ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ১৭-১৮ : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
১৭. রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১. জামিল সাহেব মুন্সীগঞ্জ থেকে আলু ক্রয় করে এনে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে মুনাফা অর্জন করেন। মুন্সীগঞ্জ জেলায় আলুর ব্যাপক সরবরাহ হয় মার্চ এপ্রিল মাসে। কিন্তু সংরক্ষণের স্বল্পতার কারণে জামিল সাহেব পর্যাপ্ত পরিমাণ আলু ক্রয় করতে পারে না বলে দেশের প্রতিটি জেলায় তিনি চাহিদা মোতাবেক আলু সরবরাহ করতে পারে না। তাই তার ব্যবসায়িক কার্যক্রম বিঘিত হচ্ছে।
ক. সামাজিক ব্যবসায় কী? ১
খ. জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায়ের ভ‚মিকা ব্যাখ্যা করো। ২
গ. জামিল সাহেবের কাজ ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের সমস্যা সমাধানে করণীয় বিশ্লেষণ করো। ৪
২. জনাব ইফতি ও তার ৬ বন্ধু মিলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তোলেন। ছয় মাস পর তাদের একজন অংশীদার জনাব মুহিত অবসর গ্রহণ করেন। তবে তার বিনিয়োগকৃত মূলধন প্রতিষ্ঠানের প্রয়োজনে রেখে দেন। ক্রমাগত ব্যবসায়ের লোকসান হওয়ায় জনাব মুহিত তার অর্থ আদায় নিয়ে বেশ চিন্তিত।
ক. চুক্তিপত্র কী? ১
খ. অংশীদারি ব্যবাসয়ের বিলোপসাধন বলতে কী বোঝায়? ২
গ. জনাব মুহিত কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত পরিস্থিতিতে জনাব মুহিত কি আদালতে শরণাপন্ন হয়ে তার অর্থ ফেরত পাবেন? যুক্তিসহ তোমার মতামত দাও। ৪
৩. জনাব আলম তার জনপ্রিয় বই মেধা বিকাশ প্রকাশের জন্য উত্তরা পাবলিকেশন্সের সাথে একটি চুক্তি সম্পাদন করলেন। চুক্তি অনুযায়ী প্রকাশনাটি নির্দিষ্ট সময়ের জন্য রয়্যালটির বিনিময়ে মেধা বিকাশ মুদ্রণ ও বাজারজাতকরণের আইনগত অধিকার লাভ করলো। নির্দিষ্ট সময়ে রয়্যালটি না পেয়ে আলম চুক্তি ভাঙার জন্য আদালতে প্রতিকার চাইলেন।
ক. BSTI কী? ১
খ. একজন উদ্যোক্তাকে কেন দূরদৃষ্টি জ্ঞানসম্পন্ন হতে হয়? ব্যাখ্যা করো। ২
গ. জনাব আলম ও উত্তরা পাবলিকেশন্সের মধ্যে সম্পাদিত চুক্তির নাম কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. উত্তরা পাবলিকেশন্সের ক্ষেত্রে চুক্তি ভঙ্গ করার পরিণতি কী হতে পারে বলে তুমি মনে করো? যুক্তিসহ তোমার মতামত দাও। ৪
৪. মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কুয়াকাটার জেলেরা মাছের ন্যায্যমূল্য পাওয়ার জন্য বন্ধন নামে সমবায় সমিতি গঠন করে। ২০১৭ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমাণ নিম্নরুপ:
বছর ২০১৩ ২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭
মুনাফা ৮০,০০০ ৯৭,০০০ ১,০০,০০০ ৭০,০০০ ৮৫,০০০
তারা বিধিবদ্ধ ন্যূনতম হারে সংরক্ষিত ও উন্নয়ন সংরক্ষণ করে। তহবিলের টাকা হতে তারা ৯০,০০০ টাকা মূল্যের একটি ট্রলার ক্রয়ের জন্য চিন্তা-ভাবনা করছে।
ক. বিধিবদ্ধ কোম্পানি কী? ১
খ. কোম্পানি সংগঠনকে কৃত্রিম সত্তাবিশিষ্ট সংগঠন বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত ‘বন্ধন’ নামে প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তহবিলের টাকায় কুয়াটাকার জেলেরা কি একটি ট্রলার ক্রয় করতে পারবে? যুক্তিসহ তোমার মতামত দাও। ৪
৫. মি. কালাম ও তার ঊনিশজন বন্ধু মিলে নীলাচল টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ভোক্তার রুচি ও প্রত্যাশা অনুসারে মানসম্মত পণ্য উৎপাদন করে আসছে। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় ২০১৭ সালে ৩০% নগদ লভ্যাংশ ও ২০% স্টক লভ্যাংশ ঘোষণা করে। আগামী বছর তারা কারখানা সম্প্রসারণের চিন্তা-ভাবনা করছে। তাই মূলধনের প্রয়োজন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ব্যবসায় সম্প্রসারণ করেও তাদের ভোটের শতকরা হার হারাতে চায় না।
ক. আউটসোর্সিং কী? ১
