শিক্ষা ও মনুষ্যত্ব | মোতাহের হোসেন চৌধুরী | MCQ প্রশ্নোত্তর | PDF : বাংলা ১ম পত্রের শিক্ষা ও মনুষ্যত্ব গল্পটি হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলা ১ম পত্রের শিক্ষা ও মনুষ্যত্ব গল্পটি হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ নবম-শিক্ষা ও মনুষ্যত্ব
১। মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহন করেন?
(ক) নোয়াখালি (খ) কুমিল্লা
(গ) চট্টগ্রাম (ঘ) ব্রাহ্মনবাড়িয়া
২। মোতাহের হোসেন চৌধুরী কত সালে এম এ পাস করেণ?
(ক) ১৯৪১ (খ) ১৯৪২
(গ) ১৯৪৩ (ঘ) ১৯৪৪
৩। মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?
(ক) লাঙ্গল (খ) শিখা
(গ) দিকদর্শন (ঘ) সওগাত
৪। কোন গ্রন্থটি মোতাহের হোসেন মৃত্যুর পর প্রকাশিত হয়?
(ক) সভ্যতা (খ) বাঙালির কথা
(গ) সুখ (ঘ) সংস্কৃতি কথা
৫। মোতাহের হোসেন চৌধুরী কত তারিখে মৃত্যুবরণ করেণ?
(ক) ১৯৫৬ সালের ১৭ সেপ্টেম্বর
(খ) ১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বর
(গ) ১৯৫৬ সালের ০৭ নভেম্বর
(ঘ) ১৯৭১সালের ১৪ ডিসেম্বর
৬। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হলে জীবসত্তা হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
(ক) উপরের তলা (খ) নিচের তলা
(গ) তৃতীয় তলা (ঘ) চতুর্থ তলা
৭। মানুষের জীবনকে কেমন ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে?
(ক) একচালা (খ) একতালা
(গ) দোচালা (ঘ) দোতালা
৮। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মানবসত্তাকে লেখক ঘরের কোন তলা বলেছেন?
(ক) ওপরের তলা (খ) নিচের তলা
(গ) মাঝের তলা (ঘ) উভয় তলা
৯। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই কোনটি?
(ক) অন্নবস্ত্র (খ) শিক্ষা
(গ) অর্থচিন্তা (ঘ) মনুষ্যত্ব
১০। শিক্ষার আসল কাজ কোনটি?
(ক) জ্ঞান পরিবেশন (খ) মূল্যবোধ সৃষ্টি
(গ) উপার্জনক্ষম করা (ঘ) সংস্কৃতিবান করা
১১। শিক্ষা মানুষকে কোথায় পৌছে দেয়?
(ক) মনুষ্যত্বলোকে (খ) জ্ঞানলোকে
(গ) আনন্দলোকে (ঘ) দিব্যলোকে
১২। শিক্ষার কয়টি দিক আছে?
(ক) দুটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাচটি
১৩। শিক্ষা আমাদের কী শেখায়?
(ক) জীবনকে নির্মোহ করতে (খ) জীবনকে উপভোগ করতে
(গ) জীবনকে গড়ে তুলতে (ঘ) নিজের স্বার্থরক্ষা করতে
১৪। মানুষের অন্তরনিহিত শক্তিও সম্ভাবনা জাগ্রত হয় কীসের মাধ্যমে?
(ক) শিক্ষা (খ) মনুষ্যত্ব
(গ) বিবেক (ঘ) আত্মপ্রকাশ
১৫। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়’-এই বোধটি মানুষের কিসের পরিচায়ক?
(ক) মূল্যবোধের (খ) মনুষ্যত্বের
(গ) শিক্ষার (ঘ) জ্ঞানার্জনের
১৬। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি’-এ উক্তির সমর্থনে লেখক কাদের কথা বলেছেন?
(ক) ধনী ও দরিদ্র (খ) চাষি ও ব্যবসায়ী
(গ) কুলি ও মজুর (ঘ) শিক্ষক ও ছাত্র
১৭। অর্থ চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেয়ার চেষ্টায় সফল হতে হলে করণীয় কাজ কোনটি?
