ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ১০ | বহুনির্বাচনি সাজেশন | PDF : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
দশম অধ্যায়: নিয়ন্ত্রণ
২৭৯. নিæের কোনটি নিয়ন্ত্রণের কৌশল? (জ্ঞান) [ঢাকা কলেজ]
ক.গণতান্ত্রিক নেতৃত্ব
খ.পর্যবেক্ষণ পদ্ধতি
গ.আদর্শমান প্রতিষ্ঠা
ঘ.জনসংযোগ.
উত্তর: খ
২৮০. ব্যবস্থপনার কোন কার্যপ্রক্রিয়ায় আদর্শমান নির্ধারণ অন্তর্ভুক্ত? (জ্ঞান) [কুমিল¬া সরকারি কলেজ]
ক.সংগঠনখ.সমন্বয়
গ.নির্দেশনাঘ.নিয়ন্ত্রণ
উত্তর: ঘ
২৮১. ব্যবস্থাপনার কোন কাজের দ্বারা কর্মীদের কাজে ফাঁকি রোধ করা যায়? (জ্ঞান)
[সরকারি বরিশাল কলেজ, বরিশাল]
ক.পরিকল্পনা
খ.সমন্বয়সাধন
গ.নিয়ন্ত্রণ
ঘ.নির্দেশনা
উত্তর: গ
২৮২. তদারকি ও সংশোধনমূলক কার্যক্রম চালানো হয় কোন ক্ষেত্রে? (জ্ঞান) [বরিশাল সরকারি কলেজ]
ক.নির্দেশনা
খ.নেতৃত্ব
গ.সমন্বয়সাধন
ঘ.নিয়ন্ত্রণ
উত্তর: ঘ
২৮৩. আদর্শমানের সাথে অর্জিত কাজের তুলনা করা হয় কোন ক্ষেত্রে? (জ্ঞান) [বরিশাল সরকারি কলেজ]
ক.পরিকল্পনা
খ.কর্মীসংস্থান
গ.নির্দেশনা
ঘ.নিয়ন্ত্রণ
উত্তর: ঘ
২৮৪. ব্যবস্থাপনার কোন কাজে প্রধানত সম্পাদিত কার্য বিশ্লেষণ করা হয়? (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
ক.পরিকল্পনাখ.সংগঠিতকরণ
গ.কর্মীসংস্থানঘ.নিয়ন্ত্রণ
উত্তর: ঘ
২৮৫. নিয়ন্ত্রণের মাধ্যমে কী নির্ণয় করা যায়? (অনুধাবন) [পৈণ্ঠসিএড´Ÿ পণ্ঠএফসর ড. ইয়াজউষ্টিন আহএজ্ঞঞ্ছদ রৈসিএড´্রয়িঞ্ঝাল মএডল ’ক্সুল ´ৈ£ কএলজ, মু´্রীগল্ক]
ক.কাজের বিচ্যুতির পরিমাণ
খ.বিনিয়োগের পরিমাণ
গ.মুনাফার পরিমাণ
ঘ.দক্ষ শ্রমিকের সংখ্যা
উত্তর: ক
২৮৬. বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে যে নিয়ন্ত্রণ কৌশল নির্ধারণ করা হয় তা সহজে পরিবর্তন করা যায় না। এক্ষেত্রে নিæোক্ত কোন নীতিটি লংঘিত হয়েছে? (প্রয়োগ) [কুড়িগ্রাম সরকারি কলেজ]
ক.উদ্দেশ্যমুখীতা
খ.গ্রহণযোগ্যতা
গ.নমনীয়তা
ঘ.ব্যাপকতা
উত্তর: গ
২৮৭. আদর্শমানের তারতম্য দেখা দেয় কী অনুসারে?
