ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ২৩-২৪ : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
২৩. ঢাকা কলেজ বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১.জাকির হোসেন দুইজন কর্মী নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের ফলমূল সংগ্রহ করে ঢাকা শহরে বিক্রয় করেন। তিনি তার বন্ধুদের কাছ থেকে অর্থ ধার নিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করেন। যেহেতু ফলমূলে খুব তাড়াতাড়ি পচন ধরে তাই এ ব্যবসায়ে প্রচুর ঝুঁকি বিদ্যমান। জাকির হোসেন ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য কিছু ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করছেন।
ক. অংশীদারি ব্যবসায় কাকে বলে? ১
খ. অংশীদারি ব্যবসায়ের দায় অসীম কেন? ২
গ. উদ্দীপকের জাকির হোসেন কোন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে তুলেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জাকির হোসেন কীভাবে তার ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারে বলে তুমি মনে করো? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪
২.আলম, শান্ত, তিশা ও বিমল চার বন্ধু মিলে একটি ওষুদের দোকান দিল। প্রত্যেকের সমান পরিমাণ অর্থ বিনিয়োগ করার কথা থাকলেও বিমল এর আর্থিক অসচ্ছলতার জন্য সে ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করতে ব্যর্থ হয়। কিন্তু বিমল শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ হওয়ার কারণে তার অন্যান্য বন্ধু তাকে সমান পরিমাণ মুনাফা ও সম্মান দিতে রাজি হয়। সকলের সম্মতিতে শান্ত এর ১৬ বছরের ছেলে রাফি ব্যবসায়ে যোগদান করে। কিন্তু দুর্ভাগ্যবশত শান্ত মৃত্যুবরণ করায় ব্যবসায়ের বিলোপসাধন ঘটে।
ক. আপাতঃদৃষ্টিতে অংশীদার কাকে বলে? ১
খ. একমালিকানা ব্যবসায়ের দায় অসীম কেন? ২
গ. উদ্দীপকে বিমল কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘ব্যবসায়ের পাওনাদারদের দায় মেটানোর জন্য বিদ্যমান সকল অংশীদারদের ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ হবে। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ৪
৩.নিবন্ধনপত্র পাওয়ার পরপরই মি. শুভ্র তার চার ভাইকে নিয়ে ‘ভাই ভাই টেক্সটাইল লি.’ নামে একটি ব্যবসায় সংগঠন করে এবং ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। বিদেশে তাদের পণ্যের প্রচুর চাহিদা থাকায় তারা তাদের ব্যবসায়ে প্রচুর মুনাফা অর্জন করতে থাকে। ব্যবসায় সম্প্রসারণ করার জন্য তারা বাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। যথাযথ আনুষ্ঠানিকতা পালনের জন্য প্রতিষ্ঠানটি নিবন্ধকের কার্যালয়ে আবেদন পেশ করে।
ক. অধিকারযোগ্য শেয়ার কাকে বলে? ১
খ. ন্যূনতম মূলধন প্রতিষ্ঠানের জন্য কেন গুরুত্বপূর্ণ? ২
গ. উদ্দীপকে মি. শুভ্র কোন ধরনের প্রতিষ্ঠান গঠন করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাজারে শেয়ার ছাড়ার অনুমতি পাবে? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ৪
