রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ফ্রি PDF ও রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ফ্রি PDF সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: অধ্যায় ৫.৭ : হবস, এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও
রচনামূলক প্রশ্নোত্তর, সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ফ্রি PDF
অনার্স প্রথম বর্ষ
বিষয়ঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
অধ্যায় ৫.৭ : লক
বিষয় কোডঃ ২১১৯০৯
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
০৫. জন লকের প্রকৃতির রাজ্য সম্পর্কে ধারণা সংক্ষেপে আলোচনা কর।
অথবা, প্রকৃতির রাজ্য সম্পর্কে জন লকের ধারণা ব্যক্ত কর ।
উত্তর : ভূমিকা : সপ্তদশ শতকের অন্যতম দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী জন লক প্রকৃতির রাজ্য সম্পর্কে বলেছেন, প্রকৃতির রাজ্য হচ্ছে এমন একটি সমাজব্যবস্থা যেখানে মানুষ প্রাকৃতিক অধিকার ভোগ করতো এবং প্রাকৃতিক আইন দ্বারা শাসিত হতো। সেখানে মানুষের যা ইচ্ছা তা করার পূর্ণ স্বাধীনতা ছিল, কিন্তু যদি কেউ প্রাকৃতিক আইন ভঙ্গ করে তার শাস্তির বিধানে কোনো প্রতিষ্ঠান ছিল না।
জন লকের প্রকৃতির রাজ্য সম্পর্কিত ধারণা : ইংরেজ দার্শনিক জন লকের সামাজিক চুক্তিতত্ত্বে প্রকৃতির রাজ্যের ধারণা পাওয়া যায়। জন লক তার পূর্ববর্তী দার্শনিক হবসের সম্পূর্ণ বিপরীত হবসের মতে, প্রকৃতির রাজ্যের মানুষ ছিল স্বার্থপর, লোভী আত্মকেন্দ্রিক। ফলে প্রকৃতির রাজ্যে সর্বদা যুদ্ধাবস্থা বিরাজ করতো ।
অন্যদিকে, জন লকের মতে, প্রকৃতির রাজ্যের মানুষ ছিল সামাজিক ও যুক্তিপ্রবণ এবং প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত সমাজের বাসিন্দা। ফলে সেখানে শান্তি, সৌন্দর্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বিরাজমান ছিল। জন লকের ভাষায় প্রকৃতির রাজ্য হচ্ছে শান্তি, শুভেচ্ছা, পারস্পরিক সহযোগিতা ও প্রতিরক্ষার রাজ্য ।
তিনি আরও বলেন, প্রকৃতির রাজ্যের মানুষ সবরকম সুযোগ সুবিধা ভোগ করতো যদিও কতকগুলো অসুবিধা তাদের চলার ও স্বাচ্ছন্দ্য গতিকে ব্যাহত করতো ।
- আরো পড়ুন:- PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDFডাউনলোড অনার্স রাজনৈতিক হবস: রচনামুলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক হবস: রচনামুলক প্রশ্নোত্তর PDFডাউনলোড
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক হবস: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ডাউনলোড
প্রকৃতির রাজ্যের মানুষ এসব অসুবিধা দূর করার জন্যই একটি চুক্তিতে উপনীত হওয়ার প্রয়াস চালায় । জন লক সামাজিক চুক্তিতত্ত্বের যে ধারণা প্রদান করেন তা সংঘটিত হওয়ার তিনটি কারণই প্রকৃতির রাজ্যে বিরাজমান ছিল বলে মানুষ সামাজিক চুক্তির মতো ঐতিহাসিক ঘটনায় আগ্রহী হয় ।
মূলত প্রকৃতির রাজ্যে তিনটি কারণে সামাজিক চুক্তি সম্পাদন করতে মানুষ সম্মতি প্রদান করে । কারণগুলো হলো-
১. আইনের অস্পষ্টতা ও দ্ব্যর্থহীনতা, ২. নিরপেক্ষ বিচার ব্যবস্থার অভাব এবং ৩. আইনসম্মত ন্যায়বিচারের অভাব। সামাজিক চুক্তি সম্পাদনের যুক্তিতে বিচারহীনতা, নিরপেক্ষ বিচারব্যবস্থার কথা বললেও বাস্তবে জন লক প্রকৃতির রাজ্যের শান্তি ও সৌহার্দপূর্ণ সামাজিক অবস্থা ছিল বলে মত প্রদান করেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাষ্ট্রদর্শনে জন লকের প্রকৃতির রাজ্য এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ধারণা। কল্পিত এ শান্তি ও সৌহার্দপূর্ণ সমাজে কালের ধারাবাহিকতায় কিছু অসুবিধার সম্মুখীনের ফল হলো সামাজিক চুক্তি। কিন্তু বাস্তবে ছিল এ সমাজ প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত শান্ত ও সুন্দর সমাজব্যবস্থা যেখানে মানুষ পূর্ণ স্বাধীনতা ভোগ করতো ।
০৬. মানব প্রকৃতি সম্পর্কে জন লকের ধারণা কী?
