শ্যামলী পরিবহনের অনলাইনে টিকিট লিংসহ ।। এই পোস্টে শ্যামলী পরিবহন অনলাইন টিকিট দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। শ্যামলী পরিবহন বাংলাদেশের একটি অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের কলকাতা, আগরতলা, শিলিগুড়ি, শিলং ও গৌহাটিতে নিয়মিত যাত্রী পরিবহন করে সংস্থাটি।
এই পরিবহন এসি ও নন এসি যাত্রী সেবা চালু করেছে। এসি বাসের যাতায়াত টিকেট মূল্য নন এসি বাসের থেকে বেশি। বাংলাদেশের বিভিন্ন শহরে এই বাস চলাচল করে।
যাত্রী সুবিধার্থে দেশের সকল বিভাগেই বেশ কয়েকটি করে টিকেট কাউন্টার তৈরি করেছে। এই পোস্টে সেই সকল কাউন্টারের নাম, ঠিকানা ও যোগাযোগের নাম্বার শেয়ার করেছি। অগ্রিম টিকিট সংগ্রহ করতে এই সব কাউন্টার নাম্বারের যোগাযোগ করবেন। এছাড়া অনলাইন থেকে শ্যামলী বাসের সকল কাউন্টারের টিকেট সংগ্রহ করতে পারবেন।
- সাকুরা পরিবহন বাসের সকল কাউন্টার নাম্বার
- হানিফ পরিবহন টিকিট অনলাইনে
- গোল্ডেন লাইন পরিবহন টিকিট অনলাইন
শ্যামলী পরিবহন অনলাইন টিকিট
বাংলাদেশে ই টিকেট ব্যবস্থা চালু হয়েছে। যার মাধ্যমে খুব সহজে নাস, ট্রেন এর টিকেট কম সময়ের মধ্যে সংগ্রহ করা যায়। অনলাইন পদ্ধতিতে শ্যামলী পরিবহনের যাত্রী টিকেট বিক্রি করা হয়। এই টকিতের দাম কিছু বেশি মূল্য ক্রয় করতে হবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেকোনো কাউন্টারের অনলাইন টিকেট পাওয়া যায়।
তাই টিকেট ক্রয় করতে https://www.shyamoliparibahan-bd.com/ এই ওয়েবসাইট টি ভিজিট করবেন। অথবা এ টিকেট থেকে শ্যামলী পরিবহন অনলাইন টিকিট ক্রয় করবেন।
শ্যামলী পরিবহন টিকিট মূল্য
যাতায়াত ঠিকানা অনুযায়ী শ্যামলী পরিবহন টিকিট মূল্য নির্ধারন করা হয়েছে। বাংলাদেশের সকল জেলায় শ্যামলী পরিবহন চলাচল করে থাকে। এক এক কাউন্টার থেকে এই বাসের ভাড়া এক এক রকম। নিচে বিভিন্ন কাউন্টারের শ্যামলী বাসের ভাড়া তালিকা দেওয়া আছে। এই তালিকা থেকে সকল কাউন্টারের যাত্রী ভাড়া দেখেনিন।
- ঢাকা- চিটাগং- ঢাকা। ভল্ভো বাস ভাড়া ৯০০-১০০০ টাকা
- স্ক্যানিয়া বাস ভাড়া ১১৫০-১৩০০ টাকা। ডাবল ডেক বাস ভাড়া ১৩০০-১৫০০ টাকা।
- ঢাকা- কক্সবাজার – ঢাকা। ভল্ভো বাস ভাড়া ১৪০০-১৫০০ টাকা
- স্ক্যানিয়া বাস ভাড়া ১১৫০-১৩০০ টাকা। ডাবল ডেক বাস ভাড়া ১৩০০-১৫০০ টাকা।
- ঢাকা- সিলেট – ঢাকা। ভল্ভো বাস ভাড়া ৮০০-১০০০ টাকা
- স্ক্যানিয়া বাস ভাড়া ১০০০-১২০০ টাকা। ডাবল ডেক বাস ভাড়া ১২০০-১৩০০ টাকা।
- ঢাকা- বেনাপোল – ঢাকা। স্ক্যানিয়া বাস ভাড়া ১১০০-১৩০০ টাকা।
- ঢাকা- খুলনা – ঢাকা। ভল্ভো বাস ভাড়া ৯০০-১০০০ টাকা।
- স্ক্যানিয়া বাস ভাড়া ১৮০০-২০০০ টাকা। ডাবল ডেক বাস ভাড়া ২০০০-২২০০ টাকা।
- ঢাকা- টেকনাফ – ঢাকা। ভল্ভো বাস ভাড়া ৯০০-১০০০ টাকা
- ঢাকা-বগুড়া-ঢাকা। ভাড়া ৭০০-৯০০ টাকা
- ঢাকা-কলকাতা। ভাড়া ১৫০০-১৮০০ টাকা।