৪.সুমী ফ্যাশন লি. রপ্তানিকৃত ও সরবরাহকৃত পণ্যের গুণগত মানের ওপর সবসময় গুরুত্ব দেয়। কিন্তু গত বছর, দুর্ভাগ্যবশত যথাযথ উপদেশের অভাবে রপ্তানিকৃত পণ্যের গুণগতমান খারাপ হওয়ায় বিদেশি ক্রেতাগণ তাদের পণ্যের অর্ডার বাতিল করেছেন। এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটি ক্রেতাদের সাথে রাখা অঙ্গীকার পূরণের জন্য সদা প্রস্তুত।
ক. সমন্বয় কী? ১
খ. ‘ব্যবস্থাপনা চক্র’ কেন ব্যবস্থাপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। ২
গ. ‘ব্যবস্থাপনার কোন কাজটির অভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি রপ্তানিকৃত পণ্যটি সঠিকভাবে সরবরাহ করতে পারেনি বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো। ৩
ঘ. ক্রেতাদের চাহিদ পূরণের জন্য উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন কোন বিষয়ের ওপর অধিক গুরুত্ব দিতে পারে বলে তুমি মনে করো? যুক্তিসহ উপস্থাপন করো। ৪
৫.মি. প্রদীপ একটি প্রতিষ্ঠানের উৎপাদক ব্যবস্থাপক। সে মাঝে মাঝে প্রাথমিক শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে আবার কখনো সে শেয়ার ক্রয় করে। মি. প্রদীপ বছরের শেষে কোম্পানিটির কাছ থেকে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের জন্য ডাক পায়। মি. প্রদীপ অনুভব করে যে সে একটি বড় প্রতিষ্ঠানের মালিক। সে এ প্রতিষ্ঠানটির পরিচালকও হতে পারে যদি সে প্রয়োজনীয় ভোট পায়।
ক. বোনাস শেয়ার কী? ১
খ. কোনো একটি প্রতিষ্ঠানের কৃত্রিম ব্যক্তিস্বত্তা কখন সৃষ্টি হয়? ২
গ. মি. প্রদীপ কোন ধরনের কোম্পানির শেয়ার ক্রয় করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. প্রদীপ কোন ধরনের কোম্পানির শেয়ার ক্রয় করে? এ ধরনের শেয়ার ক্রয়ের যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
৬.সিমু, ইসু ও রিমু তিন বন্ধু মিলে চুক্তিবদ্ধ হয়ে সমান মূলধন বিনিয়োগ প্রদান শর্তে একটি অংশীদারি ব্যবসায় গঠন করে। তারা সমান পরিশ্রম দিয়ে ও সৎ ভাবে ব্যবসায়টি পরিচালনা করে। এর ফলে দিন দিন তাদের ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি পেতে থাকে। তাদের ব্যবসায়টি সম্প্রসারণের জন্য আরেকটি নতুন মেশিন স্থাপনের প্রয়োজন কিন্তু মেশিন ক্রয়ের জন্য তাদের যথেষ্ট মূলধন নেই। মূলধন বৃদ্ধির জন্য তারা এমন একজন অংশীদার গ্রহণের সিদ্ধান্ত নিল যে পরিচালনায় অংশগ্রহণ করবে না কিন্তু দায় গ্রহণ করবে।
ক. সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কাকে বলে? ১
খ. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন ব্যবসায়ের জন্য প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের তিন বন্ধুর অংশীদারি ব্যবসায়ের ধরন কীরূপ? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায়ে নতুন অংশীদার গ্রহণের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত? মূল্যায়ন করো। ৪
৭.জনাব সিরাজ একজন চতুর্থ শ্রেণির সরকারি চাকরিজীবী। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন। স্বল্প আয়ে তার পরিবার অনেক কষ্টে চলে। জনাব সিরাজ লক্ষ করলেন সমবায় ব্যবসায় গঠন করে তিনি তার বর্তমান অবস্থার পরির্বতন ঘটাতে পারেন এবং তার সাথে সাথে অন্যরাও এ সংগঠন থেকে লাভবান হতে পারবেন।
ক. সমবায় সংগঠন কী? ১
খ. সমবায় সংগঠনের মূলমন্ত্র সম্পর্কে লেখো। ২
গ. জনাব সিরাজ কেন সমবায় সংগঠন গঠন করতে চান? বর্ণনা দাও। ৩