অথবা, মানব প্রকৃতি সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা কর।
উত্তর : ভূমিকা : ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের পটভূমিতে যারা রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে মৌলিকত্বের দাবিদার, জন লক তাদের মধ্যে ৫ অন্যতম। তার বাস্তবধর্মী চিন্তাধারা গণতান্ত্রিক সচেতনতা ব্যক্তিস্বতন্ত্র্যবাদ তাকে শ্রেষ্ঠ চিন্তাবিদগণের প্রথম সারিতে দাঁড় করিয়েছে। মানব প্রকৃতি সম্পর্কে লক তার Two Treatises on Civil government’ গ্রন্থের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আলোচনা করেছেন।
মানব প্রকৃতি সম্পর্কে জন লকের ধারণা : জন চলকের মানব প্রকৃতি সম্পর্কে ধারণা তার রাষ্ট্রচিন্তায় এক বিশিষ্ট গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। জন লক মনে করেন, মানুষ হলো লোভলালসা সম্পন্ন ও যুক্তবাদী ধরনের জন লক তার লেখনীতে মানব প্রকৃতির স্বভাবগত কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন।
তিনি সর্বদা ব্যক্তির স্বার্থ ও অধিকারকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়ার জন্য প্রয়াস চালিয়েছেন। তিনি বলেন, প্রত্যেকটা মানুষ সমান ও স্বাধীন। তিনি ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস করতেন এজন্যই রাষ্ট্র গঠনে জন লক ব্যক্তির সর্বোচ্চ সুযোগ সুবিধা ও নিরাপত্তা প্রদানের ওপর জোর গুরুত্বারোপ করেন।
জন লক ও হবস স্বীকার করেন যে, মানুষের মাঝে যুক্তি প্রবণতা পরিলক্ষিত হয়। তিনি মনে করেন, মানুষ তার স্বীয় যুক্তিবোধের মাধ্যমে সকল চাওয়া পাওয়া অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পাদন করতে চায়।
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক সেন্ট অগাস্টিন রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক সেন্ট অগাস্টিন রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF ফ্রি অনার্স: রাজনৈতিক সেন্ট অগাস্টিন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
কিন্তু জন লক মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে যুক্তিই সবচেয়ে বড় জিনিস বলে হবসের চেয়ে বেশি জোর গুরুত্বারোপ করেন। মানুষের মধ্যে লোভ লালসা বর্তমান। কিন্তু যুক্তি প্রয়োগের মাধ্যমে মানুষ সবসময় সেগুলোকে প্রদর্শিত করে ।
সর্বোপরি জন লুক মানব প্রকৃতি সম্পর্কে বিশ্বাস করতেন যে, সমগ্র পৃথিবী ও বিভিন্ন সংগঠন মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছে। মানুষ তাদের জন্য সৃষ্টি হয়নি। তিনি আরও বলেন, “ব্যক্তিজীবনে শান্তি ও সুখ স্বাচ্ছন্দ্য বিধান করার জন্য মানুষ তার যুক্তিবোধ বা চিন্তাশক্তিকে কাজে লাগায়।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মানুষ হলো প্রকৃতিতে স্বার্থ সর্বস্ব, আবেগ, অনুভূতি, সাধনা ও কর্মপ্রয়াসের দ্বারা তাড়িত। উন্নত চরিত্র, শান্ত, আইনানুগ এবং অন্যের প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রদর্শন হলো মানব চরিত্রের বিশেষ গুণ।