- ঢাকা- রংপুর- ঢাকা। ভাড়া ১০০০-১২০০ টাকা
- ঢাকা-বরিশাল- ঢাকা। ভাড়া ৭০০-৯০০ টাকা।
- ঢাকা- রাজশাহী – ঢাকা। ভাড়া ১০০০-১২০০ টাকা।
শ্যামলী পরিবহনের এসি ও নন এসি বাসের ভাড়া
শ্যামল পরিবহনের এসি ও নন এসি বাসের ভাড়া পার্থক্য রয়েছে। এখানে শ্যামলী পরিবহনের এসি ও নন এসি বাসের ভাড়া দেওয়া আছে। এখান থেকে এসি বাসের ভাড়া এবং নন এসি বাস ভাড়া কত টাকা তা দেখেনিন।
গন্তব্য | ভাড়া | |
এসি | নন এসি | |
কক্সবাজার | ১১৫০ | ৭০০ |
চট্টগ্রাম | ৭৫০ | ৪৩০ |
খাগড়াছড়ি | – | ৫২০ |
বান্দরবান | ৭৫০ | ৫৫০ |
রাঙামাটি | ৭৫০ | ৫৪০ |
রংপুর | – | ৫০০ |
দিনাজপুর | – | ৫০০ |
নওগাঁও | – | ৪২০ |
বগুড়া | – | ৩৫০ |
হিলি | – | ৪৫০ |
গাইবান্ধা | – | ৪৫০ |
পাবনা | ৪৫০ | ৩৭০ |
কলকাতা | ১৫০০ | – |
শিলিগুড়ি | ১৩০০ | – |
আগরতলা | ৩০০ | – |
সিলেট | – | ৪৫০ |
মৌলভীবাজার | – | ৩৫০ |
বিয়ানীবাজার | – | ৪৫০ |
রাজশাহী | – | ৪২০ |
শ্যামলী পরিবহন কাউন্টার নাম্বার ও ঠিকানা
বাংলাদেশে কয়েকটি শাখায় শ্যামল বাসের টিকেট কাউন্টার রয়েছে। এখানে সি সকল কাউন্টারের ঠিকানা ও তাদের যোগাযোগের নাম্বার শেয়ার করেছি। এই নাম্বার গুলো থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। নিচে থেকে সকল জেলার শ্যামলী পরিবহনের কাউন্টার দেখেনিন।
শ্যামলী পরিবহন ঢাকা
ঢাকা বিভাগের ভিতরে কয়েক টি শ্যামলী কাউন্টার রয়েছে। তাদের এই কাউন্টারের ঠিকানা ও নাম্বার গুলো এখানে দেওয়া আছে। ধা বিভাগ থেকে শ্যামলী বাস কাউন্টার খুঁজে থাকলে এই ঠিকানায় যোগাযোগ করুন।
- ১। টেকনিক্যাল-গাবতলী কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 01865068922
- ২। আসাদ গেটের কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 01714619173. বলুন: 02-8124881, 02-9124514
- ৩। কোলিয়ানপুর -১ কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-8091161
- ৪। কোলিয়ানপুর -২ কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-9003331, 02-8034275, 02-8360241, এবং 02-8091162
- ৫। কল্যাণপুর অফিস, দক্ষিণ কল্যাণপুর 12, মিরপুর রোড-ঢাকা: 01716478951, 02-9003331
- ৬। পান্থপথ অফিস, রাসেল স্কয়ার ফোন বাঁকছে: 02-9102082, 01711040881
- ৭। পান্থপথ কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-9112327
- ৮। পান্থপথ অফিস (রাসেল স্কয়ার মোড়) ফোন নম্বর-ঢাকা: 02-9102082, 01711040881
- ৯। কামালপুর কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-48316246
- ১০। উত্তরা কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-7541249, 02-7914336
- ১১। মালিবাগ কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 01865068927
- ১২। ফকিরাপুল কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-7193725