ঘ. ‘সমবায় সমিতি সিরাজের মতো দরিদ্র লোকদের ভাগ্য উন্নয়নে সাহায্য করে’ উক্তিটি উদ্দীপকের আলেকে আলোচনা করো। ৪
৮.রাজধানীর ইস্টার্ন প্লাজা থেকে জনাব শাহীন একটি মোবাইল ক্রয় করলেন। মোবাইলটি ব্যবহার করে তিনি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন। কেননা যখনই তিনি মোবাইলটি পকেট থেকে বের করেন, তখন মোবাইলের ওপর অঙ্কিত চিত্রটি দেখে সবাই বুঝতে পারে এটি আইফোন ব্র্যান্ডের। এ চিহ্নটি আইফোন কোম্পানি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারে না।
ক. পেটেন্ট অর্থ কী? ১
খ. নকল রোধ করে কোনটি? ব্যাখ্যা করো। ২
গ. শাহীনের মোবাইলের অঙ্কিত চিহ্নটিকে কী বলা হয়? বর্ণনা করো। ৩
ঘ. আইফোন কোম্পানি চিহ্নটি ব্যবহারের কারণে কোন কোন ধরনের সুবিধা ভোগ করছে বলে তুমি মনে করো? ৪
৯.রানা ও রাকিব দেশে প্রচলিত বিভিন্ন ব্যবসায় সম্পর্কে আলোচনা করেছিল। রাকিব বলল, সকল ব্যবসায় প্রতিষ্ঠানই মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু রানা ভিন্ন মত পোষণ করল। সে বলল, রাষ্ট্রীয় ব্যবসায় ভিন্ন ধরনের ব্যবসায় সংগঠন হিসেবে যথেষ্ট সমালোচনার দাবি রাখে। অতঃপর রানা রাকিবকে রাষ্ট্রীয় ব্যবসায় সম্পর্কে বোঝাল এবং রাকিবও এ ধরনের ব্যবসায় সম্পর্কে জানতে পারল।
ক. বিআরটিসি কী ধরনের প্রতিষ্ঠান? ১
খ. সরকারি ও বেসরকারি অংশীদারিভিত্তিক ব্যবসায় চালু হয় কেন? ২
গ. রানা কেন রাষ্ট্রীয় ব্যবসায়কে ভিন্ন ধরনের ব্যবসায় সংগঠন বলল? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘রাষ্ট্রীয় ব্যবসায়ের গঠন প্রণালি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো নয়’ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
১০.জনাব আসলাম পাকা আম কিনতে যেয়ে দোকনিকে কতকগুলো পচা আম দিতে বললেন। কিন্তু দোকানি পচা আম সরবরাহ করতে পারলেন না। তবে পচা আম কিনতে চাওয়ার কারণ জানতে চাইলে আসলাম দোকানিকে বলেন, কেমিক্যাল মিশানোর ফলে এখন আর ফল পচে না, আর এরূপ ফল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ক. সামাজিক দায়বদ্ধতা কী? ১
খ. ব্যবসায় মূল্যবোধের প্রয়োজনীয়তা কী? ২
গ. কোন বিষয়টি জানার জন্য জনাব আসলাম দোকানির পচা আম কিনতে চাইলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘আম সংরক্ষণে রাসায়নিক দ্রব্যের ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য মারাÍক ক্ষতিকর’ তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার যৌক্তিক মতামত প্রদান করো। ৪
১১.জনাব মোহন ও জনাব খোকন দু’জন বন্ধু। প্রথম জন সাংবাদিক ও দ্বিতীয় জন কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। দু’জনেই একত্রে সকালে ধানমন্ডি লেকে হাঁটেন। হাঁটতে হাঁটতে কত কথা হয়। একদিন জনাব মোহন বললেন, সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। সর্বত্রই অরাজকতা-বিশৃঙ্খলা। এভাবে দেশ চলে না, খোকন বললেন, সমস্যাটা হলো ব্যবস্থাপনার। ব্যবস্থাপনা ইঞ্জিন সদৃশ। এটা একটা শক্তি। প্রতিষ্ঠানে সকল উপকরণ কাজে লাগায় বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপনা। তাই এটি দুর্বল হলে পরিবার, সমাজ, রাষ্ট্র কিছুই চলে না।
ক. ব্যবস্থাপনা চক্র কী? ১
খ. ‘ব্যবস্থাপনা হলো লক্ষ্যকেন্দ্রিক’ ব্যাখ্যা করো। ২