(জ্ঞান) [ঢাকা কলেজ]
ক.কার্যের প্রকৃতি
খ.কার্যের পরিমাণ
গ.কার্যের সম্ভাব্য মুনাফা
ঘ.কার্যের খরচ
উত্তর: ক
২৮৮. নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? [ঢা.বো. ১৫]
ক.বিচ্যুতি নির্ণয়
খ.বিচ্যুতির কারণ মূল্যায়ন
গ.আদর্শমান প্রতিষ্ঠা
ঘ.সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
উত্তর: গ
২৮৯. ব্যবস্থাপক কীভাবে প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি পরিমাপ করেন? [য. বো. ১৫]
ক.আদর্শমান প্রতিষ্ঠা করে
খ.আদর্শমানের সাথে তুলনা করে
গ.বিচ্যুতি নির্ণয় করে
ঘ.সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে
উত্তর: খ
২৯০. কোনটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে পড়ে? (অনুধাবন)
[সরকারি বরিশাল কলেজ, বরিশাল]
ক.কর্মী পরিচালনাখ.কার্য পরিমাপ
গ.তত্ত¡াবধানঘ.প্রেষণা
উত্তর: খ
২৯১. নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় প্রকৃত কার্যফল পরিমাপের ধাপের পূর্বে নিচের কোনটি করা হয়? (অনুধাবন)
[উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
ক.প্রশিক্ষণের ব্যবস্থা করে
খ.সম্পাদিত ব্যয়ের পরিমাণ করে
গ.আদর্শমান নির্ধারণ
ঘ.সমন্বয়সাধন করে
উত্তর: গ
২৯২. নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি আদর্শমান? (প্রয়োগ) [ঢাকা ইমপিরিয়াল কলেজ]
ক.মে মাসে প্রতিযোগীকে পেছনে ফেলতে হবে
খ.মে মাসে উৎপাদনের মান পূর্বাপেক্ষা বাড়বে
গ.মে মাসে বিক্রয়কেন্দ্রগুলোতে বিক্রয় বাড়বে
ঘ.মে মাসের উৎপাদন বিগত মাস অপেক্ষা ১০% বাড়বে
উত্তর: ঘ
২৯৩. বাজেট নিচের কোনটি? (অনুধাবন)
[অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.পরিকল্পনার সংখ্যাÍক প্রকাশ
খ.পরিকল্পনার আর্থিক প্রকাশ
গ.আয়-ব্যয়ের আর্থিক প্রকাশ
ঘ.আয়-ব্যয়ের সংখ্যাÍক প্রকাশ
উত্তর: ক
২৯৪. নিচের কোনটি আধুনিক নিয়ন্ত্রণ পদ্ধতি?
(অনুধাবন) [নটর ডেম কলেজ, ঢাকা]
ক.সংখ্যাÍক তথ্য-উপাত্ত বিশ্লেষণ
খ.ব্যক্তিগত পর্যবেক্ষণ
গ.অভ্যন্তরীণ নিরীক্ষা
ঘ.বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ
উত্তর: ক
২৯৫. পরিচালকমন্ডলীর বছরের শেষ সভায় প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে নিচের কোনটি উত্তম নিয়ন্ত্রণ পদ্ধতি? (প্রয়োগ) [অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.পার্ট
খ.বিনিয়োগের ওপর প্রাপ্তি বিশ্লেষণ
গ.আর্থিক বিবরণী বিশ্লেষণ
ঘ.বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ
উত্তর: গ
২৯৬. নিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতি কোনটি? (জ্ঞান)
[ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
ক.পার্টখ.বাজেট
গ.কার্যনিরীক্ষণ
ঘ.ব্যক্তিগত পর্যবেক্ষণ
উত্তর: খ
২৯৭. একটি প্রতিষ্ঠানে কর্মীদের কর্মস্থল পরিত্যাগের হার বেড়ে গেছে। এক্ষেত্রে নিয়ন্ত্রণের কোনটি উত্তম উপায় হতে পারে? (প্রয়োগ) [হলি ক্রস কলেজ, ঢাকা; ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুর]
ক.সংখ্যাÍক উপাত্ত বিশ্লেষণ
খ.বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ
গ.ব্যক্তিক পর্যবেক্ষণ
ঘ.অভ্যন্তরীণ নিরীক্ষা
উত্তর: খ
২৯৮. নিচের কোন নিয়ন্ত্রণ কৌশল সংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়? (জ্ঞান) [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক.বাজেটখ.পর্যবেক্ষণ
গ.প্রতিবেদন
ঘ.সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ
উত্তর: ক
২৯৯. শাখাসমূহের কার্যকর নিয়ন্ত্রণে ব্যাংক কর্তৃপক্ষের নিকট নিচের কোনটি উত্তম পদ্ধতি বিবেচিত হতে পারে? (প্রয়োগ) [ক্যান্টনমেন্ট কলেজ, যশোর]
ক.আয়-ব্যয় বিশ্লেষণ
খ.বাজেটারি নিয়ন্ত্রণ
গ.অভ্যন্তরীণ নিরীক্ষা
ঘ.বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ
উত্তর: গ
৩০০. একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা আদর্শ গণ্য হতে আবশ্যক বৈশিষ্ট্য হলো (অনুধাবন) [বরিশাল সরকারি কলেজ]
i.ত্বরিৎ বিচ্যুতি নির্ণয়ে সহায়ক
ii.কর্মীদের মাঝে উৎসাহ সৃষ্টিতে সমর্থ
iii.দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের সহায়ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
৩০১. নিয়ন্ত্রণের সুবিধা হলো (অনুধাবন) [বরিশাল সরকারি কলেজ]
i.এটি জবাবদিহিতা নিশ্চিত করে
ii.এটি পরবর্তী পরিকল্পনার মান উন্নীত করে
iii.এটি কার্যক্ষেত্রে শৃঙ্খলা বিধান করে
নিচের কোনটি সঠিক?