জন লকের মতে, “মানুষ স্বাধীন ও যুক্তিবাদী এবং তাদের মধ্যে লোভলালসা বিদ্যমান থাকলেও যুক্তির প্রাধান্যের কাছে তা সর্বদা পরাস্ত হয়। জন লক মানব প্রকৃতির ব্যাখ্যার মাধ্যমে সাম্যনীতি প্রচারপূর্বক গণতন্ত্রের ভিত্তি স্থাপনে প্রচেষ্টা চালিয়েছিলেন।
০৭. জন লকের ব্যক্তিস্বাধীনতার ধারণা মূল্যায়ন কর ।
অথবা, জন লকের ব্যক্তিস্বাধীনতার চিন্তাধারা বিশ্লেষণ কর।
উত্তর : ভূমিকা : ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী ইংরেজ দার্শনিক জন লক ছিলেন একজন মানবতাবাদী যার চিন্তাধারাও ছিল ব্যক্তিকে কেন্দ্র করে। তিনি বলেন, “গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করা কেননা প্রতিটি নাগরিকের সুযোগ সুবিধা এবং নিরাপত্তা বিধানের জন্য রাষ্ট্রের সৃষ্টি।” জন লক তার রাষ্ট্রচিন্তাধারায় ব্যক্তিস্বাধীনতা ও অধিকার সর্বদা সবার উপরে রাখার চেষ্টা করেছেন।
- আরো পড়ুন:-অনার্স: সেন্ট অগাস্টিন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDF ফ্রি)
- আরো পড়ুন:- অনার্স সেন্ট অগাস্টিন: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDF ফ্রি)
- আরো পড়ুন:- (PDF ফ্রি) অনার্স সেন্ট টমাস একুইনাস: রচনামূলক প্রশ্নোত্তর
জন লকের ব্যক্তিস্বাধীনতার ধারণা: ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের পথিকৃৎ, দার্শনিক জন লক ব্যক্তিস্বাধীনতা সম্পর্কে বলেন, “রাষ্ট্র ব্যক্তির সুষ্ঠু বিকাশ, সুখ-দুঃখ এবং নিরাপত্তা বিধানের লক্ষ্যে সৃষ্টি। রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য হলো প্রতিটি নাগরিকের সর্বোচ্চ সুযোগ সুবিধা ও নিরাপত্তা প্রদান করে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করা।
নিম্নে জন লকের ব্যক্তিস্বাধীনতার ধারণা প্রদান করা হলো-
১. জন লকের সম্পত্তি তত্ত্ব : গণতন্ত্রের প্রতিষ্ঠায় এবং রাষ্ট্রদর্শনে জন লক যেসব মতবাদ প্রদান করেছেন তার মধ্যে সম্পত্তি তত্ত্ব অন্যতম । জন লক এ সম্পত্তি তত্ত্বের মাধ্যমে মানুষের জীবন, স্বাধীনতা ও বৈষয়িক সম্পদকে বুঝিয়েছেন।
তার মতে, জনগণের বা নাগরিকের সম্পত্তি রক্ষা করা সরকারের প্রধান লক্ষ্য। আর মানুষ এ লক্ষ্য পূরণের জন্যই প্রকৃতির রাজ্যের সমাজ পরিত্যাগ করে সামাজিক চুক্তির মাধ্যমে কমনওয়েলথ বা রাজনৈতিক সমাজ গঠন করেছিল ।
২. সম্মতি তত্ত্ব সম্পর্কে জন লকের মতবাদ : সম্মতি তত্ত্ব জন লকের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা। জন লক সম্মতি তত্ত্বে উল্লেখ করেছেন, “কোনো শাসকের বৈধতার সম্মতি হচ্ছে শাসিতের সম্মতি।
যে সরকার জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত সেটাই উত্তম সরকার আর যে সরকার জনগণের সম্মতি অর্জনে ব্যর্থ সেটা জনগণের বা শাসিতের আনুগত্য দাবি করার অধিকার রাখে না।”
৩. আইনসভা সম্পর্কে জন লকের মতামত : গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং রাষ্ট্রচিন্তায় জন লক সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, জন লক তার ‘‘Two Treatises on Civil Government” গ্রন্থে উল্লেখ করেছেন, “আইনসভা হলো সার্বভৌম।
কিন্তু তা জনগণের ইচ্ছার বিরোধী হলে জনগণ সে আইনসভা ভাঙার অধিকার রাখে।” অর্থাৎ জন লকের মতে . জনগণের সম্মতির ওপরেই আইনসভার স্থায়িত্ব নির্ভরশীল।