গ. জনাব খোকন কেন বলেছেন যে, ‘ব্যবস্থাপনা চালিকাশক্তি’ ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বলা হয়েছে, প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপনা উপকরণসমূহকে কাজে লাগায়। তোমার জানামতে ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়সমূহ আলোচনা করো। ৪
২৪. ঢাকা কমার্স কলেজ বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১. মনোহরদিতে ইদ্রিসের একটি মনিহারি দোকান রয়েছে। সকল ধরনের মনিহারি দ্রব্য সুলভ মূল্যে পাওয়া যায় বিধায় এলাকার অধিকাংশ লোকজনই তার দোকান থেকে পণ্য ক্রয় করে। সম্প্রতি ইদ্রিস তার পাশের দুটি উপজেলায় একই ধরনের দুটি দোকান খোলেন। সেখানেও ব্যাপক সাড়া পাওয়ায় ইদ্রিস পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের দোকান খোলার পরিকল্পনা করছেন।
ক. সামাজিক ব্যবসায়ের প্রবক্তা কে? ১
খ. প্রাথমিক শিল্প বলতে কী বোঝায়? ২
গ. ব্যবসায়ের আওতা বিবেচনায় ইদ্রিসের কাজ কোন ধরনের ট্রেড? ব্যাখ্যা করো। ৩
ঘ. ইদ্রিসের পরিকল্পনা কি দেশের বেকারত্ব দূরীকরণে ভ‚মিকা রাখবে? মতামত দাও। ৪
২.মি. জীবন তার এলাকার ২০ জন উৎপাদক নিয়ে একটি সমবায় সংগঠন গড়ে তোলেন। সদস্যগণ এ সমবায় হতে ঋণ সুবিধা পাওয়ার পাশাপাশি উৎপাদনের কাঁচামাল ক্রয় এবং উৎপাদিত পণ্য বিক্রয় সুবিধা ভোগ করে। সমিতিটি ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে যথাক্রমে ১, ২ ও ৩ লক্ষ টাকা মুনাফ অর্জন করে। ২০১৭ সালের জুন মাসে সমিতিটি সিদ্ধান্ত নেয় সঞ্চিতি তহবিল থেকে ১,০৮,০০০ টাকা দামের মেশিনারিজ ক্রয় করা হবে।
ক. কেন্দ্রীয় সমবায় সমিতি কী? ১
খ. সমবায়ের নিরপেক্ষতার নীতিটি ব্যাখ্যা করো। ২
গ. মি. জীবন উদ্দেশ্যভিত্তিক কোন ধরনের সমবায় সমিতি করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. সঞ্চিতি তহবিলের অর্থে মেশিন ক্রয়ের সিদ্ধান্তের যৌক্তিকতা বর্ণনা করো। ৪
৩.বাংলাদেশ সরকার অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রাধিকার দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিমান বন্দর, গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল নির্মাণে সরকার বেসরকারি ২০টি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারও এ প্রকল্পগুলো থেকে অর্জিত মুনাফার অংশ পাবে। সরকার মনে করছে বিদেশিদের কাছ থেকে গৃহীত শর্তসাপেক্ষে ঋণের তুলনায় এটি সবচেয়ে ভালো বিকল্প।
ক. BPC-এর পূর্ণরূপ কী? ১
খ. আঞ্চলিক বৈষম্য দূরীকরণে রাষ্ট্রীয় ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন? ২
গ. উদ্দীপকের কোন ধরনের ব্যবসায় সংগঠনের কথা উলেখ করা হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘সরকার সর্বাধিক ভালো বিকল্প ব্যবহার করেছে’ উদ্দীপকের আলোকে এর যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
৪.বুড়িগঙ্গা নদীর তীরে দিগন্ত লি.-এর কারখানা অবস্থিত। প্রতিষ্ঠানটির বর্জ্য সরাসরি নদীতে পড়ে বিধায় নদীর পানি ব্যাপক আকারে দূষিত হচ্ছে। ফলে এলাকার লোকজন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার ওপর ক্ষুব্ধ। মিসেস নাবিলা দিগন্ত লি.-এর বিভিন্ন পণ্যের নিয়মিত ক্রেতা। তিনি পণ্য ক্রয়ের সময় সর্বদা লক্ষ করেন এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা। কেননা তিনি মনে করেন এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম।
