শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | অধ্যায় ৫ম | বহুনির্বাচনি ৮১-১৫০ | PDF : চতুর্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টির ৫ম অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
নবি ও রাসুলগণের পরিচয় ও জীবনাদর্শ
৮১. আদ জাতির ওপর লাগাতার কয় রাত ও কয় দিন ঘূর্ণিঝড় হয়েছিল? চ
ক. ৭ রাত ৮ দিন
খ. ৬ রাত ৭ দিন
গ. ৮ রাত ৭ দিন
ঘ. ৭ দিন ৮ রাত
৮২. আদ জাতিকে নিয়ে হযরত হুদ (আ.) পরে কোথায় চলে গিয়েছিলেন?
ক. মক্কায়
খ. মদিনায়
গ. মাদইয়ানে
ঘ. মিশরে
৮৩. আদজাতিকে ধ্বংস করা হয়েছিল কীভাবে?
ক. ঘূর্ণিঝড় দ্বারা
খ. সিডর দ্বারা
গ. ভূমিকম্প দ্বারা
ঘ. বীকট শব্দ দ্বারা
হযরত সালিহ (আ.)
৮৪. সামুদ জাতির প্রধান শহরের নাম কী ছিল?
ক. মাদায়ান
খ. মক্কা
গ. হিজর
ঘ. মদিনা
৮৫. সামুদ জাতি সম্পদ ও শক্তির কারণে কাকে ভুলে গিয়েছিল?
ক. মহান আল্লাহকে
খ. হযরত সালিহ (আ.)-কে
গ. হযরত হুদ (আ.)-কে
ঘ. হযরত ইবরাহীম (আ.)-কে
৮৬. ভীষণ শব্দ ও ভ‚মিকম্পে কারা ধ্বংস হয়েছিল?
ক. আদ জাতি
খ. সামুদ জাতি
গ. লূত জাতি
ঘ. অন্য জাতি
৮৭. সামুদ জাতি কার বংশধর?
ক. হিশাম
খ. সাম
গ. কাবিল
ঘ. কেনান
৮৮. হিজর শহরটি বর্তমানে কী নামে পরিচিত?
ক. মাদায়েনে সালিহ
খ. মাদায়েনে শুআইব
গ. মাদায়েনে মুসা
ঘ. মাদায়েনে কাতুরা
৮৯. হযরত সালিহ (আ.)-এর জাতির নাম কী ছিল?
ক. সামুদ
খ. আদ
গ. লূত
ঘ. সাবা
৯০. সামুদ জাতি কেন ধ্বংস হয়েছিল?
ক. আল্লাহর প্রতি ইমান না আনার কারণে
খ. আজাবের কথা না জানার কারণে
গ. আপোষে মিল না থাকার কারণে
ঘ. পর্যাপ্ত জিনিসপত্র না থাকার কারণে
হযরত ইসহাক. (আ.)
৯১. হযরত ইসহাক. (আ.) হযরত ইবরাহীম (আ.)-এর কততম পুত্র ছিলেন? চ
ক. ২য় পুত্র
খ. ৩য় পুত্র
গ. ৪র্থ পুত্র
ঘ. ৫ম পুত্র
৯২. হযরত ইসহাক. (আ.)-এর পুত্রের নাম কী?
ক. হযরত ইয়াকুব (আ.)
খ. হযরত লূত (আ.)
গ. হযরত ইউসা (আ.)
ঘ. হযরত ইউছুফ (আ.)
৯৩. হযরত ইসহাক. (আ.)-এর মায়ের নাম কী?
ক. হযরত মরিয়ম (আ.)
খ. হযরত সফুরা (রা)
গ. হযরত হাযেরা (রা)
ঘ. হযরত সাবা (রা)
৯৪. ইসহাক. (আ.) কত বছর বয়সে বিয়ে করেন?
ক. ৫০ বছর
খ. ৬০ বছর
গ. ৪০ বছর
ঘ. ৭০ বছর
৯৫. হযরত ইসহাক. (আ.) কত বছর বয়সে ইন্তিকাল করেন?