৪. জন লকের সম্পত্তির শ্রম তত্ত্ব মতবাদ : জন লকের সম্পত্তির শ্রম তত্ত্ব মতবাদটি রাষ্ট্রদর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মূলত জন লক নিজেই সম্পত্তির শ্রম তত্ত্বে বিশ্বাসী ছিলেন, তার মতে, “ব্যক্তি বিশেষের শ্রমের ফল হলো সম্পত্তি।”
কেননা শ্রমের সাহায্যে মানুষ সম্পদ উৎপাদন বা সংগ্রহে নিজেকে নিয়োজিত রাখে। যতদিন মানুষ শ্রম দিতে শিখেনি ততদিন সম্পত্তি বলতে কোনো ধারণাও সৃষ্টি হয়নি।
কিন্তু যখনই শ্রম নিয়োগ করতে শিখেছে মানুষ তখন সম্পত্তি সংগ্রহে আত্মনিয়োগ করেছে। জন লক বলেন, কেবল ব্যক্তিগত সম্পত্তিই মানুষের শ্রমের মর্যাদা বৃদ্ধি করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, জন লক যুক্তিবাদী ও রাষ্ট্রদর্শনের অন্যতম প্রবক্তা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানীদের মাঝে অন্যতম। তিনি একমাত্র দার্শনিক যিনি ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের প্রত্যক্ষদর্শী ও সমর্থক ছিলেন।
ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী জন লক রাষ্ট্রের নাগরিকদের সুখ-দুঃখ, নিরাপত্তা প্রদানের ওপর জোর গুরুত্বারোপ করেন বলেই তাকে ব্যক্তিস্বাধীনতার প্রবক্তা হিসেবে আখ্যায়িত করা হয়।
০৮. জন লকের সম্মতি তত্ত্ব আলোচনা কর।
অথবা, জন লকের সম্মতি তত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর : ভূমিকা : সপ্তদশ শতাব্দীর অন্যতম দার্শনিক আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার জনক জন লকের অন্যতম তত্ত্ব হলো তার সম্মতি তত্ত্ব (Theory of Consent)। রাষ্ট্রদর্শনে জন লকের মতবাদ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
জন লকের মতে, যে সরকার জনগণের সম্মতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি সেটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা হতে পারে না। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার গঠনে জনগণের সম্মতির প্রয়োজন অবধারিত।
জন লকের সম্মতি তত্ত্ব : জন লকের সম্মতি তত্ত্ব একটি অন্যতম মতবাদ যা তার রাষ্ট্রচিন্তায় বিশেষ স্থান দখল করে আছে। তার মতে, কোনো শাসকের বৈধতার প্রধান ভিত্তি হলো জনগণের সম্মতি, যে সরকার জনগণের সম্মতিতে গঠিত নয়,
সে সরকার কোনো বৈধ সরকার নয়। এ ধরনের সরকারের বিরোধিতা করার অধিকার জনগণের আছে। তার সম্মতি তত্ত্বের মূল কথাই হলো সরকার জনগণের সম্মতিতে গঠিত হবে এবং তাদের ইচ্ছানুযায়ী শাসনকার্য পরিচালনা করবে।
সম্মতি তত্ত্বের প্রকারভেদ : জন লক তার সম্মতি তত্ত্বে সম্মতিকে মূলত দুই ভাগে ভাগ করেছেন। যথা : ১. প্রকাশ্য সম্মতি এবং ২. মৌন সম্মতি ।
- আরো পড়ুন:- (PDF ফ্রি) অনার্স সেন্ট টমাস একুইনাস: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- অনার্স সেন্ট টমাস একুইনাস: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফ্রি
- আরো পড়ুন:- অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর (ফ্রি PDF)
