমি কী করবে- ছ
ক. তুমি মাঝিকে বসার ব্যবস্থা করতে বলবে
খ. তুমি ওঠে তাকে বসতে দিবে
গ. তুমি লজ্জায় মাথা নিচু করে বসে থাকবে
ঘ. অন্য কাউকে উঠিয়ে তাকে বসতে দিবে
শিখনফল: লোভ সম্পর্কে ধারণা লাভ করবে।
৭৩. তোমার বন্ধু তার এক. প্রতিবেশীর গাছের ফল চুরির কথা বলল। তার কাজটিকে ধরা হবে-
ক. লোভ হিসেবে
খ. হিংসা হিসেবে
গ. অপচয় হিসেবে
ঘ. অসামাজিক. হিসেবে
শিখনফল: অপচয় সম্পর্কে জ্ঞান লাভ করবে।
৭৪. তুমি খেতে বসে খাবার নষ্ট করবে না। কারণ-
ক. বাবা-মা রাগ. করবেন
খ. অপচয়ের গুনাহ হবে
গ. অন্যেরা দেখলে খারাপ বলবে
ঘ. খাবার ঘাটতি দেখা দিবে
শিখনফল: জুমুআর সালাতের গুরুত্ব বুঝতে পারবে।
৭৫. জুমুআর আযান হলে তুমি সব কাজ ছেড়ে দিবে কেন?
ক. অনেক. দূরে মসজিদে যেতে হবে বলে
খ. আল্লাহপাকের হুকুম বলে
গ. ইমাম সাহেবের নির্দেশ বলে
ঘ. মসজিদে জায়গা পাবে না বলে
শিখনফল: কুরবানির সম্পর্কে জানতে পারব।
৭৬. তুমি কুরবানির গোস্ত তিনভাগ. করবে কেন?
ক. গরিবের অধিকার বলে
খ. কুরবানি আদায় হবে না বলে
গ. আত্মীয় স্বজন রাগ. করবে বলে
ঘ. ঈদের খুশিতে সবাইকে শরিক. রাখবে বলে
শিখনফল : উত্তর চরিত্র সম্পর্কে জানতে পারব।
৭৭. তুমি তোমার সহপাঠীরও গীবত করবে না। কারণ-
ক. তোমার সহপাঠী শুনে ফেলবে বলে
খ. শিক্ষক. তোমাকে মারবে বলে
গ. সহপাঠীরা তোমাকে খারাপ জানবে বলে
ঘ. পরনিন্দা করা হারাম বলে
৭৮. তুমি তোমার বন্ধুর সাথে ওয়াদা ভঙ্গ. করবে না। কারণ-
ক. বন্ধু সবাইকে বলে দিবে
খ. বন্ধু তোমাকে লজ্জা দিবে
গ. ওয়াদা ভঙ্গ. করা মারাত্মক. অন্যায় বলে
ঘ. বন্ধুর বাবা-মা জেনে ফেলবে বলে
৭৯. আখলাক. বলতে বুঝায়-
ক. ভালো চরিত্রকে
খ. নামাজ, রোযা আদায় করাকে
গ. ঘর বাড়ি পরিষ্কার রাখাকে
ঘ. প্রচুর টাকা পয়সা দান করাকে
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।