ক. BPC-এর পূর্ণরূপ কী? ১
খ. ব্যবসায়ের আইনগত দিক সম্পর্কে জানা প্রয়োজন কেন? ২
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের আইন অমান্য করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. মিসেস নাবিলা যে আইনগত বিষয়টি দেখে পণ্য ক্রয় করেন তার যথার্থতা মূল্যায়ন করো। ৪
৫.‘সামান্থা’ একটি কোম্পানির ব্র্যান্ড নেইম। কোম্পানিটির আইনগতভাবে তফসিল-১ গ্রহণের সুযোগ ছিল না। ফলে প্রতিষ্ঠানটি একটি দলিল প্রস্তুত করে এবং সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে এটি দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে।
ক. বিকাশ কোন ধরনের কোম্পানি? ১
খ. কোম্পানিকে আইনসৃষ্ট প্রতিষ্ঠান বলার কারণ ব্যাখ্যা করো। ২
গ. ‘সামান্থা’ কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো। ৩
ঘ. প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত দলিলই কি এর পরিচালনায় সহায়ক? উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
৬.জনাব শাকিল পড়াশোনা শেষে বিসিক থেকে পোশাকের কাটিং, ব্লক, নকশা ইত্যাদি তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে শাকিল একজন খ্যাতিসম্পন্ন পোশাক ব্যবসায়ী। সম্প্রতি শাকিল জার্মানিতে একটি পোশাক বিষয়ক সেমিনারে অংশ নেন। সেখানে গিয়ে জানতে পারে জার্মানি এমন একটি বিশ্বখ্যাত জোটের সদস্য যেখানে সদস্য দেশগুলো একই মুদ্রা ব্যবহার করে। এবং এ জোটের সদস্যরা জোটবদ্ধতার সুবিধার জন্য আজ সকল দেশই উন্নত। শাকিল ভাবছে বাংলাদেশ যদি এমন একটি জোটে অংশ নিতে পারত তবে সরকারের ভিশন ২০২১ বাস্তবায়ন অনেক বেশি সহজ হতো।
ক. WTO-এর পূর্ণরূপ কী? ১
খ. কর অবকাশ সুবিধা কিভাবে রপ্তানি উন্নয়নে ভ‚মিকা রাখে। ২
গ. জনাব শাকিলের প্রাপ্ত সেবা কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব শাকিলের ভাবনা কি যৌক্তিক? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৭.শিউলি আক্তার এলাকার একটি ঋণদানকারী সংস্থা থেকে ঋণ নিয়ে ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। তিনি গ্রামেই শুধু নয়, শহরেও খামারের পশু বিক্রি করে লাভবান হন। তিনি মনস্থির করলেন তার খামারটি বড় করবেন। এ লক্ষ্যে তিনি শহরের একটি ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋণ সুবিধা নিয়ে খামারটি আরও বড় করেন। তার ভাবনা হচ্ছে, নিজের ইচ্ছা পূরণের আগ্রহ থাকলেই কেবল একজন লোক ব্যবসায়ী হতে পারে।
ক. নারী উদ্যোক্তা কে? ১
খ. শিল্পোন্নয়নের ক্ষেত্রে এসএমই ফাইন্ডেশনের ভ‚মিকা কী? ২
গ. উদ্দীপকে শিউলির কর্মকাণ্ডকে কী বলা হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে শিউলির নিজস্ব গুণই তাকে ব্যবসায়ী হয়ে উঠতে সাহায্য করে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। ৪
৮.কামাল পড়ালেখা শেষ করে মিরপুর ক্যাপিটাল মার্কেটে ‘রং বেরং টি-শার্ট’ নামে একটি রেডিমেড দোকান শুরু করে। সে ‘টি-শার্ট’ বিক্রয়ের জন্য সামাজিক মাধ্যম ফেসবুক ও বিভিন্ন ধরনের ওয়েব সাইটে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে ক্রেতা সাধারণ যেকোনো সময় পছন্দানুসারে ‘টি-শার্ট’ সংগ্রহ করতে পারে। এর ফলে অন্য ব্যবসায়ীদের চেয়ে তার দোকানে ক্রেতা সমাবেশ তুলনামূলকভাবে বেশি ঘটে।