ক. ১৮৫ বছর
খ. ১৮৬ বছর
গ. ১৮৭ বছর
ঘ. ১৮৮ বছর
৯৬. হযরত ইয়াকুব (আ.)-এর পিতার নাম কী ছিল? চ
ক. হযরত ইসহাক. (আ.)
খ. হযরত ইসমাইল (আ.)
গ. হযরত আইয়ুব (আ.)
ঘ. হযরত ইউনুস (আ.)
হযরত লূত (আ.)
৯৭. মৃত সাগর কোথায় অবস্থিত?
ক. পূর্ব জর্দান ও ফিলিস্তিনে
খ. পূর্ব ইরাক. ও জর্ডানে
গ. পূর্ব জর্দান ও মিশরে
ঘ. পূর্ব জর্দান ও ইয়ামেনে
৯৮. হযরত লূত (আ.)-এর পিতার নাম কী? চ
ক. হারান
খ. আবদুল্লাহ
গ. ইসহাক.
ঘ. ইমরান
৯৯. হযরত ইবরাহীম (আ.) কাকে নিজের পুত্রের মতো লালন-পালন করছিলেন? জ
ক. ইযরত ইসহাক. (আ.)-কে
খ. হযরত ইসমাঈল (আ.)-কে
গ. হযরত লূত (আ.)-কে
ঘ. হযরত ইউসুফ (আ.)-কে
১০০. হযরত ইবরাহীম (আ.) কাকে নিজের ওয়ারিস মনে করতেন?
ক. লূত (আ.)-কে
খ. ইসহাক. (আ.)-কে
গ. ইউসুফ (আ.)-কে
ঘ. ইমরান (আ.)-কে
১০১. হযরত লূত (আ.)-কে সত্য দীন প্রচারের জন্য কোথায় পাঠানো হয়েছিল?
ক. মক্কা ও মদিনায়
খ. মিশর ও কায়রোতে
গ. সাদুম ও আমুরায়
ঘ. ইরাক. ও ফিলিস্তিনে
১০২. সামুদ সম্প্রদায় কেমন ছিল?
ক. ঝগড়াটে
খ. মিতব্যয়ী
গ. অতিবিলাসী
ঘ. হিংসুটে
১০৩. পূর্ব জর্দান ও ফিলিস্তিনের মধ্যে একটি বিখ্যাত ও বিশাল জলাশয় দেখা যায়, জলাশয়টির নাম কী? জ
ক. আরব সাগর
খ. লোহিত সাগর
গ. মৃত সাগর
ঘ. ভূ-মধ্যসাগর
১০৪. সামুদ জাতিকে কীভাবে ধ্বংস করা হয়েছিল? জ
ক. বাতাসের দ্বারা
খ. বন্যা ও খরার দ্বারা
গ. বিকট শব্দ ও পাথর বৃষ্টির দ্বারা
ঘ. ভ‚মিকম্পের দ্বারা
হযরত শুয়াইব (আ.)
১০৫. হযরত শুয়াইব (আ.)-এর সাথে কোন নবির আত্মীয়তার সম্পর্ক. ছিল? চ
ক. হযরত লূত (আ.)-এর
খ. হযরত ইসমাঈল (আ.)-এর
গ. হযরত ইসহাক. (আ.)-এর
ঘ. হযরত ইউনুস (আ.)-এর
১০৬. মাদয়ান কীসের নাম?
ক. জাতি ও দেশের নাম
খ. জাতি ও শহরের নাম
গ. গ্রাম ও নদীর নাম
ঘ. সমুদ্র ও মরুভ‚মির নাম
১০৭. মাদয়ানের বাসিন্দারা কেমন ছিল?
ক. গরিব
খ. ধনী
গ. অপচয়ী
ঘ. মিতব্যয়ী
১০৮. হযরত শুয়াইব (আ.)-এর স¤প্রদায় কীসের পূজা করত?