ক.রখ.র ও রর
গ. i ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
৩০২. মোনালিসা তার নীলতরী ফ্যাশন লিমিটেডের সাপ্তাহিক উৎপাদনের পরিমাণ ৫০০ একক নতুনভাবে নির্ধারণ করলেন। ৫০০ একক আদর্শমানকে বলা যায় (প্রয়োগ) [পৈণ্ঠসিএড´Ÿ পণ্ঠএফসর ড. ইয়াজউষ্টিন আহএজ্ঞঞ্ছদ রৈসিএড´্রয়িঞ্ঝাল মএডল ’ক্সুল ´ৈ£ কএলজ, মু´্রীগল্ক]
i.গৃহীত পরিকল্পনা
ii.জারিকৃত নির্দেশনা
iii.নির্দেশনা প্রদান করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
৩০৩. বাজেটারি নিয়ন্ত্রণ হলো (অনুধাবন) [ঢাকা কলেজ; ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
i.বাজেটকেন্দ্রীক নিয়ন্ত্রণ ব্যবস্থা
ii.সংখ্যাকেন্দ্রীক নিয়ন্ত্রণ ব্যবস্থা
iii.ব্যক্তিনির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক.রখ.র ও রর
গ. i ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
৩০৪. চঊজঞ এর বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
[অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা; ক্যান্টনমেন্ট কলেজ, যশোর]
i.এক্ষেত্রে কাজসমূহের আন্তঃসম্পর্ক নিরূপিত হয়
ii.কোন কাজ কখন শুরু ও শেষ হবে তার উলেখ থাকে
iii.এটি একত্রে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ উন্নয়নের আধুনিক পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
উদ্দীপকটি পড়ো এবং ৩০৫ ও ৩০৬ নং প্রশ্নের উত্তর দাও।
চৌধুরী ফ্যাশনস্ লি. প্রতিষ্ঠানের প্রতি মাসে ৭২০০ পিস শার্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। উৎপাদন ব্যবস্থাপক সপ্তাহ শেষে কার্যফল মূল্যায়ন করতে গিয়ে দেখেন ১২০০ পিস শার্ট উৎপাদিত হয়েছে যা লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি এ অবস্থা থেকে উত্তরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। [য. বো. ১৫]
৩০৫. উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপক ব্যবস্থাপনার কোন কাজটি সম্পাদন করেছেন?
অ ক. পরিকল্পনা খ. নির্দেশনা
গ.সমন্বয়ঘ.নিয়ন্ত্রণউত্তর: ঘ
৩০৬. প্রতিষ্ঠানটির সাপ্তাহিক উৎপাদন লক্ষ্যমাত্রা কত পিস শার্ট?
অ ক. ৭২০০ খ. ১৮০০
গ.১২০০
ঘ.৬০০
উত্তর: খ
উদ্দীপকটি পড়ো এবং ৩০৭ ও ৩০৮ নং প্রশ্নের উত্তর দাও।
অঋ গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক জনাব জামাল একমাস অন্তর অন্তর তার প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কার্যপর্যবেক্ষণ করেন। কাজে কোনো ত্র“টি দেখতে পেলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।
[কক্সবাজার সিটি কলেজ]
৩০৭. জনাব জামাল ব্যবস্থাপনায় কোন কার্য সম্পাদন করেন? (প্রয়োগ)
অ ক. তত্ত¡াবধান খ. সমন্বয়
গ.নিয়ন্ত্রণ
ঘ.নিরীক্ষণ
উত্তর: গ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৩০৮. জনাব জামালের কার্যের ফলে (উচ্চতর দক্ষতা)
i.কাজে বিচ্যুতির সম্ভাবনা হ্রাস পায়
ii.কর্মীদের মনোবল বৃদ্ধি পায়
iii.কর্মীরা কাজে মনোযোগী থাকে
নিচের কোনটি সঠিক?
অ ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
উদ্দীপকটি পড়ো এবং ৩০৯ ও ৩১০ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব সালাম একটি স্বনামধন্য ব্যাংকের এমডি। ইদানিং তিনি কিছু শাখায় আর্থিক অনিয়মের অভিযোগ পাচ্ছেন। তিনি সংশ্লিষ্ট বিভাগকে প্রতিটি শাখার কাজ আরো সতর্কতার সাথে দেখতে নির্দেশ দিলেন।
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
৩০৯. উদ্দীপকের জনাব সালামের নির্দেশনা নিয়ন্ত্রণের কোন পদ্ধতির সাথে সঙ্গতিপূর্ণ? (প্রয়োগ)
অ ক. বাজেটারি নিয়ন্ত্রণ
খ.অভ্যন্তরীণ নিরীক্ষা
গ.ব্যক্তিগত পর্যবেক্ষণ
ঘ.আয়-ব্যয় বিশ্লেষণ
উত্তর: খ
৩১০. জনাব সালামের এরূপ নির্দেশনার যে ফল হবে তা হলো (উচ্চতর দক্ষতা)
i.ব্যাংক কর্মীদের সেবার মান বাড়বে
ii.ব্যাংক ম্যানেজাররা সতর্ক হবে
iii.জালিয়াতি ও প্রতারণার সম্ভাবনা কমবে
নিচের কোনটি সঠিক?
অ ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।