ক. PIN-এর পূর্ণরূপ লেখো। ১
খ. মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝায়? ২
গ. কামাল কোন ধরনের অনলাইন ব্যবসায়ের সাথে জড়িত? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো কামাল অন্যান্য ব্যবসায়ীদের চেয়ে অধিক সুবিধা ভোগ করে? উদ্দীপকের আলোকে উত্তর দাও। ৪
৯.সবুজ একজন কৃষক। কপোতাক্ষ নদের পাড়ে তার বাড়ি। প্রচুর ফসল ফলায় তার পরিবার আগে সচ্ছল ছিল। কিন্তু খরার কারণে ফসল উৎপাদন না হওয়ায় তার সংসারে অভাব দেখা দেয়। তাই সবুজ ব্যবসায় করার চিন্তা করে ‘সবুজ ছায়া’ নামক ঘএঙ থেকে ঋণ নেয়। এ ঋণকৃত অর্থে সে একটি মুদি দোকান দেয়। কয়েক বছরের মধ্যে সে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
ক. ব্যবসায় পরিবেশ কী? ১
খ. সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনায় রাজনৈতিক পরিবেশের ভ‚মিকা লেখো। ২
গ. জনাব সবুজের পরিবারে সচ্ছলতার পেছনে কোন ধরনের পরিবেশের অবদান বেশি ছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব সবুজের সফল ব্যবসায়ী হবার পেছনে ব্যবসায় পরিবেশের ভ‚মিকা রয়েছে? মতামত দাও। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১০.জনাব মাসুম ইসলামপুরের বড় কাপড় আমদানিকারক। সারা দেশের পাইকার ও ডিলারদের তিনি মালমাল সরবরাহ করেন। সজল নামক ব্যবসায়ীর সাথে দীর্ঘদিন লেনদেন করায় অনেক টাকা বকেয়া পড়েছে। হঠাৎ জনাব সজল মারা যাওয়ায় সজলের ব্যবসায় বন্ধ হয়ে যায়। জনাব মাসুম অনেক চেষ্টা করেও টাকা তুলতে পারেননি। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আইনগত সত্তা দুর্বল এমন প্রতিষ্ঠানের সাথে তিনি ধারে ব্যবসায় করবেন না।
ক. শিল্প কী? ১
খ. বাণিজ্য বলতে কী বোঝায়? ২
গ. জনাব মাসুমের সংগঠনটি কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব মাসুমের পরবর্তীতে গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
১১.‘ÔMIT InternationalÕ একটি ফল আমদানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সারাদেশে ফল সরবরাহ করে। এ প্রতিষ্ঠান মানুষের ক্ষতির কথা চিন্তা করে অন্যান্য ব্যবসায়ীদের মতো ফলে কেমিক্যাল ব্যবহার করেন না। ইদানীং ভেজাল বিরোধী অভিযান চলায় অন্যান্য ব্যবসায়ীর আড়তে ফলে কেমিক্যাল ধরা পড়ে এবং তাদের পণ্য আইন-শৃঙ্খলা বাহিনী ধ্বংস করে দেয়। এতে তাদের ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি সুনামও ক্ষুণ হয়। অন্যদিকে ‘গওঞ ওহঃবৎহধঃরড়হধষ’ এর পণ্যের চাহিদা অনেকগুণ বেড়ে যায় এবং প্রচুর মুনাফা অর্জিত হয়। প্রতিষ্ঠানটি অর্জিত মুনাফার একটি অংশ গরিবদের লেখাপড়ার কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেয়।
ক. প্রতিবন্ধ অংশীদার কে? ১
খ. নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে প্রতিষ্ঠানটির কার্যক্রমে ব্যবসায়ের কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘প্রতিষ্ঠানটির কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে’ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।