(ক) কঠোর পরিশ্রম
(খ) অর্থ যোগানে পর্যাপ্ত পদক্ষেপ
(গ) মুল্যবোধ সৃষ্টি
(ঘ) লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকা
১৮। প্রচুর অন্ন বস্ত্র পেলে বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ কারাগারকে কী মনে করে?
(ক) স্বর্গতুল্য (খ) খাচা
(গ) নরকতুল্য (ঘ) কারাগার
১৯। মানুষের মনুষ্যত্বের পরিচয় কোনটি?
(ক) প্রতিষ্ঠা অর্জন (খ) মুক্তির বোধ
(গ) ক্ষমতার লোভ (ঘ) শিক্ষা সম্পূর্ণ করা
২০। অন্নবস্ত্রের সমাধান করতে হবে কোন উদ্দেশ্য সাধনের জন্যে?
(ক) ক্ষুৎপিপাসা (খ) জ্ঞানপিপাসা
(গ) মানব মুক্তি (ঘ) আর্থিক মুক্তি
২১। ‘মার ঠেলা হেইও, সাবাস জোয়ান হেইও, আরে জোরে হেইও’-শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে এ ¯েøাগান কীসের?
(ক) সমাজ ব্যবস্থার (খ) শিক্ষা- দীক্ষার
(গ) জীবসত্তার (ঘ) মানবসত্তার
২২। লোভে পাপ, পাপে মৃত্যু- কথাটিকে বুলিমাত্র বলেছেন কোন লেখক?
(ক) প্রমথ চৌধুরী (খ) মোহাম্মদ ওয়জেদ আলী
(গ) কবীর চৌধুরী (ঘ) মোতাহের হোসেন চৌধুরী
২৩। লোভের ফলে মানুষের মৃত্যু ঘটে’Ñলেখকের মতে কোন প্রকারের মৃত্যু?
(ক) জাগতিক (খ) আত্মিক
(গ) মানসিক (ঘ) নৈতিক
২৪। কী দ্বারা মূল্যবোধ সৃষ্টি হয়?
(ক) ইতিহাস (খ) শিক্ষা
(গ) বিজ্ঞার (ঘ) ধর্মীয় জ্ঞান
২৫। শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে?
(ক) বুদ্ধির (খ) মনুষ্যত্বের
(গ) জ্ঞানের (ঘ) নৈতিকতার
২৬। মানবসত্তাকে মনুষ্যত্ব বলা গেলে জীবসত্তার পরিপূরক কোনটি?
(ক) জীবাত্মা (খ) পরমাত্মা
(গ) প্রাণিত্ব (ঘ) মানবাত্মা
২৭। “বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট”-এ উক্তির প্রতিশব্দ কোনটি?
(ক) লেফাফাদুরস্তি (খ) মূল্যবোধ
(গ) অর্থচিন্তা (ঘ) ক্ষুৎপিপাসা
২৮। জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য আমরা কী চাই?
(ক) জ্ঞান (খ) অন্নবস্ত্র
(গ) শিক্ষা (ঘ) স্বধীনতা
২৯। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে অর্থচিন্তার নিগড় বলতে বুঝায়-
i. অন্ন সাধনায় ব্যস্ত ii.জীবসত্তায় বন্দি
iii.মনুষ্যত্ব বিবর্জিত জীবন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
৩০। চাই, চাই, আরো চাই’- এই চাওয়ার কারণ হলো-
i. অর্থচিন্তা দূর করা
ii.অন্নচিন্তার সমাধান করা
iii.জীবসত্তাকে বচিয়ে রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
৩১। মুক্তির আনন্দ পুরোপুরি উপভোগ করা যায় না, যখন মানুষ মগ্ন থাকে-
i. অন্নবস্ত্রের চিন্তায়
ii.শিক্ষা গ্রহনের চিন্তায়
iii.জীবসত্তার চিন্তায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
৩২। অনুভুতির জগতে সে ফতুর হয়ে পড়ে’ এখানে সে বলতে বোঝানো হয়েছেÑ
i. যার শিক্ষার অভাব
ii.যার মূল্যবোধের অভাব
iii.যার আত্মিক মৃত্যু ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
(গ) iii ঘ.i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
সবুর লেখাপড়া শিখেও সারাক্ষণ টাকার পিছনে ছুটছে। ভালো- মন্দ বিচার না করে শুধু টাকা উপার্জন করা তার অন্যতম কাজ।
৩৩। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে অনুসারে সবুরে চরিত্রে কিসের অভার রয়েছে?