ক. অগ্নিপূজা
খ. পাথরপূজা
গ. মূর্তিপূজা
ঘ. বৃক্ষপূজা
১০৯. হযরত শুয়াইব (আ.) কোথায় ইন্তিকাল করেন?
ক. ফিলিস্তিনে
খ. ইরাকে
গ. সামে
ঘ. হাযরামাওতে
১১০. হযরত মূসা (আ.) কত বছর যাবৎ হযরত শুয়াইব (আ.) আশ্রয়ে ছিলেন? চ
ক. ১০ বছর
খ. ১৫ বছর
গ. ২০ বছর
ঘ. ২৫ বছর
১১১. হযরত শুয়াইব (আ.)-কে তাঁর চমৎকার বক্তৃতার জন্য কী বলা হতো? ছ
ক. ইমামুল আম্বিয়া
খ. খতিবুল আম্বিয়া
গ. আমিমুল আম্বিয়া
ঘ. আখিরী আম্বিয়া
১১২. হযরত ইবরাহীম (আ.)-এর তৃতীয় স্ত্রী নাম কী ছিল?
ক. কাতুরা
খ. সফুরা
গ. হাজেরা
ঘ. সারা
১১৩. আসহাবে মাদয়ান কীসের পূজা করত?
ক. মূর্তির
খ. তারকার
গ. সূর্যের
ঘ. বৃক্ষের
১১৪. হযরত শুয়াইব (আ.) কাদের নিকট প্রেরিত হয়েছিলেন?
ক. আসহাবে মাদয়ান
খ. আসহাবে কাহফ
গ. আসহাবে মদিনা
ঘ. আসহাবে সুফফা
হযরত ইলিয়াস (আ.)
১১৫. হযরত ইলিয়াস (আ.) কোন দেশের বাসিন্দাদের হিদায়াতের জন্য প্রেরিত হয়েছিলেন?
ক. ইরাকের
খ. ইসরাইলের
গ. শামের
ঘ. সিরিয়ার
১১৬. হযরত ইলিয়াস (আ.) কোথায় জন্মগ্রহণ করেন?
ক. জর্দানের আলআদে
খ. ইরাকের বসরায়
গ. ফিলিস্তিনের মাদয়ানে
ঘ. মিশরের কায়রোতে
১১৬. হযরত ইলিয়াস (আ.)-এর দ্বীন প্রচারের শহর কোনটি ছিল?
ক. মাদয়ান
খ. ফিলিস্তিন
গ. বালাবাক্কু
ঘ. হাযরামাওত
১১৭. হযরত ইলিয়াস (আ.) কার বংশধর ছিলেন?
ক. হযরত মূসা (আ.)-এর
খ. হযরত হারুন (আ.)-এর
গ. হযরত লূত (আ.)-এর
ঘ. হযরত শুয়াইব (আ.)-এর
১১৮. বা’ল দেবতা কোন স¤প্রদায়ের প্রধান মূর্তি ছিল?
ক. ইসরাইলি
খ. কিবতী
গ. লূত
ঘ. আদ
১১৯. হযরত ইলিয়াস (আ.) কার স্থলাভিষিক্ত হন? জ
ক. হযরত শুয়াইব (আ.)-এর
খ. হযরত লূত (আ.)-এর
গ. হযরত হিযকীল (আ.)-এর
ঘ. হযরত মূসা (আ.)-এর
১২০. হযরত ইলিয়াস (আ.)-এর সময়ে ইসরাইলের শাসনকর্তা কে ছিলেন? ছ
ক. ওলীদ
খ. আখিব
গ. নমরুদ
ঘ. ফিরআউন
হযরত যুলকিফল (আ.)
১২১. যুলকিফল অর্থ কী?
ক. সম্পদ রক্ষাকারী
খ. দায়িত্ব অবহেলাকারী
গ. প্রতিজ্ঞা রক্ষাকারী
ঘ. প্রতিজ্ঞা ভঙ্গকারী
১২২. কোন নবি কখনো রাগ. করতেন না?
