নবম ও দশম: ব্যাকরণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর-বাংলা ২য় পত্র: ব্যাকরণ অধ্যায়টি বাংলা ২য় পত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। এই অধ্যায়ের গুরুপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা করা হয়েছে ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
নবম ও দশম শ্রেণী: ব্যাকরণ নিয়ে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
০১. (পর্তুগীজ ভাষায়) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. উইলিয়াম কেরী
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. মনুয়েল দ্য আসসুম্ভ সাঁও
০২. (ইংরেজি ভাষায়) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. মি. এন. বি. হ্যালহেড
গ. উইলিয়াম কেরী
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
০৩. (বাংলা ভাষায়) বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?
ক. রামরাম বসু
খ. রামনারায়ণ তর্করত্ন
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাজা রামমোহন রায়
০৪. বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন?
ক. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ. রাজা রামমোহন রায়
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. এনামুল হক
০৫. ‘গৌড়ীয় ব্যাকরণ’ কোনটি?
ক. এন.বি. হ্যালহেড রচিত ব্যাকরণ
খ. ড. সুনীতিকুমার রচিত বাংলা ব্যাকরণ
গ. রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার ব্যাকরণ
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলা ব্যাকরণ
০৬. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
ক. গৌড়ীয় ব্যাকরণ
খ. মাগধীয় ব্যাকরণ
গ. মাতৃভাষার ব্যাকরণ
ঘ. ভাষা ও ব্যাকরণ
০৭. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
ক. ব্যাকরণ মঞ্জরী
খ. আধুনিক বাংলা ব্যাকরণ
গ. A Grammmar of the Bengali Language
ঘ. সরল ভাষাপ্রকাশ বাংলা ব্যাকরণ
০৮. ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা
খ. ভালো অভিনেতা তৈরি করা
গ. দ্রুত লেখা শেখানো
ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
০৯. ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক. বিশেষভাবে বিভাজন
খ. বিশেষভাবে বিশ্লেষণ
গ. বিশেষভাবে বিয়োজন
ঘ. বিশেষভাবে সংযোজন
১০. ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক. ধ্বনি
খ. ভাষা
গ. শব্দ
ঘ. বাক্য
১১. কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন?
ক. ভাষা শিক্ষার জন্য
খ. ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
গ. ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য
ঘ. ভাষার বিকাশের জন্য
১২. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৩. আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৪. প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী?
ক. ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
খ. শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
গ. অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি
ঘ. ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য
১৫. নিচের কোনটি ভাষার মৌলিক অংশ?
ক. তৎসম শব্দ
খ. অর্থ
গ. সন্ধি
ঘ. পদ প্রকরণ
১৬. ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি কী কী?
ক. ধ্বনিতত্¡, রূপতত্ত,বাক্যতত্ত বা পদক্রম, অর্থতত্ত
খ. ধ্বনিতত্ত, শব্দতত্ত, ভাষাতত্ত, বাক্যতত্ত
গ. রূপতত্ত, পদধম, ভাষাতত্ত, শব্দতত্ত
ঘ. বাক্যতত্ত, ভাষাতত্ত, ধ্বনিতত্ত, শব্দতত্ত
১৭. কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়?
ক. ধ্বনি
খ. কারক
গ. ছন্দ
ঘ. বাক্য
১৮. ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক. বাগধারার
খ. অঙ্গ-প্রত্যঙ্গের
গ. বাগযন্ত্রের
ঘ. চক্ষু ও কর্ণের
১৯. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত
খ. ধ্বনিতত্ত
গ. পদধম
ঘ. বাক্য প্রকরণ
২০. ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত
খ. ধ্বনিতত্ত
গ. ভাষাতত্ত
ঘ. বাক্যতত্ত
২১. সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান, বর্ণের বিন্যাস ইত্যাদি কিসের আলোচ্য বিষয়?
ক. বাক্যতত্ত
খ. অর্থতত্ত
গ. ধ্বনিতত্ত
ঘ. রূপতত্ত
২২. ধ্বনিতত্তে¡র আলোচ্য বিষয় কী কী?
ক. সন্ধি, সমাস, ণত্ব ও ষত্ব বিধান
খ. বাক্য গঠন ও উচ্চারণ
গ. সন্ধি, উপসর্গ ও প্রত্যয়
ঘ. বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
২৩. ব্যাকরণের ‘ধ্বনিতত্ত’ অংশে আলোচিত হয়-
ক. বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান
খ. শব্দ, পদ, লিঙ্গ, বচন, কারক, সমাস, প্রত্যয়
গ. বাক্য প্রকরণ, বাচ্য, বাগধারা ইত্যাদি
ঘ. উপরের সবকয়টি
২৪. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক. বাক্যতত্তে
খ. ধ্বনিতত্তে
গ. শব্দতত্তে
ঘ. রূপতত্তে
২৫. কোন বিষয়টি ধ্বনিতত্তে¡ আলোচিত হয়?
ক. বাগধারা
খ. সমাস
গ. কারক
ঘ. সন্ধি
উত্তর মালা:
১ | ঘ | ২ | খ | ৩ | ঘ | ৪ | থ | ৫ | গ |
৬ | ক | ৭ | গ | ৮ | ঘ | ৯ | খ | ১০ | খ |
১১ | গ | ১২ | গ | ১৩ | গ | ১৪ | ক | ১৫ | খ |
১৬ | ক | ১৭ | গ | ১৮ | গ | ১৯ | খ | ২০ | খ |
২১ | গ | ২২ | ঘ | ২৩ | ক | ২৪ | খ | ২৫ | ঘ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।