- ১৩। কেপি বিআরটিসি কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-8091183
- ১৪। নর্দা কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-55050218
- ১৫। আব্দুল্লাহপুর কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 01865068930
- ১৬। বিআরটিসি বাস ডিপো, কামালপুর কাউন্টার-ঢাকাঃ 02-58312094, 02-49353882
শ্যামলী পরিবহন চট্টগ্রাম
চট্টগ্রামে অন্তর্ভুক্ত শ্যামলী পরিবহন কাউন্টার নাম্বার ও ঠিকানা এখানে দেওয়া আছে। নিচে থেকে চট্টগ্রাম বিভাগের সকল কাউন্টারের ঠিকানা সংগ্রহ করুন।
- ১। চট্টগ্রাম বাইজড কাউন্টার ফোন নম্বর: 01999-794905
- ২। চট্টগ্রাম একে খান কাউন্টার ফোন নম্বর: 031-43150005
- ৩। চট্টগ্রাম বানাপোল অফিসের কাউন্টার নম্বর: 01724777260
- ৪। চট্টগ্রাম দামপাড়া এসি ফোন নম্বর: 01711-371405, 01911-797140, 031-2866022, 031-286623
- ৫। চট্টগ্রাম কর্নেল হাট কাউন্টার ফোন নম্বর: 01740-997980
- ৬। চট্টগ্রাম স্টেশন রোডের কাউন্টার ফোন নম্বর: 031-2866026
- ৭। চট্টগ্রাম-বিআরটিসি অফিসের কাছে ফোন নম্বর: 01712-585071
- ৮। চট্টগ্রাম BRTC -1 কাউন্টার ফোন নম্বর: 031-2866025
- ৯। চট্টগ্রাম BRTC-2 কাউন্টার ফোন নম্বর: 31-2866024
- ১০। চট্টগ্রাম অলংকার কাউন্টার ফোন নম্বর: 01875-098707
শ্যামলী পরিবহন সিলেট কাউন্টার
- ১। কদমতলী নম্বর কাউন্টার ফোন নম্বর: 01716-036687
- ২। হুমায়ুন রশিদ চাতার ফোন নম্বর: 0447-8880907
- ৩। মাজার গেটের কাউন্টার ফোন নম্বর: 01792-875375
- ৪। কদমতলী নং কাউন্টার ফোন নম্বর: 01726-6870244
- ৫। শহরতলির কাউন্টার ফোন নম্বর: 01913-032228
শ্যামলী পরিবহন আব্দুল্লাহপুর কাউন্টার
আব্দুল্লাহপুর কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 01865068930
শ্যামলী পরিবহন সায়েদাবাদ কাউন্টার
- ১। সায়েদাবাদ কাউন্টার -১ ফোন নম্বর-ঢাকা: 02-7541336
- ২। সায়েদাবাদ কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-7550071
- ৩। সায়েদাবাদ কাউন্টার -৪ ফোন নম্বর-ঢাকা: 02-7541249
- ৪। সায়েদাবাদ কাউন্টার-৭ ফোন নম্বর-ঢাকা: 02-7541953
শ্যামলী পরিবহন খুলনা
- ১। গঙ্গী বুকিং অফিস 01908899624
- ২। ভেরামারা বুকিং অফিসে 01908899625
৩। কর্নেলহাট বুকিং অফিস 01908899630 - ৩। কোইমুলোধন বুকিং অফিস 01908899631
- ৪। অলংকার বুকিং অফিস 01908899635
- ৫। পাবনা অতিরিক্ত 01908899636
শ্যামলী পরিবহন গাবতলী কাউন্টার
- ১। গাবতলী মাজার রোড কাউন্টার নম্বর-ঢাকা : 02-9011100
- ২। গাবতলী কাউন্টার-3 নম্বর-ঢাকা: 01865068925
- ৩। গাবতলী কাউন্টার -৫ নম্বর-ঢাকা: 02-9014359
- ৪। গাবতলী কাউন্টার-6 নম্বর-ঢাকা: 02-9014561
- ৫। গাবতলী এনএস কাউন্টার নম্বর-ঢাকা: 01865068924
- ৬। গাবতলী ভিআইপি কাউন্টার নম্বর-ঢাকা: 02-9002624
শ্যামলী পরিবহন কলাবাগান কাউন্টার