ক. হযরত হারুন (আ.)
খ. হযরত শুয়াইব (আ.)
গ. হযরত হিযকীল (আ.)
ঘ. হযরত যুলকিফল (আ.)
১২৩. ইবলিস শয়তান এক. মজলুম বৃদ্ধের বেশে কার ধৈর্যচ্যুতির চেষ্টা করল?
ক. হযরত মূসা (আ.)-এর
খ. হযরত শুইয়াব (আ.)-এর
গ. হযরত হিযকীল (আ.)-এর
ঘ. হযরত যুলকিফল (আ.)-এর
১২৪. হযরত যুলকিফল (আ.)-এর মধ্যে কয়টি বিশেষ গুণ ছিল?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
হযরত যাকারিয়া (আ.)
১২৫. হযরত যাকারিয়া (আ.) কোন নবির বংশধর ছিলেন?
ক. হযরত ইউসুফ (আ.)-এর
খ. হযরত ইউনুস (আ.)-এর
গ. হযরত সুলায়মান (আ.)-এর
ঘ. হযরত মূসা (আ.)-এর
১২৬. হযরত ঈসা (আ.)-এর মাতা মরিয়মের অভিভাবক. কে ছিলেন?
ক. হযরত যাকারিয়া (আ.)
খ. হযরত ইউসুফ (আ.)
গ. হযরত মূসা (আ.)
ঘ. হযরত যুলকিফল (আ.)
১২৭. হযরত মরিয়মের মাতার নাম কী?
ক. হান্না
খ. সফুরা
গ. আছিয়া
ঘ. খাদিজা
১২৮. ইহুদিরা কাকে গাছসহ দ্বিখণ্ডিত করেছিল?
ক. হযরত যাকারিয়া (আ.)-কে
খ. হযরত যুলকিফল (আ.)-কে
গ. হযরত ইউসুফ (আ.)-কে
ঘ. হযরত ইমরান (আ.)-কে
১২৯. কে ইবাদতখানার ইমাম ও মতোয়াল্লী ছিলেন?
ক. হযরত যাকারিয়া (অ)
খ. হযরত ঈসা (আ.)
গ. হযরত মূসা (আ.)
ঘ. হযরত হারুন (আ.)
১৩০. কাকে মহান আল্লাহ পুত্রসন্তানের সুসংবাদ দিয়েছিলেন?
ক. হযরত যাকারিয়া (আ.)-কে
খ. হযরত ইবরাহীম (আ.)-কে
গ. হযরত ঈসা (আ.)-কে
ঘ. হযরত ইয়াকুব (আ.)-কে
১৩১. ফিরআউন ও তার দলবলের অত্যাচারে মূসা (আ.) কোন দেশে চলে গিয়েছিলেন?
ক. মাদয়ানে
খ. সিরিয়ায়
গ. হাযরামাওতে
ঘ. ফিলিস্তিনে
১৩২. হযরত যাকারিয়া (আ.) কোন স¤প্রদায়ের নবি ছিলেন?
ক. বনি ইসরাইলের
খ. বনু কোরায়জার
গ. বনু তায়িমের
ঘ. বনি জোরহামের
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
যোগ্যতাভিত্তিক
শিখনফল: নবি রাসূলগণের প্রেরণ সম্পর্কে জানতে পারব।
১৩৩. আল্লাহতায়ালা অনেক. নবি রাসুল পাঠিয়েছেন কেন?
ক. মানুষের অবস্থার পরিবর্তনের জন্য
খ. সামাজিক. অবস্থার পরিবর্তনের জন্য
গ. মানুষকে আল্লাহর ইবাদতের নিয়মকানুন শিখানোর জন্য
ঘ. মানুষকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করার জন্য
১৩৪. মহানবি (স.)-এর আদর্শ অনুসরণ করে তুমি কী করবে?