খ. নিজস্ব সীলমোহর কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত “নীলাচল টেক্সটাইল” কোন ধরনের সংগঠন? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারনের জন্য কোন অপ্রাতিষ্ঠানিক দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
৬. জনাব শাহীন আহমেদ একজন স্বনামধন্য তৈরি পোশাক রপ্তানিকারক। তিনি নিয়মিত আমেরিকায় ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে তৈরি পোশাক রপ্তানি করেন। তিনি একটি সংগঠনের সদস্য। উক্ত সংগঠনটি শ্রমিক ও মালিকের মধ্যে সমস্যা হলে সমাধানের চেষ্টা করে এবং বিদেশে বাজার তৈরির জন্য বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে। সম্প্রতি আমেরিকা জি-এস-পি সুবিধা প্রত্যাহার ও কিছু শর্ত আরোপ করায় তিনি তার ব্যবসায়ের পণ্য বিপণন নিয়ে দুশ্চিন্তায় আছেন।
ক. সাপটা কী? ১
খ. আÍকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগের মধ্যে সম্পর্ক কী? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত জনাব শাহীন আহমেদ কোন সংগঠনের সদস্য? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে জনাব শাহীন আহমেদের সমস্যা থেকে উত্তরণের উপায় সহায়তার আলোকে বিশ্লেষণ করো। ৪
৭. বাংলাদেশের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে বাংলাদেশ সরকার মেট্রোরেল নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের অনুমোদন সাপেক্ষে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি কাজ শুরু করেছেন। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ আর্থিক ও প্রযুক্তিগত সুবিধাসহ বিভিন্ন সুবিধা ভোগের জন্য এ ধরনের ব্যবসায় কার্যক্রমে লিপ্ত হচ্ছে।
ক. কৃতিত্বার্জন চাহিদা কী? ১
খ. ন্যূনতম মূলধন কেন সংগ্রহ করা হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত মেট্রোরেল নির্মাণের কাজটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো। ৩
ঘ. অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নীতকরণের লক্ষ্যে তুমি কি এ ধরনের ব্যবসায় কার্যক্রম সমর্থন করো? সপক্ষে যুুক্তি দাও। ৪
৮. ঢাকার মর্ডান রাইস এজেন্সি ভিয়েতনাম থেকে চাল সংগ্রহ করে পরবর্তীতে তা প্যাকেটজাত করে মধ্যপ্রাচ্যে বিক্রয় করেন। প্রতিষ্ঠানটি ভিয়েতনাম থেকে দুই হাজার মেট্রিক টন চাল আনার ফরমায়েশ প্রদান করে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উক্ত পণ্য ঢাকায় আনার সময় নষ্ট হয়। এতে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
ক. বিজিএমইএ কী? ১
খ. সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় কেন গড়ে ওঠে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত মর্ডান রাইস এজেন্সি কোন ধরনের বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত ভবিষ্যতে মর্ডান রাইস এজেন্সিকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবসায় সহায়ক কোন কাজটি ভ‚মিকা রাখতে পারে বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
৯. অহনা তার ছেলের জš§দিনে কিছু উপহার দিতে চায়। কিন্তু সময় স্বল্পতার জন্য তিনি শপিং-এ যেতে পারছেন না। তিনি তার এক সহকর্মীর পরামর্শে ইন্টারনেটে ঙহষরহব ঝঃড়ৎব-এ প্রবেশ করে তার ছেলের জন্য ঘড়ি দেখে এবং পছন্দ করে এবং ঘড়ি ক্রয় করে ইলেকট্রনিক পদ্ধতিতে মূল্য পরিশোধ করে। এতে তার ক্রয় কাজ সহজ হয়ে যায়।
ক. নারী উদ্যোক্তা কে? ১
খ. “ICT”-এর ব্যবহার ব্যাংকিং ব্যবসায় কে সহজতর করেছে”- ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে ই-বিজনেসের কোন ক্ষেত্রটির উলেখ আছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. অহনার পণ্যের মূল্য শোধ প্রণালি কীরূপ হতে পারে বলে তুমি মনে করো? ৪