কোলাবাগান কাউন্টার ফোন নম্বর-ঢাকা: +8802-9141047, 01711-130862
শ্যামলী পরিবহন রংপুর কাউন্টার
- রংপুর বুকিং অফিস-01908899603
- গাইবান্ধা বুকিং অফিস – 1-01908899608
- নীলফামারী বুকিং অফিস – 1-01908899609
- রানিশংকাইল বুকিং অফিস-01908899610
- সাইদপুর বুকিং অফিস-01908899604
- ফুলবাড়ি বুকিং অফিস-01908899605
- তিতুলিয়া বুকিং অফিস-01908899614
- বাংলাবান্ধা বুকিং অফিস-01908899615
- কুড়িগ্রাম বুকিং অফিস-01908899616
- নাগেশ্বরী বুকিং অফিস-01908899617
- ভুরুঙ্গামারী বুকিং অফিস_ 01908899618
- কাজীপুর বুকিং অফিস-01908899621
- প্রাগপুর বুকিং অফিস-01908899623
- দিনাজপুর বুকিং অফিস – 1-01908899606
- দিনাজপুর বুকিং অফিস – ২-01908899607
- ঠাকুরগাঁও বুকিং অফিস-01908899612
- পাঁচগর বুকিং অফিস-0190889961
- কুষ্টিয়া বুকিং অফিস-01908899619
শ্যামলী পরিবহন রাজশাহী
- রোহানপুর বুকিং অফিস 01908899592
- চ্যাপাই বুকিং অফিস 01908899590
- আককেলপুর বুকিং অফিস 01908899601
- বোনাপার বুকিং অফিস 01908899602
- নাটোর বুকিং অফিস 01908899593
- নওগাঁ বুকিং অফিস 01908899596
- জয়পুরহাট বুকিং অফিস 01908899597
- হিলি বুকিং অফিস 01908899598
- পাবনা বুকিং অফিস 01908899594
- বগুড়া বুকিং অফিস 01908899595
- রাজশাহী বুকিং অফিস 01908899589
- কানসার্ট বুকিং অফিস 01908899591
শ্যামলী পরিবহন মোবাইল নাম্বার
শ্যামলী পরিবহনের মোবাইল নাম্বার গুলো এখানে দেওয়া আছে। এই নাম্বারে কল করে জরুরি সাহায্য পেতে পারবেন। শ্যামলী পরিবহন সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন। বাসের জন্য অগ্রিম টিকেট বুকিং করতে পারবেন। সকল কাউন্টারের শ্যামলী পরিবহন নাম্বার গুলো এখান থেকে সংগ্রহ করে রাখুন অথবা জেনে রাখুন।
- বগুড়া শতমাথা: ফোন: 01712-29266
- বান্দরবান জেলা: 0361-62560
- মৌলভীবাজার জেলা: 01767-551153
- খুলনা বিভাগের কাউন্টার নাম্বার
- গঙ্গী বুকিং অফিস: 01908899624
- ভেরামারা বুকিং অফিসে: 01908899625
- কর্নেলহাট বুকিং অফিস: 01908899630
- কোইমুলোধন বুকিং অফিস: 01908899631
- অলংকার বুকিং অফিস: 01908899635
- পাবনা অতিরিক্ত: 01908899636
- বগুড়া থন্থোনিয়া এসি: ফোন: 01712-900117
- রংপুর অফিস কাউন্টার: ফোন: 01720498202
- সৈয়দপুর অফিস: 01716-586058
- দিনাজপুর অফিস: 01819120884
- মেহেরপুর জেলা: 01717-385192
- কুষ্টিয়া অফিস: ফোন: 01711-942709
- খাক্রাসুরি জেলা: 01812-059582
- কক্সবাজার টার্মিনাল বুকিং : 01733-144914
- নারায়ণগঞ্জ কাউন্টার : 0671-7642882
- জয়পুরহাট কাউন্টার:01712609662
- রাজশাহী অফিস: 01711-317318
- কুড়িগ্রাম বুড়িমারী: 01716-061774
- ঝিনাইদহ জেলা : 01711-265265
- চাঁপাই নবাব গঞ্জ: ফোন: 01781-61834
- চুয়াডাঙ্গা জেলা: 01963-146448
- কক্সবাজার সমুদ্র স্থান: 01731-629200