ক. সদা সত্য কথা বলবে
খ. নিজের মান-সম্মান ঠিক. রাখবে
গ. সর্বদা নিজ কাজে ব্যস্ত থাকবে
ঘ. সর্বদা নিজ ঘরেই অবস্থান করবে
১৩৫. আমাদের নবি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। কারণ-
ক. তার পর আর কোনো নবি রাসুল আসবে না বলে।
খ. তার উপর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব নাযিল হয়েছে বলে।
গ. তিনি কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেছেন বলে।
ঘ. তিনি আরবের সর্বশ্রেষ্ঠ রমনীকে বিবাহ করেন বলে।
১৩৬. নবুয়ত লাভের পর মহানবি (স.) কী করতে থাকলেন?
ক. দলগঠন করতে লাগলেন
খ. ধন-সম্পদ জমা করতে লাগলেন
গ. লোকদেরকে দাওয়াত দিতে থাকলেন
ঘ. নিজের সুখ. শান্তির চিন্তা করতে লাগলেন
শিখনফল: হযরত মূসা (আ.) সম্পর্কে জানতে পারব।
১৩৭. ফুটফুটে মায়াভরা চেহারার শিশুটিকে দেখে ফিরআউনের স্ত্রী হযরত আছিয়া কী করেছিলেন? জ
ক. ফিরআউনকে খবর দিয়েছিলেন
খ. রাজদরবারে ঘোষনা দিয়েছিলেন
গ. শিশুটিকে কোলে তুলে নিয়েছিলেন
ঘ. ফিরআউনের ভয়ে লুকিয়ে ফেলেছিলেন
১৩৮. হযরত মূসা (আ.) স্ত্রী সফুরা ও মেস-বকরির পাল নিয়ে মিশরে যাত্রা শুরু করলেন কেন? চ
ক. মায়ের সাথে দেখা করার জন্য
খ. ফিরআউনের সাথে যুদ্ধ করার জন্য
গ. আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য
ঘ. নিজের সম্পদ উদ্ধার করার জন্য
১৩৯. হযরত মূসা (আ.) তুর পাহাড়ে গিয়েছিলেন কেন?
ক. আল্লার নির্দেশে
খ. আগুনের প্রয়োজনে
গ. বনিইসরাইলের নির্দেশে
ঘ. ফিরআউনের ভয়ে
১৪০. হযরত মূসা (আ.)-কে কালিমুল্লাহ বলা হয় কেন?
ক. তাওরাত কিতাব লাভ করেছেন বলে
খ. আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন বলে
গ. ফিরআউনকে দাওয়াত দিয়েছিলেন বলে
ঘ. তিনি অনেক. শক্তিশালী ছিলেন বলে
১৪১. হযরত মূসা (আ.) মিশর থেকে মাদায়েন এসেছিলেন কেন?
ক. সফুরাকে বিয়ে করার জন্য
খ. হযরত শুয়াইব (আ.)-এর বক্তৃতা শুনার জন্য
গ. ফিরআউনের গ্রেফতারি পরওয়ানা থেকে বাঁচার জন্য
ঘ. ধনসম্পদ কামাই করার জন্য
শিখনফল: আদ ও সামুদ জাতির ধ্বংসের কারণ জানতে পারব।
১৪২. আদজাতিকে আল্লাহতায়ালা ধ্বংস করেছিলেন কেন?
ক. অহংকারী ও অত্যাচারীর কারণে
খ. সম্পদ ও শক্তির অহংকারের কারণে
গ. শিরক. ও মূর্তি পুজার কারণে
ঘ. পরস্পর হিংসার কারণে
১৪৩. সামুদ জাতি আল্লাহকে ভুলে গিয়েছিল কেন?
ক. সম্পদ বৃদ্ধির কারণে
খ. শক্তি বৃদ্ধির কারণে
গ. সুখ-শান্তির বৃদ্ধির কারণে
ঘ. সম্পদ ও শক্তির অহংকারের কারণে
শিখনফল: হযরত ইবরাহীম (আ.) ও লূত (আ.) এর সম্পর্কে জানতে পারব।
১৪৪. হযরত ইবরাহীম (আ.) হযরত লূত (আ.) কে নিজের ওয়ারিস মনে করতেন কেন?