১০. বিসমিলাহ এন্টারপ্রাইজের মালিক ইমতিয়াজ তার প্রতিষ্ঠানের উন্নয়নের ব্যাপারে খুবই সচেতন। তিনি তার প্রতিবেশী ব্যবসায়ীদের নিয়ে সংঘ তৈরি করেন। এর উদ্দেশ্য হচ্ছে একে অন্যের সাথে ক্ষতিকর প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। এতে করে তাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। ইমতিয়াজ যথাসময়ে সরকারকে করও প্রদান করেন।
ক. ভর্তুকি প্রদান সহায়তা কী? ১
খ. ক্রেডিট কার্ড বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. ইমতিয়াজ কাদের পক্ষে সামাজিক দায়িত্ব পালন করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. কর প্রদানে ইমতিয়াজ কী কোনো সামাজিক দায়িত্ব পালন করছে? তোমার মতামত দাও। ৪
১১. জনাব সাইফুল দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ কিনে এনে ঢাকার বিভিন্ন বাজারে সরবরাহ করেন। বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীর ইলিশ মাছের চাহিদা থাকায় তার ব্যবসায়টি দিন দিন সমৃদ্ধির দিকে যাচ্ছে।
ক. বিবরণপত্র কী? ১
খ. অসীম দায় বলতে কী বোঝায়? ২
গ. জনাব সাইফুলের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের কোন ক্ষেত্রের অন্তর্গত? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো এ ধরনের ব্যবসায়ের মাধ্যমে দেশের সম্পদের সুষম বণ্টন সম্ভব? যুক্তিসহ তোমার মতামত দাও। ৪
১৮. ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১. শিহাব ও মাজেদ চুক্তিবদ্ধ হয়ে একটি অংশীদারি ব্যবসায় শুরু করেন। শিহাব ব্যবসায়ে ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করে। কিন্তু কুমিলায় একটি বেসরকারি এনজিওতে চাকরিরত থাকার কারণে সে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। মাজেদ একাই ব্যবসায় পরিচালনা করে এবং তারা ব্যবসায়ের লাভ সমানভাবে ভাগ করে নেয়। সাজেদ ঢাকার চকবাজার থেকে নগদের পাশাপাশি বাকিতেও পণ্য ক্রয় করে থাকে। মাজেদ কিছুদিনের জন্য বিদেশে গেলে শিহাব দোকানে বসে। এর মাঝে একজন পাওনাদার ৫০,০০০ টাকা পাওনা আদায়ের জন্য দোকানে আসে। কিন্তু শিহাব পাওনাদারের দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়।
ক. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কী? ১
খ. ব্যবসায় পরিবেশ বলতে কী বোঝায়? ২
গ. শিহাব কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে শিহাব কি পাওনাদারের দাবিকে অস্বীকৃতি জানাতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ৪
২. “জীবন লিমিটেড” চিরন্তন অস্তিত্ববিশিষ্ট একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান। দক্ষ ব্যবস্থাপনা ও পর্যাপ্ত মূলধনের অভাবে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। ফলশ্র“তিতে দেশের স্বনামধন্য ওষুধ রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘এক্সিম ফার্মা লি. ‘জীবন লিমিটেড’-এর ৫০% এর অধিক শেয়ার ক্রয় করে নেয় এবং উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করেন। ‘জীবন লি.’-এর নীতি নির্ধারণের ক্ষমতা ‘এক্সিম ফার্মা লি.’-এর কাছে চলে আসে।
ক. ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা কী? ১
খ. যোগ্যতাসূচক শেয়ার কারা ক্রয় করে এবং কেন? ২
গ. উদ্দীপকের ‘জীবন লি.’এর শেয়ার ক্রয় করে ‘এক্সিম ফার্মা লি.’ নিয়ন্ত্রণের ভিত্তিতে কোন কোম্পানিতে পরিণত হয়েছে? তার কার্যকারিতা মূল্যায়ন করো। ৩
ঘ. অধিকাংশ শেয়ার হস্তান্তরের মাধ্যমে “জীবন লি.” কোম্পানির বর্তমান সাংগঠনিক অবস্থা কী? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪
৩. মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে মেঘনাপাড়ের জেলেরা মাছের ন্যায্যমূল্য পাওয়ার জন্য একটি সমবায় সমিতি গঠন করে।
২০১৬ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল নিম্নরুপ:
বছর ২০১৩ ২০১৪ ২০১৫ ২০১৬
মুনাফা ২০,০০০ টাকা ২৫,০০০ টাকা ৩০,০০০ টাকা ৩৫,০০০ টাকা
সমিতির সদস্যরা বিধিবদ্ধ ন্যূনতম হারে সংরক্ষিত ও উন্নয়ন তহবিলে টাকা জমা রাখে। তহবিলের জমা টাকা হতে তারা ২৫,০০০ টাকা মূল্যের একটি নতুন ফ্রিজ ক্রয়ের জন্য চিন্তা করছে।