- কদমতলী নম্বর 1 কাউন্টার ফোন নম্বর: 01716-036687
- কদমতলী নং 2 কাউন্টার ফোন নম্বর: 01726-6870244
- শহরতলির কাউন্টার ফোন নম্বর: 01913-032228
- হুমায়ুন রশিদ চাতার ফোন নম্বর: 0447-8880907
- মাজার গেটের কাউন্টার ফোন নম্বর: 01792-875375
শ্যামলী পরিবহন রোড ম্যাপ
এখানে শ্যামলী পরিবহন রোড ম্যাপ দেওয়া আছে। প্রতিদিন এই রোড অনুসারে শ্যামলী বাস চলাচল করে থাকে। নিচে থেকে বিভিন্ন রোডের শ্যামলী পরিবহন চলাচল ম্যাপ দেখেনিন।
ঢাকা-চট্টগ্রাম | ঢাকা-খাগড়াছড়ি | ঢাকা-বিয়ানীবাজার | ঢাকা-দিনাজপুর |
ঢাকা-কক্সবাজার | ঢাকা-কাপ্তাই | ঢাকা-চাটোক | ঢাকা-কুষ্টিয়া |
ঢাকা-টেকনাফ | ঢাকা-ফটিকছড়ি | ঢাকা-রাজশাহী | ঢাকা-পাবনা |
ঢাকা-রাঙ্গামাটি | ঢাকা-সিলেট | ঢাকা-নওগন | ঢাকা-গাইবান্ধা |
ঢাকা-বান্দরবান | ঢাকা-সুনামগং | ঢাকা-রংপুর | ঢাকা-জয়পুরহাট |
শ্যামলী পরিবহন যাতায়াত সময় সূচি
শ্যামলী পরিবহন প্রতিদিন ২৪ ঘণ্টা সাতরই সেবা দিয়ে থাকে। তবে স্থান ভিত্তিক এক এক সময়ে বাস চলাচল শুরু হয়। প্রতি টি কাউন্টারে নির্ধারিত সময়ে যাত্রী পরিবহন করা হয়। নিচে ছক আকারে শ্যামলী পরিবহন যাতায়াত সময় সূচি দেওয়া আছে দেখেনিন।
চট্রগ্রাম | কক্সবাজার | সিলেট | খুলনা | রাজশাহী |
সকাল ৭.১৫ মিনিট | সকাল ৯.৩০ মিনিট | সকাল ৭.১৫ মিনিট | সকাল ৭.৩০ মিনিট | সকাল ৮ টা |
সকাল ৮.৩০ মিনিট | রাত ১০.৩০ মিনিট | সকাল ৮.৩০ মিনিট | সকাল ৮.৩০ মিনিটসকাল ১০.১৫ মিনিট | সকাল ৯.৩০ মিনিট |
দুপুর ১২.৩০ মিনিট | রাত ১১.৪৫ মিনিট | সকাল ৯.৩০ মিনিটসকাল ১০.১৫ মিনিট | দুপুর ১২.১৫ মিনিটদুপুর ২.৩০ মিনিট | দুপুর ১২ টাদুপুর ১.৫০ মিনিট |
রাত ১০.৩০ মিনিটরাত ১১.৩০ মিনিট
রাত ১২.১৫ মিনিট |
দুপুর ১২.৩০ মিনিটরাত ১০.৩০ মিনিট
রাত ১১.৩০ মিনিট রাত ১২ টা |
রাত ৯.৩০ মিনিটরাত ১০.৩০ মিনিট | রাত ৯.৩০ মিনিট১১.১৫ মিনিট | |
শ্যামলী পরিবহন হেড অফিসের ঠিকানা
শ্যামলী পরিবহনের একটি হেড অফিস আছে। এই হেড অফিসের মাধ্যমে বাংলাদেশের সকল কাউন্টার পরিচালানা করে থাকে। তাদের সাথে যোগাযোগের জন্যমোবাইল নাম্বার ও হেড অফিসের ঠিকানা এখানে শেয়ার করেছি। জরুরি সকল তথ্য জানতে নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন। তারা আপনাকে যেকোনো সেবা প্রদান করতে প্রস্তুত রয়েছে।
Address: Q9F7+957, Dhaka
website: https://www.shyamoliparibahan-bd.com
Hours: Closed ⋅ Opens 10 AM
Phone: 02-48114649
শেষ কথা
এই পোস্টে শ্যামলী পরিবহন সম্পর্কিত সকল তথ্য শেয়ার করেছি। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে শ্যামলী পরিবহন অনলাইন টিকিট মূল্য, সকল কাউন্টার নাম্বার ও ঠিকানা সম্পর্কে জানতে পেরেছেন। এই রকম ভালো ভালো তথ্য বহুল পোস্ট পেতে আমার সাথেই থাকবেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। সাধারণ জ্ঞান : নিয়োগ পরীক্ষায় বাছাইকৃত প্রশ্নসহ উত্তর