(ক) দৃষ্টিভঙ্গির (খ) জীবসত্তার
(গ) মনুষ্যত্বের (ঘ) শিক্ষার
৩৪। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে অনুসারে সবুরের এ মানসিকতার অন্যতম কারণ হলো?
(ক) শিক্ষার অভাব (খ) মনুষ্যত্বের অভাব
(গ) অন্নবস্ত্রের অভাব (ঘ) মৌলিক শিক্ষার অভাব
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
একটি গাছে দু ধরনের ফুল ধরে। দুর্গম ওপরে অমৃত তুল্য। নিচে নাগালের মধ্যে স্বাদযুক্ত। তবে বেশির ভাগ দরকাচা, পোকায় খাওয়া। আমরা অধিকাংশই ওপরের অমৃততুল্য ফলে নাগালই পাই না।
৩৫। উদ্দীপকের ফল গাছটি শিক্ষাও মনুষ্যত্ব প্রবন্ধানুসারে কীসের প্রতীক?
(ক) জীবসত্তার (খ) মানবসত্তার
(গ) সমাজ ব্যবস্থার (ঘ) মানব জীবনের
৩৬। প্রবন্ধ অনুসারে উল্লিখিত ফল বলতে আমরা বুঝি-
i. মূল্যবোধ ii.মনুষ্যত্ব
iii.মুক্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
৩৭। নিগড় ’শব্দের অর্থ কী?
(ক) শিকল (খ) পিঞ্জিরা
(গ) শৃঙ্খলা (ঘ) আধার
৩৮। জীবসত্তা’ কথাটির অর্থ কী?
(ক) মানুষের অস্তিত্ব (খ) ব্যথার অস্তিত্ব
(গ) জীবের অস্তিত্ব (ঘ) আনন্দেরদ অস্তিত্ব
৩৯। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
(ক) সংস্কৃতি কথা (খ) সভ্যতা
(গ) মুখ (ঘ) মনুষ্যত্ব
৪০। মোতাহের হোসেন চৌধুরী মতে শিক্ষার মূল কাজ কী?
(ক) জ্ঞান দান করা (খ) মূল্যবোধ সৃষ্টি
(গ) অর্থ উপার্জন করা (ঘ) শিক্ষিত হওয়া
- আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- বাংলা ১ম: বই পড়া গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- (PDF) পল্লিসাহিত্য কবিতার জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
- SSC-জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সব প্রশ্নের উত্তর | কপোতাক্ষ নদ
- বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- ঝর্ণার গান কবিতার সৃজনশীল ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণি: বিষয়ঃ বাংলা প্রথম পত্র (গদ্য) অধ্যায়ঃ নবম
উত্তর পত্র
১-খ ২-গ ৩-খ ৪-ঘ ৫-খ ৬-খ ৭-ঘ ৮-ক ৯-খ ১০-খ
১১-ক ১২-ক ১৩-খ ১৪-ক ১৫-খ ১৬-ক ১৭-ঘ ১৮-ঘ ১৯-খ ২০-গ
২১-ক ২২-ঘ ২৩-খ ২৪-খ ২৫-খ ২৬-গ ২৭-ক ২৮-খ ২৯-ক ৩০-ঘ
৩১-খ ৩২-গ ৩৩-গ ৩৪-ঘ ৩৫-ঘ ৩৬-ক ৩৭-ক ৩৮-গ ৩৯-ক ৪০-খ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।