ক. ব্যবসায় কী? ১
খ. সমবায়ে সাম্যের নীতি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের মেঘনাপাড়ের জেলেরা কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো তহবিলের টাকায় তারা ফ্রিজ ক্রয় করতে পারবে? যুক্তিসহ তোমার মতামত ব্যাখ্যা করো। ৪
৪. ‘ক’ সদ্য একটি স্বাধীন রাষ্ট্র। রাষ্ট্রটি ঐ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বেসরকারি প্রতিষ্ঠান সানরাইজ লিমিটেড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়। সমগ্র মুনাফার ৪৯% ভাগের মালিক হবে সরকার। চুক্তির শর্তানুযায়ী প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ করবে এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের জন্য গভীর সমুদ্র বন্দর স্থাপন করবে। পরবর্তীতে চুক্তির শর্ত পরিবর্তন করে সানরাইজ প্রতিষ্ঠানটির পরিচালনা সরকার নিজের হাতে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. BSTI-এর সম্পূর্ণরূপ লেখো। ১
খ. জনকল্যাণ নিশ্চিত করতে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের সানরাইজ লি. ব্যবসায়টি প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যবসায় সংগঠন ছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. সানরাইজ লি. ব্যবসায় সংগঠনটির নিয়ন্ত্রণ ও পরিচালনা সরকারের নিজের হাতে রাখতে হলে চুক্তিতে কি কোনো ধরনের পরিবর্তন আনতে হবে? যুক্তিসহ তোমার মতামত দাও। ৪
৫. মিস লুৎফা গইঅ শেষ করে চাকরি করবেন ভেবেছিলেন। কিন্তু চাকরির প্রতিযোগিতায় দীর্ঘদিন বেকার থেকে চাকরির আশায় বসে বা থেকে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে স্থানীয় বাজারে একটি ঈড়সঢ়ঁঃবৎ ঞৎধরহরহম-এর দোকান দিলেন। বর্তমানে তার নিজের কর্মসংস্থানের পাশাপাশি ৬ জন পুরুষ ও ৩ জন মহিলার কাজের ব্যবস্থা করেছেন। তাই তিনি এখন মনে করেন “চাকরি অপেক্ষা ব্যবসায় উত্তম।”
ক. হাজী মোঃ জুনাব আলী কত সালে জš§গ্রহণ করেন? ১
খ. ঝগঊ ফাউন্ডেশন বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে মিস লুৎফার উদ্যোক্তা হওয়ার পিছনে কোন গুণটি লক্ষ করা যায়?ব্যাখ্যা করো। ৩
ঘ. “চাকরি অপেক্ষা ব্যবসায় উত্তম” কোন দৃষ্টিকোণ থেকে মিস লুৎফা এ কথাটি বলেছেন? তুমি কি এ বিষয়ে একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যাখ্যা করো।
৬. জনাব জাহিদ চৌধুরী “ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা” নামক একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি বই লিখেন। “তাজ প্রকাশনী” বইটির গ্রন্থস্বত্ব কিনে নেয়। বইটি শিক্ষার্থীদের কাছে খুবই সমাদৃত হওয়ায় চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। “জ্যোতি প্রকাশনী” বইটির কভার পৃষ্ঠা ও বিষয়বস্তুর ব্যাখ্যায় সামান্য পরিবর্তন করে হুবহু প্রকাশ করে। ফলে ‘তাজ প্রকাশনী’র বিক্রয় হ্রাস পায়।’ “তাজ প্রকাশনী” ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে ‘জ্যোতি প্রকাশনী’র বিরুদ্ধে মামলা করে।
ক. ট্রেডমার্ক কী? ১
খ. প্রিমিয়াম বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের ‘তাজ প্রকাশনীর’ গ্রন্থস্বত্ব ক্রয় ব্যবসায়ের কোন আইনের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো ‘তাজ প্রকাশনী’ আইনের মাধ্যমে তার ক্ষতিপূরণ পেতে সক্ষম হবে?-তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। ৪
৭. রহিম দরিদ্র পরিবারের সন্তান। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নার্সারি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তাদের নিজস্ব জমিতে নার্সারি শুরু করে। কিন্তু পর্যাপ্ত পুঁজির সংস্থান করতে না পারায় সে কিছুটা হতাশ। তার বন্ধুর পরামর্শে সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় মূলধন সরবরাহের জন্য আবেদন করে। প্রতিষ্ঠানটি তাকে মূলধন সরবরাহ ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করেছে।