১. প্রকাশ্য সম্মতি : জন লক এ প্রকার সম্মতিতে দেখিয়েছেন, “যে সম্মতির মাধ্যমে মানুষ প্রকৃতির রাজ্যের অনিয়ম থেকে মুক্তির লক্ষ্যে সরকার গঠন করে তাকে বলা হয় প্রকাশ্য সম্মতি।”
প্রকৃতির রাজ্যের মানুষ প্রাকৃতিক আইন দ্বারা শাসিত হলেও সম্পত্তির অধিকার ভোগ করা নিশ্চিত করতে পারত না, ফলে সম্মতির ভিত্তিতে রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে । আর সেটিই ছিল রাষ্ট্র গঠনের প্রকাশ্য সম্মতি ।
২. মৌন সম্মতি : জন লকের মতে, যখন জনগণের সম্মতির ভিত্তিতে রাষ্ট্র গঠিত হচ্ছিল ঠিক ঐ সময় এক শ্রেণির মানুষ তাদের সম্মতি না জানিয়ে চুপ ছিল কিন্তু তারাও রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করতো। সম্মতি ছাড়া কোনো অধিকার ভোগ করা যায় না, তাই তাদের অধিকার ভোগের পিছনে ছিল তাদের অপ্রকাশ্য বা মৌন সম্মতি ।
সম্মতি তত্ত্বের বৈশিষ্ট্য জন লক তার সম্মতি তত্ত্বের মাধ্যমে জনগণের শাসন বা গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে প্রয়াস চালিয়েছিল। নিম্নে সম্মতি তত্ত্বের কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হলো-
ক. রাষ্ট্রের ভিত্তি : রাষ্ট্রের সৃষ্টি, স্থায়িত্ব ও শাসনব্যবস্থার জন্য সম্মতি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়। কেননা সরকারের বৈধতা নির্ভর করে জনগণের সম্মতির ওপর ।
খ. সম্পত্তি ভোগ : প্রকৃতির রাজ্যের মানুষের সম্পত্তি ভোগের অনিশ্চয়তা থেকে রাষ্ট্রের সৃষ্টি করেছে। কেননা সম্পত্তি ভোগের অধিকার ছিল অনিশ্চিত যার ফলে সম্মতির মাধ্যমে রাষ্ট্র গঠনে প্রকৃতির রাজ্যের মানুষ একত্রিত হয়। জন লক এ ব্যাপারে বলেন, “কারো সম্পত্তির অধিকার যদি স্পর্শ করতে হয় তবে সম্পদের মালিকের সম্মতি ছাড়া সরকার তা করতে পারে না।”
গ. নাগরিকের আনুগত্য : জন লক মনে করতেন নাগরিকদের আনুগত্য নির্ভর করে জনগণের সম্মতির ওপর। কেননা, জনগণই সম্মতির মাধ্যমে সরকারকে বৈধতা প্রদান করে ।
ঘ. রাজনৈতিক অধিকার সংরক্ষণ : মানুষ জন্মগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব। আর মানুষ তার সম্মতির মাধ্যমে সেই সামাজিক অধিকার ভোগ করতে পারে বলে জন লক মনে করতেন ।
ঙ. প্রকাশ্যতা : জন লক জনগণের প্রকাশ্য সম্মতি জ্ঞাপনের পরামর্শ দেন । কেননা জনগণ প্রকাশ্যভাবে সরকারের বিরোধিতা করার ক্ষমতা রাখে বলে তিনি মত দিয়েছেন ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, জন লক বিশ্বাস করতেন, শাসক কখনও সার্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না; বরং সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ যাদের সম্মতিতে সরকার গঠিত হবে।
- আরো পড়ুন:- (ফ্রি PDF) অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর (ফ্রি PDF)
- আরো পড়ুন:-অনার্স এরিস্টটল: রাজনৈতিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (ফ্রি PDF)
জনগণের সম্মতি যে সরকার পায় না সে, সরকার বৈধতাও দাবি করতে পারে না বলে জন লক ব্যাখ্যা করেছিলেন। তিনি এ আলোচনার মাধ্যমে এক ধরনের তত্ত্বের যায় অবতারণা করেন যা তার ‘সম্মতি তত্ত্ব’ বা ”Theory of ‘concent” নামে পরিচিতি লাভ করে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ফ্রি PDF