ক. নিজের কোনো পুত্র সন্তান ছিল না বলে
খ. ইবরাহীম (আ.)-এর উপর ইমান এনেছিলে বলে
গ. তাঁর সাথে হিজরত করেছিলেন বলে
ঘ. ছোট বেলা তার বাবা মারা গিয়েছিলেন বলে
শিখনফল: হযরত শুআইব (আ.) সম্পর্কে জানতে পারব।
১৪৫. হযরত শুআইব (আ.)-কে খতিবুল আম্বিয়া বলা হয় কেন?
ক. তিনি সমস্ত আম্বিয়াদের খতিব ছিলেন বলে
খ. তিনি চমৎকার বক্তৃতা দিতে পারতেন বলে
গ. তিনি চমৎকার তিলাওয়াত করতে পারতেন বলে
ঘ. তিনি বংশগতভাবে খতিব ছিলেন বলে
শিখনফল: জুয়া খেলার কুফল সম্পর্কে জানতে পারব।
১৪৬. জুয়া খেলা মারাত্মক. অপরাধ কেন?
ক. এর কারণে সুসম্পর্ক. নষ্ট হয় বলে
খ. এর কারণে সময়ের অপচয় হয় বলে
গ. মানুষ দিন দিন দরিদ্র হয় বলে
ঘ. মানুষের মেধা শক্তি নষ্ট হয় বলে
শিখনফল : ‘হিলফুল ফুজুল’ গঠন সম্পর্কে জানতে পারব।
১৪৭. ‘হিলফুল ফুজুল’ গঠনের উদ্দেশ্যে কী ছিল/কেন গঠন করা হয়েছিল?
ক. মানুষের দুঃখ-কষ্ট দূর করার জন্য
খ. অসহায় মানুষকে আর্থিক. সাহায্য করার জন্য
গ. সমাজের মানুষকে বিচ্ছিন্ন করার জন্য
ঘ. ধনী ও গরিবের মাঝে বৈষম্য তৈরি করার জন্য
১৪৮. মহানবি (স.) প্রথম তিন বৎসর গোপনে ইসলাম প্রচার করেছেন কেন?
ক. তার আত্মীয় স্বজন পছন্দ করেন না বলে
খ. আল্লাহপাকের নির্দেশ ছিল না বলে
গ. মক্কার কাফেররা জেনে যাবে বলে
ঘ. কাফেররা প্রকাশ্য বাধা দিবে বলে
শিখনফল : লূত (আ.) এর কওম সম্পর্কে জানতে পারব।
১৪৯. আল্লাহতায়ালা লূত (আ.)-এর কওমের নিকট ফেরেশতা পাঠিয়েছিলেন কেন?
ক. কাওমকে দাওয়াত দেওয়ার জন্য
খ. নাফরমান স¤প্রদায়কে ধ্বংস করার জন্য
গ. সুসংবাদ দেওয়ার জন্য
ঘ. লূত (আ.) কে সতর্ক. করার জন্য
শিখনফল : মহানবি (স.) এবং তাঁর ক্ষমা সম্পর্কে জানতে পারব।
১৫০. মহানবি (স.) নিজের কাজ নিজেই করতেন কেন?
ক. টাকা পয়সার স্বল্পতার কারণে
খ. ঘরে কাজের লোক. ছিল না বলে
গ. কাজ করলে সকলে ভালোবাসে বলে
ঘ. আল্লাহ পাক. তাকে ভালোবাসেন বলে
১৫১. মহানবি (স.)-এর ক্ষমার আদর্শে মুগ্ধ হয়ে মক্কাবাসী কী করেছিল?
ক. শান্তি চুক্তি করেছিল
খ. ইসলাম গ্রহণ করেছিল
গ. সম্পদ ভাগাভাগি করেছিল
ঘ. বিজয় উৎসব করেছিল
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।