ক. সামাজিক ব্যবসায় কী? ১
খ. বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণে কোন প্রতিষ্ঠান ভ‚মিকা রাখছে? ব্যাখ্যা করো। ২
গ. রহিম কোন ধরনের সহায়তার কারণে নার্সারি করার সিদ্ধান্ত নেয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে রহিমকে দ্বিতীয় পর্যায়ে সহায়তাকারী প্রতিষ্ঠানটি কী? এর কার্যক্রমের ধরন উলেখপূর্বক দেশের অর্থনীতিতে এর ভ‚মিকা মূল্যায়ন করো। ৪
৮. মি. আজিজ ঘত ক্যাবল লি. একজন কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের নীতি ও লক্ষ্য নির্ধারণে যেমন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখেন তেমনি নিজ কাজের জন্য প্রতিষ্ঠানের মালিকের কাছে জবাবদিহিও করতে হয়। তার কাজের দক্ষতার কারণে যেমন প্রতিষ্ঠান সাফল্য পেয়েছে তেমনি মালিকপক্ষও তার কাজে খুশি। মি. আজিজ ২০১৬ সালে মুনাফা বৃদ্ধির লক্ষ্যে কর্মীদের কর্মঘন্টা ৮ থেকে ১০ ঘন্টা উত্তীর্ণ করেন যদিও কর্মীদের কোনো অতিরিক্ত আর্থিক সুবিধা দিতে পারছেন না।
ক. স্বৈরতান্ত্রিক সংগঠন কাঠামো কাকে বলে? ১
খ. “নির্দেশনার ঐক্য” নীতি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে মুনাফা বৃদ্ধির লক্ষ্যে ঘত ক্যাবল লি. ব্যবস্থাপনার কোন নীতিটি উপেক্ষা করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে জনাব আজিজ ঘত ক্যাবল লি. একজন ‘প্রশাসক’ না ‘ব্যবস্থাপক”? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। ৪
৯. এ্যানজেল এন্টারপ্রাইজের এম.ডি জনাব আলী। তিনি কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত দেন যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন থেকে কর্মী নিয়োগে লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করতে হবে। শ্রমিক-কর্মী বিভাগের ব্যবস্থাপক আহŸায়ক হিসেবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ক্রয় ও বিক্রয় বিভাগের ব্যবস্থাপক সদস্য হিসেবে তাকে সহযোগিতা করলেন।
ক. পরিকল্পনা কী? ১
খ. ‘জোড়া মই শিকল’ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে কর্মী নিয়োগে প্রকৃতিভিত্তিক কোন ধরনের পরিকল্পনা বিদ্যমান? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে সৃষ্ট সংগঠন কাঠামোর ধরনটি কী? তা কি প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমের জন্য উপযুক্ত? যুক্তিসহ তোমার মতামত বিশ্লেষণ করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১০. মি. আশিক ও মি. শিহাব দুটি প্রতিষ্ঠানের মালিক। মি. আশিকের প্রতিষ্ঠানের কর্মীরা তার প্রত্যক্ষ তত্ত¡াবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণাধীন থেকে কার্য সম্পাদন করে। মি. শিহাবের প্রতিষ্ঠানের কর্মীদেরকে তত্ত¡াবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য একজন বিশেষজ্ঞ কর্মী আছেন। মি. শিহাব বিশেষজ্ঞ কর্মীকে নির্বাহীদের সহায়তা করার দায়িত্ব অর্পণ করেন।
ক. পদোন্নতি কী? ১
খ. মেট্রিক্স সংগঠন বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে মি. আশিকের সংগঠন কাঠামো কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. একটি বৃহদায়তন কারিগরি প্রতিষ্ঠানের জন্য উদ্দীপকের সংগঠন দু’টির মধ্যে কোনটি অধিকতর উত্তম হবে বলে তুমি মনে করো? ধরন উলেখপূর্বক যুক্তি দিয়ে ব্যাখ্যা করো।
১১. আফসার চৌধুরী বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে তিনি শ্রমিক ইউনিয়ন ও কর্মরত কর্মকর্তাদের সুপারিশকে গুরুত্ব দেন। এতে কর্মচারীরাও বেশ খুশি থাকে।
ক. প্রশিক্ষণ কী? ১
খ. কর্মীসংস্থান বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগে কোন উৎস ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আফসার চৌধুরী কর্তৃক ব্যবহৃত কর্মী সংগ্রহের উৎস কী যৌক্তিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।